11/10/2025
গতকাল সন্ধ্যা প্রায় ৫ টার সময়।
নবীনগর উপজেলার ইব্রাহীমপুর বাশঁবাজার এন এস টেলিকম থেকে এসআই হারুন পরিচয় দিয়ে ৫১০০ টাকা বিকাশ করেন এবং নগদ টাকা ধার নেন ১০০০ টাকা এই লোক।দোকানের মালিক নজরুল ইসলাম যখন টাকা চেয়েছে।পুলিশ পরিচয় দেওয়া লোকটি বলে আমার কাছে টাকা নেই।আমি নবীনগর থানায় গিয়ে টাকাটা দিতে হবে।তখন দোকানদার বলেন স্যার বিকাশ তো বাকী হয় না।তখন এসআই হারুন পরিচয় দেওয়া লোকটি বলেন আমার সাথে কাউকে পাঠান।তখন উনার সাথে একজন কে পাঠানো হয়।উনি নবীনগর থানায় না গিয়ে সুজা চলে যান সুলতানপুর।ঐ লোক কে দাঁড় করিয়ে।হারুন আর আসে না।
নবীনগর থানা কে বিষয়টি অবগত করলে ওসি শাহানূর ইসলাম বলেন এই লোক আমার থানার নয়।
সকলের দৃষ্টি আকর্ষণ করছি।
এই লোক হতে সাবধান থাকবেন।