Rifat Rafi

Rifat Rafi জীবনের গল্প ভূমিকাহীন , প্রতিটা লাইন
পড়া সহজ, বোঝা অনেক কঠিন
00:36 ━ ━━━━━ 5:00  ⇆ㅤ
◁ㅤ❚❚ㅤ▷ㅤ

20/01/2024
I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
29/12/2023

I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

03/09/2023

তুমি যদি R15 নিয়ে কোথাও দাঁড়াও সবাই তোমার ঐ R15 কেই দেখবে, তোমাকে না। মার্ক জাকারবার্গ যদি BMW নিয়ে কোথাও দাঁড়ায় সবাই জাকারবার্গকে দেখবে, তার BMW কে না।
তুমি যদি ৫০০০ টাকার একটা গেঞ্জি আর প্যান্ট পরিধান করো সবাই তোমাকে ঐ গেঞ্জি আর প্যান্টকে দেখবে, তোমাকে নয়।
আর বিল গেটস যদি ৫০ টাকার গেঞ্জি পরিধান করে কেউ তার গেঞ্জিটাকে দেখবে না, সবাই কিন্তু ঐ বিল গেটসকেই দেখবে।

IPhone লাগবে, DSLR লাগবে, Bike লাগবে এসব বলে বাবা-মাকে এতো চাপ না দিয়ে, ব্রান্ড এর পিছনে না ছুটে নিজেকে ব্রান্ড বানানোর চেষ্টা করো, নিজেকে এমনভাবে-এমন জায়গায় উপস্থাপিত করো যেনো নিজেই নিজেকে একটা ব্রান্ড তৈরী করো। যেনো তোমার ঐ ২০টাকা দামের ছেঁড়া রুমালটা ও নিলামে বিক্রি হয় লক্ষ টাকায়।
আর তুমি যখন ব্রান্ড হয়ে যাবে তোমার প্রত্যেকটা জিনিস ব্রান্ড হয়ে যাবে।
তাই নিজেকে একটা ব্রান্ড হিসেবে গড়ে তুলো।

Free Motion
Keya Payel
Rifat Rafi
Virat Kohli
CGTN

03/09/2023

১। কথা হজম করতে শিখুন, আপনাকে জীবনে জিততে সাহায্য করবে।

২। কখনো তর্কে জিততে যাবেননা, এটা সময়ের অপচয়।

৩। আপনার প্রতিপক্ষকে জিতিয়ে দিন। আপনার প্রতিপক্ষ যদি খুশি হয় , তাহলে আপনি একটু হাসুন।

৪। কখনো কখনো জিততে হলে হারতে হবে, আর আপনার আজকের এই হারই আপনার জন্য বড় জয় এনে দিবে।

৫। হারতে শিখুন, সব জায়গায় জিততে নেই। এটা বোকামি।

৬। কথায় কাজ হয় না। তাই কাজ শুরু করুন নিরবে, আপনার কাজই কথা বলবে।

৭। আপনাকে যারা বিশ্বাস করে না তাদের চিন্তা বাদ দিন। নিজের প্রতি বিশ্বাস করুন। এটিই আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে।

৮। আপনি অনেক কিছু পারেন। কি দরকার তা সবাইকে বলে বেড়ানোর। যার দরকার সে আপনাকে এমনিতেই খুঁজে বের করবে।

৯। চিতা বাঘ কখনো কুকুরের সাথে দৌড় প্রতিযোগিতা করে না। কুকুরকে জিততে দিন। আপনি চিতা বাঘ তা বুঝানোর জন্য সঠিক সময়ের অপেক্ষা করুন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্য্যশীলদের সাথে আছেন।

১০। নিজের প্রয়োজনেই বোকাদের সঙ্গে তর্ক জরানো এড়িয়ে চলুন।

১১। বিনয়ী হতে শিখুন, বিনয়ী হতে পারলে আপনি বিশ্ব জয় করতে পারবেন।

22/08/2023
22/08/2023

Viral Muslim boy subhanallah

14/08/2023

আমি আসলে হেরে যেতে চাই না💙

14/08/2023

অল্প বয়স থেকেই যারা পরিবারের জন্য নিজেকে সেক্রিফাইজ করে থাকে তাদের শেষটা সুন্দর হোক!'🩷♡

08/08/2023

গ্রাম্য অঞ্চল

04/08/2023

প্রিয় ভাই আপনি একজন মানবতার ফেরিওয়ালা
এভাবেই সবার পাশে থাকুন ভাই আপনার প্রতি অনেক ভালোবাসা রইলো এভাবেই এগিয়ে যান গরিব মানুষের পাশে থাকেন আপনার প্রতি অনেক ভালোবাসা রইলো প্রিয় ফিরোজ ভাই Free Motion

Address

Nageswari

Telephone

+8801751084543

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rifat Rafi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share