25/11/2025
আগে শব্দের 🔊দাম ছিলো অনেক মূল্যবান । ৫ টাকার ১০০ টা SMS পাওয়া যেতো । যেটা কিনা একমাস চলে যেতো l
প্রতিটা SMS এ শব্দ সংখ্যার Limitation ও ছিলো । কথা বলতে বলতে ফুরিয়ে গেলেও অনলাইনে Recharge করার সুযোগ হতনা, তাই প্রতিটা শব্দ খুব ভাবনা চিন্তা করে লিখতে হত । তখন একটা 'S' লেখার জন্য Keypad বারবার Press করতে হত । তবু কেও বিরক্ত হতনা ।
অনলাইন 🌐 বা অফলাইন 🚫 দেখার সুযোগও ছিলো না । ছিলো প্রতিটা sms এর পর দুই তিন মিনিটের অপেক্ষা । রাতের good night 😴আর সকালের good morning 🏜️ বলার জন্য আলাদা করে SMS বাঁচিয়ে রাখা ।
তখন emoji 🙁 ছিলো না । আবেগ গুলোকে অনুভবে 🫠 বুঝে নিতে হত । তখন শব্দের 🔊দাম ছিলো, আবেগের 🌀দাম ছিলো, অপেক্ষার ⏳ দাম ছিলো, ভালোবাসারও ❤️দাম ছিলো । তখন ভালোবাসায় ছিল বিশ্বাস 💓ছিল না কোনো ভেজাল, ছিল একজন আরেক জনের প্রতি গভীর শ্রদ্ধা 💕এর ই নাম ছিল বুঝি ভালোবাসা 💖 কোথায় গেলো সেই দিন গুলি, আগের দিন গুলিই ভালো ছিল 😇