Md Omer faruk

Md Omer faruk একটাই লক্ষ্য হতে হবে দক্ষ্য🥰

22/06/2025

🚨Breaking:
Channel 12 Hebrew: An advanced Iranian cyber attack has succeeded in hacking the accounts of Israeli journalists and public figures.🔥🔥

ধৈর্য ধরুন এবং বুঝুন।
21/06/2025

ধৈর্য ধরুন এবং বুঝুন।

06/06/2025

লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক,
লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক,
ইন্নাল হামদা ওয়ান্নি’মাতা লাকা ওয়ালমূল্ক,
লা শারীকা লাক।

Sorry মা, বাবা!আমি ধ্রুবজিৎ সবার কাছে ক্ষমাপ্রার্থী।কার্ডের পিন(****)টাকাগুলো মাকে দিয়ে দিও। আমার মৃত্যুর জন্য দায়ী বাংল...
18/05/2025

Sorry মা, বাবা!
আমি ধ্রুবজিৎ সবার কাছে ক্ষমাপ্রার্থী।
কার্ডের পিন(****)
টাকাগুলো মাকে দিয়ে দিও।
আমার মৃত্যুর জন্য দায়ী বাংলাদেশের শিক্ষাব্যবস্থা।
পরেরবার ফার্মেসি নিয়ে পড়বো।
এতো চাপ আমার পক্ষে নেওয়া কোনভাবেই সম্ভব ছিলো না।
বিদায়! 💔

এটা ছিলো ধ্রুবজিৎ ভাইয়ের লাস্ট নোট....!

21/04/2025

With Kitaco – I just got recognised as one of their top fans! 🎉

30/12/2024

♦️♦️দাজ্জালের অনুসারীদের চিনাবেন কিভাবে..??

দাজ্জালের অনুসারীদের চিনার অন্য তম একটি কারন হলো তারা ❝ইসলামের শত্রুদের সাথে সম্পৃক্ত থাকবে❞

দাজ্জালের অনুসারীরা ইসলামের শত্রুদের সাথে যোগ দেবে এবং মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করবে।

বর্তমান ইসলামের শত্রু হলো পশ্চিমা' রা যারা পশ্চিমাদের সাথে তাল মিলিয়ে ❝থার্টি ফাষ্ট
নাইট❞ পালন করবে, তারাই হলো ইসলামের শত্রু অর্থাৎ দাজ্জালের অনুসারী।

#থার্টি_ফাষ্ট_নাইট
#ইসলামের_শত্রু
#দাজ্জালের_অনুসারী

৬ দেশের জন্য বাংলাদেশীদের ভিসা বাতিলবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভে অংশ নেওয়া বাংল...
30/10/2024

৬ দেশের জন্য বাংলাদেশীদের ভিসা বাতিল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভে অংশ নেওয়া বাংলাদেশিদের মধ্যে এ পর্যন্ত ১১৩ জন দেশে ফিরেছেন। সাধারণ ক্ষমা পেয়ে দেশে ফিরলেও তারা জিসিসিভুক্ত (উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল)

দেশ– সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান ও বাহরাইনে পরবর্তী সময়ে চাকরি বা আবাসনের জন্য স্থায়ীভাবে নিষেধাজ্ঞার আওতায় থাকবেন।

ডার্ক ওয়েব...? ডার্ক ওয়েব (Dark Web) হলো ইন্টারনেটের সেই অংশ যা সাধারণ ব্রাউজার (যেমন: Chrome, Firefox) দিয়ে দেখা যায় না...
21/10/2024

ডার্ক ওয়েব...?

ডার্ক ওয়েব (Dark Web) হলো ইন্টারনেটের সেই অংশ যা সাধারণ ব্রাউজার (যেমন: Chrome, Firefox) দিয়ে দেখা যায় না এবং সাধারণ সার্চ ইঞ্জিনে খুঁজে পাওয়া যায় না। এটি এক্সেস করার জন্য বিশেষ সফটওয়্যার, যেমন Tor (The Onion Router) ব্যবহার করতে হয়।

ডার্ক ওয়েবকে সাধারণত অবৈধ কার্যক্রমের জন্য ব্যবহার করা হয়, যেমন: অবৈধ মাদকদ্রব্যের বাজার, অস্ত্র কেনাবেচা, হ্যাক করা ডেটা বিক্রি ইত্যাদি। তবে কিছু ক্ষেত্রে এটি বৈধ কাজের জন্যও ব্যবহৃত হয়, যেমন: দমনমূলক সরকারের অধীনে থাকা সাংবাদিকদের গোপন যোগাযোগের জন্য, বা গোপনীয়তা রক্ষা করতে চাওয়া ব্যবহারকারীদের জন্য।

ডার্ক ওয়েবের মূল বৈশিষ্ট্য:

অনামিকা (Anonymity): ব্যবহারকারী এবং ওয়েবসাইটগুলো সাধারণত এনক্রিপশন এবং টর নেটওয়ার্কের মাধ্যমে লুকানো থাকে।

সীমিত অ্যাক্সেস: এটি সাধারণ ইন্টারনেটের চেয়ে ভিন্ন, একে এক্সেস করতে বিশেষ টুলের প্রয়োজন হয়।

বিষয়বস্তু: এখানে বৈধ ও অবৈধ উভয় ধরনের বিষয়বস্তু পাওয়া যায়, যদিও অধিকাংশ ক্ষেত্রে অবৈধ কাজের জন্য এটি বেশি পরিচিত।

তবে সবকিছুই যে ডার্ক ওয়েবে অবৈধ, তা নয়; কিছু বৈধ উদ্দেশ্যেও এটি ব্যবহার করা হয়, যেমন গোপনীয়তা রক্ষা বা রাজনৈতিক নিরাপত্তা।

বিঃ দ্রঃ
কেও কোনো খারাপ উদ্দেশ্যে কাজ করবেন না....

এস ই ও (SEO) বা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি ওয়েবসাইট বা ওয়েব কন্টেন্টকে সার্চ ইঞ...
20/10/2024

এস ই ও (SEO) বা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি ওয়েবসাইট বা ওয়েব কন্টেন্টকে সার্চ ইঞ্জিনের ফলাফলের পৃষ্ঠায় (SERP) ভালোভাবে প্রদর্শিত করার জন্য অপ্টিমাইজ করা হয়। এর মূল লক্ষ্য হলো সার্চ ইঞ্জিন থেকে অর্গানিক (অবৈতনিক) ট্রাফিক বৃদ্ধি করা, যাতে ওয়েবসাইটটি ব্যবহারকারীদের প্রাসঙ্গিক অনুসন্ধানের জন্য সহজে পাওয়া যায়।

SEO-এর প্রধান উপাদানগুলো হলো:

1. কীওয়ার্ড রিসার্চ: ব্যবহারকারীরা যেসব শব্দ বা বাক্যাংশ সার্চ করে, সেগুলো সনাক্ত করা এবং সেগুলোকে কন্টেন্টে ব্যবহার করা।

2. অন-পেজ SEO: ওয়েবসাইটের শিরোনাম, মেটা ডিসক্রিপশন, হেডার, কন্টেন্ট, এবং ইউআরএল কাঠামো অপ্টিমাইজ করা।

3. অফ-পেজ SEO: অন্যান্য ওয়েবসাইট থেকে লিংক (ব্যাকলিংক) তৈরি করা এবং ডোমেইন অথরিটি বৃদ্ধি করা।

4. টেকনিক্যাল SEO: ওয়েবসাইটটি যাতে সহজে সার্চ ইঞ্জিনের ক্রল করতে পারে, সেজন্য সাইটের গতি, মোবাইল-ফ্রেন্ডলিনেস, এবং HTTPS-এর মতো কারিগরি দিকগুলো নিশ্চিত করা।

5. কন্টেন্টের মান: ব্যবহারকারীর অনুসন্ধানের উদ্দেশ্য অনুযায়ী মূল্যবান এবং প্রাসঙ্গিক কন্টেন্ট তৈরি করা।

SEO সঠিকভাবে ব্যবহার করলে ওয়েবসাইটের সার্চ র‍্যাঙ্কিং বাড়ানো সম্ভব হয়, যা ওয়েবসাইটের ভিজিটর এবং সম্ভাব্য বিক্রয় বৃদ্ধি করতে সহায়ক।

Address

Nagarpur

Telephone

+8801314454268

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Omer faruk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Omer faruk:

Share