হৃদয়ে নাগরপুর

হৃদয়ে নাগরপুর নাগরপুর এর সকল সংবাদ ও ছবি পেতে লাইক দিয়ে পাশে থাকুন।

নাগরপুর থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার  সি,এন,জি ভাড়া জেনে নিন
27/06/2025

নাগরপুর থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার সি,এন,জি ভাড়া জেনে নিন

একটি হারানো বিজ্ঞপ্তি 📣ছবিতে যে ছেলেটিকে দেখতে পারছেন তার নামঃ আলতাফ , পিতাঃ মোঃতায়েবালি মোললা। গ্রামঃ খামার ধল্লা  থানা...
27/06/2025

একটি হারানো বিজ্ঞপ্তি 📣
ছবিতে যে ছেলেটিকে দেখতে পারছেন তার নামঃ আলতাফ , পিতাঃ মোঃতায়েবালি মোললা। গ্রামঃ খামার ধল্লা থানাঃ নাগরপুর জেলাঃ টাংগাইল। সে আজ দুপুর আনুমানিক ২ টার দিকে টাংগাইলে সদর থেকে হারানো গিয়াছে তার সন্ধান এখনও পর্যন্ত পাওয়া যায়নি ।
যদি কেউ তার খোঁজ পেয়ে থাকেন তাহলে দয়াকরে এই নাম্বারে একটু যোগাযোগ করুন 01782192178 পারলে একটু শেয়ার করে তার সন্ধান পেতে সহযোগিতা করুন।

নাগরপুর সরকারি কলেজে মডেল মসজিদের ভিত্তিপ্রস্ত স্থাপন করেছেন ডিসি শরিফা হক।
26/06/2025

নাগরপুর সরকারি কলেজে মডেল মসজিদের ভিত্তিপ্রস্ত স্থাপন করেছেন ডিসি শরিফা হক।

টাঙ্গাইল দেলদুয়ার থেকে মিস তানিয়া আক্তার নামের (২৯) নিখোঁজ হয়েছে। জানা যায়, দেলদুয়ার উপজেলার এলাসিনের মুশুরিয়া গ্রামের ব...
25/06/2025

টাঙ্গাইল দেলদুয়ার থেকে মিস তানিয়া আক্তার নামের (২৯) নিখোঁজ হয়েছে।

জানা যায়, দেলদুয়ার উপজেলার এলাসিনের মুশুরিয়া গ্রামের বাসিন্দা মিস তানিয়া আক্তার। পিতার নাম মোঃ তারা মিয়া এবং মাতার নাম মোছাঃ জোহারা বেগম। তিনি গত ০৩ জুন ২০২৫ইং তারিখে পাওনা টাকা আদায় করার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান তারপর থেকে আর বাড়ি ফিরে আসেনি। পরিবার অনেক খোঁজাখুজি করে তার সন্ধান না পাওয়ায় দেলদুয়ার থানায় একটি সাধারণ ডায়েরি করেন, ডায়েরি নংঃ ১৬৫।
নিখোঁজ মিস তানিয়া আক্তার ৫ ফিট ৩ ইঞ্চি, গায়ের রং ফর্সা, তার পরনে ছিলো হলুদ রঙের থ্রি পিচ, যদি কেউ তার সন্ধান পেয়ে থাকেন তাহলে 01771-799764 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ।

বেকরা থেকে সরকারি প্রাইমারি স্কুল পর্যন্ত রাস্তার কাজটি চলমান।
24/06/2025

বেকরা থেকে সরকারি প্রাইমারি স্কুল পর্যন্ত রাস্তার কাজটি চলমান।

বনগ্রাম চৌরাস্তা, নাগরপুর টাঙ্গাইল।
18/06/2025

বনগ্রাম চৌরাস্তা, নাগরপুর টাঙ্গাইল।

আজ সলিমাবাদ ইউনিয়নে ৫০০ মিটার চায়না জাল জব্দ করে ধ্বংস করা হয়, বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার ও সেনাবাহিনীর যৌথ অভিযা...
18/06/2025

আজ সলিমাবাদ ইউনিয়নে ৫০০ মিটার চায়না জাল জব্দ করে ধ্বংস করা হয়, বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা।

এই চায়না জাল পরিবেশ এবং মৎস্য উৎপাদনের জন্য হুমকি।

08/06/2025

টাঙ্গাইল টু নাগরপুর ৩৩ কেভি লাইনে ত্রুটি দেখা দিয়েছে। সময় লাগবে , লাইন চেক করে ত্রুটি চিহ্নিত করে বিদ্যুৎ সরবরাহের ব্যাবস্থা গ্রহন করা হচ্ছে। সাময়িক অসুবিধায় পল্লিবিদ্যুৎ অফিস আন্তরিকভাবে দুঃখিত।

নাগরপুর উপজেলার সকল ঈদের জামাতের মাঠের নাম ও সময় সূচি নিম্নে দেওয়া হল।
06/06/2025

নাগরপুর উপজেলার সকল ঈদের জামাতের মাঠের নাম ও সময় সূচি নিম্নে দেওয়া হল।

বনগ্রাম থেকে গয়হাটা  এলাকার রাস্তাগুলোর বর্তমান অবস্থা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বনগ্রাম থেকে গয়হাটা আসতে কমপক্ষে ১০/১৫ টা ব...
27/05/2025

বনগ্রাম থেকে গয়হাটা এলাকার রাস্তাগুলোর বর্তমান অবস্থা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বনগ্রাম থেকে গয়হাটা আসতে কমপক্ষে ১০/১৫ টা বড় বড় ভাঙ্গার উপর দিয়ে আসতে হয়। রাস্তার কাজ না করায় পানি জমাট বেঁধে মানুষের চলাচলের রাস্তায় বেহাল অবস্থায় পরিনিত হয়েছে! সামান্য বৃষ্টিতেই রাস্তাগুলো জলমগ্ন হয়ে পড়ে, সৃষ্টি হয় হাঁটুপানি ও কর্দমাক্ত পথ। বিশেষ করে স্কুলগামী শিশু, বৃদ্ধ ও গর্ভবতী নারীদের চলাচলে মারাত্মক ভোগান্তি হচ্ছে।

ঢাকা থেকে আসা সময় কেদারপুর বাছ এক্সিডেন্ট করছে আহত হয়েছে কয়জন👈💞👌24/05/2025
24/05/2025

ঢাকা থেকে আসা সময় কেদারপুর বাছ এক্সিডেন্ট করছে আহত হয়েছে কয়জন👈💞👌24/05/2025

Address

Nagarpur, Tangail
Nagarpur
1935

Telephone

01534658012

Website

Alerts

Be the first to know and let us send you an email when হৃদয়ে নাগরপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হৃদয়ে নাগরপুর:

Share

Category