Daughter's mammy

Daughter's mammy Wlc my page.On this page i'll share my cooking experiance,policy talk,trun aroun,snake food ,tips etc
(4)

25/11/2025

আগে শব্দের 🔊দাম ছিলো অনেক মূল্যবান । ৫ টাকার ১০০ টা SMS পাওয়া যেতো । যেটা কিনা একমাস চলে যেতো l

প্রতিটা SMS এ শব্দ সংখ্যার Limitation ও ছিলো । কথা বলতে বলতে ফুরিয়ে গেলেও অনলাইনে Recharge করার সুযোগ হতনা, তাই প্রতিটা শব্দ খুব ভাবনা চিন্তা করে লিখতে হত । তখন একটা 'S' লেখার জন্য Keypad বারবার Press করতে হত । তবু কেও বিরক্ত হতনা ।

অনলাইন 🌐 বা অফলাইন 🚫 দেখার সুযোগও ছিলো না । ছিলো প্রতিটা sms এর পর দুই তিন মিনিটের অপেক্ষা । রাতের good night 😴আর সকালের good morning 🏜️ বলার জন্য আলাদা করে SMS বাঁচিয়ে রাখা ।

তখন emoji 🙁 ছিলো না । আবেগ গুলোকে অনুভবে 🫠 বুঝে নিতে হত । তখন শব্দের 🔊দাম ছিলো, আবেগের 🌀দাম ছিলো, অপেক্ষার ⏳ দাম ছিলো, ভালোবাসারও ❤️দাম ছিলো । তখন ভালোবাসায় ছিল বিশ্বাস 💓ছিল না কোনো ভেজাল, ছিল একজন আরেক জনের প্রতি গভীর শ্রদ্ধা 💕এর ই নাম ছিল বুঝি ভালোবাসা 💖 কোথায় গেলো সেই দিন গুলি, আগের দিন গুলিই ভালো ছিল 😇

21/11/2025

আলহামদুলিল্লাহ ❤️ আজকে যে ভুমিকম্প ❄️ হয়েছিল এতে অনেকের অনেক ক্ষতি🚫 হয়েছে অনেক জায়গায় ভিডিও ফুটেজ এ দেখলাম l আল্লাহর অশেষ রহমতে 🤲আমাদের কোনো ক্ষতি 🚫 হয় নি কিন্তু হতে পারতো, আল্লাহ্‌ চাইলে সব কিছু সম্ভব 😔, আল্লাহ্‌ যেনো সবসময় আমাদের সাথে থাকেন আর আমাদেরকে রক্ষা করেন, আমিন 🤲

শুভ সকাল
05/11/2025

শুভ সকাল

শুভ সন্ধ্যা
03/11/2025

শুভ সন্ধ্যা

25/10/2025

শুভ রাত্রি সবাইকে �

24/10/2025

শুভ দুপুর সবাইকে ❤️

16/09/2025

আমরা মেয়েরা হাসবেন্ড এর কাছে একটু বেশি কিছু আশা করে ফেলি কিন্তু হয় তার উল্টো 💚💞যেমন আদর , যত্ন, ভালোবাসা, সন্মান 💕

আগে পুরু পোস্ট পরবেন তারপর কমেন্ট করতে আসবেন, এখানে কিছু কিছু মানুষ আছে যারা পুরু পোস্ট না পড়েই কমেন্ট করতে আসে তাদের উদ্দেশ্যে বলছি ..😏😏

অথচ আমরা দিনশেষে পাই আবহেলা,ঠিক কি না তবে সবার ক্ষেত্রে ভিন্ন, কিন্তু ভালোবাসা তো দুরে থাক, আমরা মনে মনে কতো কি ভাবি আর সব চিন্তাই বিফলে যায় ✨🌈আজকে হয়তো বাহিরে নিয়ে যাবে ঘুরতে এটা সেটা চিন্তা করতে থাকি কিন্তু সে কি করে একা একা চলে যায় নয়তো ভুলে যায় 😩,একটু সাজলে মনে করি সে হয়তো বলবে তোমায় অনেক সুন্দর লাগসে, কিন্তু হয় তার উল্টো, ☹️🥺বিয়ের আগে অনেক যত্ন অনেক ভালোবাসা দেখায় কিন্তু কমে যায় বিয়ের পর 😫🥺তাইলে তখন সব কিছু কি ছিল অভিনয় ?? আমরা মেয়েরা এমন কেন 🥺অনেক বেশি বিশ্বাস করে ফেলি 😭বেশি কিছু তো চাই না এটা কেন বুজেনা হাসবেন্ড গুলা। বুঝেনা না বুঝতে চায় ও না 😭💔,আমরা মেয়েরা টাকা পয়সা, দামি গিফট, বাড়ি - গাড়ি এসব তো কিছুই চাইনা শুধু চাই সব কাজ শেষে, আমাকে একটু সময় দেক, আমাকে একটু ভালোবাসুক 💔💚এর থেকে আর বেশি কিছু তো চাই নি 🖤😔🖤
মেয়েরা ভালোবাসার কাঙাল যতোটুকু পাবে তার দ্বিগুণ দিতে রাজি কিন্তু অবহেলা আর কষ্ট সহ্য করতে রাজি না 😏😏

12/09/2025

অপারেশন থিয়েটারের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল।
বাইরে অস্থির হয়ে দাঁড়িয়ে ছিল আমার স্বামী,মা - বাবা আর পরিবারের অনেকেই। ভেতরে আমাকে নিয়ে যাওয়া হলো —আজ নিজের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ লড়তে যাচ্ছি তৃতীয় বারের মতো ।

শরীরে অজ্ঞান করার ওষুধ ঢুকতেই চোখ ধীরে ধীরে ভারী হয়ে এলো আমার । একটু পর পর আমার পেসার মাপা হলো যে পেসার ঠিক আছে কি না l
শিশুর কান্না শুনলেই মুহূর্তেই সব যন্ত্রণা ঢেকে যায় কিন্তু সেই কান্নার আওয়াজ আমি শুনতে পারি নি তৃতীয় বারের সময়, আমি জিজ্ঞাসা করেছিলাম আমার কি বাবু হয়েছে শুধু এতটুকু ই বললো আপ্নার মেয়ে বাবু হয়েছে, শুনে আমি আলহামদুলিল্লাহ বললাম l

অপারেশনের পরে পেট কেটে সেলাই দেওয়া হলো। কিন্তু তখনও আমি জানতাম না যে আমি মা ডাক্‌ শুনতে পাবো না l আমাকে বলাই হয় নাই যে আমার বাবু আর পৃথিবীতে নেই 😭 l আমাকে বলেছিল আমার বাবু icu তে অ্যাডমিট আছে কিছু প্রবলেম এর জন্য l

অপারেশন এর ঠিক আট ঘণ্টা পরেই ডাক্তার এসে বললো—
“আপনাকে উঠতে হবে।” বেড এ দেওয়া হবে সেখানে যেতে হবে l

তীব্র ব্যথায় শরীর কাঁপছে, সেলাইয়ের জায়গাটা যেন ছিঁড়ে যাচ্ছে, তবুও দাঁড়াতে হবে।

আমি জানি—শরীরটা ভীষণ দুর্বল, প্রতিটি পা ফেলার সাথে সাথে মনে হচ্ছে বুক ফেটে যাবে যন্ত্রণায়।

এই পুরো যন্ত্রণার মাঝেও নতুন জীবনের দায়িত্ব কাঁধে তুলে নেয় একজন মা।

অ্যান্টিবায়োটিক, ব্যথানাশক, সেলাইয়ের টান, শরীরের অসহ্য যন্ত্রণা—এসবের মাঝেও তার হাসি শুধুই সন্তানের জন্য।

এটাই তো পৃথিবীর সবচেয়ে বড় ত্যাগ।
এটাই সিজারিয়ান মায়ের মহত্ত্ব।

কিন্তু আমি তৃতীয় বারের মতো মা হতে পেরেও মা ডাক্‌ শুনতে পেলাম না এর থেকে কষ্ট দায়ক যন্ত্রণা আর কিছু হতে পারে না। তবুও মন কে শক্ত করে রাখতে হবে কারণ আল্লাহ্‌ আমাকে বেঁচে থাকার জন্য আরো ও দুই রাজকন্যার মা হওয়ার সুযোগ করে দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ 🤲❤️

তুমি যদি একজন সিজারিয়ান মা হও—
জেনে রেখো, তুমি অদ্ভুত শক্তিশালী।
তুমি কষ্টের পাহাড় বুকে নিয়ে, হাসি দিয়ে জীবনকে আলিঙ্গন করো।
তুমি সত্যিই অসাধারণ। ❤️

শুভ সকাল সবাইকে
11/09/2025

শুভ সকাল সবাইকে

শুভ রাত্রি সবাইকে
25/08/2025

শুভ রাত্রি সবাইকে

শুভ সকাল সবাইকে ❤️❤️
06/08/2025

শুভ সকাল সবাইকে ❤️❤️

Address

Nagari

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daughter's mammy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share