Love Al- Qur'an and Hadith ভালোবাসার কোরআন ও হাদীস

  • Home
  • Bangladesh
  • Naogan
  • Love Al- Qur'an and Hadith ভালোবাসার কোরআন ও হাদীস

Love Al- Qur'an and Hadith ভালোবাসার কোরআন ও হাদীস Death is the
one
certified thing
of
the earth.��

17/05/2025

**📖❤️ জ্ঞান শুরু হয় ‘আলিফ’ থেকে, আর হৃদয় জুড়ে থাকে ‘আল্লাহ’—
যে শিক্ষা আল্লাহর নামে শুরু, তা কখনো বৃথা যায় না।
ইনশাআল্লাহ পরিবর্তন শুরু আজই!**

**"আলিফ" শুধু একটি বর্ণ নয় — এটি ইমানের প্রথম ধাপ, কুরআনের প্রথম ডাক।
শুধু মুখে নয়, হৃদয়েও যেন বেজে উঠে ‘আল্লাহ’র নাম...
اللهم اجعلنا من أهل القرآن 🤲
আজ থেকেই শুরু হোক আলোর পথে যাত্রা। শেয়ার করে একজনকে জান্নাতের পথে ডাকো।**

---

\
\
\
\
\
\

11/12/2024

পৃথিবীর প্রাচীনতম রাজধানী দামেস্কের বনু উমাইয়া মসজিদ কয়েক শতাব্দি পর তার যোগ্য ইমামকে খুঁজে পেয়েছে। যিনি ইমামতি করেছেন যু.দ্ধের পোশাক পরিহিত অবস্থায় এবং এসেছেন স*শস্ত্র অবস্থায়! সম্ভাব্য গতকালকের এশারের সালাতের তিলাওয়াত যেখানে করেছেন সময় উপযোগী কিছু আয়াতও,যাতে মাজলুমদের পক্ষে যু*দ্ধ করার জন্য আল্লাহ তা'আলা উৎসাহ্ দিয়েছেন।
সুবহানাল্লাহ কি মধুর কণ্ঠস্বর🥰

29/11/2024

হক বড়য় তিতা..

শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ
#আব্দুর_রাজ্জাক_বিন_ইউসুফ

29/11/2024

শুক্রবার দরুদ পাঠ করুন।

28/11/2024

নামাজ শেষ উঠে যাবেন না।।

#আবু_ত্বহা_মোহাম্মদ_আদনান

28/11/2024

মাওলানা তারিক জামিল
ডঃ জাকির নায়েক

Tariq Jamil
Dr Zakir Naik

28/11/2024

আল জামিয়া আস সালাফিয়া ছোট শিশুদের জানাজার নামাজ শিক্ষা।

#আব্দুর_রাজ্জাক_বিন_ইউসুফ

বুদ্ধিমতী !!আমাদের আশেপাশে এরকম হাজার হাজার বুদ্ধিমতি আছে  !!তাদের কল্যাণে আমাদের জীবনটা যে কতটা সহজ হয়েছে তা বলার মতো ...
10/06/2023

বুদ্ধিমতী !!

আমাদের আশেপাশে এরকম হাজার হাজার বুদ্ধিমতি আছে !!
তাদের কল্যাণে আমাদের জীবনটা যে কতটা সহজ হয়েছে তা বলার মতো না !!!

এদের আবার লজ্জাও করে না !!
এর আবার নিজেকে খুব ক্ষমতাধর মনে করে !!

বেলোজ্যগুলা !!!

হে বিশ্বাসীগণ!তোমরা নিজেদের গৃহ ব্যাতীত অন্য কারোর গৃহে গৃহবাসীদের অনুমতি না নিয়ে ও তাদের সালাম না দিয়ে প্রবেশ করো না।[স...
09/06/2023

হে বিশ্বাসীগণ!তোমরা নিজেদের গৃহ ব্যাতীত অন্য কারোর গৃহে গৃহবাসীদের অনুমতি না নিয়ে ও তাদের সালাম না দিয়ে প্রবেশ করো না।
[সূরা আন-নূর : ২৭]



ছেলে শোধরাতে চায় - বাবা'র ঋণ !!!ছেলেরা বাবা হয়, বাবা কখনো ছেলে হতে পারে না।ইতালী প্রবাসী ছেলে তার জীবনের প্রথম মাসের বে...
09/06/2023

ছেলে শোধরাতে চায় - বাবা'র ঋণ !!!
ছেলেরা বাবা হয়, বাবা কখনো ছেলে হতে পারে না।
ইতালী প্রবাসী ছেলে তার জীবনের প্রথম মাসের বেতন পেয়ে তার বাবাকে ফোন করলো -
হ্যালো আব্বু?
- হ্যা,
বাবু কেমন আছিস?
বাবা আমি ভাল আছি। তুমি ভাল আছো তো?
- শরীর ভাল, তবে তোকে খুব মনে পড়ে।
বাদ দে তোর কি খবর বল?
আমিও ভাল আছি। একটা নাম্বার দিচ্ছি লেখ। (মানিগ্রাম)
- কিসের নাম্বার খোকা?
আমি সেলারী পেয়েছি বাবা। পুরা এক লাখ
- আলহামদুলিল্লাহ্‌।
বাবা একটা কথা বলি? ( কিছুটা দুষ্টামির ছলে )
- এতদিন পর ফোন করেছিস মাত্র একটা কথাই বলবি?
বাবা তুমি তো বলেছিলে পিতৃ ঋণ কোন দিন শোধ হয় না। তুমি ছাব্বিশ বছরে আমার পেছনে যত টাকা খরচ করেছ তুমি কি জানো আমি আগামী পাঁচ বছরে সে টাকা তোমায় ফিরিয়ে দিতে পারবো। আমার এখানে এক টাকা তোমার ওখানে একশ টাকা বাবা'।
- বাবা : ( কিছুটা মুচকি হেসে) বাবা একটা গল্প শুনবি?
ছেলেটা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। নিচু স্বরে বললো-
বলো বাবা শুনবো......
- বাবা : তোর বয়স যখন চার আমার বেতন তখন তিন হাজার টাকা। ১,২০০ টাকা ঘর ভাড়া দিয়ে ১,৮০০ টাকায় চলে সংসার। আমি আমার সাধ্যের মধ্যে সব সময় চেষ্টা করেছি তোর 'মা কে 'সুখী করতে। তোকে যেই বার স্কুলে ভর্তি করলাম সেবার ই প্রথম আমরা আমাদের ম্যারিজডে টা পালন করিনি। সে বছর তোর মাকে কিছুই দিতে পারিনি আমি।
তুই যখন কলেজে উঠলি আমাদের অবস্থা তখন মোটা মুটি ভাল। কিন্তু খুব কষ্ট হয়ে গেছিল যখন আমার ট্রান্সফার নারায়ণগঞ্জ হয়। রোজ রোজ উত্তরা থেকে নারায়ণগঞ্জ বাসে করে, পায়ে হেটে, ঘামে ভিজে খুব দুর্বিষহ লাগছিল। একদিন শোরুম থেকে একটা বাইক দেখে আসলাম। সে রাতে আমি স্বপ্নেও দেখেছিলাম আমি বাইকে চড়ে অফিস যাচ্ছি। কিন্তু পরের দিন তুই বায়না ধরলি উত্তরা থেকে বনানী ভার্সিটি করতে তোর কষ্ট হয়। তোর কষ্টে আমার কষ্ট হয় বাবা। আমি তোকে বাইক টা কিনে দিয়েছিলাম।
আমার এক টাকা তোর ওখানে এখন এক পয়সা! কিন্তু মনে করে দেখ এই এক টাকা দিয়ে তুই বন্ধুদের নিয়ে পার্টি করেছিস। ব্রান্ড নিউ মোবাইলে হেড ফোন কানে লাগিয়ে সারা রাত গান শুনেছিস। পিকনিক করেছিস, ট্যুর করেছিস, কন্সার্ট দেখেছিস। তোর প্রতিটা দিন ছিল স্বপ্নের মতন।
আর তোর একশ টাকা নিয়ে আমি এখন হার্টের বাইপাস করাই ডায়াবেটিক মাপাই । জানিস বাবা আমার মাছ খাওয়া নিষেধ, মাংস খাওয়া নিষেধ, কি করে এত টাকা খরচ করি বল! তোর টাকা নিয়ে তাই আমি কল্পনার হাট বসাই। সে হাটে আমি বাইক চালিয়ে সারা শহর ঘুরে বেড়াই। বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যাই। তোর মায়ের হাত ধরে চাঁদনী পসরে সেন্ট মার্টিনের বালুচরে হেঁটে বেড়াই।
- ছেলে : বাবা চুপ করো প্লীজ! আমি তোমার কাছে চলে আসব। টাকা না তোমার ভালবাসা তোমায় ফিরিয়ে দিব।
- বাবা : হাহাহা বোঁকা ছেলে! বাবাদের ভালবাসা কখনো ফিরিয়ে দেয়া যায় না। ছোট্ট শিশুর মল মুত্রও মোছা যায় আর বুড়োদের ঘরেও ঢোকা যায় না।
তোকে একটা প্রশ্ন করি বাবা। ধর তুই আমি আর তোর খোকা তিন জন এক নৌকায় বসে আছি। হঠাৎ নৌকা টা ডুবতে শুরু করলো ..... যে কোন একজনকে বাঁচাতে পারবি তুই। কাকে বাঁচাবি বল?
ছেলেটা হাজার চেষ্টা করেও এক চুল ঠোঁট নড়াতে পারছেনা!
- বাবা : উত্তর দিতে হবে না। ছেলেরা বাবা হয়, বাবা কখনো ছেলে হতে পারে না। পৃথিবীতে সব চেয়ে ভারী জিনিস কি জানিস?
পিতার কাঁধে পুত্রের লাশ!
আমি শুধু জায়নামাজে বসে একটা জিনিস চাই। আমার কবরের ঘরটায় যেন আমি আমার ছেলের কাঁধে চড়ে যাই। তাহলেই তুই একটা ঋণ শোধ করতে পারবি, তোকে কোলে নেয়ার ঋণ।

#বাবা
সংগ্রহীত:

আপনারা যারা আমার পেজে ফলো না দিয়ে গল্প পড়েন তাে দয়া করে পেজে ফলো দিয়ে রাখুন ।

Address

Naogan

Alerts

Be the first to know and let us send you an email when Love Al- Qur'an and Hadith ভালোবাসার কোরআন ও হাদীস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share