অ্যাডভোকেট শেখ ফরিদ

অ্যাডভোকেট শেখ ফরিদ অ্যাডভোকেট,
জেলা ও দায়রা জজ আদালত, কুড়িগ্রাম।

The Code of Criminal Procedure (Amendment) Ordinance, 2025...
10/07/2025

The Code of Criminal Procedure (Amendment) Ordinance, 2025...

09/07/2025

যতই যুক্তি দেখান না কেন, উপজেলা পর্যায়ে আদালত স্থানান্তর বাস্তবসম্মত নয়, মেনেও নিতে পারছি না।।

05/07/2025

বণ্টননামা দলিল ছাড়া ওয়ারিশান সম্পত্তি ওয়ারিশদের মধ্যে কেউ নামজারি করে নিলে তা টিকবে না।। অন্য ওয়ারিসরা মিস কেস করে তা বাতিল করতে পারবে।।

১লা জুলাই প্রকাশিত পূর্ণাঙ্গ  অধ্যাদেশ।।
05/07/2025

১লা জুলাই প্রকাশিত পূর্ণাঙ্গ অধ্যাদেশ।।

04/07/2025

আজকে ফেইসবুকে এক ভাইয়ের একটা পোস্ট দেখে আমার নিজের মধ্যে সচেতনতাবোধ জাগ্রত হয়েছে কারণ সে বিষয়টা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমার সাথে সম্পর্কিত ।
ফেসবুকে একটা ভিডিও দেখলাম যে , একজন রোগীর জরুরী ভিত্তিতে সিজার করা প্রয়োজন ও অবশ্যই বি নেগেটিভ রক্তের প্রয়োজন এবং সেটা এত জরুরী যে, অল্প সময়ের মধ্যে রক্ত রোগীকে না দিতে পারলে তার অবস্থা ভয়াবহ এমনকি গর্ভের সন্তানসহ মারাও যেতে পারেন।আল্লাহর রহমতে সেই ভাইকে(পোস্টকারী) সঠিক সময়ে ডোনার হিসেবে পাওয়া যায় এবং তার রক্তের মাধ্যমে আল্লাহর রহমতে রোগী ও তার গর্ভের সন্তান সংকট অবস্থা থেকে রেহাই পায় ।ভিডিওতে দেখা যায় রোগীর নিকট আত্মীয় ভাইটির প্রতি চরম কৃতজ্ঞতা প্রকাশ করছেন । এরকম রোগীদের এই সিচুয়েশনে রক্ত দেয়াটা অত্যন্ত গর্বের ব্যাপার।।

আমার রক্তের গ্রুপ ও বি নেগেটিভ এবং যেটা রক্তের রেয়ার দুই তিনটা গ্রুপের মধ্যে অন্যতম।।বছর দশেক থেকে আমার ব্লাড ডোনেট করা হয় না।। এর আগে ঢাকায় ছাত্র থাকা অবস্থায় বেশ কয়েকবার ডোনেট করেছি। রক্ত দেয়ার মধ্যে আলাদা ধরনের একটা তৃপ্তি ও ভালোলাগা অনুভব করেছি । ব্লাড ডোনেট করায় কত রোগীর আত্মীয়-স্বজনকে দীর্ঘ সময় ধরে তৃপ্ত ও ভালোবাসা প্রদর্শন করতে দেখেছি তা বলে বোঝানো যাবে না।। তবে ব্লাড ডোনেট করার জন্য ইচ্ছা সবসময়ই থাকত,রেয়ার গ্রুপ হওয়ার কারণে ও বর্তমানে নিজ জেলায় অবস্থান করায় ব্লাড ডোনেট করার সুযোগ এবং ক্ষেত্র খুব একটা হয়ে ওঠেনি । এখন থেকে সাধ্যমত নিয়মিত ব্লাড ডোনেট করতে চাই।।

স্থানীয় সংগঠন, যেগুলো ডোনেশন নিয়ে কাজ করেন
সেগুলোর সঙ্গে ইনশাআল্লাহ নিজেকে কানেক্টেড রাখবো।।

একই সাথে বি নেগেটিভ রক্তের গ্রুপ যাদের রয়েছে তাদেরকে নিয়ে একটা উদ্যোগ নিতে চাই,যাতে আমরা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকতে পারি এবং একে অপরের পাশে দাঁড়াতে পারি।।

সাধারণ মানুষের কোর্টের দ্বারস্থ হওয়ার রাস্তাটা দীর্ঘ হল।।এছাড়া অন্য কিছু নয়।।
02/07/2025

সাধারণ মানুষের কোর্টের দ্বারস্থ হওয়ার রাস্তাটা দীর্ঘ হল।।এছাড়া অন্য কিছু নয়।।

15/06/2024
আলহামদুলিল্লাহ।।বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম।। বাইক চালানোর ক্ষেত্রে শুধু সাবধানতা নয়,  অতিরিক্ত সাবধানতা  অবলম্বন দরক...
23/12/2023

আলহামদুলিল্লাহ।।
বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম।।

বাইক চালানোর ক্ষেত্রে শুধু সাবধানতা নয়, অতিরিক্ত সাবধানতা অবলম্বন দরকার।এর বিকল্প নেই।
কারণ যানবাহন বাড়ার সঙ্গে সঙ্গে অদক্ষ, অসচেতনও বেপরোয়া চালকের সংখ্যাও বেড়েছে।।।।

যাত্রা নিরাপদ হোক, এই কামনা করি।।

01/11/2023

বাংলাদেশ সরকারকে সবার শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন...

Address

Nageswari
5660

Telephone

+8801770766166

Website

Alerts

Be the first to know and let us send you an email when অ্যাডভোকেট শেখ ফরিদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অ্যাডভোকেট শেখ ফরিদ:

Share

HOLLY HUT

We r committed to serve u most quality products(Fashion & beauty ).

1 Our special services :

.First delivery ; 2. Quality products;

3. In whole country ; 4. Return & Replacement facility;