ওমস ভাই

ওমস ভাই অদ্ভুদ, নেগিটিভ ও স্বঘোষিত পাগল

03/10/2025

আজকে মসজিদে হুজুর সুন্দর একটা কথা বলসে। বলছে!

আপনি একটা কু"কুরকে খাওয়াইলে মানুষকে খাওয়ানোর থেকে কম সওয়াব পাবেন না। উলটা বেশিই সওয়াব পাবেন। আপনার পাঁচ টাকা দামের একটা বনরুটি খেয়ে কু"কুরটা যদি দোয়া করে যে আল্লাহ এই বান্দা আমারে খাওয়াইলো, এরে মাফ করে দাও। পীরের দোয়া কবুল না-ও হইতে পারে, ওলির দোয়া কবুল না-ও হইতে পারে কিন্তু এই কু"কুর (বো'বা প্রাণী অর্থে) বলতে দেরী কিন্তু তার দোয়া কবুল হইতে দেরী হবে না!❤️

ছেলেরা চাহিয়া থাহো মেয়েরা ইনবক্সে আসো!
03/10/2025

ছেলেরা চাহিয়া থাহো
মেয়েরা ইনবক্সে আসো!

শুভ সকাল ❤️
03/10/2025

শুভ সকাল ❤️

সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধনের এক সুন্দর উদাহরণ হতে পারে আজকের দিনটা। হিন্দু ধর্মাবলম্বী আমাদের পরিচিত ভাই-বোন...
02/10/2025

সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধনের এক সুন্দর উদাহরণ হতে পারে আজকের দিনটা। হিন্দু ধর্মাবলম্বী আমাদের পরিচিত ভাই-বোনদের সাথে নবমীর আনন্দ ভাগাভাগি করেছি, খেয়েছি নাড়ু আর ঘুরেছি পুজা মন্ডপে মন্ডপে।

সকলকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও ভালোবাসা।
সাম্প্রদায়িক সম্প্রীতির এই বন্ধন অটুট থাকুক সবার মাঝে।

#শারদীয়_দুর্গোৎসব #সম্প্রীতির_বাংলা #নবমীর_আনন্দ

পাহাড় আর প্রেমিকা দূর থেকেই সুন্দর ❤️❤️
01/10/2025

পাহাড় আর প্রেমিকা দূর থেকেই সুন্দর ❤️❤️

01/10/2025

..পুরুষ কপালে চুমু খেয়ে মস্তিষ্ক থেকে জ্ঞান শুষে নেয়। তাই বুদ্ধিমান নারীরা তাদের মস্তিষ্ক হাঁটুতে লুকিয়ে রাখে!
বাণীতে: ওমস ভাই

তুমি জানো না, কতোবার তোমার পাশে একা হেঁটেছি,  শব্দহীন ভালবাসা নিয়ে নিরবে ভালোবেসেছি।  তুমি কি কখনও ইচ্ছে করে আমার দিকে ত...
29/09/2025

তুমি জানো না, কতোবার তোমার পাশে একা হেঁটেছি,
শব্দহীন ভালবাসা নিয়ে নিরবে ভালোবেসেছি।
তুমি কি কখনও ইচ্ছে করে আমার দিকে তাকাও?
জানো, তুমি যতটা ভালোবাসো,
তার থেকেও বেশি ভালোবাসি আমি— নিঃশব্দে, নিঃস্বার্থে।

বাণীতে : গুরু
29/09/2025

বাণীতে : গুরু

এই সোডিয়াম বাতির শহরে,টুক-টাক আলো আর মৃদু মন্দ আঁধারে,আমি খানিকটা আঁধার খুঁজি শহুরে অলিগলি ঘুরে,অনেকদিন আঁধার দেখি না এই...
28/09/2025

এই সোডিয়াম বাতির শহরে,
টুক-টাক আলো আর মৃদু মন্দ আঁধারে,
আমি খানিকটা আঁধার খুঁজি শহুরে অলিগলি ঘুরে,
অনেকদিন আঁধার দেখি না এই কৃত্রিমতার ভীড়ে,
অমবস্যার শেষে পূর্ণিমা এসে ধরা দেয়,
এইসব আলোর কোলাহলে আমি তোমায় দেখতে নাহি পাই,
একটু না হয় হুট করে লোডশেডিং হউক,
কিছুক্ষণের জন্য মহাসড়কে সড়ক বিভাজনের বাতিগুলো নিভে যাক,
মহল্লাজুড়ে আবার না হয় লোডশেডিং এর আমেজে গল্প জমুক,
ও পাড়ার ছেলেপেলেগুলি না হয় সন্ধ্যার পর আরেক পার কানামাছি খেলুক,
মাঝে মাঝে না হয় হঠাৎ লোডশেডিং নামুক,
আমাদের এই কৃষ্ণচূড়ার শহরে,
অনেক দিন হয় ভাবনার ক্যানভাসে ডুব দেওয়া হয় না,
এই কৃত্রিম আলোর কোলাহলে,,,,,,,,

কখনো ভাবিনি—  এইভাবে হঠাৎ কোন এক শনিবার তোমার সাথে দেখা হবে।  চোখে চোখ পড়বে, অথচ কিছু বলার থাকবে না।  শুধু নিঃশব্দ একটা ...
27/09/2025

কখনো ভাবিনি—
এইভাবে হঠাৎ কোন এক শনিবার তোমার সাথে দেখা হবে।
চোখে চোখ পড়বে, অথচ কিছু বলার থাকবে না।
শুধু নিঃশব্দ একটা অভিমান ঝরে পড়বে দু’জনার মাঝখানে।

এরকম কত শনিবার—
হাতে হাত রেখে হেঁটেছি সেই চিরচেনা রাস্তায়,
তোমার হাসিতে ছিলো আমার পৃথিবী,
আর আমার চোখে ছিলে তুমি, একমাত্র তুমি।

কিন্তু আজ?
তুমি অন্য কারো—
তোমার পাশে অন্য একটা হাত,
আর আমাদের মাঝখানে দাঁড়িয়ে আছে অনেক ‘বারণ’,
অনেক না বলা কথা, অসমাপ্ত গল্পের গুচ্ছ।

হয়তো ভাগ্য নামের অধ্যায়ে
তোমার নামটা আমার পাশে নয়,
তবু এই হৃদয় জানে—
প্রতি শনিবার, সেই রাস্তায়, আমি একাই হাটি,
তোমাকে সাথে নিয়েই... শুধু তুমি দেখো না।

— ওমস ভাই (গাধা)

25/09/2025

বাংলাদেশ ম্যাচ জিতবে কিনা সিউর না, কিন্তু আমাকে পাইলে তুমি জিতবা এটা সিউর!

Address

Omsvai@gmail. Com
Mymensingh
2240

Telephone

9943

Website

Alerts

Be the first to know and let us send you an email when ওমস ভাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ওমস ভাই:

Share

Category