Qard Hasana Kollyan Trust

Qard Hasana Kollyan Trust Qard Hasana Kollyan Trust is a helping hand for the helpless people.

যে সুদ ছাড়ে, সে আল্লাহর ক্রোধ থেকে বাঁচে; যে কর্যে হাসানা দেয়, সে আল্লাহর ভালোবাসা পায়।আলহামদুলিল্লাহ এই নিয়ে ৯ম ও ১০ম ত...
19/08/2025

যে সুদ ছাড়ে, সে আল্লাহর ক্রোধ থেকে বাঁচে; যে কর্যে হাসানা দেয়, সে আল্লাহর ভালোবাসা পায়।আলহামদুলিল্লাহ এই নিয়ে ৯ম ও ১০ম তম কর্যে হাসানা প্রধান।

“যে ব্যক্তি কোনো ঋণগ্রহীতাকে সময় দেয় বা তার ঋণ মাফ করে দেয়, আল্লাহ তাকে কিয়ামতের দিন নিজের আরশের ছায়ায় রাখবেন।”(মুসনাদ আ...
18/08/2025

“যে ব্যক্তি কোনো ঋণগ্রহীতাকে সময় দেয় বা তার ঋণ মাফ করে দেয়, আল্লাহ তাকে কিয়ামতের দিন নিজের আরশের ছায়ায় রাখবেন।”
(মুসনাদ আহমাদ)
আলহামদুলিল্লাহ আমাদের ৮ম তম কর্যে হাসানা প্রধান ❤️
ইনশাআল্লাহ সমাজে সুদের বিরুদ্ধে আমাদের কার্যক্রম চলমান থাকবে ❤️

কেবল একনিষ্ঠ নামাজই পারে সুদের মতো মন্দ কাজ হতে বিরত রাখতে।
07/08/2025

কেবল একনিষ্ঠ নামাজই পারে সুদের মতো মন্দ কাজ হতে বিরত রাখতে।

20/07/2025

কর্যে হাসানা সম্পর্কে গুরুত্বপূর্ণ ইনফরমেশন ❤️

হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,ফরজ নামাজের পর (নফল নামাজের মধ...
02/07/2025

হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,

ফরজ নামাজের পর (নফল নামাজের মধ্যে) শ্রেষ্ঠতম নামাজ হচ্ছে গভীর রাতের নামাজ, আর রমজান মাসের রোজার পর (নফল রোজাগুলোর মধ্যে) সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে মুহাররম মাসের রোজা।

[মুসলিম শরীফ, হাদীস নং ২৮১৩]

আশুরার রোজা কবে রাখব?
সহীহ বুখারী শরীফের ব্যাখ্যাগ্রন্থ ফাতহুল বারী-তে হাফেজ ইবনে হাজার আসকালানী রহ. লিখেছেন : আশুরার রোজা তিন স্তরের। সর্বনিম্ন স্তর হলো মুহাররমের ১০ তারিখ একদিন রোজা রাখা, এর উপরের স্তর দশ তারিখের আগে নয় তারিখেও রোজা রাখা, এর উপরের স্তর হলো নয়-দশ-এগার এ তিন দিন রোজা রাখা। [বাবু সিয়ামি ইয়াওমি আশুরা]

সে হিসাবে এ বছরের রোজার তারিখগুলো হচ্ছে:

৯ মুহাররম - ৫ জুলাই

১০ মুহাররম - ৬ জুলাই

১১ মুহাররম - ৭ জুলাই

সম্ভব হলে ৩ দিনই রাখি। যদি ২দিন রাখতে চাই তাহলে ৫ ও ৬ জুলাই কিংবা ৬ ও ৭ জুলাই রাখতে পারি। যারা ১ দিন হলেও রাখতে পারব তারা ৬ জুলাই আশুরার দিন রাখব ইনশাআল্লাহ।

আশুরার রোজার ফজিলত
আশুরার রোজা বিগত এক বছরের সগিরা গুনাহ মাফ করে দেয়।

হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বর্ণনা করেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের ফরজ রোজা ছাড়া অন্য যেসব দিনে রোজা রাখতেন, সেসব রোজার কোনোটিকেই আশুরার রোজার চেয়ে বেশি গুরুত্ব দিতে তাঁকে আমি দেখি নি। [বুখারী শরীফ, হাদীস নং ২০০৬]

মক্কায় থাকাকালীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের সাথে সাথে আশুরার রোজা রেখেছেন, তবে তিনি তখন কাউকে এ রোজা রাখতে আদেশ করেন নি। পরে যখন মদীনায় আসলেন, তখন নিজে রাখার পাশাপাশি অন্যদেরকেও রোজাটি রাখতে আদেশ করলেন।

বুখারী ও মুসলিম শরীফের কোনো কোনো হাদীসের ভাষ্য অনুযায়ী—রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রোজাটির উপর এতই জোর দিতেন যে, একবার তিনি আশুরার দিনে মদীনার ঘরে ঘরে সংবাদ পাঠালেন যে আজ সকাল থেকে কিছু খায় নি কিংবা পান করে নি, সে যেন আজকের রোজা রাখে, আর যদি কেউ কিছু খেয়েও থাকে, তবু যেন অবশিষ্ট সময়টুকু সে না খেয়েই কাটায়। এ থেকে কেউ কেউ বলেন, রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজাই ফরজ ছিল। পরে যখন রমজান মাসের রোজাই ফরজ হয়ে গেল, তখন আশুরার রোজাটি ঐচ্ছিক হয়ে যায়—কেউ চাইলে রাখে, কেউ রাখে না।

তাই আসুন, আমরা প্রত্যেকেই আশুরার রোজাটি রাখি। পরিবারের ছোট সন্তানদেরকেও এই রোজাটি রাখতে উৎসাহিত করি। আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন।

Donate now: 01612962784 (Bkash, Nagad, Roket, upay personal)
20/06/2025

Donate now: 01612962784 (Bkash, Nagad, Roket, upay personal)

16/06/2025

09/06/2025
সুদ বিহীন সমাজ গড়ার লক্ষ্যে আমাদের পথ চলা,এই নিয়ে ৭ম বারের মতো কর্যে হাসানা প্রদান,সবাই দোয়া করবেন
09/06/2025

সুদ বিহীন সমাজ গড়ার লক্ষ্যে আমাদের পথ চলা,
এই নিয়ে ৭ম বারের মতো কর্যে হাসানা প্রদান,

সবাই দোয়া করবেন

ঈদ মোবারক!
06/06/2025

ঈদ মোবারক!

আলহামদুলিল্লাহ, কর্জে হাসানা কল্যাণ ট্রাস্ট পরিচালনার স্বার্থে নিম্নোক্ত কমিটি অনুমোদিত হলো।০৬.০৪.২০২৫ ইং
06/04/2025

আলহামদুলিল্লাহ, কর্জে হাসানা কল্যাণ ট্রাস্ট পরিচালনার স্বার্থে নিম্নোক্ত কমিটি অনুমোদিত হলো।
০৬.০৪.২০২৫ ইং

ঈদ মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।💚
30/03/2025

ঈদ মোবারক।
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।💚

Address

Qard Hasana Kollyan Trust, Merkot, Cumilla
Nangalkot

Website

Alerts

Be the first to know and let us send you an email when Qard Hasana Kollyan Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share