21/04/2025
. চন্দ্রকোনা আইডিয়াল স্কুল
নকলা, শেরপুর।
স্থাপিত : ২০২৪
নোটিশ
এতদ্বারা চন্দ্রকোনা আইডিয়াল স্কুলের সকল শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসছে আসন্ন ১ম সাময়িক পরীক্ষা ২২/০৪/২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষায় নিম্নের নির্দেশনাবলি অনুসরণ করার জন্য বিশেষ বলা হলো।
১। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে প্রবেশ করতে হবে।
২। পরীক্ষার্থীগণ প্রতিষ্ঠানের সকল বকেয়া পরিশোধ করে প্রবেশপত্র প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছ থেকে গ্রহণ করবেন। প্রবেশপত্র ব্যতিত কোন পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না।
৩। সম্মানিত অভিভাবকগন পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পূর্বে পরীক্ষার কক্ষ ত্যাগ করবেন।
৪। পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের নির্দিষ্ট সীমানার ভেতরে পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতিত সকলের প্রবেশ সম্পূর্ণ নিষেধ।
৫। প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক(তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষায় কোনো বিরতি থাকবে না।
৬। পরীক্ষার সময় প্লে থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত ২ ঘন্টা, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ২ ঘন্টা ৩০ মিনিট এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ৩ ঘন্টা।
৭। পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ও সাধারণ ঘড়ি ব্যবহার করতে পারবে। তবে কোনো অবস্থাতেই মোবাইল ফোন বা ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস (মোবাইল ঘড়ি) ব্যবহার করতে পারবে না।
৮। পরীক্ষায় অসদুপায় অবলম্বন বা নকল করা থেকে বিরত থাকতে হবে। কারো কাছে নকল পাওয়া গেলে কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক শাস্তি প্রদান করা হবে।
৯। প্রত্যেক শিক্ষার্থী পরীক্ষা সংশ্লিষ্ট সকল জিনিসপত্র (কলম, পেন্সিল, রাবার, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর ইত্যাদি) সরবরাহ করবে। কোন শিক্ষার্থী পরীক্ষার হলে অন্যজনের জিনিসপত্র ব্যবহার করতে পারবে না।
১০। প্রশ্নপত্রে উল্লেখিত সময়ের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে।
১১। প্রত্যেক শিক্ষার্থীকে সিট প্ল্যান অনুযায়ী আসন গ্রহণ করতে হবে। কোন শিক্ষার্থী সিট পরিবর্তন করতে পারবে না।
নির্দেশক্রমে
কর্তৃপক্ষ