Zobae Johan

Zobae Johan Hi, I'm Zobae, a social Media Marketer specialist. contact With Us..

I' am very professional in social Media Marketing We are helping our clients to increase brand awareness & increase sales on social media like
(Facebook, Instagram,LinkedIn &Twitter).

09/07/2022

---নিশ্চয়ই আমার কুরবানী ,আমার জীবন বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তা'আলার জন্য ❣️❣️

ধন্যবাদ : কোয়ান্টাম পরিবারকে এতো সুন্দর ভিডিও মেইক করার জন্য ❣️

আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা বলেন,"যখন নিজের কাছের মানুষ, আত্নীয় বা বন্ধুবান্ধবদের কাছে কোন প্রডাক্ট বিক্রি করতে যাবেন,...
10/05/2022

আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা বলেন,
"যখন নিজের কাছের মানুষ, আত্নীয় বা বন্ধুবান্ধবদের কাছে কোন প্রডাক্ট বিক্রি করতে যাবেন, তখন তারা ভাববে আপনি তাদের সাথে ব্যাবসা করছেন। তাদের মাধ্যমে টাকা আয় করছেন। যত কম টাকাতেই আপনি বিক্রি করেন না কেন, খুব কম মানুষই সেটা এপ্রিসিয়েট করবে।" কিছু কিছু মানুষ সব সময়ই থাকবে যারা আপনার খরচ, সময়, এফোর্ট কোন কিছুর পরোয়া করবে না। তারা বরং অন্যকে টাকা দিতে, এমনকি অন্যের কাছে ধোঁকা খেতেও দ্বিধা করবে না, তারপরও আপনার কাছ থেকে কিছু কিনতে তাদের বাঁধবে।
কারন, তাদের মাথায় সবসময় এটাই কাজ করবে যে, "ও আসলে আমার কাছ থেকে কত টাকা আয় করলো?" বরং এটা কখনো ভাববে না যে, "ওর কাছ থেকে কিনে আমার কত টাকা সেভ হলো?"
আপনি যখন ব্যাবসা শুরু করবেন, তখন দেখবেন, প্রথম যে মানুষগুলো আপনাকে বিশ্বাস করবে তারা হলেন সবাই আপনার অপরিচিত মানুষ।
সেই প্রথম সময়টায় আপনার খুব কাছের বন্ধুরা হয়ত আপনার থেকে দূরত্ব বজায় রেখে চলবে। কেউ কেউ হয়ত আপনার বিপক্ষেই দাঁড়িয়ে যাবে। অন্যরা হয়ত ভাববে আপনি কিছুই করতে পারবেন না, আপনাকে দিয়ে কিছুই হবে না।
এরপর একটা সময় আসবে, যখন আপনি আপনার পরিশ্রম আর লেগে থাকার ফল পাবেন। হয়ত একটা ফ্যামিলি ডিনারের সবার গেট-টুগেদারের বিল দিবেন।
দেখবেন সেই টেবিলটায় আপনার সব বন্ধু-বান্ধব, কাছের মানুষজন সবাই সেদিন উপস্থিত আছেন।
শুধু সেই অপরিচিত মানুষগুলোই নাই।







20/04/2022

কিছু গুরুত্বপূর্ণ উপদেশ যা আপনার জীবনে চলার পথে কাজে লাগবে
এ স্কিলগুলো আপনাকে সবসময় বিজয়ী করবে......

১. কথা হজম করতে শিখুন! এইটা অনেক বড় গুণ!আপনাকে জীবনে জিততে সহায়তা করবে।

২. কখনও তর্কে জিততে যাবেন না! এটা সময়ের অপচয়।

৩.আপনার প্রতিপক্ষকে জিতিয়ে দিন! আপনার প্রতিপক্ষ যদি খুশী হয় সে জিতে গেছে ভেবে! আপনি একটু হাসুন।

৪. মনে রাখবেন, কখনও কখনও জিততে হলে হারতে হবে! আর আপনার আজকের এই হারই আপনাকে বড় জয় এনে দিবে।

৫. হারতে শিখুন! সব জায়গায় জিততে নেই! এটা বোকামি।

৬. মনে রাখবেন, কথায় কাজ হবে না! তাই কাজ শুরু করুন নিরবে! আপনার কাজই কথা বলবে।

৭. আপনাকে যারা বিশ্বাস করে না, তাদের চিন্তা বাদ দিন! নিজেকে বিশ্বাস করুন! নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে।

৮. আপনি অনেক কিছু পারেন! কি দরকার বলে বেড়ানোর! কাজ করুন! যার প্রয়োজন সে আপনাকে এমনেতেই খুঁজে বের করবে।

৯. মনে রাখবেন, চিতা বাঘ কখনও কুকুরের সাথে দৌড় প্রতিযোগিতা করে না! কুকুরদের জিততে দিন! আপনি যে চিতা বাঘ তা বোঝানোর জন্য সঠিক সময়ের অপেক্ষায় থাকুন।

১০. নিজের প্রয়োজনেই তর্ক এড়িয়ে চলুন! আর নিরবে কাজ করুন! আপনার কাজই আপনার কথা বলবে।

১১. বিনয়ী হতে শিখুন, বিনয়ী হতে পারলে আপনি বিশ্ব জয় করতে পারবেন।

HiI am Zobae JohanI am a social media marketer.  you worried about your business?  your sales lower than before?  you wa...
18/04/2022

Hi
I am Zobae Johan
I am a social media marketer.
you worried about your business?
your sales lower than before?
you want to increase your sales?
you want to increase your followers?
Drop us a Message, Let's talk about your next winning project!










17/04/2022
17/04/2022
17/04/2022

Address

Naogaon Sadar, Dhaka
Naogaon
6500

Telephone

+8801704323740

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zobae Johan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zobae Johan:

Share