ইনবক্সে - ïñbôx

ইনবক্সে - ïñbôx মনে ভাষা গুলো প্রকাশ করি…!!

04/05/2025

" "যাহাকে ভালোবাসি সে যদি ভালো না বাসে, এমনকি ঘৃণাও করে তাও বোধ করি সহ্য হয়! কিন্তু যাহার ভালবাসা পাইয়াছি বলিয়া বিশ্বাস করেছি, সেইখানে ভুল ভাঙ্গিয়া যাওয়াটাই সবচেয়ে নিদারুন। পূর্বের টা ব্যাথা দেয়। কিন্তু শেষের টা ব্যাথাও দেয়, অপমান ও করে।"

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

ভীষণ দুঃখ পেলেও তোমাকে কেন যেন আর বলতে ইচ্ছে করে না। প্রচন্ড মানসিক অশান্তি নিয়ে, দিনের পর দিন একাকিত্ব আর নিঃসঙ্গতায় হত...
23/04/2025

ভীষণ দুঃখ পেলেও তোমাকে কেন যেন আর বলতে ইচ্ছে করে না। প্রচন্ড মানসিক অশান্তি নিয়ে, দিনের পর দিন একাকিত্ব আর নিঃসঙ্গতায় হতাশায় মুখ থুবড়ে পড়ে থাকলেও তোমায় বলতে ইচ্ছে করে না, " আমি ভালো নেই! "

আজকাল কোনোকিছুই তোমাকে বলতে ইচ্ছে করে না। আমার মন খারাপের কারণ, বিষন্নতার দায়ভার, অভিযোগ-অনুযোগ কিচ্ছু না।

এই যে দিনের পর দিন কথা বলো না, সময় দাওনা, খোঁজ নাওনা, কিভাবে বাঁচি জানতে চাওনা। তবুও কি জোর করি তোমায়? দেদারসে ভুলে যাও সব, ভুলে থাকো। মাঝে মাঝে ভালোবাসো এটা জানান দিতে আসো। অথচ মন জানে, ঠিক কতটুকুই বা বেসেছো ভালো। প্রচন্ড মন খারাপে কান্নায় বুকটা ভীষণ ভারী হয়ে আসলেও তোমায় বলি না আর। বলে কী হয়? সেই তো দূরেই থাকো। জড়িয়ে ধরে কাছে টেনে নাওনা, মাথায় হাত বুলিয়ে দাওনা, নির্ঘুম রাতে কাছে আসো না!

আজকাল তোমায় কোনোকিছুই বলতে ইচ্ছে করে না।

কতটুকু ভালোবাসি, তোমাকে ছাড়া কেমন লাগে, নিঃশ্বাস নিতে কত কষ্ট

হয়; এসব কোনোকিছুই তোমাকে বলতে ইচ্ছে করে না আর।

তুমি দায়সারা ভাব নিয়ে কথা বলো।

আমি শুনি, শুধু বলি না। অনিয়মে জর্জরিত সম্পর্কে মানুষ কী আদৌ ভালো থাকতে পারে? তোমার কাছে সবই ছেলেখেলা, সবকিছুই কেমন সহজলভ্য। মন চাইলে ভুলে থাকো, মন চাইলেই ফিরে আসো। এই আসা

যাওয়ার মাঝে তোমায় আর কোনোকিছুই বলতে ইচ্ছে করে না।
এভাবে ভালোবাসা হয় না, জানো তো?

ছেড়েও যেন ছাড়ো না, আবার শক্ত করেও ধরো না।

আমার দুঃখ দেখে বোবা পাখিও আফসোস করে। নির্ঘুম রাতে

বেলকনিতে দাঁড়িয়ে নীরব কান্না চোখে পড়ে ডাহুক পাখির। ওরা কান্নার

সুরে চিৎকার করে, সারারাত ঘুমায় না।

অথচ তুমি?

আমি ভালো নেই জেনেও দিব্যি আমায় ছাড়া থাকো। দুচোখের তোমার

বিভোর ঘুম। অন্তত এইসব মন খারাপের রাতে সঙ্গ দিতে পারতে,

দাওনি। আজকাল কোনোকিছুই তোমাকে বলতে ইচ্ছে করে না। তোমার মতোই দায়সারা ভাব নিয়ে নিজের মতোই থাকি। ভেবেছো অনুভূতিহীন

নীতিবিবর্জিত সিদ্ধান্তে যন্ত্রমানব হয়ে গেছি?

শুধু তোমায় বলতে ভাল্লাগে না। আমার কষ্টের কথা, মন খারাপের কারণ, কেউ থাকার পরেও একা লাগার যন্ত্রণা, কোনোকিছুই না।

কুয়াশা…!!❤️‍🩹🌺

প্রিয়,,অন্তরতমা..কেমন আছেন আপনি?যদি বলি এই ভাঙ্গনের যুগে এসেও আমি আপনাকে দূর থেকে ভালোবাসি? যদি বলি আপনাকে আমি রোজ অনুভব...
08/04/2025

প্রিয়,,
অন্তরতমা..
কেমন আছেন আপনি?

যদি বলি এই ভাঙ্গনের যুগে এসেও আমি আপনাকে দূর থেকে ভালোবাসি? যদি বলি আপনাকে আমি রোজ অনুভব করি আপনাকে নিয়ে কল্পনা করি তাহলে কেমন লাগবে আপনার? জানেন, আপনার ওই মায়াবী মুখের হাসি দেখার জন্য আমি শত অজুহাত তৈরি করতেও রাজি যা আপনাকে কখনো জানানো হবে না।

আচ্ছা, মায়া আপনি কি আমার আকাশ হবেন? যেকোনো সময় এবেলা সে বেলায় আপনাকে দেখব। জানেন, কাউকে ভালোবাসা যায় খুব সহজেই কিন্তু আগলে রাখা যায় না। সবাই আগলে রাখতে পারে না। আর হ্যাঁ আমি চাই না আমি ছাড়া অন্য কেউ আপনার মায়ায় পড়ুক।

এই যে মায়া শুনুন, আপনার হাত ধরে দূর পর্যন্ত হাঁটার ইচ্ছে হয়। অন্ধকার রাতে খোলা আকাশের নিচে বসে শাল গায়ে, হাতে চায়ের কাপ নিয়ে পাশাপাশি বসে গল্প করতে ইচ্ছে হয়। মায়া, আপনার কি কখনো ঘুরতে যেতে ইচ্ছে হয় এক কাপ চা টং দোকান একসাথে বই ঘুরে ফিরে দেখা।

তারপর একটা বই কিনে দেওয়ার আবদার। আর সঙ্গে চুড়ি কিনতে যাবার আবদার টুকু তো থেকেই যায়। মায়া, আপনি কি একান্ত আমার হবেন, আপনি কি আমাকে বেশি না এক মুঠোভরতি ভালোবাসা দিবেন? বলুন মায়া দিবেন কি আমাকে একটুখানি ভালোবাসা।

06/04/2025

"এই প্রজন্মের একজন বিশ্বস্ত সঙ্গী পাওয়া বিরল, যদি খুঁজে পাও, যত্ন করে রেখে দিও...!!❤️‍🩹🌺

20/02/2025

ভালোবাসা চিরন্তন, যা জীবনকে করে তোলে অমর। -ডেল জর্জ।

ভালোবাসা কোন বিলাসিতা বা শখ নয়,ভালোবাসা হচ্ছে একটা মানুষের প্রতি নিঃস্বার্থ অনুভূতি 🖤🌸
26/01/2025

ভালোবাসা কোন বিলাসিতা বা শখ নয়,
ভালোবাসা হচ্ছে একটা মানুষের প্রতি নিঃস্বার্থ অনুভূতি 🖤🌸

17/01/2025

“নারী যখন দীনের ব্যাপারে অজ্ঞ হয়, তখন সে স্বামীকে ক্লান্ত, সন্তানদের নষ্ট আর উম্মাহকে ধ্বংস করে ফেলে।”

- আল-'আল্লামাহ মুহাম্মাদ বাশীর আল-ইবরাহীমী রাহিমাহুল্লাহ

(আল-আছার, ৪/৬০৪)

তোমার আচরণে আমি আঘাত পেয়েছি, কিন্তু চিৎকার করিনি। কোনো অভিযোগ করিনি। শুধু নিজেকে সরিয়ে নিয়েছি, তোমার জীবন থেকে নীরবে বিদ...
16/01/2025

তোমার আচরণে আমি আঘাত পেয়েছি,
কিন্তু চিৎকার করিনি।
কোনো অভিযোগ করিনি।
শুধু নিজেকে সরিয়ে নিয়েছি,
তোমার জীবন থেকে নীরবে বিদায় নিয়েছি।
তুমি হয়তো ভেবেছ জয়ী হয়েছো,
কিন্তু সময়ের সাথে সাথে এই নীরবতা তোমার বিবেকের দরজায় কড়া নাড়বে। তুমি হয়তো এড়িয়ে যেতে চাইবে,
কিন্তু নিরবতা থেমে থাকবে না।
কারণ সত্যিকারের প্রতিবাদ কখনো গর্জন করে না, এটা নিঃশব্দে বয়ে চলে
ততক্ষণ, যতক্ষণ না হৃদয়ে অনুশোচনা জন্ম নেয়।

14/01/2025

অপেক্ষা!!

আমি কার জন্য আর কেন'ই বা অপেক্ষা করছি, কিসের অভাবে পুড়ে যাচ্ছি, শূন্যের এ পৃথিবীতে শূন্য এসেও কেন এতো আকাঙ্ক্ষা এত অপেক্ষা!

মহাবিশ্বের কেউ কি আমার জন্য অপেক্ষায়, পৃথিবী তো চলছে'ই তার মত, চাঁদ সূর্য'ও কারো জন্য অপেক্ষায় নয়, তবে মানুষ কেন মানুষের অপেক্ষায় রয়, মানুষ হয়ে মানুষকে হারানোর এ কেমন ভয়! তোমরা কি আমার জন্য অপেক্ষা করবে? নিশ্চয়ই না না না হা'হা'হা'হা- তোমরা কি ভালবাসবে? না, তবে কার জন্য আমার এ ভয়ংকর অপেক্ষা, তোমরা তো কেউ ভালবাসবে না!

তবে আমি'ই কি শুধু তোমাদের অপেক্ষায়, আমার'ই কি শুধু ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা, আমার'ই কি শুধু হারানোর ভয়, হাহাহা- নিশ্চয়ই মানুষের জন্য অপেক্ষা পাপ নয়! মৃত্যু আমার অপেক্ষায় থাকলেও, মৃত্যুকে আমি ভালোবাসি না, চিরন্তন সত্য যে এটাই, মৃত্যু আমার অপেক্ষায়, তবে আমার এই অপেক্ষা'র শেষ কোথায়!!

07/01/2025

তুমি হৃদয় স্পর্শ করলা ঠিকই কিন্তু তার কম্পন বুঝতে পারলা না!

তুমি মস্তিষ্কে মিশে আছো ঠিকই কিন্তু কল্পনা হতে পারলে না।

তুমি বুঝতেও পারবে না আমি কতটা ক্ষতবিক্ষত, আসলে বুঝতে দেই নি।

ভালো থাকার জন্য নয়, তোমায়ভালো রাখার জন্য ভালোবেসেছি"!!!

28/11/2024

"চেহারাটা বদলানো যাবে না, কারণ সেটা আল্লাহর সৃষ্টি, কিন্তু চরিত্রটা বদলাও কারণ সেটা তো তোমার সৃষ্টি…!!❤️‍🩹🌺

25/11/2024

"আপনি খুব সুন্দর নিজের যত্ন নিন অন্যের জন্য নিজের মস্তিষ্কের কষ্ট দিবেন না…!! 🤝💜🦋

Address

Nabinagar

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইনবক্সে - ïñbôx posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share