Mah Bub

Mah Bub হুট করে অসহায় লাগার ব্যাপারটা, সত্যিই শ্বাসরুদ্ধকর..!😞🙂

07/09/2025

তুমি চলে গেলে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম, যে মানুষ তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবে না। বলতো সে মানুষটা আজ কি করে চিরদিনের জন্য ছেড়ে চলে যেতে পারে! ভাবতেই যেনো আকাশ ভেঙে পড়লো। আমি ভালোবাসি বললাম তুমি মুখ ফিরিয়ে নিলে পরক্ষণেই ভাবলাম এই তুমি কোনো একটা সময়ে ভালোবাসি কথাটি শোনার জন্যে পাগলামো করতে। অথচ আজ সেই তুমি আমায় এড়িয়ে যেতে চাও। ভেজা চোখে তোমার হাত দুটো ধরে বললাম থেকে যাও হাতটা ছুঁড়ে দিয়ে বললে এসব অভিনয় আমার ভাল্লাগে না, অথচ এই তুমি কোনো একটা সময়ে আমার হাত ধরে জীবনের বাকিটা সময় পাড়ি দেয়ার প্রতিজ্ঞা করেছিলে। হঠাৎ মনে পড়লো, যে মানুষটা আমার হাসিতে ঠোঁট মিলিয়ে হাসতো হৃদয়ের ঢেউ ভেঙে আসা চোখের জলও আজ তার চোখে পড়লো না। মানুষ কত নিষ্ঠুরভাবে বদলে যেতে পারে। কত সহজেই মানুষ ভালোবাসা ভুলে যায়, ভুলে যায় ভালোবাসার মানুষ..!! তোমার এভাবে ছেড়ে যাওয়া মেনে নিতে পারিনি অবাধ্য হয়ে গাল বেয়ে ঝরে পড়লো চোখের জল, তবুও ভেজা চোখে তোমার পথে চেয়ে রইলাম তাকিয়ে থাকলাম এক বুক আশা নিয়ে, যদি একবার তুমি পিছু ফিরে দেখো যদি একবার ফিরে এসে জড়িয়ে ধরে বলো ভালোবাসি। তবুও তুমি ফিরলে না! হারিয়ে গেলে দৃষ্টির সীমানা থেকে। পথ ফুরালো পথের বাঁকে তুমিও অদৃশ্য হলে শুধু অবিরত ঝরলো আমার চোখের জল।তবে মনে রেখো..!!
পৃথিবীর কোন এক প্রান্তে, এক ক্ষুদ্র মানুষ, তোমায় আজীবন ভালোবেসে যাবে..!❤️‍🩹😅

22/07/2025

গরম ভাত খাওয়া হইলো না আব্বা রে!!😥

Diganto

"কাল থেকে সকাল বেলা আর কাউকে ডাকতে হবেনা, ওঠো স্কুলে দেরি হচ্ছে "," হোমওয়ার্ক নিয়ে আর কোনো বায়না থাকবেনা", "মিসের কাছে ...
22/07/2025

"কাল থেকে সকাল বেলা আর কাউকে ডাকতে হবেনা, ওঠো স্কুলে দেরি হচ্ছে ",
" হোমওয়ার্ক নিয়ে আর কোনো বায়না থাকবেনা", "মিসের কাছে ছুটে আসবেনা আর টিফিন বক্স নিয়ে",
" বাবা আর অফিস যাবার পথে সত গল্পে ভুলিয়ে ভালিয়ে স্কুলে নিয়ে আসবে না", "মা যত্ন করে আর টিফিন গুছিয়ে দিয়ে কপালে চুমু খেয়ে স্কুলে পাঠাবেনা"
" কখন স্কুল শেষে বাড়ি ফিরবে!, আর সেই উৎসুক মনে কোনো অপেক্ষা থাকবে না"
"স্কুল থেকে ফিরে কেউ আর খেলতে যাবার বায়না ধরবে না",সকল আদর, আবদারের আজ অবসান ঘটেছে।
" আহা কতগুলো ঘর আজ নিশ্বব্দ ও নিস্তব্ধ হয়ে গেলো জানিনা"
২১.০৭.২৫(উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনা)

10/02/2025

It's time to Attack..!☠️🥱

31/01/2025

Who am I and what can I do?
Time will tell..! ☠️🥱

Address

Naogaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mah Bub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share