প্রিয় পাঠক-পাঠিকাবৃন্দ
````````````````````, আপনার আশে পাশে বিভিন্ন ধরনর কাঁচা রাস্তা, ভাঙ্গা পুল, ঝুকিপূর্ন বেইলি ব্রিজ, নষ্ট কার্ডবোড অথবা যেকোন ধরনের ঘটে যাওয়া ছোট বড় দুর্ঘটনা বা কোন অনিয়ম মেসেজ বা ইমেইল করে আমাদের পেজের মাধ্যমে দ্রুত আপনি সকলকে জানতে পারেন। যাতে করে অপরাধি ব্যাক্তিকে দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনা যয়। ১০০% সত্যতার ভিত্তিতে, আপনার দেওয়া তথ্য বা লেখাটি আমাদের পেজে আপনার নাম
সহ প্রকাশ করা হবে।
=====================================
আমরা বিশ্বাস করি, একটি স্বাধীন দেশে-একজন মানুষ তার মতামত, তার আবেগ, তার চেতনা, তার ভাল লাগা কিংবা না লাগা ইত্যাদি প্রকাশ করবে স্বাধীনভাবে, এটা তার অধিকার। এটি কোন ধরনের রাজনৈতিক, অশ্লীল বা কোন বিজ্ঞাপন পেজ নয়। এটি মুক্ত চিন্তার এক লাইক পেজ মাত্র। যেখান থেকে আমরা কমিয়ে আনতে চাই আপরাধ প্রবনতাকে-এই সুন্দর পৃথিবিতে একটু শান্তির আলো পৌছে দিতে চাই।
-------------------------------------------------------------------
★প্রতি সপ্তাহে যিনি সর্বাধিক-সংখ্যক লেখা আমাদেরকে মেসেজ বা ইমেইল করবেন তাকে সাময়িক ভাবে আমাদের পেজের সেচ্ছাসেবী এডমিন হিসাবে সিলেক্ট করা হবে। তবে লেখাগুলো হতে হবে শিক্ষামূলক বা উন্নয়নমূলক।
**বিঃদ্রঃ [যারা ইতিমধ্যে বিভিন্ন সমস্যার জন্য এডমিন প্যানেল থেকে বিভিন্ন সময়ে বাদ পড়েছেন তাদের জন্যও -এ লেখার মাধ্যমে আহব্বন করা হচ্ছে আপনার ভুল গুলো সংশোধন করে আমাদের পেজে আপনাকে আবারও এডমিন প্যানেলদের সাথে কাজ করে আপনার সুন্দর সুন্দর লেখা দিয়ে পেজকে আরো উন্নত করুণ।]।
সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।।
```````````````````````````````````````````````````````````````````
[[বিভিন্ন পরীক্ষার শিক্ষার্থিদের শিক্ষামূলক MCQ ও জনগনের উন্নয়নমূলক ঘটনার ও তাদের ভালবাসার চাহিদার উপর নির্ভর করে স্থানিয় সাংবাদিক ও বিভিন্ন এডমিনদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পেজটি পরিক্ষামূলকভাবে বর্তমান সরকাররে সাথে তালমিলিয়ে তথ্য ও যোগাযোগ প্রয়ুক্তির মাধ্যমে বাংলাদেশকে দ্রুততর ভাবে সামনের দিকে এগিয়ে নিতে আমরা বদ্ধ পরিকর]]
=============================================
এডমিন ইন চিপঃআব্দুল আউয়াল(মনি)
সাধারন সম্পাদক
ফকিরহাট প্রেসক্লাব,বাগেরহাট।
মোবাঃ 01874-111114
ইমেইলঃ [email protected]