25/07/2025
বর্তমান প্রজন্ম যারা নিজেকে জেন জি বলে, আজ কারওয়ান বাজার থেকে ফেরার পথে বি আর টি সি বাসে উঠলাম, দেখি কয়েক জন কিশোর কিশোরী কি উদ্ভট কথা বার্তা মানে ১৮+ যা আমরা বন্ধুদের সাথেও বলি না, বাস ভর্তি সিনিয়র মানুষ, এক পর্যায়ে বাস কন্টাক্ট র ভাড়া চাইতে আসলে পরে দিবে বলে আবার হৈ-হুল্লোড় শুরু। গাড়ী টি খামার বাড়ি আসলে আবার কন্টাক্টর ভাড়া চাইলে রীতি মতো মুখ খারাপ এবং বলে আমরা স্টুডেন্ট। এই দিকে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে আর সব যাত্রীরা বিরোক্ত। আমি আড়ং এ নেমে গেলাম।
এটা কেমন? এরা কেমন প্রজন্ম যাদের মধ্যে শ্রদ্ধা, সম্মান, বিবেক,বুদ্ধি কিছুই নাই। অবাক হলাম।
স্যালুট জেন-জি
ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করলাম
"আমার সন্তান কে শেখানোর দায়িত্ব আমার নিজের"