SMN Multimedia

SMN Multimedia হ্যালো গায়োস আসালামুআলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি নাজিরুল ইসলাম।
আমি আপনাদের নিত্য নতুন ভিডিও

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনগভীর শোকের সাথে জানাচ্ছি, কদিম কাকনা নিবাসী আমার শ্রদ্ধেয় কাকা।মোঃ নান্নু প্রামা...
27/06/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

গভীর শোকের সাথে জানাচ্ছি, কদিম কাকনা নিবাসী আমার শ্রদ্ধেয় কাকা।
মোঃ নান্নু প্রামানিক
আজ দুপুর ১২ ঘটিকায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, কবরকে প্রশস্ত করুন এবং সমস্ত গুনাহ ক্ষমা করে দিন।

اللهم اغفر له وارحمه

আহ! মাত্র ৮ বছর বয়সী বাচ্চা মেয়ে আছিয়া! বোনের শ্বশুরের পৈশাচিক ধর্ষণের শিকার হয়ে আজ মৃত্যুর মুখোমুখি! পুরো বাংলাদেশের জন...
10/03/2025

আহ! মাত্র ৮ বছর বয়সী বাচ্চা মেয়ে আছিয়া! বোনের শ্বশুরের পৈশাচিক ধর্ষণের শিকার হয়ে আজ মৃত্যুর মুখোমুখি! পুরো বাংলাদেশের জন্য এর চেয়ে লজ্জা ও ভয়ংকর বিষয় আর কী হতে পারে!

অনেকেই আছিয়ার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছেন। তবে মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশু আছিয়া এখনো বেঁচে আছে। তবে অবস্থা খুবই আশংকাজনক। সবাই দো'আ করুন যেন আছিয়াকে আল্লাহ হায়াত বাড়িয়ে দেন।

জানা গেছে ৩ জন আসামিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। (আছিয়ার দুলাভাই, দুলাভাই এর ছোট ভাই, আছিয়ার বোনের শশুর)।

আমরা আর কোনো আছিয়াকে হারাতে চাই না। জুলাই বিপ্লব পরবর্তী সময়েও যদি ধর্ষকদের ফাঁসির মঞ্চে ঝুলানো না হয় তাহলে, বিপ্লবের স্বার্থকতা কোথায়?

এইসব জানোয়ার, নরপিশাচ ধর্ষকদেরকে প্রকাশ্যে রাস্তার চৌমুহনীতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।

#ধর্ষণের_শাস্তি_একমাত্র_মৃত্যুদন্ড
#আছিয়া

আকাশ ছোঁয়ার স্বপ্ন!মানিকগঞ্জের শিবালয়ের জুলহাস তার নিজ হাতে তৈরি উড়োজাহাজ সফলভাবে উড়িয়েছেন! চর এলাকার বালুর বুক চিরে আকা...
04/03/2025

আকাশ ছোঁয়ার স্বপ্ন!

মানিকগঞ্জের শিবালয়ের জুলহাস তার নিজ হাতে তৈরি উড়োজাহাজ সফলভাবে উড়িয়েছেন!

চর এলাকার বালুর বুক চিরে আকাশে ওড়ার এই মুহূর্ত সত্যিই অনন্য। তার উদ্ভাবনী চিন্তা ও পরিশ্রমের ফসল এই দৃষ্টিনন্দন উড়োজাহাজটি।

জুলহাসের এই অদম্য চেষ্টা প্রমাণ করে—স্বপ্ন, মেধা ও পরিশ্রম থাকলে কিছুই অসম্ভব নয়! তার জন্য রইল অন্তরের গভীর থেকে শুভ কামনা।

02/03/2025

রোজার খাদ্যভ্যাস করনীয়||Ramadan Food Recpey||

19/02/2025

মনেরই রঙে রাঙিয়ে||moneri ronge Rangiye banga New Natok

রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে দেখা গেছে নওগাঁয়।তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেক...
04/02/2025

রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে দেখা গেছে নওগাঁয়।তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকেও সটকে পড়ে সে।মোহাম্মদপুর থেকে সংগৃহীত বিভিন্ন সিসি ক্যামেরার ছবিতে দেখা যায় একছেলের হাত ধরে ঘুরছে ৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্রী।

এসব তথ্য জানিয়েছেন মোহাম্মদপুর থানার এডিসি জুয়েল রানা।তিনি বলেন,সুবার বাবা ইমরান রাজীবের সাধারণ ডায়েরি করার পরই শুরু হয় সিসিটিভি বিশ্লেষণ।সেখানে এক ছেলের সাথে কথা বলতে দেখা যায় সুবাকে।পরে সেই ছেলের বাড়ি নওগাঁয় চলে যায় সে।

তিনি বলেন, সুবা নওগাঁয় ওই ছেলের সাথে গেছে। তার নাম মোমিন হোসেন।প্রেমঘটিত কারণে সুবা সেখানে গেছে। পুলিশ এখনও উদ্ধার করতে পারেনি।তবে ছেলের বাবা-চাচার সঙ্গে পুলিশ যোগাযোগ করেছে। দুজন যেন পালিয়ে যেতে না পারে সেজন্য তার বাবা-চাচার সহযোগিতা চাওয়া হয়েছে।

গেল সপ্তাহেই মায়ের ফুসফুস ক্যা'ন্সা'রের চিকিৎসা করাতে ঢাকায় আসে সুবার পরিবার।রোববার সন্ধ্যা ৬টার দিকে কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয় আরাবি ইসলাম সুবা। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় তার নিখোঁজ সংবাদ।অনেকেই পোস্ট দিয়ে মেয়েটির খোঁজ চান।

জানা গেছে, বরিশালের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়ে সুবা।সম্প্রতি,জাতীয় ক্যা'ন'সা'র গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তার মায়ের কে'মো'থে'রা'পি শুরু হয়।সেজন্য ৪ দিন আগে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কাছে এক আত্মীয়র বাসায় ওঠেন সুবার পরিবার।

তথ্যসূত্র: যমুনা টিভি

কদিম কাকনা কবরস্থান উন্নয়ন কল্পে তাফসীরুল কুরআন মাহফিল। অত্র এলাকার সকলেই আমন্ত্রিত।আল্লাহ তায়ালা আমাদের মাহফিলকে ভরপুর ...
25/01/2025

কদিম কাকনা কবরস্থান উন্নয়ন কল্পে তাফসীরুল কুরআন মাহফিল। অত্র এলাকার সকলেই আমন্ত্রিত।
আল্লাহ তায়ালা আমাদের মাহফিলকে ভরপুর কামিয়াব করুন। আমিন।

আমন্ত্রিত
16/01/2025

আমন্ত্রিত

ঢাকা আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া পুলিশ টাউনের সামনে ঢাকা মুখি লেনে একটি এম্বুলেন্স এবং দুইটি যাত্রীবাহী পরিবহনে ভয়াবহ আগুন ...
11/01/2025

ঢাকা আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া পুলিশ টাউনের সামনে ঢাকা মুখি লেনে একটি এম্বুলেন্স এবং দুইটি যাত্রীবাহী পরিবহনে ভয়াবহ আগুন ৪ জন মারা গিয়েছে । সাভার ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। রাত ২ টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। সাভার ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেরুল ইসলাম জানান এম্বুলেন্সের ভিতরে ৪ জনের লাশ পাওয়া গিয়েছে।

Address

Nagarpur

Alerts

Be the first to know and let us send you an email when SMN Multimedia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SMN Multimedia:

Share

Category