নবীনগর টিভি

নবীনগর টিভি নবীনগর টিভি।

25/02/2025

নবীনগরে শাহানারা-কাশেম কমিউনিটি ক্লিনিক এর শুভ উদ্বোধন।

25/02/2025

ব্রাহ্মণবাড়িয়ায় ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩টি মোটরসাইকেল

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ‘শয়তানের নিঃশ্বাস’ (ডেভিল ব্রেথ) চক্রের সক্রিয় সদস্য জুয়েলকে (২৭) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছে থাকা ৩টি দামি মোটরসাইকেল উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এসআই রবিউল ইসলাম।

তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি আখাউড়া পৌরশহরের তারাগন গ্রামে। তিনি শহরের বাইপাস এলাকার মোটরসাইকেল ওয়ার্শপের মেকানিক।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম রাউজান থানার বাসিন্দা মামুন মোটরসাইকেলে রাইড শেয়ারিং করেন। গত ২৭ জানুয়ারি একজন যাত্রী নিয়ে হাটহাজারী উপজেলায় যাওয়ার পথে মোবাইলে কৌশলে বিষাক্ত কেমিক্যাল যা ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত ওই রাসায়নিক পদার্থ তার নাকের কাছে ধরে স্মৃতিভ্রম করেন। পরে তার কথামতো মামুন নিজেই প্রতারকের হাতে তুলে দেন তার রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল ও তার ব্যবহৃত মোবাইল ফোন। এরপর দ্রুত সটকে পড়ে প্রতারক।

গোয়েন্দা পুলিশ জানায়, এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) দল। এরপর ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে বিভিন্ন সূত্র ধরে আসামিদের নাম-ঠিকানা শনাক্ত করে ডিবি পুলিশ। পরে আখাউড়া থেকে গ্রেফতার করা হয় জুয়েলকে। এ সময় তার দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ৩টি দামি বাইক উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার এসআই রবিউল ইসলাম জানান, মূলত দেশের বিভিন্ন জায়গা থেকে এ চক্রের মূলহোতারা ভয়াবহ মাদক ‘স্কোপোলামিন’ অপরাধ জগতে ‘ডেভিলস ব্রেথ’ বা ‘শয়তানের নিঃশ্বাস’ নাকের কাছে ধরে স্মৃতিভ্রম করে মোটরসাইকেল লুট করে আখাউড়া নারায়নপুর গ্রামের রাব্বি এবং জুয়েলের মোটরসাইকেল ওয়ার্কশপে নিয়ে আসা হতো। এখানে মোটরসাইকেলের চেসিস নম্বর ও কিছু মালামাল পরিবর্তন করে ভারতীয় টানা মোটরসাইকেল বলে অন্য জায়গায় বিক্রি করা হতো।

তিনি বলেন, এ চক্রের সদস্য রাব্বি পলাতক থাকলেও তার ভাই হৃদয়কে জিম্মি করে ৩টি বাইকসহ জুয়েলকে হাতেনাতে গ্রেফতার করা হয়। সবকটি মোটরসাইকেলই ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে লুটে আনা হয়েছে।

09/02/2025

জনগণের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হলে বিএনপি আবারো রাজপথে নামবে: কেন্দ্রীয় কৃষক দল সভাপতি হাসান জাফির তুহিন

21/01/2025

নবীনগরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার,বাংলা টিভিতে প্রচারিত সংবাদ।

21/01/2025

"গোপন তথ্যের ভিত্তিতে নবীনগরে অস্ত্রসহ গ্রেপ্তার শাহাব উদ্দিন!"

20/01/2025

নবীনগরে এক বছরে ৩০ টি মৃত্যু...

17/01/2025

আবারও নবীনগর চিত্রী, চরলাপাং গ্রামে নদী ভাঙ্গন শুরু

16/01/2025

নবীনগরে ৫টি অবৈধ ড্রেজার জব্দের পর হঠাৎ মুক্তি....

নবীনগর উপজেলা প্রশাসনের হাতে জব্দ হওয়া অবৈধ ড্রেজারগুলো নৌকাঘাট থেকে হঠাৎ করে মুক্তি পেয়েছে। স্থানীয় জনগণের মধ্যে এই ঘটনা নিয়ে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা বলেন , প্রশাসনের হাতে জব্দ হওয়া ড্রেজারগুলো আর সেখানে নেই। বিষয়টি সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, "মোছলেখা রেখে ড্রেজারগুলো ছেড়ে দেয়া হয়েছে।"

এই সিদ্ধান্তের পেছনে কি কারণ রয়েছে এবং কি আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে, তা নিয়ে স্থানীয় জনগণের মধ্যে প্রশ্ন উঠেছে।

16/01/2025

নবীনগর প্রেসক্লাব।

15/01/2025

মানবতার হাত বাড়িয়ে, ব্রাহ্মণবাড়িয়ায় হক ব্রাদার্স ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

14/01/2025

নবীনগর সরকারি কলেজে দুই দিন ব্যাপী বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।

13/01/2025

আমি কাউকে নিয়ে হিংসা করিনা এবং আমার নিজের মধ্যে কোন অহংকার নেই, আলহামদুলিল্লাহ।

Address

Nabinagar
3310

Alerts

Be the first to know and let us send you an email when নবীনগর টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

নবীনগর টিভি

সবার আগে সব খবর পেতে ছবিটি অনুসরণ করুন।