Newaz Mursalin

Newaz Mursalin There is no end of knowing and learning in this vast world.

22/04/2025

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

স্টারলিংক আসছে বাংলাদেশে: মাসিক খরচ এবং সুবিধাগুলো.........বাংলাদেশে স্টারলিংক সেবা চালু হতে যাচ্ছে। এই সেবা নিয়ে সাধার...
09/04/2025

স্টারলিংক আসছে বাংলাদেশে: মাসিক খরচ এবং সুবিধাগুলো.........

বাংলাদেশে স্টারলিংক সেবা চালু হতে যাচ্ছে। এই সেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক কৌতূহল তৈরি হয়েছে। স্টারলিংক, যেটি ইলন মাস্কের স্পেসএক্স দ্বারা পরিচালিত একটি স্যাটেলাইট ইন্টারনেট সেবা, বাংলাদেশে আনার জন্য ইতোমধ্যে অনুমোদন পেয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

স্টারলিংক হল স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা যা পৃথিবী থেকে প্রায় ৩৪২ মাইল (৫৫০ কিলোমিটার) ওপরে কক্ষপথে থাকা স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা প্রদান করে। এই সেবা ৩৫,৭৮৬ কিলোমিটার উচ্চতায় অবস্থান করা ভূস্থির (geostationary) স্যাটেলাইটের মাধ্যমে চালিত হয়। স্টারলিংকের সেবা বর্তমানে ১০০টিরও বেশি দেশে রয়েছে।

বাংলাদেশে স্টারলিংক সেবা চালু হওয়ার পর, দুর্গম এলাকার মানুষও সহজে উচ্চগতির ইন্টারনেট সেবা পেতে পারবেন। এটি ফ্রিল্যান্সিং এবং ইন্টারনেট ভিত্তিক অন্যান্য কাজের জন্য উপকারী হবে। সাধারণত স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা ব্যবহারের জন্য কেবল একটি অ্যান্টেনা সেটআপ করতে হয়, যা পৃথিবী থেকে কক্ষপথে থাকা স্যাটেলাইটের সাথে সংযুক্ত থাকে।

স্টারলিংকের সেবা পেতে গ্রাহকদের কিছু সরঞ্জাম কিনতে হবে, যেমন: রিসিভার, অ্যান্টেনা, রাউটার, এবং পাওয়ার সাপ্লাই। এই সরঞ্জামগুলোর জন্য স্টারলিংক কিটের মূল্য ৩৪৯ ডলার থেকে ৫৯৯ ডলার (প্রায় ৪৩,০০০ টাকা থেকে ৭৪,০০০ টাকা) পর্যন্ত হতে পারে।
মাসিক ফি হিসেবে স্টারলিংক গ্রাহকদের ১২০ ডলার (প্রায় ১৫,০০০ টাকা) প্রদান করতে হবে। তবে কর্পোরেট গ্রাহকদের জন্য এই খরচ আরও বেশি হতে পারে।

স্টারলিংক সেবা পেতে গ্রাহকদের টেলিভিশনের অ্যান্টেনার মতো একটি ডিভাইস ইনস্টল করতে হবে। এই ডিভাইসটি পৃথিবী থেকে কক্ষপথে থাকা স্যাটেলাইটের সাথে যোগাযোগ স্থাপন করে এবং গ্রাহক তার রাউটারটি ব্যবহার করে ইন্টারনেট সেবা গ্রহণ করেন। স্টারলিংকের ডাউনলোড গতি ২৫ থেকে ২২৮ এমবিপিএস হতে পারে, তবে সাধারণত অধিকাংশ ব্যবহারকারী ১০০ এমবিপিএসের বেশি গতি পান।

দুর্গম এলাকায় সেবা: গ্রামাঞ্চল ও দুর্গম এলাকায় উচ্চগতির ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে, যা ফ্রিল্যান্সিং এবং অন্যান্য ইন্টারনেটভিত্তিক কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দুর্যোগকালীন সুবিধা: স্টারলিংক ইন্টারনেট সেবা দুর্যোগকালীন সময়ে দ্রুত যোগাযোগ প্রতিষ্ঠানে বড় ভূমিকা রাখতে পারে।
গোপনীয়তা রক্ষা: স্টারলিংক সেবা আড়িপাতার সুযোগ না দেওয়ার কারণে, এটি গোপনীয়তার সাথে ইন্টারনেট ব্যবহার করতে সাহায্য করতে পারে।
বাংলাদেশে স্টারলিংক সেবা চালু হতে ২০২৪ সালে একটি বৈঠক হয়েছিল, যেখানে টেলিযোগাযোগ খাতে আড়িপাতার জন্য সরকারের প্রবেশাধিকারের বিষয়ে আলোচনা হয়। স্টারলিংক সাধারণত আড়িপাতার সুযোগ দিতে চায় না, তবে সরকারের শর্ত অনুযায়ী এটি সেবা প্রদান করতে হবে।

স্টারলিংক সেবা বাংলাদেশে চালু হলে এটি সাধারণ মানুষের জন্য ইন্টারনেট ব্যবহারের একটি নতুন দিগন্ত উন্মোচন করবে, তবে এটি ব্যয়বহুল হওয়ায় কিছু মানুষের জন্য এটি ব্যবহারে কষ্টসাধ্য হতে পারে।

Ghibli trand..........🙂🙂
02/04/2025

Ghibli trand..........🙂🙂

27/03/2025

Pick the winner 👇

Make sure to vote with the correct reaction from the graphic ☑

গিনেস বুকে চতুর্থবারের মতো উঠল রোনালদোর নাম........ডেনমার্কের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ১...
25/03/2025

গিনেস বুকে চতুর্থবারের মতো উঠল রোনালদোর নাম........
ডেনমার্কের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ১-০ গোলে হেরেছিল পর্তুগাল। সেই ম্যাচে নিষ্প্রভ ছিলেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। ফলে ঘরের মাঠে দ্বিতীয় লেগের আগে বেশ চাপে ছিলেন এই কিংবদন্তি। এরপর আবার এদিন রোনালদোর নেয়া পেনাল্টি কিক ঠেকিয়ে দেন ডেনমার্কের গোলরক্ষক ক্যাসপার স্মেইকেল। তবে তাতে খুব বেশি ক্ষতি হয়নি পর্তুগালের। ডেনমার্ককে বড় ব্যবধানে হারিয়েই সেমিফাইনালে উঠেছে পর্তুগাল। রোনালদোও প্রায়শ্চিত্ত করেছেন গোল করে।
ডেনমার্কের বিপক্ষে জয়ের দিনে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচে জয়ের বিশ্বরেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত
খেলার সময়
২ মিনিটে পড়ুন
রোববার (২৩ মার্চ) রাতে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ডেনমার্ককে ৫-২ গোলে হারিয়ে সব মিলিয়ে ৫-৩ অ্যাগ্রিগেটে সেমিফাইনালে উঠেছে পর্তুগাল। পর্তুগালের পক্ষে ফ্রান্সিসকো ত্রিনকাও ২টি এবং রোনালদো ও গনসালো রামোস ১টি করে গোল করেন। বাকি গোলটি ইয়োয়াখিম অ্যান্ডারসনের আত্মঘাতী। ডেনমার্কের পক্ষে রাসমুস ক্রিস্টেনসেন ও ক্রিস্টিয়ান এরিকসেন ২টি গোল শোধ করেন।

পর্তুগালের এই জয়ে বিশ্বরেকর্ড গড়েছেন রোনালদো। রোনালদোকে নিয়ে পর্তুগাল সর্বোচ্চ ১৩২ ম্যাচে জয় পেয়েছে। বিশ্বের আর কোনো ফুটবলার জাতীয় দলের হয়ে এতোগুলো ম্যাচে জয় পাননি। এই ম্যাচের পর তার হাতে রেকর্ডের স্মারক তুলে দিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড।
২০০৩ সালের আগস্টে পর্তুগালের হয়ে অভিষেক হয় রোনালদোর। দীর্ঘ ২২ বছর ধরে জাতীয় দলে খেলে যাচ্ছেন তিনি। ২১৭ ম্যাচে ১৩৫ গোল করে ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল করার রেকর্ডও রোনালদোরই। দীর্ঘ ক্যারিয়ারে এই নিয়ে চতুর্থবারের মতো গিনেস বুকে নাম তুললেন এই কিংবদন্তি।

৪০ বছর বয়সী রোনালদো পেশাদার ফুটবলার হিসেবে ৯২৯ গোলের মালিক। আর মাত্র ৭১ গোল করলে প্রথম ফুটবলার হিসেবে পেশাদার ফুটবলে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করবেন তিনি।

আইপিএলের শুরুর আগে 1xBET থেকেব্র‍্যান্ড এম্বাসেডর হওয়ার অফার পেয়েছিলেন তামিম ইকবাল। সেখান থেকে তাকে ৮ লাখ ডলার অফার করা ...
23/03/2025

আইপিএলের শুরুর আগে 1xBET থেকেব্র‍্যান্ড এম্বাসেডর হওয়ার অফার পেয়েছিলেন তামিম ইকবাল। সেখান থেকে তাকে ৮ লাখ ডলার অফার করা হয়েছিল। এতো লোভনীয় অফার পেয়েও তিনি তা নাকোচ করে দেন।

সম্প্রতি রিয়াসাদ আজিমকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

22/03/2025

😥😥😥
11/03/2025

😥😥😥

We want justice.✊✊
10/03/2025

We want justice.✊✊

❤️❤️❤️
03/03/2025

❤️❤️❤️

Address

কালগড়া, নবিনগর, বি-বাড়িয়া
Nabinagar

Telephone

+8801303714282

Website

Alerts

Be the first to know and let us send you an email when Newaz Mursalin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Newaz Mursalin:

Share