Podocihno - পদচিহ্ন

Podocihno - পদচিহ্ন Podochinho is a cultural organisation of Bangladesh Agricultural University

শুভ জন্মদিন সাধারণ সম্পাদক প্রিন্স।পদচিহ্ন পরিবারের পক্ষ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
22/12/2024

শুভ জন্মদিন সাধারণ সম্পাদক প্রিন্স।

পদচিহ্ন পরিবারের পক্ষ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।

শুভ জন্মদিন, পদচিহ্নের প্রাণ- অর্পিতা পান্ডে।২০১৮ সাল থেকে নিবেদিতপ্রাণ অর্পিতা পদচিহ্ন পরিবারের অংশ হয়ে আছেন। সংগঠনের প...
26/11/2024

শুভ জন্মদিন, পদচিহ্নের প্রাণ- অর্পিতা পান্ডে।

২০১৮ সাল থেকে নিবেদিতপ্রাণ অর্পিতা পদচিহ্ন পরিবারের অংশ হয়ে আছেন। সংগঠনের প্রতিটি উত্থান-পতনের সঙ্গী হয়ে, তিনি সবসময় সংগঠনের জন্য নতুন কিছু করার চেষ্টা করেছেন।

ক্লাসিকাল নৃত্যশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হলেও, পদচিহ্নের মঞ্চে তাঁর 'শ্যাডো ড্যান্স' পরিবেশনা তাঁকে এনে দিয়েছে বিশেষ সুনাম।

বর্তমানে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক অর্পিতার হাত ধরে সংগঠন আরো দূর এগিয়ে যাবে, এই প্রত্যাশা করছে পদচিহ্ন পরিবার। একই সঙ্গে তাঁর জন্য রইল আন্তরিক শুভকামনা।

শুভ জন্মদিন, রুবায়েত ভাই, পদচিহ্ন সাংস্কৃতিক সংগঠনের অভিভাবক তুল্য প্রিয় বড় ভাই!আপনার সাহচর্য এবং পরামর্শ আমাদের জন্য সত...
06/11/2024

শুভ জন্মদিন, রুবায়েত ভাই, পদচিহ্ন সাংস্কৃতিক সংগঠনের অভিভাবক তুল্য প্রিয় বড় ভাই!

আপনার সাহচর্য এবং পরামর্শ আমাদের জন্য সত্যিই অসীম প্রেরণা। আপনার জন্মদিনে জানাই অজস্র শুভেচ্ছা ও শ্রদ্ধা। আশা করি, সামনে আরও অনেক বছর আমাদের পাশে থাকবেন, আমাদের পথপ্রদর্শক হয়ে।

শুভ জন্মদিন, ভাই!

শুভ জন্মদিন, মোহাম্মাদ আল-মামুন স্যার! পদচিহ্নের সভাপতি হিসেবে আপনার নতুন দায়িত্ব আমাদের জন্য অনুপ্রেরণার এক অনন্য দৃষ্...
31/10/2024

শুভ জন্মদিন, মোহাম্মাদ আল-মামুন স্যার!

পদচিহ্নের সভাপতি হিসেবে আপনার নতুন দায়িত্ব আমাদের জন্য অনুপ্রেরণার এক অনন্য দৃষ্টান্ত। আপনার দিকনির্দেশনায় আমাদের সংগঠন ভবিষ্যতে আরও শক্তিশালী ও সফল হবে—এই বিশ্বাস আমাদের সবার।

আমরা আশাবাদী, আপনার দূরদর্শিতা আমাদের সংগঠনকে নতুন সাফল্যের শিখরে পৌঁছে দেবে। আপনার জীবনে শান্তি, সুস্বাস্থ্য, এবং অসীম সফলতা আসুক।

শুভ জন্মদিন!

শুভ জন্মদিন পদচিহ্নের সাবেক সাধারণ সম্পাদক Shahjad Khan (লর্ড) ভাই।পদচিহ্ন পরিবারের পক্ষ থেকে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা।
30/10/2024

শুভ জন্মদিন পদচিহ্নের সাবেক সাধারণ সম্পাদক Shahjad Khan (লর্ড) ভাই।
পদচিহ্ন পরিবারের পক্ষ থেকে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা।

শুভ জন্মদিন, অনন্যা।প্রথম বর্ষের অনন্যা এবারের 'আরেক ফাল্গুন' ফ্ল্যাশমবে দারুণ পারফর্ম করে সবার নজর কেড়েছেন। নিজের হাসি,...
23/10/2024

শুভ জন্মদিন, অনন্যা।

প্রথম বর্ষের অনন্যা এবারের 'আরেক ফাল্গুন' ফ্ল্যাশমবে দারুণ পারফর্ম করে সবার নজর কেড়েছেন। নিজের হাসি, উচ্ছ্বাস দিয়ে সংগঠনটা আলোকিত রাখবেন, এই কামনা রইলো।

পদচিহ্ন পরিবার থেকে অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা।

শুভ জন্মদিন সাউদ বুখারী!২০২০ সাল থেকে পদচিহ্নের সাথে যুক্ত সাউদ বুখারী বর্তমানে পদচিহ্নের উপ-প্রচার সম্পাদক। যদি ২১ এ বয়...
19/10/2024

শুভ জন্মদিন সাউদ বুখারী!

২০২০ সাল থেকে পদচিহ্নের সাথে যুক্ত সাউদ বুখারী বর্তমানে পদচিহ্নের উপ-প্রচার সম্পাদক। যদি ২১ এ বয়েজ গ্রুপ ড্যান্স দিয়ে আলোড়ন সৃষ্টি করা সাউদ 'কন্যা রে' গানেও পারফর্ম করেছেন। এছাড়াও সাউদ বুখারীর অসামান্য ট্যালেন্টের মাঝে একটি হলো তিনি বিট-বক্সিং করতে পারেন।

জন্মদিনের অনেক শুভেচ্ছা, সাউদ বুখারী!

শুভ জন্মদিন, নাদিয়া ইসলাম রিহাম।২০২৩ সালে 'পদচিহ্ন' এর হয়ে যদি-২১ এ মঞ্চ মাতানো রিহাম পদচিহ্নের হয়ে নিজের নাচের মাধ্যমে ...
15/10/2024

শুভ জন্মদিন, নাদিয়া ইসলাম রিহাম।

২০২৩ সালে 'পদচিহ্ন' এর হয়ে যদি-২১ এ মঞ্চ মাতানো রিহাম পদচিহ্নের হয়ে নিজের নাচের মাধ্যমে জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে। ওই বছরে 'কন্যা রে' গানে তাঁর অসাধারণ নৃত্য পরিবেশনা ছিল বিশেষ উল্লেখযোগ্য, পারফর্ম করেছে গার্লস গ্রুপ ড্যান্সেও। ২০২৪ সালের ফ্ল্যাশমবেও তিনি তাঁর অসামান্য নৃত্যশৈলী দিয়ে মুগ্ধ করেছেন সবাইকে।

রিহামের আগামীর পথচলা হোক আরও সাফল্যমণ্ডিত। শুভকামনা রইল!

গুটি গুটি পায়ে ২৬ এ পা দিলো পদচিহ্ন...বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গৌরবময় সাংস্কৃতিক সংগঠন ‘পদচিহ্ন’ ১৯৯৮ সালের ১০ ডিসে...
10/10/2024

গুটি গুটি পায়ে ২৬ এ পা দিলো পদচিহ্ন...

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গৌরবময় সাংস্কৃতিক সংগঠন ‘পদচিহ্ন’ ১৯৯৮ সালের ১০ ডিসেম্বর আত্মপ্রকাশ করে। শুরুতে শুধু নাট্যকলা চর্চার লক্ষ্য নিয়ে যাত্রা করলেও, সময়ের প্রবাহে সংগঠনটি হয়ে ওঠে এক বহুমুখী সাংস্কৃতিক বিকাশের কেন্দ্র। নাটক ছাড়াও সংগঠনটির পরিসরে যুক্ত হয় গান, নৃত্য এবং অন্যান্য শিল্পচর্চা। আজ, ২৬ বছর অতিক্রম করে, বাকৃবির প্রাচীনতম সাংস্কৃতিক সংগঠন পদচিহ্ন হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম মশালবাহী।

প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছরই প্রকাশিত হয়েছে পদচিহ্নের সাহিত্যিক ও সাংস্কৃতিক ম্যাগাজিন, যেটি 'যদি' নামে মঞ্চায়য়িত হয়, ১৯৯৮ সালে 'যদি-১' দিয়ে শুরু, যার সর্বশেষ সংস্করণ ২০২৩ সালের 'যদি-২১'- যা শিক্ষার্থীদের জন্য বিনোদন ও চিন্তার খোরাক যুগিয়েছে। এই ম্যাগাজিনগুলোতে শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীলতাকে প্রকাশের সুযোগ পেয়েছে এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। তাছাড়া বিভিন্ন উৎসব পার্বণে ক্যাম্পাসকে মুখরিত রাখার চেষ্টায় সচেষ্ট থাকে এই সংগঠন৷ প্রতিটি অনুষ্ঠানেই শিক্ষার্থীদের নিজস্ব সৃষ্টি যেমন উঠে এসেছে, তেমনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ধারক ও বাহক হিসেবে সংরক্ষিত থেকেছে।

এই দীর্ঘ যাত্রায়, পদচিহ্ন যে ভিত্তির উপর দাঁড়িয়ে আজকের শক্তিশালী অবস্থানে এসেছে, তার জন্য গুরুজনদের প্রতি শ্রদ্ধা জানানো অপরিহার্য। সংগঠনের প্রতিষ্ঠাতা এবং প্রথম দিককার স্রষ্টারা যে সাহস ও দূরদর্শিতা নিয়ে পদচিহ্নের বীজ বপন করেছিলেন, তা আজ বিশাল বৃক্ষে রূপ নিয়েছে। তাঁদের অবদান ছড়িয়ে রয়েছে প্রতিটি সফল কর্মকাণ্ডের মধ্যে, যা পদচিহ্নের প্রতিটি ধাপকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে।

২৬ বছরের এই গৌরবময় ইতিহাস একদিকে যেমন সাফল্যের প্রতিচ্ছবি, অন্যদিকে নতুন প্রজন্মের জন্য প্রেরণার বাতিঘর।

শুভ জন্মদিন, অভিনয় সাহা সৌম। পদচিহ্ন পরিবারের অন্যতম গুরত্বপূর্ণ একজন সদস্য হলেন সৌম দা। যিনি ক্যাম্পাসে থাকাকালীন সব প্...
07/10/2024

শুভ জন্মদিন, অভিনয় সাহা সৌম।

পদচিহ্ন পরিবারের অন্যতম গুরত্বপূর্ণ একজন সদস্য হলেন সৌম দা। যিনি ক্যাম্পাসে থাকাকালীন সব প্রোগ্রামেই পদচিহ্নের হয়ে সবদিক সামলাতেন। শুধু নিজের পারফরম্যান্স না, ব্যস্ত থাকতেন কিভাবে অন্যের পারফরম্যান্স ভালো করা যায়, সেটি নিয়েও।

মজার ব্যাপার হলো, পদচিহ্নের মঞ্চে নাচের জন্য সৌম দাদা বিখ্যাত হলেও, উনি গানটাও করেন খুবই চমৎকার। তবে শুধু নাচ-গান না, শেষ প্রোগ্রামটাতে সৌমদাকে নাটকও করতে দেখা গিয়েছে। সাংস্কৃতিক অঙ্গণে প্রপার অল-রাউন্ডার যাকে বলে, তিনিই আমাদের সৌম দা।

পদচিহ্নের হয়ে কোরিও, বয়েজ গ্রুপ ড্যান্সের নিয়মিত মুখ ছিলেন সৌম দা। পদচিহ্নের নিবেদিতপ্রাণ সৌমদাকে উনার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা!

শুভ জন্মদিন, ম্যাডাম! আপনার প্রতিটি দিন হোক সফলতা আর আনন্দে ভরপুর। জীবনের প্রতিটি মুহূর্তে আপনার সাফল্য আমাদের জন্য প্রে...
04/10/2024

শুভ জন্মদিন, ম্যাডাম!
আপনার প্রতিটি দিন হোক সফলতা আর আনন্দে ভরপুর। জীবনের প্রতিটি মুহূর্তে আপনার সাফল্য আমাদের জন্য প্রেরণা হয়ে থাকুক। পদচিহ্ন এর সাথে আপনার পথচলা আরো সুদীর্ঘ হোক, এই কামনায়।

শুভ জন্মদিন, জ্যোতি। পদচিহ্নের সাথে ২০২০ থেকেই যুক্ত থাকা জ্যোতি পদচিহ্নের হয়ে পারফর্ম করেছেন অনেকবার। নাটক কিংবা নাচ, দ...
02/10/2024

শুভ জন্মদিন, জ্যোতি।

পদচিহ্নের সাথে ২০২০ থেকেই যুক্ত থাকা জ্যোতি পদচিহ্নের হয়ে পারফর্ম করেছেন অনেকবার। নাটক কিংবা নাচ, দুটোতেই বাকৃবির মঞ্চে পারফর্ম করেছেন। ২০২৩ সালে 'কন্যা রে' গানে পারফর্ম করা ছাড়াও 'বিক্রম' নাটকেও অভিনয় করেছেন তিনি।

শুভকামনা জ্যোতির জন্য।

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Podocihno - পদচিহ্ন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share