নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।

  • Home
  • Bangladesh
  • Nabinagar
  • নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।

নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ। Nabinagar is an upzilla of Brahmanbaria district.

তারিফশাহ মাজার গেইট।
29/07/2025

তারিফশাহ মাজার গেইট।

97 of Nabinagar
24/07/2025

97 of Nabinagar

আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training) সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিং...
21/07/2025

আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training)

সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ। ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড, সেটি'ই প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে। ট্রেনিং-এর এপর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো-পাইলট বা কোনো প্রকার ইন্সট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজ সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন।

যেকোনো প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরেই হয়ে থাকে, তবে সলো ফ্লাইট সাধারণত আর্বান এরিয়াতেই হয়ে থাকে৷ আর আর্বান এরিয়াতে এধরণের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট। তো ট্রেনিংয়ের লক্ষ্যে তৌকির তার এফ-৭ বিমান নিয়ে কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন। এরপর উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা'র আকাশজুড়ে তিনি উড়তে থাকেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে কিছু সমস্যা আঁচ করেন। কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে ইন্সট্যান্ট রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানা সম্ভব হয়েছে: ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত অব্দি চেষ্টা করেছেন বিমান বাচানোর জন্য। তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেসের দিকে ছুটতে থাকেন। এর মধ্যেই কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয়।

এখন পর্যন্ত এতটুকুই জানা গেছে। তবে বিমানের ঠিক কি ধরণের টেকনিক্যাল ফেইলিওরের জন্য এই দুর্ঘটনা ঘটলো, তা কেবলমাত্র ম্যাসিভ ইনভেস্টিগেশন হলেই জানা সম্ভব।

নিহত পাইলটকে আল্লাহ ক্ষমা করে দিন।জান্নাতুল ফেরদৌস নসীব করুন।শোকাহত পরিবারকে সবরে জামিল দান করুন ।

Courtesy: Shafin Rahman

20/07/2025

নৌকা ও গ্রাম।

20/07/2025
19/07/2025

Nabinagar to Bhairab, an adventurous journey by speed boat.

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!
19/07/2025

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!

18/07/2025

নিশ্ছিদ্র বিকেলে নরম রোদের পরশ, হালকা বাতাস আর নদীর ঢেউয়ের মৃদু শব্দ — এ যেন এক স্বপ্নিল অনুভব। এমন বিকেলেই সবচেয়ে উপভোগ্য একটি নৌকা ভ্রমণ।

Nature of Nabinagar.
18/07/2025

Nature of Nabinagar.

04/07/2025
28/06/2025

⚙ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে যথাসময়ে মেটেরিয়েল সরবরাহের জন্য MRP একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সাপ্লাই প্রফেশনালদের মধ্যে অনেকেরই এ বিষয়ে পূর্নাঙ্গ ধারনা থাকেনা। যার ফলে প্রোডাক্শনের জন্য যথাসময়ে মেটেরিয়েল এভেইলএবেল থাকেনা বা অতিরিক্ত স্টক জমা হয়ে কোম্পানীর অনেক টাকা বেড ইনভেস্ট হয়ে থাকে।

📦 MRP (Material Requirements Planning) কী?
এটি কিভাবে কাজ করে? এবং কিভাবে একটি সঠিক ও কার্যকর MRP প্রক্রিয়া তৈরি করা যায়, যার মাধ্যেমে অপটিমাম ইনভন্টোরী মেইনটেইন করে যথাসময়ে প্রোডাক্ট এভেইলএবেল রাখা সম্ভব—এই বিষয়গুলোর সমাধান নিয়ে-

🎯 ২০ বছরের বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি নিয়ে এসেছি একটি বিশেষ অনলাইন লার্নিং সেশন: “Integrated MRP Process for Manufacturing Industry”

📝 সেশানে যা যা জানতে পারবেন-
☞ MRP কি? MRP এর প্রধান এলিমেন্টগুলো কি কি?
☞ MRP এর ইনপুট ও আউটপুট গুলো কি কি?
☞ BOM কি? MRP এর সাথে BOM এর কানেকশান কি?
☞ ROFO কি? কিভাবে Forecast করা হয়।
☞ MPS কি? কিভাবে MPS জেনারেট করা হয়।
☞ কিভাবে MRP এর মাধ্যেমে MRR জেনারেট করতে হয়।
☞ কিভবে MRP এর মাধ্যেমে Inventory ম্যানেজ করা হয়।
☞ MRP এর প্রাক্টিক্যাল ডেমোনেস্ট্রেশান।

⏳ স্বল্প সময়ে পূর্ণাঙ্গ ধারণা পেতে যুক্ত হতে পারেন এই কার্যকরী সেশনে, রেজিষ্ট্রেশন করুন- http://emdadul.freehostia.com/register-mrp.php

🗓 Date: July 04, 2025 । Friday
🕗 Time: 8:00 PM – 10:00 PM
📍 Platform: Zoom (Zoom link will be shared in this WhatsApp group)

Note: After click register successful message will show with a link of WhatsApp group, by clicking the link you can join our WhatsApp group.

20/04/2025

সবুজে ঘেরা গ্রাম।

Address

Nabinagar

Alerts

Be the first to know and let us send you an email when নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share