Podocihno - পদচিহ্ন

Podocihno - পদচিহ্ন Podochinho is a cultural organisation of Bangladesh Agricultural University

Get Ready for the last day! ✨
31/08/2025

Get Ready for the last day! ✨

More than 25 have already seized this opportunity on the first day. 👏Will you be the one who misses out with only 2 days...
29/08/2025

More than 25 have already seized this opportunity on the first day. 👏

Will you be the one who misses out with only 2 days left? The choice is yours. ⌛

🌟✨ Podocinho is Back! ✨🌟The wait is over! Podocinho Cultural Organization at BAU is reopening its doors! 🎉From electrify...
28/08/2025

🌟✨ Podocinho is Back! ✨🌟

The wait is over! Podocinho Cultural Organization at BAU is reopening its doors! 🎉

From electrifying flashmobs to unforgettable cultural nights filled with dance, drama, and song 🎭🎶—this is YOUR chance to shine on stage.

👉 Registrations are now open!
Step in, showcase your talent, and be part of the cultural heartbeat of BAU. ❤️

'পদচিহ্ন' আসতে যাচ্ছে নতুন কিছু নিয়ে...অনেক অপেক্ষা করিয়েছি, আরেকটু অপেক্ষা করুন;সাথে থাকুন, আশা করি অপেক্ষাটা সার্থক হব...
25/08/2025

'পদচিহ্ন' আসতে যাচ্ছে নতুন কিছু নিয়ে...
অনেক অপেক্ষা করিয়েছি, আরেকটু অপেক্ষা করুন;
সাথে থাকুন, আশা করি অপেক্ষাটা সার্থক হবে। 💞

শুভ জন্মদিন সাধারণ সম্পাদক প্রিন্স।পদচিহ্ন পরিবারের পক্ষ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
22/12/2024

শুভ জন্মদিন সাধারণ সম্পাদক প্রিন্স।

পদচিহ্ন পরিবারের পক্ষ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।

শুভ জন্মদিন, পদচিহ্নের প্রাণ- অর্পিতা পান্ডে।২০১৮ সাল থেকে নিবেদিতপ্রাণ অর্পিতা পদচিহ্ন পরিবারের অংশ হয়ে আছেন। সংগঠনের প...
26/11/2024

শুভ জন্মদিন, পদচিহ্নের প্রাণ- অর্পিতা পান্ডে।

২০১৮ সাল থেকে নিবেদিতপ্রাণ অর্পিতা পদচিহ্ন পরিবারের অংশ হয়ে আছেন। সংগঠনের প্রতিটি উত্থান-পতনের সঙ্গী হয়ে, তিনি সবসময় সংগঠনের জন্য নতুন কিছু করার চেষ্টা করেছেন।

ক্লাসিকাল নৃত্যশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হলেও, পদচিহ্নের মঞ্চে তাঁর 'শ্যাডো ড্যান্স' পরিবেশনা তাঁকে এনে দিয়েছে বিশেষ সুনাম।

বর্তমানে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক অর্পিতার হাত ধরে সংগঠন আরো দূর এগিয়ে যাবে, এই প্রত্যাশা করছে পদচিহ্ন পরিবার। একই সঙ্গে তাঁর জন্য রইল আন্তরিক শুভকামনা।

শুভ জন্মদিন, রুবায়েত ভাই, পদচিহ্ন সাংস্কৃতিক সংগঠনের অভিভাবক তুল্য প্রিয় বড় ভাই!আপনার সাহচর্য এবং পরামর্শ আমাদের জন্য সত...
06/11/2024

শুভ জন্মদিন, রুবায়েত ভাই, পদচিহ্ন সাংস্কৃতিক সংগঠনের অভিভাবক তুল্য প্রিয় বড় ভাই!

আপনার সাহচর্য এবং পরামর্শ আমাদের জন্য সত্যিই অসীম প্রেরণা। আপনার জন্মদিনে জানাই অজস্র শুভেচ্ছা ও শ্রদ্ধা। আশা করি, সামনে আরও অনেক বছর আমাদের পাশে থাকবেন, আমাদের পথপ্রদর্শক হয়ে।

শুভ জন্মদিন, ভাই!

শুভ জন্মদিন, মোহাম্মাদ আল-মামুন স্যার! পদচিহ্নের সভাপতি হিসেবে আপনার নতুন দায়িত্ব আমাদের জন্য অনুপ্রেরণার এক অনন্য দৃষ্...
31/10/2024

শুভ জন্মদিন, মোহাম্মাদ আল-মামুন স্যার!

পদচিহ্নের সভাপতি হিসেবে আপনার নতুন দায়িত্ব আমাদের জন্য অনুপ্রেরণার এক অনন্য দৃষ্টান্ত। আপনার দিকনির্দেশনায় আমাদের সংগঠন ভবিষ্যতে আরও শক্তিশালী ও সফল হবে—এই বিশ্বাস আমাদের সবার।

আমরা আশাবাদী, আপনার দূরদর্শিতা আমাদের সংগঠনকে নতুন সাফল্যের শিখরে পৌঁছে দেবে। আপনার জীবনে শান্তি, সুস্বাস্থ্য, এবং অসীম সফলতা আসুক।

শুভ জন্মদিন!

শুভ জন্মদিন পদচিহ্নের সাবেক সাধারণ সম্পাদক Shahjad Khan (লর্ড) ভাই।পদচিহ্ন পরিবারের পক্ষ থেকে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা।
30/10/2024

শুভ জন্মদিন পদচিহ্নের সাবেক সাধারণ সম্পাদক Shahjad Khan (লর্ড) ভাই।
পদচিহ্ন পরিবারের পক্ষ থেকে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা।

শুভ জন্মদিন, অনন্যা।প্রথম বর্ষের অনন্যা এবারের 'আরেক ফাল্গুন' ফ্ল্যাশমবে দারুণ পারফর্ম করে সবার নজর কেড়েছেন। নিজের হাসি,...
23/10/2024

শুভ জন্মদিন, অনন্যা।

প্রথম বর্ষের অনন্যা এবারের 'আরেক ফাল্গুন' ফ্ল্যাশমবে দারুণ পারফর্ম করে সবার নজর কেড়েছেন। নিজের হাসি, উচ্ছ্বাস দিয়ে সংগঠনটা আলোকিত রাখবেন, এই কামনা রইলো।

পদচিহ্ন পরিবার থেকে অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা।

শুভ জন্মদিন সাউদ বুখারী!২০২০ সাল থেকে পদচিহ্নের সাথে যুক্ত সাউদ বুখারী বর্তমানে পদচিহ্নের উপ-প্রচার সম্পাদক। যদি ২১ এ বয়...
19/10/2024

শুভ জন্মদিন সাউদ বুখারী!

২০২০ সাল থেকে পদচিহ্নের সাথে যুক্ত সাউদ বুখারী বর্তমানে পদচিহ্নের উপ-প্রচার সম্পাদক। যদি ২১ এ বয়েজ গ্রুপ ড্যান্স দিয়ে আলোড়ন সৃষ্টি করা সাউদ 'কন্যা রে' গানেও পারফর্ম করেছেন। এছাড়াও সাউদ বুখারীর অসামান্য ট্যালেন্টের মাঝে একটি হলো তিনি বিট-বক্সিং করতে পারেন।

জন্মদিনের অনেক শুভেচ্ছা, সাউদ বুখারী!

শুভ জন্মদিন, নাদিয়া ইসলাম রিহাম।২০২৩ সালে 'পদচিহ্ন' এর হয়ে যদি-২১ এ মঞ্চ মাতানো রিহাম পদচিহ্নের হয়ে নিজের নাচের মাধ্যমে ...
15/10/2024

শুভ জন্মদিন, নাদিয়া ইসলাম রিহাম।

২০২৩ সালে 'পদচিহ্ন' এর হয়ে যদি-২১ এ মঞ্চ মাতানো রিহাম পদচিহ্নের হয়ে নিজের নাচের মাধ্যমে জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে। ওই বছরে 'কন্যা রে' গানে তাঁর অসাধারণ নৃত্য পরিবেশনা ছিল বিশেষ উল্লেখযোগ্য, পারফর্ম করেছে গার্লস গ্রুপ ড্যান্সেও। ২০২৪ সালের ফ্ল্যাশমবেও তিনি তাঁর অসামান্য নৃত্যশৈলী দিয়ে মুগ্ধ করেছেন সবাইকে।

রিহামের আগামীর পথচলা হোক আরও সাফল্যমণ্ডিত। শুভকামনা রইল!

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Podocihno - পদচিহ্ন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share