সঈদপুর বাজার-নবীগঞ্জ

সঈদপুর বাজার-নবীগঞ্জ সত্য সব সময়

এলাকায় আতঙ্ক ]]  রব্বানির মুক্তি এবং হয়রানি মুক্তি চেয়ে নবীগঞ্জের উমরপুরে গভীর রাতে মৃত মজুম ও লুৎফুর রহমান ভাইর বাড়িতে ...
29/04/2025

এলাকায় আতঙ্ক ]] রব্বানির মুক্তি এবং হয়রানি মুক্তি চেয়ে নবীগঞ্জের উমরপুরে গভীর রাতে মৃত মজুম ও লুৎফুর রহমান ভাইর বাড়িতে বিকট শব্দে ককটেল বোমা হামলা।
পাওয়া গেছে লিফলেট। অবিস্ফোরিত বোমা কিছু গুলি।
পুলিশ দুইটি বোমা পানির বালতিতে রেখেছে। লিপলেটে লেখা ছিল রব্বানির মুক্তি চাই।
খবর পাওয়া পর্যন্ত এখন পুলিশ বিষয়টি তদন্ত করছে।

বাংলাদেশ আওয়ামীলীগের হবিগঞ্জ জেলার  নবীগঞ্জের আউশকান্দি ইউনিয়নের রাজনৈতিক নেতা  উমরপুরের  মোহাম্মদ সিরাজুল ইসলাম   হৃদরো...
27/04/2025

বাংলাদেশ আওয়ামীলীগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জের আউশকান্দি ইউনিয়নের রাজনৈতিক নেতা উমরপুরের মোহাম্মদ সিরাজুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
★ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহের রাজিউন★

সিরাজুল ইসলাম একজন কুয়েত প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ছিলেন।

জানাগেছে, সিরাজুল ইসলামকে প্রথমে সিলেট একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সিলেটে তার অবস্থা অবনতি হলে গতকাল ঢাকা একটি হাসপাতাল নেয়া হয়।আজ সকাল ১০:৩০ মিনিটের সময় সিরাজুল ইসলাম শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যু খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সবাই তার জীবনের স্মৃতিচারণ করছেন। এবং আল্লাহ তাকে বেহেশতে নসীব করুন সবাই দোয়া করছেন।

15/03/2025
19/01/2025

Monshah Ahmed

আজ উমরপুরে  তাজুদ চাচা সত্যি সত্যি এবার বিয়ে পিরিতে বসে গেলেন।  🥰🥰🥰🥰🥰👍👍👍🫶🫶🥰[[[]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]❤️মনশাহ আহমেদ...
06/09/2024

আজ উমরপুরে তাজুদ চাচা সত্যি সত্যি এবার বিয়ে পিরিতে বসে গেলেন। 🥰🥰🥰🥰🥰👍👍👍🫶🫶
🥰[[[]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]❤️
মনশাহ আহমেদ !!! তিনি চার পাঁচ বছর ধরে কন্যা দেখতে ছিলেন। সোজাসাপটা থাকায় কেউ বিয়ে করাতে রাজি ছিলেন না। কিন্তু তাজুদ মিয়া বিয়ে করবেই। অবশেষে উনার জীবন সার্থক বিয়ে করতে পেরেছেন। যিনি উনাকে সরল সোজাসাপটা দেখেও যিনি উনাকে বিয়ে করতে রাজি হয়েছেন, উনি সত্যি ভালো কাজ করেছেন। এলাকার লোকজন তাকে বলতেন, তোমার কপালে বউ নাই! তিনি বলতেন আমি বউ একদিন ঘরে আনব। টাকা জমাইরাম।
সত্যি, সত্যি আজ উনার ঘরে বউ নিয়ে এলেন। তাজুদ চাচার বিয়ের খবর ফেজবুকে সবাই শেয়ার করছেন।
আমরা দেখেছি এ রকম সোজাসাপটা মানুষ বিয়ে কমই করতে পারে সমাজে। তিনি সফল হয়েছেন।
আমরা তাদের দাম্পত্য জীবন সুখী হোক এই কামনা করি।

রক্তাক্ত নবীগঞ্জের সঈদপুর বাজার!! সিএনজি চালক শিপনের  চাবিতে রাখা ছুরিকাঘাতে উমরপুরের হাফিজুর মারা গেছেন । ইন্না লিল্লাহ...
29/08/2024

রক্তাক্ত নবীগঞ্জের সঈদপুর বাজার!! সিএনজি চালক শিপনের চাবিতে রাখা ছুরিকাঘাতে উমরপুরের হাফিজুর মারা গেছেন ।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন

বাঁচানো গেলনা উমরপুরের হাফিজুর রহমানকে।

গত রবিবার সন্ধ্যায় সিএনজি চালক শিপনের (২৩) চাবিতে রাখা ছুরি দিয়ে গলার কাছাকাছি ছুরিকাঘাত করে হাফিজুরকে। চারদিকে ছিটকে পড়ে রক্ত আর রক্ত, এলাকার মানুষ প্রথমে নবীগঞ্জ তারপর সিলেট, সিলেট থেকে ঢাকা। কিন্তু রক্তনালী বিচ্ছিন্ন হওয়ায় তার অবস্থা অবনতি হতে থাকে। আজ তিনি চলে গেলেন না ফেরার দেশে।

21/08/2024

মনু নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তেলবাহী লরির চাপায় প্রাণ গেল সৌদি প্রবাসী স্ত্রীর স্বামী সিএনজি চালক ফজল আলী। মনশাহ আহমেদ ||ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্...
02/07/2024

তেলবাহী লরির চাপায় প্রাণ গেল সৌদি প্রবাসী স্ত্রীর স্বামী সিএনজি চালক ফজল আলী।

মনশাহ আহমেদ ||
ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি ইউনিয়নের খেয়াঘাট নতুন ব্রিজ রহমান কমিউনিটি সেন্টারের সামনে বিকাল ৫টা ৩০ মিনিটের সময় সিএনজিচালিত অটোরিকশা ও তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে সঈদপুর বাজারের সিএনজি চালক মোঃ ফজল আলী ঘটনাস্থলেই মারা যান।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

ফজল আলী আউশকান্দি ইউনিয়নের ৫নং আউশকান্দি ইউনিয়নের জালালপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে। তার বাবাও গাছে চাপা পড়ে দুর্ঘটনায় মারা যান।
নিহত ফজল আলী পরিবারে এখন শুধু সৌদি প্রবাসী স্ত্রী এবং দুইটি কন্যা সন্তান রয়েছে নানার বাড়িতে।

Address

Umorpur Syedpur 3203
Nabiganj

Alerts

Be the first to know and let us send you an email when সঈদপুর বাজার-নবীগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share