হৈমন্তী

হৈমন্তী Artist
(2)

03/06/2025

আমার চেয়েও ভালো কিছু পেয়ে কেউ আমাকে ছেড়ে গেলে, আমার দুঃখ লাগে না।

আমি চাই না, কেউ আমাকে পেয়ে পিছিয়ে যাক, হেরে যাক, আফসোস করুক কিংবা মন ছোটো করে বাঁচুক! আমি চাই, প্রত্যেকেই জিতুক, জীবনে এগিয়ে যাক, মন খুলে বাঁচুক!

21/03/2025

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই?

পূর্ণতার হাসি ❤️
05/01/2025

পূর্ণতার হাসি ❤️

যে ঝড় উড়িয়ে নিলো আমার ঘর, সে তো জানে নাহ্ আমি এমনিতেই যাযাবর.!😥💔
04/12/2024

যে ঝড় উড়িয়ে নিলো আমার ঘর, সে তো জানে নাহ্ আমি এমনিতেই যাযাবর.!😥💔

11/08/2024

প্রকৃতির সাথে বাঁশীর সুর।

28/05/2024

তোমার আকাশে উড়ুক অন্য কারো ফানুস🎇

আমি অনেক কিছু ছাইড়া আসা মানুষ ❌

তাহসানের একটা গান আছে না?চলো ভেঙ্গে দেই সেই দেয়াল,সমাজের ঠুনকো খেয়াল!বাঁচি দুজনের মায়াতে,মায়ার দেয়াল!ঠিক এই গানের লাইনগু...
21/05/2024

তাহসানের একটা গান আছে না?
চলো ভেঙ্গে দেই সেই দেয়াল,
সমাজের ঠুনকো খেয়াল!
বাঁচি দুজনের মায়াতে,
মায়ার দেয়াল!

ঠিক এই গানের লাইনগুলার মতো, আপনাকেও আমার ভীষণ আকুতি করে বলতে ইচ্ছে করে, চলেন না এই সমাজের কানাকানির কথা না ভেবে আমরা একজন আরেকজনকে ভালোবাসি।
আজন্মকাল একজন আরেকজনের মায়ায় পড়ে থাকি!কেউ কাউকে না ছেড়েই সবার সামনে হাতে হাত রেখে এগিয়ে যায়। একটু কলঙ্ক লাগুক না!কলঙ্ক লাগিয়েও আমরা একে অপরকে পেয়ে গেলে সেখানে ক্ষতিই বা কীসে?বাকি আট-দশটা মানুষের মতোও আমরা একটা সংসার বাঁধি।কে কি ভাবলো তা না ভেবে, নিজেদের সম্পর্কের একটা পূর্ণতা দিয়ে ফেলি।
একজন আরেকজনের ভাবনায় ডুবে থাকি! সমাজের কথা না ভেবে আমরা এগিয়ে নিতে পারিতো আমাদের এই অজানা সম্পর্কটা।
চলেন না-
আগে-পিছে না ভেবে ভালোবাসি,মায়ায় আটকাই নিজেদের,ভাবনায় ডুবি,ছোট্টো সংসার বাঁধি!

প্রিয়জনের হারানো বিজ্ঞপ্তি বুকের দেয়ালে সেঁটে দিয়ে, বিশ্বাসের ভাঙ্গা টুকরোতে খালি পায়ে হাঁটতে হাঁটতে কিংবা অভাব আর হতাশা...
19/05/2024

প্রিয়জনের হারানো বিজ্ঞপ্তি বুকের দেয়ালে সেঁটে দিয়ে, বিশ্বাসের ভাঙ্গা টুকরোতে খালি পায়ে হাঁটতে হাঁটতে কিংবা অভাব আর হতাশার ভারী বোঝাটুকু কাঁধে নিয়ে সে মহাকালের মঞ্চে ঠায় দাঁড়িয়ে থাকে।"

অতীত ভুলতে কিংবা অবসরে বিনোদন নিতে যারা সম্পর্কে জড়ায়, তারা বিপদজনক! এরা নিজের সুবিধা আর স্বার্থ ছাড়া দ্বিতীয় কিছু ভাবে ...
05/05/2024

অতীত ভুলতে কিংবা অবসরে বিনোদন নিতে যারা সম্পর্কে জড়ায়, তারা বিপদজনক! এরা নিজের সুবিধা আর স্বার্থ ছাড়া দ্বিতীয় কিছু ভাবে না। নিজে ভালো থাকতে দিনের পর দিন অন্য কারো সময় এবং অনুভূতি ব্যয় করিয়ে তাকে প্রচন্ড নিঃসঙ্গ করে দেয়াই এদের কাজ।ওরা ভালোবাসে না, ভালোবাসার ভান করে মাত্র। অবসরে নিজের নিঃসঙ্গতা দূর করতে এরা মানুষের আবেগ এবং বিশ্বাস নিয়ে খেলা করে। খেয়াল করে দেখবেন,এরা নিজের সুবিধা অনুযায়ী সময় দেয়। আপনার মন খারাপ, একাকিত্ব কিংবা প্রয়োজনে এদের নাগাল পাবেন না কখনোই। আপনার অনুভূতি, সময়কে ব্যবহার করে যখন এরা আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে, তখন আপনাকে এভোয়েড করা শুরু করবে। প্রচন্ড লেভেলের মাইন্ড গেইম খেলে এরা। নিজের কোনো প্রকার দোষ না রেখে, সম্পর্ক থেকে অনায়াসে বের হতে এরা ব্যস্ততা আর পরিস্থিতির অজুহাতের নাম করে এড়িয়ে চলে, যাতে আপনি নিজেই সম্পর্ক থেকে সরে যান। অতীত ভুলতে কিংবা অবসরে সময় কাটাতে এসব মানুষ ঠিক এমন মানুষদের বেছে নেয়, যারা প্রতিশোধ নিবে না কখনোই। একটু ইমোশনাল, স্রেফ ভালোবাসা লোভী, সরল, এবং শান্ত স্বভাবের মানুষগুলোই তাদের পছন্দের কাতারে থাকে। এরা চালাক-চতুর মানুষ একদমই পছন্দ করে না। নিজের দিকটা ঠিকঠাক সামলে রেখে, এরা সম্পর্কে ভাসমান অবস্থায় থাকে। যেকোনো মূহুর্তে এরা সম্পর্ক থেকে নিজেকে বের করে নিয়ে আসার ক্ষমতা রাখে।এসব ভণ্ড মানুষগুলো ঠিক যেমন চায়, তেমন না হলে এরা সম্পর্ক রাখে না। সম্পর্কে যদি সিরিয়াস হয়ে যান, যদি সত্যি ভালোবেসে ফেলেন, তবে যেকোনো উপায়েই তারা সম্পর্ক থেকে সরে দাঁড়াবে। এরা চায়, ঠিক এদের মতোই জাস্ট টাইম পাস করে এমন মানুষ। সিরিয়াস হয়ে গেলে বাস্তবতা, পরিস্থিতি, আর পরিবারের অজুহাত দিয়ে এরা সম্পর্ক থেকে মূহুর্তেই সরে দাঁড়ায়। আপনার প্রয়োজন ফুরিয়ে গেলে এরা ছুটে নতুন কোনো টার্গেটে, নতুন কারো কাছে। এরা কারো জীবনে স্থায়ী হয়ে আসে না। একজনের কাছে যতটুকু ভালো থাকে, ঠিক অন্য আরেকজনের সাথে আরও বেশি ভালো থাকার জন্য এরা মূহুর্তেই সম্পর্কের ইতি টানে। এরা ভাসমান, এদের বিশ্বাস করে নিজের ধ্বংস নিজে ডেকে আনার কোনো মানে নেই।

03/05/2024

আমি তোমাকে প্রতি মুহূর্তে ভালোবাসি.! 💞

ভুল বোঝাবুঝির রোষানলে জীবন যখন স্থির দাঁড়িয়ে,আমার প্রয়োজনীয় কথাও তোমার তখন বাড়তি মনে হবে-মনে হবে, নাটকের শীর্ষে থেকেআমি ...
28/04/2024

ভুল বোঝাবুঝির রোষানলে জীবন যখন স্থির দাঁড়িয়ে,
আমার প্রয়োজনীয় কথাও তোমার তখন
বাড়তি মনে হবে-
মনে হবে, নাটকের শীর্ষে থেকে
আমি তোমার প্রতি ভালোবাসা দেখাচ্ছি-
ভালোবাসার বচন গুলো
তোমার কাছে ন্যাকামি মনে হবে-
বোঝাতে গিয়ে আমি বারবার ব্যর্থ হই,,,,
আমি অভিমানে নিজেকে গুটিয়ে নেই।
এই ভেবে রাগ করি
হয়তো তুমি মৃদু আলিঙ্গনে ভাঙিয়ে দেবে
আমার অন্তরালে হওয়া সমস্ত অভিযোগ।
কিন্তু হায়....!
কতো বোকা আমি,
ভালোবাসার লোভ দেখিয়ে-
ভুল বোঝাবুঝির কাঠ গড়ায় আমাকেই দোষী বানিয়ে-
তুমি চলে যাও।
অভিমানী আমি কাঁদতে কাঁদতে
চুপিসারে তলিয়ে যাই-
দূরত্ব বাড়িয়ে নেই..!
উৎসর্গ: M

18/04/2024

শীতকালে অহংকারের ঠ্যালায় ফ্লোরে পা দেই নাই, জুতা নিয়া হাঁটছি। আর এখন! ফ্লোরেই শুইয়া থাকি দিবস-রজনী।

এরেই বলে অহংকারই পতনের মূল..🫠

Address

Nageswari

Telephone

+8801306135122

Website

Alerts

Be the first to know and let us send you an email when হৈমন্তী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share