BNN NEWS.

BNN NEWS. বাংলার নিউজ নবীগঞ্জ-এ আপনাকে স্বাগতম।
নিউজ ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ:
০১৭৬০২০৯৭৯৬
(2)

09/10/2025

নবীগঞ্জ শহর দিয়ে এই মাত্র গাড়িটি যাচ্ছে, আপনারাই বলুন এভাবে মালামাল নেওয়া কী তার টিক হইছে....?

09/10/2025

লক্ষ্মীপুরের শ্যামগঞ্জ মাদ্রাসার শিশু শিক্ষার্থী তেঁতুল খুঁজতে গিয়ে পানিতে প*ড়ে যায়, হঠাৎ এক যুবক দেখে সাথে-সাথে তার সাহসী পদক্ষেপে প্রাণে বেঁ'চে গেল শিশুটি।

09/10/2025

হবিগঞ্জ-১ আসনে বিএনপির প্রবাসী প্রার্থী নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর কী দিলেন....ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোশাহিদ আলম মুরাদ

09/10/2025

শেখ হাসিনাসহ ৩০ জনের
গ্রে'ফ'তা'রি পরোয়ানা গেল
১২ দপ্তরে

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া গ্রামের এক ইংল্যান্ড প্রবাসীর জমি জো'রপূর্বক দ'খ'ল ও উনার ভা...
09/10/2025

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া গ্রামের এক ইংল্যান্ড প্রবাসীর জমি জো'রপূর্বক দ'খ'ল ও উনার ভাইকে হ*ত্যা*র হু'ম'কির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রবাসীর ভাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দেবপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে রেজুয়ান ইসলাম সিয়াম (৩২) নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগে জানান যে তাঁর বোন মোসলেহা আক্তার (ইংল্যান্ড প্রবাসী) দেবপাড়া মৌজার দাগ নং ৩৩৭৬ ও ৩৩৭৭ এই ভূমির মালিক ও দখলদার। অভিযোগে তিনি উল্লেখ করেন, বিবাদীগণ তারেক আহমেদ(২৮), ও তার স্ত্রী হালিমা ইয়াসমিন সুজি(২৫) এবং আম্বিয়া বেগম (৪৫) দীর্ঘদিন ধরে উক্ত জমি জো*রপূর্বক দ'খ'লের চেষ্টা করে আসছে।

গত (৫ আগস্ট) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটের সময়, বিবাদীরা তাদের লোকজনসহ প্রবাসীর উক্ত জমির একটি অংশ দ*খ*ল করে বাউন্ডারি দেয়াল নির্মাণ করে। ঘটনাটি প্রত্যক্ষ করে রেজুয়ান ইসলাম সিয়াম বা*ধা দিলে বিবাদীরা তাঁকে ভ'য়'ভী'তি ও হু*ম*কি প্রদর্শন করে। পরবর্তীতে স্থানীয় মুরুব্বিয়ানদের মাধ্যমে বিষয়টি সালিশে মীমাংসার উদ্যোগ নেওয়া হলে, গত (১০ সেপ্টেম্বর) রেজুয়ান কে বিবাদীরা ফোনে আবারও তাঁকে খু*ন করে লা'শ গু*ম করার হু'ম'কি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, বিবাদীরা উক্ত জমির উপর তাদের বাড়ির ময়লা নিষ্কাশনের ড্রেন তৈরি করেছে এবং সেখানে ইট, বালু ও পাথর রেখে দ'খ'ল জোরদার করছে। একাধিকবার সরানোর কথা বললেও তারা তাদের ইট, বালু- পাথর কিছুতেই সরাবে না বলে জানায়।

রেজুয়ান ইসলাম সিয়াম জানান, আমার বোন ইংল্যান্ডে থাকায় তাহার জায়গা সম্পত্তি আমি দেখাশোনা করি। আজ থেকে ৮ বছর আগে আমাদের সবার জায়গা সেপারেট করা হয়েছে। প্রত্যেকের জায়গা প্রত্যেককে বুঝিয়ে সিমানা নির্ধারণ করে দিয়ে ছিলেন আমাদের পরিবারের বাবা-চাচারা সবাই মিলে। এ বিষয়ে তিনি আরো বলেন, অভিযুক্তদের হু'ম'কি'র কারণে আমি ও আমার পরিবার বর্তমানে নি'রা'প'ত্তা'হী'নতায় ভু*গছি।

08/10/2025

ওমানে সড়ক দু'র্ঘ'ট'না'য় ৭
বাংলাদেশি নি'হ'ত

08/10/2025

শহিদুল আলমকে আ'ট'ক
করার ঘটনায় জামায়াতের
নি*ন্দা

08/10/2025

একজন স'না'ত'ন ধর্মালম্বী বাবার ছেলে মা'রা'ত্ম'ক অসুস্থতায় ভুগছিল। সর্বোচ্চ চেষ্টা করেও চিকিৎসার মাধ্যমে ছেলেকে সুস্থ করে তুলতে পারছিলেন না। শেষ পর্যন্ত তিনি একটি স্থানীয় মসজিদের সামনে গিয়ে সেজদায় লু'টি'য়ে পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন। পরবর্তী দোয়ার বঙ্গিতে হাত তুলেন তিনি চোখের পানি ফেলে মসজিদে সামনে লুটিয়ে পড়েন। এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ভাইরাল হওয়ার পর ভিডিওটি মানুষের হৃদয় ছুঁয়ে যায়। ঘটনাটি ভারতের একটি অঞ্চলে।

08/10/2025

১ হাজার টাকা দেওয়ার পরও মা তুলে ডাইভার কে কি গা'লি দিলো

08/10/2025

রাখেন আল্লাহ মা'রে কে

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভ'য়া'বহ যানজটের কারণে গাড়িবহরে আ'ট'কা পড়েন সড়ক পরিবহন ও সেতু বিষয়ক উপদেষ্টা...
08/10/2025

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভ'য়া'বহ যানজটের কারণে গাড়িবহরে আ'ট'কা পড়েন সড়ক পরিবহন ও সেতু বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এক ঘণ্টারও বেশি সময় অপেক্ষার পর পরিস্থিতি সামাল দিতে না পেরে শেষ পর্যন্ত তিনি মোটরসাইকেলে চড়ে গন্তব্যের পথে রওনা হন।

বুধবার (৮ অক্টোবর) সকালে উপদেষ্টা ঢাকা থেকে ট্রেনে করে কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে নামেন। সেখান থেকে গাড়িবহর নিয়ে সরাইল-বিশ্বরোড মোড় এর উদ্দেশে যাত্রা শুরু করেন। পথে আশুগঞ্জের সোহাগপুর এলাকায় যানবাহনের দীর্ঘ সারিতে আ'ট'কে পড়েন তিনি। প্রায় এক ঘণ্টা অপেক্ষার পরও যখন যানবাহন নড়াচড়া শুরু করেনি, তখন তিনি সিদ্ধান্ত নেন মোটরসাইকেলে গন্তব্যে যাওয়ার।

08/10/2025

হবিগঞ্জের নবীগঞ্জে চো'রা'ই মোবাইল উদ্ধারে করতে গিয়ে পুলিশ সদস্যরা হা'ম'লা'র শিকার

Address

নবীগঞ্জ
Nabiganj
3370

Alerts

Be the first to know and let us send you an email when BNN NEWS. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BNN NEWS.:

Share