Forida Akter

Forida Akter Hello,I am Digital marketing specialist. My Service,,,
*Canva Design
* Social media expert

30/12/2024

অপ্রিয় হলেও কথা গুলো সত্যি,,,

27/12/2024
আজকের এই দিনটি হলো ১৬ ই ডিসেম্বর। আমাদের মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে যে সকল মানুষজন তাদের আত্ন জীবন ত্যাগ করে আম...
16/12/2023

আজকের এই দিনটি হলো ১৬ ই ডিসেম্বর। আমাদের মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে যে সকল মানুষজন তাদের আত্ন জীবন ত্যাগ করে আমাদের দেশের বিজয় নিশ্চিত করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সবাইকে মহান বিজয় দিবসের প্রীতি শুভেচ্ছা।

ফেসবুক পেইজ মনিটাইজেশন এর জন্য,,, 5k রিয়েল ফলোয়ার্স আর 60K ওয়াচ টাইম রিয়েল ও অর্গানিকভাবে কারো লাগলে ইনবক্স করেন ✅✅ইনশ...
26/07/2023

ফেসবুক পেইজ মনিটাইজেশন এর জন্য,,,
5k রিয়েল ফলোয়ার্স আর 60K ওয়াচ টাইম রিয়েল ও অর্গানিকভাবে কারো লাগলে ইনবক্স করেন ✅✅ইনশাআল্লাহ মনিটাইজেশন হবে।

➡️ইউটিউব ৪,০০০ ঘন্টা ওয়াচটাইম
➡️ইউটিউব ১,০০০ সাবস্ক্রাইবার
ইনশাআল্লাহ মনিটাইজেশন হবে ❤️❤️

কারো লাগলে সরাসরি ইনবক্স এ ম্যাসেজ করুন।



প্রতিটা জিনিসের ২ টা দিক থাকে।একটা ভালো দিক আরেকটা খারাপ দিক।হাতের স্মার্ট ফোন দিয়ে কেউ ফ্রিলান্সিং করে, তার পরিবার কে স...
17/07/2023

প্রতিটা জিনিসের ২ টা দিক থাকে।
একটা ভালো দিক আরেকটা খারাপ দিক।

হাতের স্মার্ট ফোন দিয়ে কেউ ফ্রিলান্সিং করে, তার পরিবার কে সাপোর্ট করছে। পরিবারের বিভিন্ন সমস্যা দূর করছে।
আবার কেউ টিকটক, গেমস খেলে অযথাই টাইম নষ্ট করে নিজের, পরিবারের এবং দেশের সর্বনাশ ডেকে আনছে। ভবিষ্যৎ কে অন্ধকারের মধ্যে ঢেলে দিচ্ছে।
এখন থেকেই সাবধান হয়ে যান। নিজের প্রতিটা সময়ের মূল্য করুন।
নয়তো সময় একদিন আপনাকে মূল্যয়ন করবে না।

10/07/2023

প্রত্যেকেই নিজ নিজ পারিপার্শ্বিক পরিস্থিতির ঊর্ধ্বে উঠতে পারে এবং সাফল্য অর্জন করতে পারে যদি সে যা করছে তার প্রতি নিবেদিতপ্রাণ ও সত্যিকারের আন্তরিক হতে পারে।

মানুষ পারে না এমন কোন কাজ নেই যদি তার দক্ষতা থাকে। ইচ্ছা থাকলে সব কিছু করা সম্ভব। যা প্রতিবন্ধী ভাই টা সম্ভব করে দেখিয়েছে আলহামদুলিল্লাহ।

মানিক আমাদের জন্য একটা অনুপ্রেরণা,, আমাদের হাত,পা থাকা সত্ত্বেও আমরা যারা নিজেকে দক্ষ করে তুলতে পারছি না,,সমানের দিকে এগিয়ে যেতে পারছি না,,তাদের এই ভিডিও টা দেখে অনুপ্রাণিত হওয়া দরকার,,,,।।

ঈদ মুবারাক 🌙তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ হোক আনন্দময় ও বরকতময়।
28/06/2023

ঈদ মুবারাক 🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ হোক আনন্দময় ও বরকতময়।

➪︎১ম জন-টাকা উপার্জন করতে করতে পৃথিবীর সৌন্দর্য দেখতে পাচ্ছে না।।➪︎২য় জন-শুধু শিক্ষা  অর্জন করতে করতে পরিপূর্ণ সুন্দরটা ...
04/06/2023

➪︎১ম জন-টাকা উপার্জন করতে করতে পৃথিবীর সৌন্দর্য দেখতে পাচ্ছে না।।

➪︎২য় জন-শুধু শিক্ষা অর্জন করতে করতে পরিপূর্ণ সুন্দরটা দেখতেছে না।।

➪︎৩য় জন-শিক্ষা ও অর্থ উপার্জন দুটা একসাথে
করতেছে তাই পৃথিবীর আসল সৌন্দর্য্য উপভোগ করতেছে।।

➪︎৪র্থ জন- শিক্ষা এবং অর্থ কিছু না থাকাতে পুরো পৃথিবী তার জন্য অন্ধের মতো।
তাই আমাদের সকলের উচিত পড়াশোনার পাশাপাশি কিছু একটা করা।



অনেক আপুরা আছে যারা উপার্জন করতে চায় ঘরে বসে,বাহিরে গিয়ে কাজ করতে চায় না। তাদের জন্য ফ্রিল্যান্সিং উপযুক্ত। কারণ ফ্রিল্য...
23/05/2023

অনেক আপুরা আছে যারা উপার্জন করতে চায় ঘরে বসে,
বাহিরে গিয়ে কাজ করতে চায় না। তাদের জন্য ফ্রিল্যান্সিং উপযুক্ত। কারণ ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ঘরে বসেই কাজ করে ইনকাম করা যায়, যখন ইচ্ছা তখন কাজ করা যায়। যখন কাজ করার ইচ্ছা হবে না তখন না করলেও কোন সমস্যা নেই। নিজের দৈনন্দিন বা সংসারের কাজের পাশাপাশি ফ্রিল্যান্সিং করে উপার্জন করতে পারবে। আর এইজন্যই আমার মনে হয় মেয়েদের জন্য ফ্রিল্যান্সিং করাটা ভালো।
আলহামদুলিল্লাহ আমি নিজেও এখন এই সেক্টরে আছি, এগিয়ে যাচ্ছি স্বপ্ন পূরণের দিকে!❤️


 #লিংকডিন_মার্কেটিং_কি? ইন্টারনেটে বিশ্বের বৃহত্তম প্রফেশনাল নেটওয়ার্ক হচ্ছে লিংকডিন । এটি ক্যারিয়ার বিকাশ, পেশাদার সংয...
23/05/2023

#লিংকডিন_মার্কেটিং_কি?
ইন্টারনেটে বিশ্বের বৃহত্তম প্রফেশনাল নেটওয়ার্ক হচ্ছে লিংকডিন । এটি ক্যারিয়ার বিকাশ, পেশাদার সংযোগ, শিল্প আলোচনা এবং ব্যবসায় সম্পর্কিত অন্যান্য ক্রিয়াকলাপ সম্পাদন করে থাকে। আপনি চাকরি বা ইন্টার্নশিপ সন্ধান করতে, প্রফেশনাল সম্পর্ক তৈরি এবং কোনও বড় বা ছোট প্রতিষ্ঠানের মার্কেটিং করতে বা কেউ স্নাতক হওয়ার পরে কাজ খুঁজছেন তারা লিংকডিনের মাধ্যমে তাদের কাজ খুঁজে পেতে পারেন। যে কোনও ব্যক্তির পেশাদার জীবন যাপনে আগ্রহী আরও বেশি গুরুত্ব সহকারে তাদের ক্যারিয়ার বৃদ্ধির জন্য এবং অন্যান্য পেশাদারদের সাথে সংযোগ স্থাপনের জন্য নতুন সুযোগ গুলোর সন্ধান করতে পারেন।

লিংকডিন শুধু পেশাদার এবং চাকরি প্রার্থীদের জন্যই নয়। অবশ্যই, লক্ষ লক্ষ পেশাদার প্রতিদিন তাদের নেটওয়ার্ক এবং তাদের ক্যারিয়ার বাড়ানোর জন্য লিংকডইন ব্যবহার করে তবে আপনি আপনার ব্যবসা বাড়ানোর জন্য ও লিংকডিন ব্যবহার করতে পারেন। লিংকডিন আপনাকে এবং আপনার ব্যবসায়কে লক্ষ লক্ষ সংযোগ স্থাপনের জন্য প্রকাশ করে থাকে। এর মাধ্যমে আপনি আপনার ব্র্যান্ড বুস্ট করতে পারেন, ব্যক্তি এবং অন্যান্য সংস্থার সাথে সম্পর্ক তৈরি করতে পারেন। আসুন তাহলে প্রথমে জেনে নেই-

LinkedIn কি?
LinkedIn হচ্ছে ফেসবুক বা টুইটারের মতই একটা social networking site যা চাকুরীজীবী, ব্যবসায়ী এবং প্রফেশনালদের জন্য একটি বিশেষ প্লাটফর্ম। ২০০ দেশের প্রায় ৪২+ কোটি ব্যবহারকারী LinkedIn কে প্রফেশনাল লোকজনের networking এর জন্য বিশ্বের সব চাইতে জনপ্রিয় মাধ্যমে পরিনত করেছে। লিঙ্কডইনে বিভিন্ন মার্কেটিং সহ চাকরি পাওয়া যায়। যার জন্যেই লিংকডিন আরো বেশি জনপ্রিয়। আপনার LinkedIn প্রোফাইল মূলত আপনার কর্মজীবনকে রিপ্রেজেন্ট করে।

লিংকডিন মার্কেটিং কি?
লিংকডিনের মাধ্যমে আপনার ওয়েবসাইটের লিংক সহ অন্যান্য ব্যবসার প্রোডাক্টগুলো শেয়ারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেয়াকে LinkedIn marketing বলা হয়ে থাকে। লিংকডিন মার্কেটিং বলতে বুঝায় এমন একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম যেটার মাধ্যমে আপনার ব্যবসায়কে লক্ষ লক্ষ সংযোগ স্থাপনের জন্য প্রকাশ করে এর মাধ্যমে আপনি আপনার ব্র্যান্ড boost করতে পারেন, ব্যক্তি এবং অন্যান্য সংস্থার সাথে সম্পর্ক তৈরি করতে পারেন। চাকরি খুঁজতে পারেন এবং আপনার কোম্পানির জন্য চাকরির নিয়োগ দিতে পারে

Google AI Bard:প্রযুক্তির জগতে নতুন নতুন আবিষ্কারের শেষ নেই। আপনারা অনেকেই জানেন এখন গুগল তার AI প্রযুক্তি বার্ড চালু কর...
12/05/2023

Google AI Bard:
প্রযুক্তির জগতে নতুন নতুন আবিষ্কারের শেষ নেই। আপনারা অনেকেই জানেন এখন গুগল তার AI প্রযুক্তি বার্ড চালু করেছে। এটি চালু করার প্রধান কারণ হল চ্যাট GPT-3 এর সাথে প্রতিযোগিতা করা। এই কারণে এত দ্রুত বাজারে আনা হয়েছে। গুগলের সিইও সুন্দর পিচাই নিজেই একটি অফিসিয়াল ব্লগ পোস্ট করে এই তথ্য দিয়েছেন। তিনি বলেন, এর আগমনে জনগণের কঠিন কাজগুলো সহজ হবে। বর্তমানে গুগল তার মাত্র কয়েকজন পর্যবেক্ষককে প্রকাশ করেছে পরীক্ষা করার জন্য। এরপর পরীক্ষায় এটি সফল হলে যত দ্রুত সম্ভব বাজারে লঞ্চ করা হবে। চলুন জেনে নিই Google AI Bard সম্পর্কে কিছু বিশেষ কথা।

গুগল এআই বার্ড কি? (What is Google AI Bard?)
Google AI Bard হল এক ধরনের চ্যাটবট যা গুগলের ডায়ালগ অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে তৈরি করা। এখানে গুগল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) প্রযুক্তি সেট করেছে যা ইন্টারনেটের সাথে যুক্ত থাকাকালীন ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দেবে।

বার্ড মানে কি? (What is the Meaning of Bard?)
বার্ড এক ধরনের পেশাদার গল্প কথক যা মানুষের কাছে বিভিন্ন ধরনের জিনিস পৌঁছে দেয়। সেটা বিজ্ঞানের সাথে সম্পর্কিত হোক বা ভূগোলের সাথে সম্পর্কিত হোক বা ইতিহাসের সাথে সম্পর্কিত হোক। এর সাথে মিউজিকও যোগ করা হয়। এজন্য এর নামকরণ করা হয়েছে গুগল এআই বার্ড।

গুগল এআই বার্ড এবং চ্যাটজিপিটি এর মধ্যে পার্থক্য কী? (Google AI Bard vs ChatGPT?)
১, আপনাদেরকে জানাই যে Google AI Bard, Chat GPT এর থেকে অনেক ভালো কাজ করে। কারণ চ্যাট জিপিটি-তে আপনি একই তথ্য পাবেন যা এর ডেটাতে দেওয়া হবে কিন্তু বলা হচ্ছে গুগল এআই বার্ডে এই পরিবর্তনগুলো করা হয়েছে।

২, গুগল এআই বার্ডের নির্মাতারা বলেছেন যে এটি চ্যাট জিপিটি থেকে সম্পূর্ণ ভিন্নভাবে বানানো এবং ডিজাইন করা হয়েছে।

৩, এছাড়াও আপনি যে ধরনের ক্রিয়েটিভিটি Chat GPT-তে দেখতে পাবেন তার থেকেও ভালো ক্রিয়েটিভিটি আপনি Google AI Bard-এ দেখতে পাবেন।

প্রশ্নঃ গুগল এআই বার্ড কি?
উত্তরঃ এক ধরনের চ্যাটবট।

প্রশ্নঃ গুগল এআই বার্ড কবে চালু হচ্ছে?
উত্তরঃ 2023 সালের ১০মে।

প্রশ্নঃ কে গুগল এআই বার্ড চালু করার ঘোষণা করেন?
উত্তরঃ গুগলের সিইও সুন্দর পিচাই এটির ঘোষণা করেন।

প্রশ্নঃ গুগল এআই বার্ড আসার সাথে সাথে কি গুগল সার্চ ইঞ্জিন বন্ধ হয়ে যাবে?
উত্তরঃ না, গুগল সার্চ ইঞ্জিন বন্ধ হবে না।

প্রশ্ন

01/04/2023

Address

Nangalkot

Telephone

+8801409080588

Website

https://foridaakter.blogspot.com/

Alerts

Be the first to know and let us send you an email when Forida Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Forida Akter:

Share