Nabinagar Viral TV

Nabinagar Viral TV Nabinagar Viral TV নবীনগর ভাইরাল টিভি নবীনগর ভাইরাল টিভি হচ্ছে একটি অন্যরকম বিনোদনধর্মী ফেসবুক পেজ।
সবাই পাশে থাকবেন।

24/12/2024

নবীনগরে ভিপি নূরের আলোচনা সভা থেকে ✅

মোটর সাইকেল কে বাঁচাতে গিয়ে পূণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে,কোন হতাহত হয়নি। লোকেশনঃ সাহারপার চৌরাস্তা মোড়র পূর্ব...
16/12/2024

মোটর সাইকেল কে বাঁচাতে গিয়ে পূণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে,কোন হতাহত হয়নি।
লোকেশনঃ সাহারপার চৌরাস্তা মোড়র পূর্ব পাশে।
Nabinagar Viral TV ✅

12/12/2024
এই বৃদ্ধ মহিলাকে নবীনগরের নবীপুর গ্রামে পাওয়া গেছে।মহিলাটি উনার নিজের বাড়ি হারিয়ে ফেলছে  মুখ দিয়ে কিছু বলতে পারে না।...
24/11/2024

এই বৃদ্ধ মহিলাকে নবীনগরের নবীপুর গ্রামে পাওয়া গেছে।
মহিলাটি উনার নিজের বাড়ি হারিয়ে ফেলছে মুখ দিয়ে কিছু বলতে পারে না। ওনার নিজ বাড়ি কোথায়? কিভাবে বাজারে আসছে তিন দিন যাবত আজকে এখন পর্যন্ত কেউ বলতে পারে না যে ওনার নিজ বাড়ি কোথায় যদি কেউ চিনে থাকেন। আমাদেরকে অবশ্যই মেসেজ দিবেন বর্তমান অবস্থিত মহিলা নবীপুর বাজার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া সবাই আমার এই পোস্টটাকে শেয়ার করুন।
Nabinagar Viral TV ✅



🧧একটি নিঁখোজ সংবাদ🧧  নবীনগরের  রসুল্লাবাদ গ্রামের দহ্মিণ পাড়া,,মেয়েটির নাম বৃষ্টি বয়স (১৭) মেয়েটির বাবা মরহুম।, অনেকের ক...
20/11/2024

🧧একটি নিঁখোজ সংবাদ🧧

নবীনগরের রসুল্লাবাদ গ্রামের দহ্মিণ পাড়া,,মেয়েটির নাম বৃষ্টি বয়স (১৭) মেয়েটির বাবা মরহুম।
, অনেকের কাছেই মা কান্নাকাটি করেছেন কেউ কোন সহযোগিতা করেনি কারন গরিব মা আমরা যদি মানবিক হই শেয়ার করা বা কপি পোষ্ট করার মাধ্যমে ফেসবুকে সর্বস্হরে আমরা পৌছে দিতে পারি এই মেয়েটির ছবি খুুজে পেতে পারে অসহায় মা তার হারানো মেয়েকে প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনাদের সকলের কাছে অনুরোধ সবাই মিলে সহায়তা করুন,, প্রয়োজনে ফোন করুন নিচের নাম্বারে।
নাম্বার: 01738409389

⬇️নবীনগর টলি গাড়ির চাপায় একজন নিহত⬇️  (  মোঃ আব্দুর রহমান )  আনুমানিক বয়স ১০ বছর পিতা ছোট্ট মিয়া,,  আজ দুপুর ১ টা ৩০ ম...
14/11/2024

⬇️নবীনগর টলি গাড়ির চাপায় একজন নিহত⬇️
( মোঃ আব্দুর রহমান ) আনুমানিক বয়স ১০ বছর পিতা ছোট্ট মিয়া,, আজ দুপুর ১ টা ৩০ মিনিটের সময় নবীনগর পশ্চিম পাড়ার ২ নং ওয়ার্ড এর মেইন রাস্তায় একটি অবৈদ মালবাহী ট্রলি বেপোরোয়া গতিতে শিশুটিকে ধাক্কা দিয়ে ড্রাইবার পালিয়ে যায়, ঘটনাস্থল থেকে শিশু থেকে উদ্ধার করে নবীনগর সদর ৫০ শজ্যা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে,, মালবাহী গাড়িটি কোন রাস্তার কাজের জন্য এক কন্ট্রাক্টর এর মালামাল নিয়ে যাচ্ছিলো,, বিস্তারিত আসতেছে
Nabinagar Viral TV ✅

শিবপুর-রাধিকা রোডে বাস এক্সিডেন্ট...সাহারপাড় চৌরাস্তা মোড় পার হয়ে, একটি বাস  নিয়ন্ত্রণ হারিয়ে খাদে।ঘটনা ঘটে রাত ২টা...
12/11/2024

শিবপুর-রাধিকা রোডে বাস এক্সিডেন্ট...
সাহারপাড় চৌরাস্তা মোড় পার হয়ে, একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে।
ঘটনা ঘটে রাত ২টায়।
৪০ জন আহত।
Nabinagar Viral TV ✅

ব্রাহ্মণবাড়িয়া সদর ইন্টারন্যাশনাল আজিজিয়া মাদ্রাসার ছাত্রদের বহনকারী একটি বাস কক্সবাজার শিক্ষা সফরে যাওয়ার সময়  চট্টগ...
10/11/2024

ব্রাহ্মণবাড়িয়া সদর ইন্টারন্যাশনাল আজিজিয়া মাদ্রাসার ছাত্রদের বহনকারী একটি বাস কক্সবাজার শিক্ষা সফরে যাওয়ার সময় চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে চুনতি হাজী রাস্তার মাথা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এতে ড্রাইভার সহ ২৫ জন গুরুতর আহত হয়। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আশঙ্কাজনক ৫/৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
আল্লাহ সবাইকে হেফাজত করুন।
আমিন 🤲
Nabinagar Viral TV ✅

ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন! মুনতাহা আর বেঁচে নেই, পাশের ঘরের মরজিনা হত্যা করে পাশের খালে পুতে রাখে, মুনতাহার...
10/11/2024

ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন!
মুনতাহা আর বেঁচে নেই, পাশের ঘরের মরজিনা হত্যা করে পাশের খালে পুতে রাখে, মুনতাহার লাশ উদ্ধার ।🥲🥲
Nabinagar Viral TV ✅

যদি কেউ এই মুনতাহা কে ফিরিয়ে দিতে পারেন। এই বাচ্চাটিকে খুঁজে বের করে দিলে ৫০,০০০ টাকা পুরস্কার দেওয়া হবে।। প্রয়োজনে তাহ...
08/11/2024

যদি কেউ এই মুনতাহা কে ফিরিয়ে দিতে পারেন। এই বাচ্চাটিকে খুঁজে বের করে দিলে ৫০,০০০ টাকা পুরস্কার দেওয়া হবে।। প্রয়োজনে তাহাকে একটি কর্ম সংস্থানের ব্যবস্থা করে দিবো ইনশাআল্লাহ। তারপর ও আপনি বাচ্চাটা কে ফিরিয়ে দেন।

মেয়েটা হারিয়ে যাওয়ার আজ ৫ দিন অতিবাহিত হয়ে গেলেও এখনো ফিরে আসেনি! কোন সন্ধান খুঁজে পাওয়া যায়নি। মা-বাবা ভাইবোনদের কান্নার আর্তনাদে আকাশ পাতাল ভারী হয়ে যাচ্ছে 💔

শিশুটিকে খুঁজে পেতে সহযোগিতা করুন।
যোগাযোগ:
মাহবুব মোরশেদ- ০১৭৯৯৬৭৫৬২৭
সেলিম আহমদ- ০১৭৩২৪৭৩৪২৬
শামীম আহমদ- ০১৭২৮১৮৭৬৫৫
শাহাবুদ্দিন আহমদ- ০১৭৫১১২৪৪৮
রাকি : আমির হামজা - ০১৭৯৮৬৪৫৫৭০

আমাদের একটি শেয়ারে হইতো মেয়েটি ফিরে আসতে পারে। দুআ করি মুনতাহা তার পরিবারে অতি দ্রুত ফিরে যেনো' আসতে পারে ইনশা আল্লাহ 💐
Nabinagar Viral TV ✅

 #দৃষ্টি_আকর্ষণ পরিবারকে খুঁজে পেতে সহযোগিতা করুন এই মেয়েটির নাম মরিয়ম। বয়স আনুমানিক ০৯ বছর। তার পিতা - রবি, মাতা - স...
25/10/2024

#দৃষ্টি_আকর্ষণ পরিবারকে খুঁজে পেতে সহযোগিতা করুন
এই মেয়েটির নাম মরিয়ম। বয়স আনুমানিক ০৯ বছর।
তার পিতা - রবি, মাতা - সুমাইয়া।

মেয়েটি অস্পস্ট ভাবে জানায় তার বাড়ি নসিমপুর/নরসিংহপুর। সে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। এর বাইরে শিশুটি আর কোনো কিছুই বলতে পারে নাই। শিশুটিকে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট এলাকায় পাওয়া গেছে। বর্তমানে সে পল্টন মডেল থানায় আছে। যদি কেউ শিশুটির কোন তথ্য দিতে পারেন তাহলে পল্টন মডেল থানা(+880 1320-040139) এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।

Nabinagar Viral TV ✅

♦️নবীনগরে অটোরিক্সার ধাক্কায় এক শিশু নিহত♦️ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন এর মিরপুর গ্রামের ইয়াকুব আল...
23/10/2024

♦️নবীনগরে অটোরিক্সার ধাক্কায় এক শিশু নিহত♦️

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন এর মিরপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে মো আরিয়ানা( ১১) নামের একজন কিশোর অটোরিক্সার ধাক্কায় নিহত হয়।

আজ সকাল ১০ টার দিকে আরিয়ান রাস্তা পাড় হওয়ার সময় দুলাল মিয়ার ছেলের অটোরিক্সার নিচে পড়ে যায়। স্থানীয়রা ছেলেটি উদ্ধার করে গুরুত্বর আহত অবস্থায় নবীনগর ৫০ শয্যা বিশিষ্ট সরকারী হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

উল্লেখ্য মিরপুর পুরাতন বাজার থেকে মিরপুর কবরস্থান পর্যন্ত রাস্তাটি পিচঢালা করা হয়। এতে অটোরিক্সার ড্রাইভার গোলের অতিরিক্ত গতির কারণে প্রায় দূর্ঘটনা ঘটে।
Nabinagar Viral TV ✅

Address

Dhaka-1216

Alerts

Be the first to know and let us send you an email when Nabinagar Viral TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share