BNN NEWS.

BNN NEWS. বাংলার নিউজ নবীগঞ্জ-এ আপনাকে স্বাগতম
(2)

গ্রামের সেই সুন্দর্য  ছাগল চানাকে নিয়ে খেলা করছে
20/07/2025

গ্রামের সেই সুন্দর্য ছাগল চানাকে নিয়ে খেলা করছে

18/07/2025
18/07/2025

আগামী জাতীয় সংসদ নির্বাচনে
এমপি প্রার্থী হতে হলে
নূনতম শিক্ষাগত যোগ্যতা
স্নাতক

একজন হাফিজি মাদ্রাসার ছাত্র মোঃ সাইফুল ইসলাম (বয়স ১৫ বছর), গত ১৪ জুলাই ২০২৫ ইং তারিখে বিকাল ৪ টার সময় তার নিজ বাড়ি  থেক...
17/07/2025

একজন হাফিজি মাদ্রাসার ছাত্র মোঃ সাইফুল ইসলাম (বয়স ১৫ বছর), গত ১৪ জুলাই ২০২৫ ইং তারিখে বিকাল ৪ টার সময় তার নিজ বাড়ি থেকে বের হয়, কিন্তু দুঃখের বিষয় সে আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। হারানোর সময় তার পড়নে ছিলো সাদা পাঞ্জাবি, সাদা টুপি, জুতা পড়া ছিল।

যদি কোনো সদয় ব্যক্তি তাকে দেখে থাকেন বা তার কোনো খোঁজ পান, তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
নাম: মোঃ আলম মিয়া
স্থান : বাগাউড়া
উপজেলা: নবীগঞ্জ জেলা হবিগঞ্জ।
যোগাযোগ:01303499451,,01728189928

প্লিজ সবাই শেয়ার করে থাকে খুজতে সাহায্য করুন।

গত ১৫ জুলাই, ২০২৫ রোজ মঙ্গলবার থেকে মোহাম্মদ ফাহিম নামের একজন ছাত্র নিখোঁজ রয়েছে।সে নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের ব...
17/07/2025

গত ১৫ জুলাই, ২০২৫ রোজ মঙ্গলবার থেকে মোহাম্মদ ফাহিম নামের একজন ছাত্র নিখোঁজ রয়েছে।

সে নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের বাউসা মাদারলেন্ড কেজি অ্যান্ড হাই স্কুলে ৮ম শ্রেণীর শিক্ষার্থী। সকাল বেলা স্কুলে গেলেও সে আর বাড়ি ফিরে আসেনি।
ঐ দিন হবিগঞ্জ সিএনজি স্টেশনে তাকে শেষ বারের মতো একজন পরিচিত ব্যক্তি দেখতে পান।

নিখোঁজের সময় তার পরনে ছিল: স্কুল ড্রেস, সাদা গেঞ্জি, ফুল প্যান্ট।
নাম: মোহাম্মদ ফাহিম
বয়স: ১৪ বছর
পিতা: মোঃ রহমত আলী
মাতা: ইয়াসমিন বেগম
গ্রাম: মান্দার কান্দি
নানার বাড়ি: চান্দপুর, দলান বাড়ি (সেখান থেকেই লেখাপড়া করতো)

যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে নিচের নাম্বারে দ্রুত যোগাযোগ করুন করার জন্য অনুরোধ করা হলো: 01775853850-01749740406

দয়া করে পোস্টটি শেয়ার করে ছেলেটিকে খুঁজে পেতে সাহায্য করুন।

নবীগঞ্জের সং'ঘ'র্ষে'র সালিশী প্রক্রিয়া আজ পূর্ণাঙ্গ সফলতা পেলো!উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে বৈঠকে সিদ্ধান্ত সমূহ...
17/07/2025

নবীগঞ্জের সং'ঘ'র্ষে'র সালিশী প্রক্রিয়া আজ পূর্ণাঙ্গ সফলতা পেলো!

উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে বৈঠকে সিদ্ধান্ত সমূহঃ

√ নিহত ব্যাক্তিদের জন্য শোক প্রকাশ!
√ উপদেষ্টা কমিটি গঠন।
√ সালিশ কমিটি গঠন।
√ ৫ দিনের মধ্যে জান-মালের ক্ষয়ক্ষতি নির্ধারণ।
√ দ্রুততম সময়ে পৌরসভায় শান্তি-শৃংখলা এবং ব্যাবসার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা।

পরিশেষে সকল শ্রেণী পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

Address

Nabiganj

Alerts

Be the first to know and let us send you an email when BNN NEWS. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BNN NEWS.:

Share