D tv+

D tv+ D tv+ দেশ,মাটি ও মানুষের কথা বলে।

11/10/2025

গতকাল সন্ধ্যা প্রায় ৫ টার সময়।
নবীনগর উপজেলার ইব্রাহীমপুর বাশঁবাজার এন এস টেলিকম থেকে এসআই হারুন পরিচয় দিয়ে ৫১০০ টাকা বিকাশ করেন এবং নগদ টাকা ধার নেন ১০০০ টাকা এই লোক।দোকানের মালিক নজরুল ইসলাম যখন টাকা চেয়েছে।পুলিশ পরিচয় দেওয়া লোকটি বলে আমার কাছে টাকা নেই।আমি নবীনগর থানায় গিয়ে টাকাটা দিতে হবে।তখন দোকানদার বলেন স্যার বিকাশ তো বাকী হয় না।তখন এসআই হারুন পরিচয় দেওয়া লোকটি বলেন আমার সাথে কাউকে পাঠান।তখন উনার সাথে একজন কে পাঠানো হয়।উনি নবীনগর থানায় না গিয়ে সুজা চলে যান সুলতানপুর।ঐ লোক কে দাঁড় করিয়ে।হারুন আর আসে না।
নবীনগর থানা কে বিষয়টি অবগত করলে ওসি শাহানূর ইসলাম বলেন এই লোক আমার থানার নয়।

সকলের দৃষ্টি আকর্ষণ করছি।
এই লোক হতে সাবধান থাকবেন।

11/10/2025

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ
উপজেলার দুর্গাপুর গ্রামে দেশীয় অ'স্ত্রে'র খেলা।

11/10/2025

D tv+ পেইজে সমস্যা হয়েছে।
সবাই স্টিকার কমেন্টে করুন।

09/10/2025

নবীনগরে কৃষক দলের শ্যামগ্রাম ইউনিয়ন দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

08/10/2025

বৃষ্টি থামেনি, কিন্তু থামেনি মানুষের ঢলও! ☔
নবীনগরের আধুনিক সমবায় মার্কেট প্রাঙ্গণে আজ নবীনগর উপজেলা ছাত্রদল এর সভাপতি পদপ্রার্থী তরিকুল ইসলাম তপু ভাই এর আয়োজনে দেখা গেল এক অনন্য দৃশ্য —
তারেক রহমানের ঐতিহাসিক বিবিসি বাংলার সাক্ষাৎকার শুনতে উপচে পড়া জনসমাগম!
🇧🇩 সত্যের কণ্ঠে জেগে উঠছে নতুন বাংলাদেশ!

07/10/2025

কুমিল্লা চৌদ্দগ্রামে মুরগি চোরের অপরাধে গাছের সাথে বেধে পেটাচ্ছে।

#কপি_পোস্ট।

নবীনগর নোয়াগাঁওয়ে পানিতে ডু*বে ভাই-বোনের ম*র্মা*ন্তিক মৃ*ত্যু।ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নোয়াগাঁও গ্রামে এক হৃদয়বিদা...
05/10/2025

নবীনগর নোয়াগাঁওয়ে পানিতে ডু*বে ভাই-বোনের ম*র্মা*ন্তিক মৃ*ত্যু।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নোয়াগাঁও গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। পানিতে ডু*বে আপন ভাই-বোনের করুণ মৃত্যু হয়েছে।

এই ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

#নবীনগর #নোয়াগাঁও #দুর্ঘটনা #ভাইবোন #পানিতে #ডুবে #মৃত্যু #ব্রাহ্মণবাড়িয়া

05/10/2025

দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে করণীয়" শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

04/10/2025

নবীনগর টু রাধিকা সড়কের জল্লা নামক স্থানে, মটর সাইকেল বাসের সাথে সংঘর্ষে মটর সাইকেল আরোহী গুরুত্বর ভাবে আহত হয়,তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

এ সময় ঘটনাস্থলের লোকজনের সাথে কথা বলে জানা যায়।
ঢাকা নবীনগর রোডের তিশা বাস নবীনগর টু রাধিকা সড়কের জল্লা নামক স্থানে গাড়ী ওয়াস করছিলেন, এ সময় পিছন থেকে এসে তিশা বাস কে থাক্কা দিলে মটর সাইকেল আরোহী গুরুত্বর ভাবে আহত হয়, অনেক ই বলছেন তিশা বাস টি তে কোন পার্কিং লাইট জ্বালানো ছিলো না, যার কারণে মটর সাইকেল আরোহী বাস টি কে দেখতে না পেরে থাক্কা মারে।

04/10/2025

ইজিবাইক এক্সিডেন্ট রাস্তাতে এখন স্বাভাবিক হয়ে গেছেন।

02/10/2025

নবীনগরের ক্রয়কৃত জায়গা রক্ষার্থে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।

01/10/2025

ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর শিবপুর কলেজের সামনে সন্ধ্যা প্রায় ৭.৪৫ মিনিটে ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৫ জন।

#প্রবাসে
#রাধিকা
#ব্রাহ্মণবাড়ীয়া

Address

Nabinagar
3410

Alerts

Be the first to know and let us send you an email when D tv+ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to D tv+:

Share