10/10/2024
গুটি গুটি পায়ে ২৬ এ পা দিলো পদচিহ্ন...
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গৌরবময় সাংস্কৃতিক সংগঠন ‘পদচিহ্ন’ ১৯৯৮ সালের ১০ ডিসেম্বর আত্মপ্রকাশ করে। শুরুতে শুধু নাট্যকলা চর্চার লক্ষ্য নিয়ে যাত্রা করলেও, সময়ের প্রবাহে সংগঠনটি হয়ে ওঠে এক বহুমুখী সাংস্কৃতিক বিকাশের কেন্দ্র। নাটক ছাড়াও সংগঠনটির পরিসরে যুক্ত হয় গান, নৃত্য এবং অন্যান্য শিল্পচর্চা। আজ, ২৬ বছর অতিক্রম করে, বাকৃবির প্রাচীনতম সাংস্কৃতিক সংগঠন পদচিহ্ন হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম মশালবাহী।
প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছরই প্রকাশিত হয়েছে পদচিহ্নের সাহিত্যিক ও সাংস্কৃতিক ম্যাগাজিন, যেটি 'যদি' নামে মঞ্চায়য়িত হয়, ১৯৯৮ সালে 'যদি-১' দিয়ে শুরু, যার সর্বশেষ সংস্করণ ২০২৩ সালের 'যদি-২১'- যা শিক্ষার্থীদের জন্য বিনোদন ও চিন্তার খোরাক যুগিয়েছে। এই ম্যাগাজিনগুলোতে শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীলতাকে প্রকাশের সুযোগ পেয়েছে এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। তাছাড়া বিভিন্ন উৎসব পার্বণে ক্যাম্পাসকে মুখরিত রাখার চেষ্টায় সচেষ্ট থাকে এই সংগঠন৷ প্রতিটি অনুষ্ঠানেই শিক্ষার্থীদের নিজস্ব সৃষ্টি যেমন উঠে এসেছে, তেমনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ধারক ও বাহক হিসেবে সংরক্ষিত থেকেছে।
এই দীর্ঘ যাত্রায়, পদচিহ্ন যে ভিত্তির উপর দাঁড়িয়ে আজকের শক্তিশালী অবস্থানে এসেছে, তার জন্য গুরুজনদের প্রতি শ্রদ্ধা জানানো অপরিহার্য। সংগঠনের প্রতিষ্ঠাতা এবং প্রথম দিককার স্রষ্টারা যে সাহস ও দূরদর্শিতা নিয়ে পদচিহ্নের বীজ বপন করেছিলেন, তা আজ বিশাল বৃক্ষে রূপ নিয়েছে। তাঁদের অবদান ছড়িয়ে রয়েছে প্রতিটি সফল কর্মকাণ্ডের মধ্যে, যা পদচিহ্নের প্রতিটি ধাপকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে।
২৬ বছরের এই গৌরবময় ইতিহাস একদিকে যেমন সাফল্যের প্রতিচ্ছবি, অন্যদিকে নতুন প্রজন্মের জন্য প্রেরণার বাতিঘর।