হৃদয়ে নাগরপুর

হৃদয়ে নাগরপুর নাগরপুর এর সকল সংবাদ ও ছবি পেতে লাইক দিয়ে পাশে থাকুন।

প্রতিবার বীর্যপাতে প্রায় ৩০-৫০ কোটি শুক্রানু নারীর যোনিতে প্রবেশ করে। যেহেতু শুক্রাণুগুলো নারীর দেহের কোনো অংশ নয়, কাজেই...
24/08/2025

প্রতিবার বীর্যপাতে প্রায় ৩০-৫০ কোটি শুক্রানু নারীর যোনিতে প্রবেশ করে। যেহেতু শুক্রাণুগুলো নারীর দেহের কোনো অংশ নয়, কাজেই নারীদেহ এসব শুক্রাণুগুলোকে বহিরাগত হিসেবে চিহ্নিত করে। আর এসব শুক্রানুকে হত্যা করার জন্য তার ইমিউন সিস্টেমকে এক্টিভ করে দেয়। ইমিউন সিস্টেম এক্টিভ হবার সাথে সাথেই শরীরে থাকা B-cell একধরণের অ্যান্টিবডি প্রস্তুত করতে থাকে। এবং পরবর্তীতে এই অ্যান্টিবডি একে এক সকল শুক্রাণুদের হত্যা করা শুরু করে দেয়। এই বিশাল হত্যাযজ্ঞকে অতিক্রম করে কেবল কয়েকশো শুক্রাণু নারীর জরায়ুতে পৌছাতে পারে। পরবর্তীতে এই কয়েকশো শুক্রাণু থেকে কেবল একটি শুক্রাণু ডিম্বানুর ভিতর প্রবেশ করে ও নিষেক সম্পন্ন করে জাইগোট গঠন করে। এই জাইগোটই হচ্ছে মানব জীবনের প্রথম কোষ।

এই জাইগোটে যেমন মায়ের জিন আছে, তেমনি বাবার জিনও আছে। আর বাবার জিন মানেই তো বহিরাগত। কাজেই একে হত্যার জন্য পুণরায় ইমিউন সিস্টেম এক্টিভ হবে— এমন সময় নারীদেহ সিগন্যাল পাঠায়, “এরা কেউ আমার শত্রু নয়।” এই সিগন্যাল পাবার সাথে সাথেই ইমিয়ুন সিস্টেম তার কার্যক্রম বন্ধ করে দেয়। এরপর থেকে পরবর্তী ১০ মাস নারীর গর্ভে পরম যত্নে লালিত হতে থাকে মানব ভ্রুণটি।

যে নারীদেহ শুক্রানুগুলোকে হত্যার জন্য ইমিয়ুন সিস্টেমকে নির্দেশ দিয়েছিলো, নিষেক সম্পন্ন হবার পর সেই একই নারীদেহ মানব সন্তানের প্রতিটি কোষে মাতৃত্বের প্রতিটি নিঃশ্বাস ঢেলে দেয়।

সুতরাং আপনিই বলুন, আপনি আপনার প্রতিপালকের কোন অবদানকে অস্বীকার করবেন?

শুধু PCOS না আগামী ১০ বছরে সবচেয়ে বেশি রোগী বাড়বে ইনর্ফাটিলিটি বা বন্ধাত্বের রোগী ( বাচ্চা হচ্ছেনা এমন রোগী)।প্রায় প্রতি...
20/08/2025

শুধু PCOS না আগামী ১০ বছরে সবচেয়ে বেশি রোগী বাড়বে ইনর্ফাটিলিটি বা বন্ধাত্বের রোগী ( বাচ্চা হচ্ছেনা এমন রোগী)।
প্রায় প্রতিদিনই কোন না কোন রোগী আসে পিরিয়ড ঠিকমতো হচ্ছেনা। দিন কে দিন খালি ওজন বেড়েই চলছে আবার কারো ক্ষেত্রে ওজন বাড়তেছেনা।
বর্তমান জেনারেশন এর মেয়েরা বেশিরভাগই মোবাইল নিয়ে ব্যস্ত। সারাদিন ফেইসবুকিং করে টিকটক দেখে, & করেও রিলস দেখে। শুয়ে বসে সারাদিন কাটায়।
পরিনামে হরমোনাল ইমব্যালেন্স এর কারণে ঘনঘন মুড সুইং।

এগুলোই PCOS (Polycystic O***y Syndrome) এর লক্ষণ। আর অবাক করার মতো বিষয় হচ্ছে, এটা এখন শুধু কোনো একজনের সমস্যা নয়, পুরো একটা প্রজন্ম এর শিকার।

কেন এমন হচ্ছে? এই সমস্যার কারণ মানুষ নিজেরাই। সারাদিন বসে থাকা, কম মুভমেন্ট করা, বেশি চিনিযুক্ত খাবার আর জাঙ্ক ফুড খাওয়া, রাত জাগা, অতিরিক্ত মোবাইল-লেপটপ ব্যাবহার করা, এগুলো শরীরের প্রাকৃতিক হরমোন সিস্টেমকে একদম এলোমেলো করে দিচ্ছে।

এগুলোর জন্য শরীরের ভেতরের ব্যালান্স নষ্ট হয়, ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে, আর মেয়েদের ক্ষেত্রে পিরিয়ড ও হরমোন চক্রের ওপর ভয়াবহ প্রভাব পড়ে।

এটা শুধু শরীরের সমস্যা নয় মানসিক দিক থেকেও এর প্রভাব ব্যাপক। হরমোনের ওঠানামায় মুড সুইং, ডিপ্রেশন, আত্মবিশ্বাস হারানো সব মিলিয়ে এক ভয়ংকর অবস্থার সৃষ্টি হয়।

মনে রাখবেন PCOS শুধু মেয়েদের রোগ নয়, এটা একটা সোশ্যাল হেলথ ক্রাইসিস হয়ে দাঁড়াচ্ছে।
তাই সারাদিন শুয়ে বসে না থেকে ব্যায়াম করুন।
সুস্থ জীবন আল্লাহর দেয়া সবচেয়ে বড় উপহার। এইটা মেইনটেইন করুন & ধরে রাখুন

👌💞👉অভিনন্দন ধুপোরিয়া 1 বারিগ্রাম 0 চারাবাগ শশান মাঠেই
17/08/2025

👌💞👉অভিনন্দন ধুপোরিয়া 1 বারিগ্রাম 0 চারাবাগ শশান মাঠেই

১৫.০৮.২৫ (শুক্রবার) এবং  ১৬.০৮.২৫ (শনিবার) এই দুইদিন রাত ৪ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত ৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, ...
14/08/2025

১৫.০৮.২৫ (শুক্রবার) এবং ১৬.০৮.২৫ (শনিবার) এই দুইদিন রাত ৪ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত ৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, নাগরপুর জোনাল অফিস।

কাসাদহ গ্রামে এক সাথে চার বাড়ীতে চুরি ১৩/০৮/২০২৫ ।০৩ টা মোবাইল, ২ ভরি স্বর্ণ সহ আরো অনেক কিছু চুরি হয়েছে।
13/08/2025

কাসাদহ গ্রামে এক সাথে চার বাড়ীতে চুরি ১৩/০৮/২০২৫ ।
০৩ টা মোবাইল, ২ ভরি স্বর্ণ সহ আরো অনেক কিছু চুরি হয়েছে।

12/08/2025
নাগরপুর বাসি সাবধান ,সঠিক ডাক্তার চিনুন,ট্রিটমেন্ট নিন,সুস্থ থাকন।নাগরপুর,টাঙ্গাইল।
09/08/2025

নাগরপুর বাসি সাবধান ,
সঠিক ডাক্তার চিনুন,ট্রিটমেন্ট নিন,সুস্থ থাকন।
নাগরপুর,টাঙ্গাইল।

📢 বাইক বিক্রি করা হবে! 🏍️⚡🔋 ইলেকট্রিক স্পোর্টস বাইক (Yamaha V6 মডেল স্টাইল)✅ দেখতে একদম R15 বাইকের মতো✅ ফুল চার্জ দিলে চ...
08/08/2025

📢 বাইক বিক্রি করা হবে! 🏍️⚡

🔋 ইলেকট্রিক স্পোর্টস বাইক (Yamaha V6 মডেল স্টাইল)
✅ দেখতে একদম R15 বাইকের মতো
✅ ফুল চার্জ দিলে চলে ৮০ কিলোমিটার
✅ স্মুথ ও সাইলেন্ট রাইড
✅ মাইলেজ ভালো, রক্ষণাবেক্ষণ খরচ কম
✅ একদম ফ্রেশ কন্ডিশনে আছে

🔴 দামঃ আলোচনা ইনবক্সে করুন
📍 ঠিকানা: কাশাদহ, নাগরপুর, টাঙ্গাইল
📞 যোগাযোগঃ 01738203517

যারা সত্যিই নিতে ইচ্ছুক, সরাসরি কল করুন।
👉 নিজের বা পরিবারের জন্য একটি সেরা পরিবেশবান্ধব বাইক নিতে আজই যোগাযোগ করুন!

26/07/2025

কলকাতার রান্নার সবগুলো পেজে বিশাল সাইজের সব পদ্মার ইলিশের রেসিপি দেখায়। অথচ বাংলাদেশের বাজার ইলিশ শূন্য। কেমনে কি!!!!
এখন ত আর হাসিনা নাই

Address

Nagarpur, Tangail
Nagarpur
1935

Telephone

01534658012

Website

Alerts

Be the first to know and let us send you an email when হৃদয়ে নাগরপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হৃদয়ে নাগরপুর:

Share

Category