09/10/2025
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া গ্রামের এক ইংল্যান্ড প্রবাসীর জমি জো'রপূর্বক দ'খ'ল ও উনার ভাইকে হ*ত্যা*র হু'ম'কির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রবাসীর ভাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দেবপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে রেজুয়ান ইসলাম সিয়াম (৩২) নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগে জানান যে তাঁর বোন মোসলেহা আক্তার (ইংল্যান্ড প্রবাসী) দেবপাড়া মৌজার দাগ নং ৩৩৭৬ ও ৩৩৭৭ এই ভূমির মালিক ও দখলদার। অভিযোগে তিনি উল্লেখ করেন, বিবাদীগণ তারেক আহমেদ(২৮), ও তার স্ত্রী হালিমা ইয়াসমিন সুজি(২৫) এবং আম্বিয়া বেগম (৪৫) দীর্ঘদিন ধরে উক্ত জমি জো*রপূর্বক দ'খ'লের চেষ্টা করে আসছে।
গত (৫ আগস্ট) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটের সময়, বিবাদীরা তাদের লোকজনসহ প্রবাসীর উক্ত জমির একটি অংশ দ*খ*ল করে বাউন্ডারি দেয়াল নির্মাণ করে। ঘটনাটি প্রত্যক্ষ করে রেজুয়ান ইসলাম সিয়াম বা*ধা দিলে বিবাদীরা তাঁকে ভ'য়'ভী'তি ও হু*ম*কি প্রদর্শন করে। পরবর্তীতে স্থানীয় মুরুব্বিয়ানদের মাধ্যমে বিষয়টি সালিশে মীমাংসার উদ্যোগ নেওয়া হলে, গত (১০ সেপ্টেম্বর) রেজুয়ান কে বিবাদীরা ফোনে আবারও তাঁকে খু*ন করে লা'শ গু*ম করার হু'ম'কি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, বিবাদীরা উক্ত জমির উপর তাদের বাড়ির ময়লা নিষ্কাশনের ড্রেন তৈরি করেছে এবং সেখানে ইট, বালু ও পাথর রেখে দ'খ'ল জোরদার করছে। একাধিকবার সরানোর কথা বললেও তারা তাদের ইট, বালু- পাথর কিছুতেই সরাবে না বলে জানায়।
রেজুয়ান ইসলাম সিয়াম জানান, আমার বোন ইংল্যান্ডে থাকায় তাহার জায়গা সম্পত্তি আমি দেখাশোনা করি। আজ থেকে ৮ বছর আগে আমাদের সবার জায়গা সেপারেট করা হয়েছে। প্রত্যেকের জায়গা প্রত্যেককে বুঝিয়ে সিমানা নির্ধারণ করে দিয়ে ছিলেন আমাদের পরিবারের বাবা-চাচারা সবাই মিলে। এ বিষয়ে তিনি আরো বলেন, অভিযুক্তদের হু'ম'কি'র কারণে আমি ও আমার পরিবার বর্তমানে নি'রা'প'ত্তা'হী'নতায় ভু*গছি।