Nazipur Bazar

Nazipur Bazar কাস্টমাইজ জার্সি, টি শার্ট, পোলো শার্ট এর সমাহার

এক সময় আশেপাশের মানুষজন আমাকে বলতো "" নিজে থেকে  স্যালারি চাওয়াটা লজ্জার । তুমি ভার্সিটিতে পড়ো । স্যালারি চাইতে হবে কেন ...
01/07/2025

এক সময় আশেপাশের মানুষজন আমাকে বলতো "" নিজে থেকে স্যালারি চাওয়াটা লজ্জার । তুমি ভার্সিটিতে পড়ো । স্যালারি চাইতে হবে কেন ? ""

এই বিনয় মেনে টিউশন করতে গিয়ে পড়লাম মহাবিপাকে । মাসের ১০ তারিখ পার হয়ে গেলেও স্যালারি পাই না । পরপর চার মাস একই ঘটনা । ক্যাম্পাসে একটা টিউশন করাতাম । সেখানে ১ মাসের টাকা মেরে দিলো । আমার হাত খরচ আসে না । এখন উপায় ?

একদিন সাহস করে গিয়ে বললাম , আন্টি ,দেখেন আমি নিয়মিতই পড়াতে আসি । তাই আপনার উচিত স্যালারিটাও নিয়মিতভাবে দিয়ে দেয়া । সমস্যা থাকলে সেটা আমাকে জানাতে হবে ।

কোন রাখঢাক রাখি নাই । স্পষ্টভাবে বলেছি । এরপর থেকে আমার কখনো স্যালারি পেতে দেরি হয়নি । মাসের ৩ তারিখের মধ্যেই চলে আসতো টাকা ।

সব লজ্জা তাই ভালো নয় । কিছু লজ্জা ভাঙতে হয় ।

সেইবার আমার হাতে পয়সা নাই । মাসের শেষ । টিউশনির বেতন আসে নাই । কিন্তু সকালের নাস্তা তো মিস দেয়া যাবে না । অনেকেই আছে হোটেলে গিয়ে এমন ভাব করে , যে মানিব্যাগ নিজের রুমে রেখে আসছে ।

আমি সরাসরি গিয়ে বললাম , দেখেন মামা ,এই মাসে হাতে টাকা নাই । এখন যদি খাই ,পরের মাসে গিয়ে দিতে হবে । আমার খিদা লাগসে । যদি বলেন তাহলে বসতে পারি । নইলে চলে যাবো ।

কি মনে করে মামা আমার দিকে তাকিয়ে কিছুক্ষন হেসে বলল , এই মামারে ৩ টা পরটা দাও । মামা ভিতরে গিয়ে বসেন ।

আমি সেদিন বুঝলাম ,ঘুরিয়ে মিথ্যে বলার চাইতে সরাসরি সত্যি বলাটাই ভালো ।

আমি দেখেছি জীবনে লজ্জা শরম দেয়ার জন্য অনেক মানুষ দাঁড়িয়ে থাকে । কিন্তু কেউ দুইটা ভালো কথা বলার জন্য নাই ।

তো সেইবার ভর্তি এক্সামের সময় এক আঙ্কেল ফোন দিলেন । নাম্বার বোধহয় কোন মাধ্যমে পেয়েছেন । আমি যখন চবিতে ভর্তি হতে আসি তখন তিনি বলেছিলেন ,এর চেয়ে ঢাবিতে সংস্কৃত পড়া ভালো । উল্লেখ থাকে যে ঢাবিতে আমার সাবজেক্ট ছিল ইতিহাস ( ৭৫৭ তম পজিশন ) ।

উনি যখন উনার ছেলের ব্যপারে বললেন তখন আমি বললাম , আপনার গাধা ছেলের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বসে নেই । এখানে দশবার এক্সাম দিলেও তার চান্স হবে কিনা সন্দেহ । অন্য রাস্তা দেখেন ।

ছেলেটি সত্যিই কোথাও চান্স পেলো না । কথার উত্তর যে কথা দিয়েই দিতে হয় সেটা বুঝলাম সেদিন । কটাক্ষ করলে কুকুরের মতো ঘেউ ঘেউ না করে সময় মতো গিয়ে উত্তরটা দিতে হয় ।

মেধাবী মানুষের সাথে টক্কর দিতে হয় মেধা দিয়ে
গুন্ডার সাথে করতে হয় গুন্ডামি ।
বেহায়ার কাছে ধর্মের বাণী অসাড়
নির্লজ্জের কাছে লজ্জা পাওয়া অনর্থক
ইতর কখনো ভদ্রতার মূল্য বোঝে না ।
নিন্দুক কখনো গুনের কদর করে না ।

আর সেই কারনে মানুষের কথায় কান দেয়ার কোন দরকারই নাই । এরা কেউ অলি আল্লা নয় যে এদের কথায় শরম পেতে হবে । লজ্জা নিতে হবে । মাথা নিচু করতে হবে । সত্যটা মুখের উপর বলে দেয়াই ভালো । মানুষের কথায় ভবিষ্যৎ নির্ধারন করা বোকামী ।

একটা এক্সামে ফেইল করেছেন মানে ফেইলই করেছেন । ঘুরয়ে পেচিয়ে এটা প্রমান করার দরকার নেই যে আপনি পড়তে পারেন নাই । পড়তে না পারাটাই তো ব্যর্থতা । সোজা ভাবে বলে দিন , চেষ্টা করেছিলাম । কিন্তু পারি নাই । ল্যাঠা চুকে গেলো ।

মানুষের কথায় ফল আসে না । ফল আসে নিজের গুনে । একজন আপনাকে শুনিয়েছে ১০ ঘন্টা না পড়লে সরকারী জব হয় না । আপনি সেটা ধরেই বসে আছেন । চাকুরীজীবী মানুষ এতো সময় পাবেন কোথায় ? যা সময় পান সেটাই কাজে লাগান । আধা ঘন্টা পেলে আধা ঘন্টাই । আল্লাহ যদি এর চাইতে বেশি সময় আপনাকে না দিয়ে থাকেন তাহলে তিনি আপনার আধা ঘন্টা পড়ার বিনিময়েই জব পাইয়ে দেবেন । এইটাই সত্যি ।

সারা বছর কিছুই পড়তে পারেন নাই ।
এক্সামের আগে কিছু সময় পেয়েছেন সেটাই কাজে লাগান । ফেইল করলে ফেইল । আফসোস করতে হবে না অন্তত । লজ্জাও পেতে হবে না ।

জীবনে মাঝে মাঝে একটু নির্লজ্জ হতে হয় । বেশি শরম রাখা ,বেশি
গা বাঁচিয়ে চলা অনেক সময় বিপদের কারণ হয় ।

Copy

নিজের গর্ভে ধারণ করা সন্তানদের, যাদের এক ফোঁটা কান্নায় একসময় চোখের ঘুম হারাম হয়ে যেত... আজ সেই সন্তানদেরই মিষ্টির মধ্...
30/06/2025

নিজের গর্ভে ধারণ করা সন্তানদের, যাদের এক ফোঁটা কান্নায় একসময় চোখের ঘুম হারাম হয়ে যেত...
আজ সেই সন্তানদেরই মিষ্টির মধ্যে
বিষ মিশিয়ে খাইয়ে দিলো! একটুও কাঁপল না মায়ের হৃদয়, একটুও কেঁপে উঠল না সেই হাত, যেই হাতে সে একদিন আরহানকে ঘুম পাড়াতো আর ইনায়াকে বুকের কাছে জড়িয়ে রাখত!

মাত্র ৫ বছরের আরহান, যার চোখে ছিল হাজারো স্বপ্ন — আর মাত্র ১ বছরের ইনায়া, যার ঠোঁটের হাসিতে ছিল এক আকাশ ভালোবাসা।
আজ তারা নেই… কারণ তাদের মা নিজের হীন স্বার্থ আর লালসার কাছে বিকিয়ে দিলো সেই ভালোবাসা, সেই মমতা, যা একজন মায়ের সবচেয়ে পবিত্র পরিচয়।

ভালোবাসা যদি এই হয়, তবে তা অভিশাপ। আজকাল মানুষ নিজের ভোগের জন্য শুধু সম্পর্ক নয়, রক্তের বাঁধনকেও হত্যা করতে পিছপা হয় না।

এটা প্রেম নয়… এটা নরক থেকে উঠে আসা এক বিকৃত পাপ।.

নওগাঁর খাঁটি সেরা আমরুপালি।দেশের সর্বোচ্চ আম উৎপাদনকারী জেলা নওগাঁ থেকেএই মৌসুমে নিয়ে এসেছি কেমিক্যাল-মুক্ত, সুস্বাদু ও ...
22/06/2025

নওগাঁর খাঁটি সেরা আমরুপালি।
দেশের সর্বোচ্চ আম উৎপাদনকারী জেলা নওগাঁ থেকে
এই মৌসুমে নিয়ে এসেছি কেমিক্যাল-মুক্ত, সুস্বাদু ও নিরাপদ আম।
শতভাগ কেমিক্যাল-মুক্ত নিশ্চয়তা
সারা বাংলাদেশে হোম ডেলিভারি
এখনই অর্ডার দিন —
ইনবক্সে লিখুন: নাম +জেলা+থানা +পরিমান+ মোবাইল নম্বর

#নওগাঁ #নজিপুর #নওগাঁর_আম #নিরাপদ_আম

22/06/2025

আগামীকাল থেকে ইনশাআল্লাহ সেরা মানের এই আমরুপালি গুলো দিব।

আগামীকাল থেকে আমরুপালি ডেলিভারি শুরু যাদের লাগবে দ্রুত অর্ডার করুন।01705-946784
21/06/2025

আগামীকাল থেকে আমরুপালি ডেলিভারি শুরু যাদের লাগবে দ্রুত অর্ডার করুন।
01705-946784

20/06/2025
নওগাঁর খাঁটি সেরা আমরুপালি।দেশের সর্বোচ্চ আম উৎপাদনকারী জেলা নওগাঁ থেকেএই মৌসুমে নিয়ে এসেছি কেমিক্যাল-মুক্ত, সুস্বাদু ও ...
19/06/2025

নওগাঁর খাঁটি সেরা আমরুপালি।
দেশের সর্বোচ্চ আম উৎপাদনকারী জেলা নওগাঁ থেকে
এই মৌসুমে নিয়ে এসেছি কেমিক্যাল-মুক্ত, সুস্বাদু ও নিরাপদ আম।
শতভাগ কেমিক্যাল-মুক্ত নিশ্চয়তা
সারা বাংলাদেশে হোম ডেলিভারি
এখনই অর্ডার দিন —
ইনবক্সে লিখুন: নাম +জেলা+থানা + মোবাইল নম্বর

#নওগাঁ #নজিপুর #নওগাঁর_আম #বিশ্বাসের৫বছর #নিরাপদ_আম

শেষ করতে চাইয়া হইতেছেনা শেষ। নাক ফজলি আমের চাহিদা শেষ এর দিকে এসে বাড়তেছে। আজকে বৃষ্টির কারনে আম এখনো তেমন নামানো সম্ভব ...
18/06/2025

শেষ করতে চাইয়া হইতেছেনা শেষ।
নাক ফজলি আমের চাহিদা শেষ এর দিকে এসে বাড়তেছে। আজকে বৃষ্টির কারনে আম এখনো তেমন নামানো সম্ভব হয়নি

14/06/2025
আজকের সেরা ল্যাংড়া আমনিতে চাইলে দ্রুত অর্ডার করুন।
14/06/2025

আজকের সেরা ল্যাংড়া আম
নিতে চাইলে দ্রুত অর্ডার করুন।

Address

Naogan
6500

Telephone

+8801705946784

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nazipur Bazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share