৮নং চর অষ্টধর ইউনিয়ন

৮নং চর অষ্টধর ইউনিয়ন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ৮নং চর অষ্টধর ইউনিয়ন, Media/News Company, Nakla.

নারায়ণখোলা-পিয়ারপুর আন্তঃজেলা খেয়াঘাটের ইজারা বিজ্ঞপ্তি: ২০২৫-২৬ অর্থবছর
27/07/2025

নারায়ণখোলা-পিয়ারপুর আন্তঃজেলা খেয়াঘাটের ইজারা বিজ্ঞপ্তি: ২০২৫-২৬ অর্থবছর

24/07/2025

নকলার পলাশকান্দি গ্রামের সুজন মিয়া
ব*জ্রপা*তে নি*হত!

টানা বৃষ্টিতে হাঁটুসমান জলাবদ্ধতা এখন নারায়নখোলা বাজারের চেনা চিত্র। অথচ জেলা/উপজেলা/ইউনিয়ন পরিষদের কর্তৃপক্ষের পক্ষ থেক...
15/07/2025

টানা বৃষ্টিতে হাঁটুসমান জলাবদ্ধতা এখন নারায়নখোলা বাজারের চেনা চিত্র। অথচ জেলা/উপজেলা/ইউনিয়ন পরিষদের কর্তৃপক্ষের পক্ষ থেকে নেই কোনো জরুরি উদ্যোগ, নেই কোনো দুঃখপ্রকাশ বা সমাধানমূলক বিবৃতি। এই নীরবতায় ক্ষুব্ধ এলাকাবাসী ।
রাস্তা হাঁটার অনুপযোগী হয়ে পড়েছে। অটো রিকশা ও ভ্যান চালকরা চলছে জীবন ঝুঁ'কি নিয়ে। স্কুলের শিক্ষার্থীদের চলাচলের ব্যাপক অসুবিধা হচ্ছে। একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। প্রতি বছর এ দুর্ভোগ হয়, কোনো পরিবর্তন দেখি না।

রিকশাচালক ওবায়দুল কাদের বলেন, এ রাস্তা দিয়ে আর চালানো যায় না। ইট উঠে গেছে, গর্তের ভেতর পানি জমে আছে। আগে গর্ত ছিলো, তাও চালাতাম। এখন পানির জন্য চোখেই পড়ে না গর্ত।

একটি বাজারে নাগরিকদের হাঁটুসমান পানিতে ডুবে চলাফেরা কোনো স্বাভাবিক চিত্র নয়। বরং তা একটি দায়িত্বজ্ঞানহীন প্রশাসনের প্রতিচ্ছবি। এবারও যদি কর্তৃপক্ষ সচেতন না হয়, তাহলে ক্ষোভের স্রোত আর থেমে থাকবে না এ হুঁশিয়ারি দিচ্ছে ৮নং চর অষ্টধর ইউনিয়নের এলাকাবাসী ।

Uno Nakla Sherpur আপনার দৃষ্টি আকর্ষণ করছি।

এই  বিড়াল  টাকে  যদি  কেউ  পেয়ে থাকেন বা দেখে থাকেন দয়া  করে  এই  নাম্বারে যোগাযোগ  করবেন : 01614580223ঠিকানা : নারায়ন  ...
03/07/2025

এই বিড়াল টাকে যদি কেউ পেয়ে থাকেন বা দেখে থাকেন দয়া করে এই নাম্বারে যোগাযোগ করবেন : 01614580223
ঠিকানা : নারায়ন খোলা বাজার, বেপারী পাড়া।

উনাকে চিনেন কে কে? কি ভাবে......
28/06/2025

উনাকে চিনেন কে কে? কি ভাবে......

ব্রিজটি কে কে চিনতে পারছেন?
27/06/2025

ব্রিজটি কে কে চিনতে পারছেন?

17/06/2025

নারায়নখোলা ঘাট,৮নং চর অষ্টধর ইউনিয়ন, নকলা,শেরপুর।

12/06/2025

...জরুরী সতর্কতা:....
আসুন আমরা আবার মাস্ক পরা শুরু করি। কারণ করোনা তথা COVID-Omicron XBB আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় ভিন্ন ও বিপজ্জনক। এটি সহজে শনাক্তও হয় না, তাই সবার মাস্ক পরা অত্যন্ত জরুরি।

১. COVID-Omicron XBB এর নতুন উপসর্গগুলো:

i) কাশি নেই।
ii) জ্বর নেই।
বেশিরভাগ উপসর্গ হলো—
iii) অস্থিসন্ধিতে ব্যথা।
iv) মাথাব্যথা।
v) গলাব্যথা।
vi) পিঠে ব্যথা।
vii) নিউমোনিয়া।
viii) ক্ষুধা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া।

২. এই ভ্যারিয়েন্টটি ডেল্টার চেয়ে ৫ গুণ বেশি বিষাক্ত এবং মৃত্যুহারও বেশি।

৩. উপসর্গগুলো খুব অল্প সময়েই মারাত্মক আকার ধারণ করে এবং কখনও কখনও কোনো স্পষ্ট উপসর্গ না দেখিয়েই অবস্থা খারাপ হতে শুরু করে।

৪. তাই আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন।

এই ভ্যারিয়েন্টটি নাসোফ্যারেঞ্জিয়াল (নাকের গভীর অংশ) অঞ্চলে পাওয়া যায় না, বরং সরাসরি ফুসফুসের “উইন্ডো” অংশে আঘাত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয়।

৫. কিছু রোগীর মধ্যে জ্বর বা ব্যথা না থাকলেও এক্স-রে করলে মৃদু নিউমোনিয়ার লক্ষণ দেখা যাচ্ছে। এছাড়া নাক দিয়ে নেয়া স্যাম্পলে (সোয়াব) পরীক্ষায় নেগেটিভ ফল আসছে, যা পরীক্ষায় ভুল রিপোর্ট (ফলস নেগেটিভ) এর সংখ্যা বাড়াচ্ছে। এ কারণে এই ভাইরাসকে ‘ধূর্ত’ বলা হচ্ছে।

এর মানে হলো— এটি সহজেই ছড়িয়ে পড়ে, সরাসরি ফুসফুসে সংক্রমণ ঘটায়, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্ট তৈরি করে। এই কারণে COVID-Omicron XBB এত বেশি ছোঁয়াচে ও প্রাণঘাতী হয়ে উঠেছে।

৬. যতটা সম্ভব ভিড় এড়িয়ে চলুন, খোলা জায়গাতেও অন্তত ১.৫ মিটার দূরত্ব বজায় রাখুন, সঠিকভাবে মাস্ক পরুন, এবং নিয়মিত হাত ধুয়ে ফেলুন—even যদি কাশি বা হাঁচি না থাকে।

এই COVID-Omicron XBB "ওয়েভ" প্রথম COVID-19 ম'হামারির চেয়েও ভ'য়াবহ।

সতর্কতা, সচেতনতা ও বৈচিত্র্যময় সুরক্ষা ব্যবস্থাই আমাদের রক্ষা করতে পারে।

✅ দয়া করে এই বার্তাটি বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করুন।
✅ শুধুমাত্র নিজের কাছে রেখে দেবেন না।
✅ যত বেশি সম্ভব লোককে জানিয়ে দিন।

ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরুন এবং নিজেকে সুরক্ষিত রাখুন।

10/06/2025

ঝড়ে গাজিরখামার পাওয়ার গ্রিডের ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনে গাছ পড়ে শেরপুর জেলায় বিদ্যুৎ ব'ন্ধ রয়েছে।

আমাদের ৮নং চর অষ্টধর ইউনিয়নের কৃতি শিক্ষার্থী  ফারিয়া আফরিন বিথী কে University students Organisations Of Nakla (Uson) এর...
10/06/2025

আমাদের ৮নং চর অষ্টধর ইউনিয়নের কৃতি শিক্ষার্থী ফারিয়া আফরিন বিথী কে University students Organisations Of Nakla (Uson) এর পক্ষ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য আজকে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।

10/06/2025

Freshers Reception and community 2025-26 inauguration ceremony

Address

Nakla
2150

Website

Alerts

Be the first to know and let us send you an email when ৮নং চর অষ্টধর ইউনিয়ন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ৮নং চর অষ্টধর ইউনিয়ন:

Share