শুকরিয়া- Alhamdulillah ツ

শুকরিয়া- Alhamdulillah ツ 👉চলুন শুধু নিজে ভালো না থেকে👈
👬আমাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে এক সাথে বলি👬
❤️"আলহামদুলিল্লাহ"❤

"শুকরিয়া- একটি সেবামূলক সংগঠন" হলো একটি অরাজনৈতিক সামাজিক, সেবামূলক ও উন্নয়নমূলক সংগঠন ।
যা আমাদের সমাজের উন্নয়ন, আমাদের ইসলাম ধর্মের প্রচার, বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠানের (মসজিদ, মাদ্রাসা ইত্যাদি) গুরুত্ব আলোচনা ও এসবের উন্নয়নের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ, এগুলো নির্মাণ কাজে বিভিন্ন ভাবে সাহায্য করা এবং সবাইকে আল্লাহর পথে আহব্বান করার কাজে নিয়োজিত ।

13/04/2025

গুণাহর কারণে না ভয় লাগে...😓

07/04/2025

গোটা একটা জাতি আপনার অপেক্ষায়! 🤲💖





06/04/2025

গা*জার স্বাস্থ্য মন্ত্রী বলেছেন গত 24 ঘন্টায় ইস রায়েল গাজা পট্টীতে এত ভয়ানক বো*মাবর্ষণ করেছে যাতে 86 জনের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছে এবং 280 জনের বেশি জখম হয়েছে।

ফিলিস্তিনি সাংবাদিক আবু ইলিয়াস ফেসবুকে লিখেছেন: "সামান্য ক্ষণ বাকি আছে গাজার নাম নিশান মিটিয়ে দেওয়া হবে, তোমরা আমাদেরকে শুধু জান্নাতে পাবে। খোদা হাফেজ তাদের সবাইকে যাদেরকে (জালিম আরব) বলা হবে"।

গাজায় এক ফিলিস্তিনি মেয়ে লিখেছে: "আমাদের খবর আর তোমাদের পেরেশানি করবে না, সামান্য ক্ষণের ব্যাপার আর, ব্যস তারপর সব শেষ হয়ে যাবে"- আল্লাহ তাদেরকে যেন ক্ষমা না করেন, যারা আমাদের উপর অত্যাচারে চুপ করে আছে-

এক ফিলিস্তিনি শেখ বলেছেন: "আমি এখনি আমার মেয়েকে দা*ফন করে এলাম শুধু ধড়টাকে, আমার মেয়ের মাথা খুঁজে পাইনি"-
ইয়া আল্লাহ রহম করুন

23/08/2024

বানের জলে ভেসে যাচ্ছে কারো স্বপ্নের খামার.!'💔

©

ঢাকায় মৃদু ঠান্ডা বাতাস বইছে।  আল্লাহ চাইলে হতেও পারে আজকে পবিত্র লাইলাতুল কদরের রাত। আল্লাহ্ তুমি সবাইকে মাপ করো। সবার ...
06/04/2024

ঢাকায় মৃদু ঠান্ডা বাতাস বইছে। আল্লাহ চাইলে হতেও পারে আজকে পবিত্র লাইলাতুল কদরের রাত। আল্লাহ্ তুমি সবাইকে মাপ করো। সবার ইবাদত কবুল করে নিও। সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। সবাইকে দিনের পথে চলার তৌফিক দান করো। ফিলিস্তিনি ভাই-বোনদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করো এবং তাদেরকে রক্ষা করো। (আল্লাহুম্মা আমিন) 💝

30/03/2024

আল্লাহর সাথে কতটা গভীর সম্পর্ক তৈরি করতে পেরেছেন ☺️🤍
সুবহানাল্লাহ❤️❤️

25/03/2024

এই রমজানে শয়তানকে বন্দী রাখা গেলেও, মেয়ে নামক কিছু কিছু শয়তানরা নিজের চেহারাটা একটু আড়ালে রাখতে পারে নাহ 🐸
যখনই একটু ফেবু তে আসি তখনই তাদের আলতু ফালতু ফেস গুলা সামনে চলে আসে 🥴

আমি কাউকে ছোট করছি না। কথা টা মজা করে বললেও এইটা একটা চরম সত্যি। অন্যান্য মাসে এসব করে কিন্তু আমরা কেউ কিছুই বলি না। যথাসাধ্য এড়িয়ে চলার চেষ্টাই করি। কিন্তু রমজান মাসটা অনেক গুরুত্বপূর্ন একটা মাস। অন্তত এই মাসটায় তারা তাদের নষ্টামি গুলা একটু বন্ধ রাখলেও পারতো। নিজের জন্য না হোক, যারা রমজান মাসকে গুরুত্ব দেয় তাদের জন্য হলেও তো এই নষ্টামি গুলা বন্ধ রাখতে পারে। অবাক করা বিষয় হলো যারা এসব করে তাদের মধ্যে অনেকেই মুসলিম। একজন মুসলমানের মেয়ে হয়ে কিভাবে তারা নিজের ফটো এভাবে ফেইসবুকে দিতে পারে। তাও সেটা রমজান মাসে । আরে রমজান মাসে তো চায়ের দোকানেও পর্দা লাগায়, তবু মেয়েরা পর্দা করে না 🐸 । এখন হয়তো আপনার মনে হবে শুধু রমজান মাসে আমি এসব কেন বলতেছি, অন্য সময় ফটো দিলে কেন বলি না? আসলে এর উত্তর আপনার কাছেই আছে। বাঙ্গালী এমন একটা জাতি, তাদেরকে যেটা নিষেধ করবেন সেটা তারা আরো বেশিই করে 😄। অন্য মাসে এড়িয়ে চলা যায়, রমজান মাসেও যেত। কিন্তু একটা কথা হলো তাদের কি বিবেক বলতে কিছুই নেই ? সব কি হাওয়ায় মিশে গেছে? তারা কি এইটা ভাবে না যে, "আমি যে পাপ টা করতেছি, তার ভাগীদার আমার বাবা-মা কিংবা আমার স্বামীও হবে ।"

They should respect Islam and follow the rules of Islam. And everyone should respect the rules of other's religion. ❤️

You will find those words in the eye of the baby girl, "Thanks to the blind world, also thanks to the peoples who are su...
02/11/2023

You will find those words in the eye of the baby girl, "Thanks to the blind world, also thanks to the peoples who are supporting to the killers of my father and mother."

🙂

Today's Photo
❤️❤️❤️❤️❤️❤️❤️






































Address

Gopalpur Border Hat, Nageshwari, Kurigram
Nageswari
5660

Telephone

+8801755357891

Website

https://ahmedsumon7891.github.io/shukriya/

Alerts

Be the first to know and let us send you an email when শুকরিয়া- Alhamdulillah ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শুকরিয়া- Alhamdulillah ツ:

Share