নকলা শহর-Nakla Town

নকলা শহর-Nakla Town নকলার ইতিহাস,ঐতিহ্য ও প্রাত্যহিক ঘটনা তুলে ধরার ক্ষুদ্র প্রয়াস... Important unions and places: There are 9 unions in Nakla upazila. Request: We need your help.
(4)

Nakla Upazila with an area of 174.80 km ², is limited by nalitabari upazila on the north, and Jamalpur Sadar Mymensingh Sadar upazilas on the south and phulpur haluaghat upazilas on the east, Sherpur Sadar upazila on the west. Ganapadi, Patkata etc are the important place of Nakla. Postal code nearly – 2150



Travel from Dhaka: There are available bus from Dhaka to Nakla. You may have to go Sher

pur first and then Nakla. Statistics: Population 162952; male 51.03%, female 48.97%; Muslim 97.41%, Hindu 2.28% and others 0.31%. Average literacy 22.3%



Agricultural Contribution: Main crops Paddy, jute, wheat, mustard seed, pulse, onion, garlic, turmeric, chilli, brinjal and sugarcane. Fruits: Main fruits Jackfruit, mango, banana, papaya, litchi, guava, black berry, kul. Historical or Tourist Places: We are searching for the historical places of Nakla. Please help us to add some places about Nakla which states the history. School College: Chandrakona Rajlaxmi High School (1919), Pachkahania Senior Madrasa (1931), Nakla Pilot High School etc are famous educational institution of Nakla. Hotel Motel: There are some residential hotel in Nakla. People from outside Nakla if come to visit they can use these hostel for live. These hotels are cheap to live. If you are from Nakla upazila and know well about your area please inform us. We will be glad to share your knowledge. Inform us about travel location, tourism place, business, people, school, college, recent developemt etc.

নকলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করবেন মো: জাহাঙ্গীর আলম। তিনি ৩৬তম বিস...
03/07/2025

নকলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করবেন মো: জাহাঙ্গীর আলম। তিনি ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা।

যোগদানের পূর্বে তিনি উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) হিসেবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বিভাগীয় কার্যালয়, ময়মনসিংহে কর্মরত ছিলেন।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ স্বাক্ষরিত বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে স্মারক নম্বর: ০৫.৪৫.০০০০.০০৬.১৯.০০২.২৪.২৩৫ অনুযায়ী ০২ জুলাই ২০২৫ তারিখে জারি করা বদলি/পদায়ন সংক্রান্ত প্রজ্ঞাপনটি নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী কমিশনার এইচ.এম. ইবনে মিজান।

৪৪তম বিসিএস এ সুপারিশপ্রাপ্ত হলেন নকলার ৪ কৃতি সন্তান..... সকলের জন্যই রইলো আন্তরিক শুভ কামনা......ছবি ক্রেডিট: Our Nakl...
02/07/2025

৪৪তম বিসিএস এ সুপারিশপ্রাপ্ত হলেন নকলার ৪ কৃতি সন্তান.....

সকলের জন্যই রইলো আন্তরিক শুভ কামনা......

ছবি ক্রেডিট: Our Nakla

নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজারিয়ান অপারেশন: স্বাস্থ্যসেবায় নতুন মাইলফলকরাইসুল ইসলাম রিফাত (স্টাফ রিপোর্টার...
28/06/2025

নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজারিয়ান অপারেশন: স্বাস্থ্যসেবায় নতুন মাইলফলক

রাইসুল ইসলাম রিফাত (স্টাফ রিপোর্টার):

শেরপুর জেলার নকলা উপজেলাবাসীর জন্য ২৮ জুন, শনিবার দিনটি হয়ে থাকলো এক ঐতিহাসিক দিন। কারণ, আজই প্রথমবারের মতো নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সফলভাবে একটি সিজারিয়ান অপারেশন (সিজার) সম্পন্ন হয়েছে। এ ঘটনা উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করেছে।

সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহিন-এর দিকনির্দেশনায় এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফার ভূমিকায় এই অপারেশনটি সফলভাবে সম্পন্ন হয়। তাঁদের দক্ষ নেতৃত্ব, আগ্রহ ও আন্তরিক প্রচেষ্টায় বহুদিনের প্রত্যাশা আজ বাস্তবে রূপ নিয়েছে।

অপারেশনে নেতৃত্ব দেন গাইনী বিশেষজ্ঞ ডা. উম্মে রাকিবা জাহান মিতু, যিনি নকলার গর্ব এবং কৃতি সন্তান হিসেবে সুপরিচিত। তাঁর প্রত্যক্ষ তত্ত্বাবধান ও অভিজ্ঞতা, ও নিরলস স্বদিচ্ছায় এই অপারেশনটি সফলভাবে সম্পন্ন হয়, যা নকলার স্বাস্থ্যসেবায় একটি নতুন অধ্যায় যুক্ত করলো।

অপারেশন চলাকালে আরও উপস্থিত ছিলেন এনেস্থেসিয়া বিশেষজ্ঞ ডা. রিয়াজুল করিম,শিশু বিশেষজ্ঞ ডা. ইফতিখারুল আলম তানভীর,আবাসিক মেডিকেল অফিসার ডা. নাঈমা ইসলাম পিংকি সহ হাসপাতালের নিবেদিত নার্সবৃন্দ এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী।

নকলা উপজেলার জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এমন একটি সেবা চালু হোক, যাতে মা ও নবজাতকের উন্নত চিকিৎসা উপজেলা পর্যায়েই নিশ্চিত হয় এবং উচ্চতর হাসপাতালে না গিয়েও জরুরি সেবা গ্রহণ করা সম্ভব হয়।

আজকের এই সফল সিজার প্রমাণ করে; যদি সদিচ্ছা, দক্ষ নেতৃত্ব ও অভিজ্ঞ চিকিৎসকের সমন্বয় থাকে, তবে উপজেলা পর্যায়েও উন্নত স্বাস্থ্যসেবা প্রদান সম্ভব।

স্থানীয় প্রতিক্রিয়া:
অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এক নাগরিক মন্তব্য করেন,
“এখন আমাদের মায়েরা নিরাপদে এখানেই সিজার করতে পারবেন। এটা বিশাল আশার খবর।”

এই উদ্যোগের মাধ্যমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সক্ষমতা আরও বৃদ্ধি পেলো। আশা করা যায়, ভবিষ্যতে এখান থেকে আরও উন্নত ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা প্রদান সম্ভব হবে।



25/06/2025

আসসালামু আলাইকুম
সম্মানিত নকলাবাসী, সকলের সদয় অবগতির জন্য,

আগামীকাল ২৬ জুন বৃহস্পতিবার হতে এইচএসসি, এইচএসসি (বিএম/বিএমটি), আলিম পরীক্ষা ২০২৫ শুরু হতে যাচ্ছে। আমি দীপ জন মিত্র, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে অত্র উপজেলার পরীক্ষা কেন্দ্র এবং ভেন্যুসমূহে সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার নিমিত্ত পরীক্ষার সময়সূচি অনুযায়ী পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত বলবতযোগ্য নিম্নরূপ আদেশ জারি করছি:

১. কেন্দ্র/ ভেন্যুর ২০০ মিটার ব্যাসার্ধের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত অন্য সকলের প্রবেশ নিষিদ্ধ করা হলো;
২. পরীক্ষা কেন্দ্র /ভেন্যুর এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সকল প্রকার মাইক ও শব্দ বর্ধক যন্ত্র ব্যবহার নিষিদ্ধ করা হলো ;
৩. পরীক্ষা কেন্দ্র/ ভেন্যুর সন্নিহিত এলাকায় সকল বাজার ও লোকালয়ে বাণিজ্যিক ফটোকপিয়ার মেশিন এর ব্যক্তিগত ও বাণিজ্যিক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো ;
৪. পরীক্ষা কেন্দ্র /ভেন্যুর ২০০ মিটার ব্যাসার্ধের বাইরে সন্নিহিত এলাকার পাঁচ বা ততোধিক লোকের একত্রে চলাচল, সমাবেশ, মিছিল, মিটিং ও লাঠিসহ যেকোনো ধরনের অস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো।

ধন্যবাদান্তে :
দীপ জন মিত্র
উপজেলা নির্বাহী অফিসার
নকলা-শেরপুর

সতর্ক থাকুন।সুস্থ থাকুন।
21/06/2025

সতর্ক থাকুন।
সুস্থ থাকুন।

19/06/2025

৩ দিন ব্যাপী জাতীয় ফল মেলা-২০২৫ এর উদ্বোধন হয়েছে।

চলে আসুন, উপজেলা কৃষি অফিস এ।

নকলায় চলছে পৌর কর মেলা-২০২৫নিয়মিত পৌর কর পরিশোধ করুননাগরিক সেবা নিশ্চিত করুন।
18/06/2025

নকলায় চলছে পৌর কর মেলা-২০২৫

নিয়মিত পৌর কর পরিশোধ করুন
নাগরিক সেবা নিশ্চিত করুন।

গ্রাম আদালত সম্পর্কে ধারণা নিন...সেবা নিন, কেটে যাক সব বিরোধ।
17/06/2025

গ্রাম আদালত সম্পর্কে ধারণা নিন...
সেবা নিন, কেটে যাক সব বিরোধ।

সিলভার ক্যাসেল রিসোর্ট।  ঢোলাদিয়া, তালতলা, ময়মনসিংহ। ছবি: সংগৃহীত
16/06/2025

সিলভার ক্যাসেল রিসোর্ট।
ঢোলাদিয়া, তালতলা, ময়মনসিংহ।

ছবি: সংগৃহীত

জামের অন্যতম প্রধান গুণ রক্তে গ্লুকোজের মাত্রা কমানো। নিয়মিত খেলে টাইপ-২ ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হতে পারে।
14/06/2025

জামের অন্যতম প্রধান গুণ রক্তে গ্লুকোজের মাত্রা কমানো।
নিয়মিত খেলে টাইপ-২ ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হতে পারে।

06/06/2025

নকলা শহরের সকল বাসীন্দা কে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা...
ঈদ মোবারক

06/06/2025

নকলার ক্রিড়াঙ্গনে ফিরে এসেছে আমেজ...

খেলছে এসএসসি ব্যাচ-২০১৮ বনাম এসএসসি ব্যাচ-২০২৪

Address

Nakla, Sherpur
Nakla
2150

Alerts

Be the first to know and let us send you an email when নকলা শহর-Nakla Town posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নকলা শহর-Nakla Town:

Share

Category