Ala Uddin

Ala Uddin Travel Vlogger | YouTube - Reveal Uganda - উগান্ডার গল্প

22/08/2025

আমরা যদি উগান্ডানদের মতন সভ্য হতাম তবে দূর্ঘটনা অনেকাংশে কমে যেতো। 🇺🇬

#ট্রল #উগান্ডা #আফ্রিকা #বাংলাদেশ

৫৩০ টাকা কেজি গরুর মাংস কিনলাম।  যে অংশটা থেকে সে ১ কেজি মাংস কাটল তাতে একটা হাড় ছিলো। আমি ভাবছিলাম বলবো, হাড়টা দিও না। ...
22/08/2025

৫৩০ টাকা কেজি গরুর মাংস কিনলাম।
যে অংশটা থেকে সে ১ কেজি মাংস কাটল তাতে একটা হাড় ছিলো। আমি ভাবছিলাম বলবো, হাড়টা দিও না। তার আগেই সে বললো, "ডোন্ট ওরি, আই শেল রিমোভ দিজ"।

- হোটেলের ম্যানেজার ভদ্র মহিলার বয়স ৫৫। বললাম আমাকে রান্না করার সুযোগ দিতে হবে।
ম্যানেজার বললো, " বাংলাদেশী প্রথম গেস্ট হিসেবে তুমি এসেছো তাতেই আমরা গর্ব বোধ করছি "
আর অনেক অবাক হয়ে বললো," এখানকার পুরুষের তো খালি অর্ডার করে। পুরুষ মানুষ রান্না করে এটা আসলে আমার চোখে বিরল "

খাবার পরিবেশনের সময় দেখি সাথে এক বাটি বিনস দিয়েছে। বললো," আমাদের খাবারটা খেয়ে জানাবা, স্বাদ কেমন "

#উগান্ডা #ডায়েরি #আফ্রিকা

22/08/2025

ফ্রেশি ফার্ম উগান্ডা শাখায় এসে খুব দারুন সময় পার করছি আলহামদুলিল্লাহ। আপনারা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অবশ্য.....

22/08/2025

একজন উগান্ডান পরী 🇺🇬

#উগান্ডা #আফ্রিকা

উগান্ডা রাজধানী কাম্পালা থেকে প্রায় ৩৪০ কিলোমিটার দূরের শহর লীরায় আছি।  আমি এখানে আছি আজ দু'দিন।  এমন একটা দারুন মানুষের...
22/08/2025

উগান্ডা রাজধানী কাম্পালা থেকে প্রায় ৩৪০ কিলোমিটার দূরের শহর লীরায় আছি। আমি এখানে আছি আজ দু'দিন।

এমন একটা দারুন মানুষের সাথে পরিচিত হতে পেরেছি ভেবে নিজেরই গর্ব হচ্ছে। বলছিলাম মিস্টার জেমস অটিমের কথা।
সেই আশির দশকে অনার্স - মাস্টার্স করেছেন। যে জায়গায় উগান্ডার অধিকাংশ গ্রামীন অঞ্চলে এখন ৭০এর দশক চলে।
জীবনে বহু বড় বড় এনজিওর বড় বড় পদে ছিলেন। যেখাইনেই দূর্নীতি আর মিথ্যার আশ্রয় দেখেছে, লাথি মারতে এক মিনিটও ভাবেনি। নব্বইয়ের দশক থেকে দুই হাজার বিশ পর্যন্ত একাই লড়েছেন উগান্ডার মহামারী এইডসের বিরুদ্ধে মানুষকে কনসার্ন করতে। ছুটেছেন এক জেলা থেকে আরেক জেলা। আহ্বান করেছেন মদ ছেড়ে হাতে কলম ধরতে।

উগান্ডায় আমি এক ড্রাইভারকে চিনি যার স্ত্রীর বাহিরেও ১০-১২ টা গার্লফ্রেন্ড। আবার তার গার্লফ্রেন্ডেরও এমন, এবার ভাবুন ম্যাট্রিক্স আকারে এটা কত মানুষের কানেশন।
সর্বপরি এমন ওয়াইজ মানুষের সাথে পরিচিত হয়ে মনে হচ্ছে উগান্ডা আসার কষ্টগুলো সার্থক।

(নোট : যাদের চরিত্র একটু আধটুও খারাপ ভূলেও আফ্রিকা আসবেন না।কোনোদিনও আসবেন না। )

21/08/2025

উগান্ডায় ১০০ সিলিং এর পানি 🇺🇬🇺🇬

#উগান্ডা

এই যে পোকাটা দেখতে পাচ্ছেন।  সত্যি বলতে দেখার চোখ থাকলে আর বিশ্বাসী হয়ে থাকলে আলহামদুলিল্লাহ বলতে হবে।  আমি না পোকা বিশে...
21/08/2025

এই যে পোকাটা দেখতে পাচ্ছেন। সত্যি বলতে দেখার চোখ থাকলে আর বিশ্বাসী হয়ে থাকলে আলহামদুলিল্লাহ বলতে হবে।

আমি না পোকা বিশেষজ্ঞ, না পাখি বিশেষজ্ঞ। ওয়ার্ল্ড ট্রাভেলা'স অনু তারেক ভাই বললো এই পোকাটার অদ্ভুত কাহিনি,
বেচারা মাটির নিচে থাকে প্রায় ১ যুগ। তারপর বেরিয়ে মাত্র মাস খানেক বাঁচে বাচ্চা দেয়। তারপর টাটা বাই বাই।

#পোকা #উগান্ডা Foryou

পৃথিবীর উন্নত দেশগুলোতে দেখবেন মানুষ নিঃসঙ্গ জীবনযাপন করে, এবং এক পর্যায়ে অনেকে আত্মহননের পথ বেছে নেয়। কিন্তু উগান্ডাতে ...
21/08/2025

পৃথিবীর উন্নত দেশগুলোতে দেখবেন মানুষ নিঃসঙ্গ জীবনযাপন করে, এবং এক পর্যায়ে অনেকে আত্মহননের পথ বেছে নেয়।

কিন্তু উগান্ডাতে বন্ধুর কোনো অভাব নেই। মাটি বন্ধু, গাছপালা বন্ধু, পশু- পাখি সব কিছুই বন্ধু।
আপনি একবার চিন্তা করেন তো একটা এদেশী কালো মানুষ যদি বাংলাদেশের রাস্তায়,মাঠে হেঁটে বেড়াতো মানুষ তাকে কি পরিমান ডিস্টার্ব করতো?
আর এখানে আমি ঘুরছি নিজের দেশের মতন, সবাই দেখলেই হাত নাড়ায়, অভিবাদন জানায়।

#উগান্ডা #ডায়েরি

উগান্ডার নর্দান পার্টে আছি।  যে হোটেলে উঠলাম কোনো বাঙালি বা ইন্ডিয়ান খাবার নাই।  বললাম তাহলে দুইটা ডিম ভাজি করে দাও।  দা...
21/08/2025

উগান্ডার নর্দান পার্টে আছি। যে হোটেলে উঠলাম কোনো বাঙালি বা ইন্ডিয়ান খাবার নাই।
বললাম তাহলে দুইটা ডিম ভাজি করে দাও।
দাম পড়ল ১০০ টাকা আর সাথে এই পানিটা। সবমিলিয়ে দাম প্রায় ২০০ টাকা।
কথা বলা বারণ, খেয়ে চুপচাপ ঘুমিয়ে যেতে হবে।

#উগান্ডা #ডায়েরি

যে মানুষটা তার শত্রুরও খারাপ চায় না, তাকে নিয়ে কেনো এত অভিযোগ?  🇺🇬Murshida Akhter Mimi
21/08/2025

যে মানুষটা তার শত্রুরও খারাপ চায় না, তাকে নিয়ে কেনো এত অভিযোগ? 🇺🇬
Murshida Akhter Mimi

সম্প্রিতি আমি মুর্শিদা আক্তার মিমি আপুর একটা ইন্টারভিউ করেছিলাম সেখানে ইন্টারভিউ অনেক দীর্ঘ হয়ে যাবার কারনে আম.....

উগান্ডায় এসে সবচেয়ে দারুন যেই বিষয়গুলো দেখেছি তার মধ্যে অন্যতম হচ্ছে তাদের স্বাস্থ্য। উগান্ডার ৭২-৭৮% মানুষের বয়স ৩০ এর ...
19/08/2025

উগান্ডায় এসে সবচেয়ে দারুন যেই বিষয়গুলো দেখেছি তার মধ্যে অন্যতম হচ্ছে তাদের স্বাস্থ্য। উগান্ডার ৭২-৭৮% মানুষের বয়স ৩০ এর নিচে৷
আমরা সাধারণত যে সকল খাবার খাই যেমন: মাছ,ভাত,মাংস ইত্যাদি ওদের ক্রয় ক্ষমতার বাহিরে ওরা সকালে পুরেজ(সুজি), দুপুরে-রাতে পুরশা( ভূট্টার আটার কাই) আর বিনস খায় শুধু। মাসে হয়তো ২৫ দিনের উপরে এটাই তাদের খাবারের রুটিন। মশলা,তৈল জাতীয় খাবার ওরা ছূয়েও দেখেনা। হয়তো স্বাস্থ্য ভালো থাকার অন্যতম একটা কারণ এটা।

আপনি ওদের দিয়ে কাজ করিয়ে নিতে পারলে দেখবেন দারুন কাজ করছে।

#আফ্রিকা #উগান্ডা

19/08/2025

আমরা শৈশব থেকেই সংগ্রাম করি 🇺🇬🇺🇬

#উগান্ডা #আফ্রিকা

Address

Nabinagar
3410

Telephone

+8801609385252

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ala Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ala Uddin:

Share