28/12/2025
মাত্র ৪টি প্রাক্টিক্যাল ক্লাসে পুরো সাপ্লাই চেইনকে শিখতে চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন।
একটি বিজনেস প্রসেসে সাপ্লাই চেইন হল একাধিক কার্যক্রমের ইন্টিগ্রেশন যা একসাথে মিলেই পুরো বিজনেসকে রান করে। যেখানে একটি সিদ্ধান্ত আরেকটি সিদ্ধান্তকে চালায়। একটা ভুল হিসাব মানে পুরো চেইনে সমস্যা।
কিন্তু প্রশ্ন হলো—
এই চেইনের ইন্টিগ্রেশানটা ঠিক কীভাবে হয়?
অনেকে প্রোকিউরমেন্ট, প্রোডাকশন বা ইনভেন্টরি আলাদা আলাদা ভাবে দেখে।
কিন্তু বাস্তবে সাপ্লাই চেইন কাজ করে end-to-end integration দিয়ে এবং
🔹 তা শুরু হয় Forecast থেকে।
🔹 সেখান থেকে আসে MPS,
🔹 MPS ঠিক করে দেয় Production Plan ও CRP Status,
🔹 তারপর আসে MRP,
🔹 আর তারপর তৈরি হয় প্রোকিউরমেন্টের জন্য সেই আউটপুট—MRR।
এখানেই শেষ না।
🔹 MRR দিয়ে শুরু হয় প্রোকিউরমেন্ট প্লনিং ও পারচেজিং প্রসেস
এই পুরো প্ল্যানকে যখন আপনি Yearly থেকে Monthly Budget-এ নামিয়ে আনেন, তখনই বোঝা যায়—
🔹 কতটা কেনা যাবে,
🔹 কখন পারচেজ অর্ডার দেওয়া নিরাপদ,
🔹 আর কোথায় কস্ট কন্ট্রোল দরকার।
সবই একে অপরের সাথে যুক্ত।
একটাও আলাদা না।
সমস্যা হলো—
অনেকে এই কাজগুলো করেন, কিন্তু পুরো ছবিটা দেখেন না।
আর তখনই শুরু হয় ভুল সিদ্ধান্ত, দেরিতে পারচেজ, বা অপ্রয়োজনীয় কস্ট।
এই জায়গায় কাজ করছে LISCO।
Integrated SCM with Excel কোর্সে LISCO দেখায়—
কীভাবে পুরো সাপ্লাই চেইন একসাথে কাজ করে,
🔹 Excel ব্যবহার করে,
🔹 বাস্তব ডেটা দিয়ে,
🔹 হাতেকলমে প্র্যাকটিসের মাধ্যমে।
মাত্র ৪টি প্রাকটিক্যাল ক্লাসে আপনি বুঝে ফেলবেন—
একটি কোম্পানীর পুরো সাপ্লাই চেইন আসলে কীভাবে চলে। আর তা বাস্তবে কিভাবে ইপ্লিমেন্ট করতে হয়।
এই প্রোগ্রাম আপনাকে সাহায্য করবে—
🔹 পুরো সাপ্লাই চেইন জার্নি সহজ করতে
🔹 সিদ্ধান্ত নেওয়ার আত্মবিশ্বাস গড়তে
🔹 কস্ট কমিয়ে দক্ষতা বাড়াতে
🔹 ক্যারিয়ারে নতুন সুযোগ তৈরি করতে
LISCO থিউরী শুধু শেখায় না—তত্ত্বকে কাজে রূপ দেয়। LISCO সিস্টেম বুঝতে শেখায়।
যদি আপনি সাপ্লাই চেইনকে প্রাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনের মধ্যেমে একটা কন্ট্রোলযোগ্য সিস্টেম হিসেবে দেখতে চান—তাহলে আমাদের এই কোর্সে যুক্ত হতে পারেন। মাত্র ৪টি ক্লাসই আপনার সাপ্লাই চেইনকে পানির মত সহজ করে দেবে গ্রান্ডেড!
👉 LISCO L- Empowering professionals to integrate supply chain functions for measurable optimization.
For Registration - https://shorturl.at/OKpTC