Rashed Alam

Rashed Alam ♡♥︎♡


নিজের সপ্ন নিজেকেই পূরণ করতে হবেই__❦☙
(1)

09/08/2025

_🌸_____🎆🪩

💞__𝐒𝐨𝐦𝐞 𝐏𝐞𝐨𝐩𝐥𝐞 𝐂𝐚𝐧 𝐒𝐭𝐚𝐲 𝐅𝐨𝐫𝐞𝐯𝐞𝐫 𝐈𝐧 𝐘𝐨𝐮𝐫 𝐇𝐞𝐚𝐫𝐭___❤️‍🩹🤍
💔🤍__𝐁𝐮𝐭 𝐍𝐨𝐭 𝐈𝐧 𝐘𝐨𝐮𝐫 𝐋𝐢𝐟𝐞 __!!💟💌

▫🌸🥀_🦋__কিছু মানুষ সারাজীবন হৃদয় থাকতে পারে_🪩_কিন্তু জীবনে নয়__🥀😌🥹🫂

⎯͢⎯⃝🫐💜- No matter how good a relationship is, there is no tension like before!⎯ ♡
02/08/2025

⎯͢⎯⃝🫐💜- No matter how good a relationship is, there is no tension like before!⎯ ♡

29/06/2025

জীবন নিয়ে এতো অভিযোগ কিসের যা হচ্ছে হোক না, মানুষ বাঁচেই বা কয়দিন।

21/05/2025

সাধারণত ছেলেরা সে-ক্সু-য়ালি এডাল্ট হয় ১৫/১৭ এর মধ্যেই বা তার আগেই। এবং মেয়েরা ১৫ এর আগেই।

সেখানে আমরা মেয়েদের বিয়ের বয়স নির্ধারণ করেছি ১৮ বছর ও ছেলেদের ২১ বছর। কিন্তু সিস্টেম করে দিয়েছি আবার অন্য রকম। ছেলেদের চাকরির বয়স সীমা ৩২ বছর। গ্রাজুয়েশান শেষ করতে করতে বয়স হয়ে যায় ২৬/২৭ বছর।

গড় আয়ু যদি ৬৫ হয়- তাহলে ৩২ বছর বয়স পযর্ন্ত সে অন্যের টাকায় চলবে। এর পর স্বাবলম্বী হয়ে মানে জব পেয়ে বিয়ে করবে ৩২ এর পর।

যে ছেলেটা সে-ক্সু-য়ালি এডাল্ট হইলো ১৭ তে। সে বিয়ে করলো আরো ১৫ বছর পর।
এই ১৫ বছর সে কি করবে?

পাড়ায় যাবে না? প্রেমিকাকে নিয়ে লিটনের ফ্লাটে যাবে না? পার্কের চিপায় প্রেমিকার শরীরে হাত দিবে না?
দাঁতে দাঁত চেপে নিজেকে পাথর বানিয়ে রাখবে?
কতটুকু পসিবল? লজিক্যালি কতটুকু পসিবল? বোথ ফর বয়েজ অ্যান্ড গার্লস?

এই দেশে ম-দ বিক্রি নি-ষি-দ্ধ না। কিন্তু ম-দ সহ ধরা পড়লে পুলিশ কে চা পানি খাওয়াইতে হয়!
একটা ছেলে ১৭ বছর অপেক্ষা করবে ১৭ বছরের আগের ক্ষুধা মিটানোর জন্য। যেহেতু আমরা জীব পাথর না। আমাদের ফিজিক্যাল চাহিদা আছে। তাই বলে ১৭ বছর অপেক্ষা করবে একটা ছেলে/মেয়ে ?

আপনি বা কেউ কি বিলিভ করেন যে কেউ অপেক্ষা করে?
অপেক্ষা করে না দেখেই এই দেশে রেস্টুরেন্টে প্রাইভেট জোন লাগে। মিরপুর মাজার রোডে ছোট ছোট খুপরি ঘর ওয়ালা রেস্টুরেন্ট লাগে। পার্কে ছাতা ওয়ালা প্রাইভেসি লাগে। সবই এই সমাজ জানে। একসেপ্ট করে। এক্সেপ্ট না করলে এসব বন্ধ হয়ে যেত। এসবই আমরা মেনে নিচ্ছি। শুধু ছেলে স্টাব্লিশড না হওয়া পযর্ন্ত বিয়ে মেনে নিতে পারতেছি না।

আপনি যদি এই দেশের সুপার সাকসেসফুল কোন বিজনেস ম্যান এর জিবনী পড়েন, দেখবেন তারা সাকসেসফুল হয়েছে অনেক পরে। অন্তত ৪০/৪৫/৫০ বছর বয়সে। আপনি কি তত দিন অপেক্ষা করবেন?মেয়ে তাদের সাথে বিয়ে দেয়ার জন্য ?

আমাদের পিতামাতাগণ সব কিছু ইসলাম অনুয়ায়ী করেন। খালি এই একটা বিষয়ে উনারা ইসলাম মানেন না। সেটা হইলো বিয়ে। পাত্র ভালো জব করে না দেখে উনারা বিয়ে দেন না। সমাজ বলে আগে প্রতিষ্ঠিত হওতার পর বিয়ে কর!

কোরআন বলে আগে বিয়ে করো,গরীব হলে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আল্লাহ্‌র!🌸 ❤️
অথচ ইসলাম বলেছে সাবালক হইলেই বিয়ে দিয়ে দাও।

"বউ কে খাওয়াবি কি? "
এটা হচ্ছে আমাদের দেশের বিয়ের সব চেয়ে বড় বাঁধা।
বউ কি হাতি? নাকি ঘোড়া? তার তো ১০ কেজি বিচুলি লাগে না ডেইলি। তাইনা?

বিসিএস দিয়ে ৩৫ বছর বয়সে নিজের পায়ে দাঁড়িয়ে তার পর বিয়ে

16/04/2025

আল্লাহর পরিকল্পনা তোমার স্বপ্নের চাইতেও বড় ও উত্তম। আলহামদুলিল্লাহ! ❤️

14/04/2025

আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে আজকে পান্তা আর ইলিশ খাই নাই!

14/04/2025

প্রত্যেকটা মানুষের দু'টা গল্প থাকে— একটা সে সবাইকে শুনায়, আরেকটা সে লুকায়!❤️

13/04/2025

জীবনের প্রতিটা মুহূর্ত নিজের সাথে মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর!❤️

12/04/2025

-ভাগ্যবান তো সেই নারী যাকে পাওয়ার খুশিতে-পুরুষও কান্না করে দিতে পারে-☺️💔

12/04/2025

আল্লাহ'র কাছে চাও! না পেলে আবার চাও, তবুও না পেলে কা'ন্না করে চাও, চাইতেই থাকো কারণ তিনিই দিবেন। - ইনশা'আল্লাহ"🤍🌸

12/04/2025

দিনশেষে মানুষ আপনার টাকার যোগ্যতায় দেখবে কোন সার্টিফিকেটের নয়।

Address

Nakla

Alerts

Be the first to know and let us send you an email when Rashed Alam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share