Mubarak Hossain Maruf

  • Home
  • Mubarak Hossain Maruf

Mubarak Hossain Maruf জীবনটা একটা সম্মুখ যুদ্ধক্ষেত্র। এ য?

06/05/2025
16/12/2024
একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মত ভালোবাসে জানেন? এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎকার। যিনি তাঁর স্বামীর সাথে সফলতার সাথে ক...
08/11/2024

একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মত ভালোবাসে জানেন?
এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎকার। যিনি তাঁর স্বামীর সাথে সফলতার সাথে কাটিয়ে দিলেন দীর্ঘ পঞ্চাশটি বছর। তাদের জীবন শান্তিতে ভরপুর ছিল। ঝগড়া তো দুরের কথা, দাম্পত্য জীবনে কখনো কথা কাটাকাটি পর্যন্ত হয়নি।
একজন সাংবাদিক এই বৃদ্ধার কাছে তার পঞ্চাশ বছরের স্থায়ী সফলতার রহস্যের ব্যপারে জানতে চাইলেন।
কী ছিল সে রহস্য? মজার মজার খাবার বানানো? দৈহিক সৌন্দর্য? বেশী সন্তান জন্ম দেয়া? নাকি অন্যকিছু?
বৃদ্ধা বললেন, দাম্পত্য জীবনের সুখ শান্তি প্রথমত আল্লাহর ইচ্ছা অতপর স্ত্রীর হাতেই। একজন স্ত্রী চাইলে তার ঘরটাকে জান্নাতের টুকরো বানাতে পারেন আবার চাইলে এটাকে জাহান্নামেও পরিনত করতে পারেন।
কীভাবে? অর্থ দিয়ে? তা তো হতে পারে না। কেননা অনেক অর্থশালী মহিলা আছেন, যাদের জীবনে দুঃখ দুর্দশার শেষ নেই, যাদের স্বামী তাদের কাছেই ভিড়তে চান না।
সন্তান জন্ম দান? না, তাও নয়। কারণ, অনেক মহিলা আছেন, যাদের অনেক সন্তান আছে, অথচ স্বামী পছন্দ করেননা। এমনকি এ অবস্থায় তালাক দেওয়ার নজিরও কম নয়।
ভালো খাবার বানানো? এটাও না, কারণ অনেক মহিলা আছেন, যারা রান্না বান্নায় বেশ দক্ষ, সারা দিন রান্না ঘরে কাজ করে, অথচ স্বামীর দুর্ব্যবহারের সম্মুখীন হন।
তার কথায় সাংবাদিক বিস্মিত হয়ে গেলেন। বললেন, তাহলে আসল রহস্যটা কী?
বৃদ্ধা বললেন, যখনই আমার স্বামী রেগে গিয়ে আমাকে বকাবকি করতেন, আমি অত্যন্ত সম্মান দেখিয়ে নিরবতা অবলম্বন করতাম এবং অনুতপ্ত হয়ে মাথা দুলিয়ে তার প্রতিটি কথায় সায় দিতাম।
সাবধান! বিদ্রুপের দৃষ্টিতে কখনো চুপ হয়ে থেকো না, কেননা পুরুষ মানুষ বিচক্ষণ হয়ে থাকে, এটা সহজেই বুঝতে পারে।
সাংবাদিক: ঐ সময় আপনি ঘর থেকে বের হয়ে যান না কেন?
বৃদ্ধা: সাবধান! সেটা কখনো করবেননা। তখন তিনি মনে করবেন, আপনি তাঁর কথায় বিরক্ত হয়ে পালাতে চাচ্ছেন। আপনার উচিত, চুপ থেকে ওর প্রতিটি কথায় হা সুচক সায় দেওয়া, যতক্ষণ না তিনি শান্ত হন।
অতপর আমি তাকে বলি, আপনার শেষ হয়েছে? এবার আমি যেতে পারি? তারপর আমি চলে যাই, আর আপন কাজে লেগে যাই। কারন চিৎকার করে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন, তার বিশ্রাম প্রয়োজন।
সাংবাদিক: এরপর কি করেন? এক সপ্তাহ খানেক তার থেকে দূরে থাকেন, এবং কথা বলা বন্ধ রাখেন নিশ্চয়?
বৃদ্ধা: সাবধান! এধরনের বদভ্যাস থেকে দূরে থাকুন।
যা দুধারী তরবারির চেয়েও মারাত্মক। স্বামী যখন আপনার সাথে আপোষ করতে চান তখন যদি আপনি তার কাছে না যান, তখন তিনি একা থাকতে অভ্যস্ত হয়ে যাবেন। কখনো কখনো এ অবস্থা তাকে প্রচন্ড জিদের দিকে ঠেলে দেবে।
সাংবাদিক: তাহলে কি করবেন তখন?
বৃদ্ধা: দুই ঘন্টা পর এক গ্লাস দুধ বা এক কাপ গরম চা নিয়ে তার কাছে যাই, আর বলি, নিন, এগুলো খেয়ে নিন, আপনি খুব ক্লান্ত। এসময় তার সাথে অত্যন্ত স্বাভাবিক ভাবেই কথা বলি। তারপর তিনি বলেন, রাগ করেছো? আমি বলি, না।
তারপর, তার দূর্ব্যবহারে দুঃখ প্রকাশ করেন এবং স্নেহ ও ভালোবাসার কথা বলেন।
সাংবাদিক: আপনি কি তার কথা তখন বিশ্বাস করেন?
বৃদ্ধা: অবশ্যই। কেন নয়? শান্ত থাকা অবস্থায় যা বলেন তা বিশ্বাস না করে, রাগান্বিত অবস্থায় যা বলেন তা বিশ্বাস করব?
সাংবাদিক: তাহলে আপনার ব্যক্তিত্ব?
বৃদ্ধা: আমার স্বামীর সন্তুষ্টিই আমার ব্যক্তিত্ব। আমাদের স্বচ্ছ সম্পর্কই আমাদের ব্যক্তিত্ব। আর স্বামী স্ত্রীর মধ্যে কোন ব্যক্তিত্ব থাকে না। যার সামনে তুমি পুরোপুরি ভাবে বস্ত্রমুক্ত হয়েছ, তার কাছে আবার কিসের ব্যক্তিত্ব?
মহান রব আমাদের দুনিয়ার জীবন ও আখেরাতের জীবনে কল্যান দান করুন। আমীন

পয়েন্টগুলো ভালো করে ফলো করুন। ১ ⛔মুনতাহার ছবি আপনার ফোনে রাখুন। ফোনে রাখা সম্ভব না হলে একটা ছবি ফটোকপি'র ঘর থেকে বের করে...
08/11/2024

পয়েন্টগুলো ভালো করে ফলো করুন।
১ ⛔
মুনতাহার ছবি আপনার ফোনে রাখুন। ফোনে রাখা সম্ভব না হলে একটা ছবি ফটোকপি'র ঘর থেকে বের করে সাথে রাখুন.. ভালো করে তার ছবির দিকে তাকিয়ে তাকে আপনার চোখে গেঁথে রাখুন।

২ ⛔
আপনার আশে পাশে যে কয়টা বাজার আছে
সবকটা বাজারে গিয়ে রেস্টুরেন্টে তল্লাশী করুন
অপহরণকারীরা হয়তো নাস্তার জন্য সেখানে যেতে পারে।

৩ ⛔
আপনার আশেপাশে প্রত্যেকটা গাড়ির স্ট্যান্ড চেক করুন এবং সব ড্রাইভারদের এই ছবিগুলো ভালো করে দেখিয়ে সতর্ক করে দিন, যাতে এমন কোন বাচ্চা চোখে পড়লেই ধরতে পারে।

৪ ⛔
আশেপাশে রেল স্টেশন থাকলে ভালো করে পুরো স্টেশন রানিং করুন, চেক করুন। ছবি দেখান মানুষদের।

৫ ⛔ আপনার ফেসবুক /হোয়াটসঅ্যাপ /ইমো
সোস্যাল মিডিয়ার সব জায়গায় বন্ধুদের সাথে ছবি টা শেয়ার করুন।

৬,⛔ রাস্তা চলাকালে কোন পুরুষ বা মহিলাদের সাথে বাচ্চাদের দেখলে একটু ফলো করুন মুনতাহার মতো কি না। সন্দেহ হলেই কাউকে সাথে নিয়ে ছবির সাথে মিলান।

এভাবেই আমরা ও আমাদের কাজ চালিয়ে যাচ্ছি।
দোয়ার দরখাস্ত।
আল্লাহ' মুনতাহাকে দ্রুত ফিরিয়ে দিন।
আমিন।

©~বাহার

13/08/2024

21.9K likes, 961 comments. “চিন্তা করতে পারেন? কতটা ঠান্ডা মাথায় এরা খুন করছে? ওদের আতংকের বিষয় কি ছিলো জানেন? একটা গুলি করলে মরে ১ জ....

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
13/08/2024

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

13/08/2024

"গুলি করি। মরে একটা। একটাই যায়, স্যার। বাকিডি যায় না। এটাই স্যার সবচেয়ে বড় আতঙ্কের।"

I've just reached 700 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏...
03/07/2024

I've just reached 700 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

15/06/2024
আলহামদুলিল্লাহ।
18/05/2024

আলহামদুলিল্লাহ।

আমরা তো সব কিছুর প্রতিবাদ করি বয়কট করি, কিন্তু আমরা কি একটা জিনিস খেয়াল করি, বাংলা কিছু কিছু নাটকে,  গ্রামের দৃশ্য গুলাত...
30/04/2024

আমরা তো সব কিছুর প্রতিবাদ করি বয়কট করি, কিন্তু আমরা কি একটা জিনিস খেয়াল করি, বাংলা কিছু কিছু নাটকে, গ্রামের দৃশ্য গুলাতে গ্রামের মেয়েদের সাজে যে নায়িকা গুলাকে উপস্থাপন করা হয় তাদের বুকে যে ওড়না থাকে না। আমাদের গ্রামে গুলাতে কিন্তু মেয়েরা এমন ভাবে ওড়না ছাড়া কেউ চলাফেরা করে না।
তাহলে কি নাটকের মাধ্যমে ওড়না ছাড়া গ্রামের মেয়েরা চলাফেরা করে এটা প্রমোট করা হচ্ছে না?
এবং কি মেয়েদের কে এটা বুঝানো হচ্ছে না, যে ওড়না ছাড়া চলাফেরা করা স্বাভাবিক ব্যপার।
এগুলা নিয়ে এখন কথা না বললে ভবিষ্যতে আরো খারাপের দিকে যাবে।⚠️⚠️
#হোক_প্রতিবাদ

Address


Telephone

+8801744669801

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mubarak Hossain Maruf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mubarak Hossain Maruf:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share