naiem_naiem_786

naiem_naiem_786 এই অবেলায় তোমারই আকাশে
নীরব আপসে ভেসে যায়
সেই ভীষণ শীতল ভেজা চোখ
কখনো দেখাইনি তোমায় । N

12/03/2025

লাইফে আপনার একটাই কনসার্ন হওয়া উচিত ‘টাকা’। আপনার ভালো মানুষ হওয়ার দরকার নাই, ট্যালেন্ডেড হবারও দরকার নাই, কনসেপ্ট ক্লিয়ার আপনার হইতে হবে ধনী।

কাউরে একটা লাত্থি মাইরা তার মুখে এক বান্ডিল টাকা ছুইড়া মারবেন, সে আপনার পা ধোয়া পানি শরবত বানিয়ে খাবে। টাকা ব্যতীত আপনার সকল অবদান মূল্যহীন। আবার কখনও দুহাতে টাকা দিয়েছেন এখন আপনার নেই, না দাদা তা হবেনা, আপনার দিয়েই যেতে হবে।

সম্মান, অবস্থান, ভালবাসা, মূল্যায়ন সব টাকা দিয়ে কেনা যায়। যারা বলে যায়না তাদের মুখেও এক বান্ডিল ছুড়ে মারুন, মুখ বন্ধ হয়ে যাবে। এটাই বাস্তব। 💯 N

07/03/2025

আমরা সবসময় বেটার কাউকে খুঁজতে গিয়ে পারফেক্ট মানুষটাকে হারিয়ে ফেলি, কারণ হিউম্যান ব্রেইন সবসময় বর্তমান থেকে ব্যাটার কিছু আশা করে। এটাকে হিউম্যান ন্যাচার ও বলতে পারো।

আর যখন আমরা সেই বেটার মানুষ এবং আমাদের অবহেলা করা লয়্যাল মানুষটার পার্থক্য বুঝতে পারি তখন অনেক দেরি হয়ে যায়।

তাই যাকে পেয়েছো তাকে নিয়েই ভালো থাকার চেষ্টা করো, সেটা বন্ধুত্ব হউক কিংবা ভালোবাসা। কারণ হারিয়ে ফেলার পরে আফসোস ছাড়া আর কিছু সঙ্গী হবেনা🖤N🌸

07/02/2025

হারানোর হিসেব কষতে কষতে বুঝে গেছি-
সব কিছু পাওয়ার দরকার নেই,
যা আমার জন্য ছিল, তা রয়ে গেছে,
আর যা হারিয়েছে, তা হয়তো ছিলই না আমার।

জীবন তার মতো করেই সাজিয়েছে আমাকে,
দাগগুলো সাক্ষী-আমি বেঁচে ছিলাম।
অপূর্ণতাগুলোই আমার গল্প,
আর আমি সেই গল্পেরই একমাত্র নায়ক।

আমি যথেষ্ট, যেমন আছি, ঠিক তেমনই।

—N--

28/12/2024

আমার তার প্রতি অনেক ভালোবাসা..! 🙂🥀
কিন্তু আমি তাকে পাবো নাহ..!😅💔🥀N

05/09/2024

আমার জন্য কেউ অপেক্ষা করে নাই। কেউ আমার জন্য অপেক্ষা করে আফসোসের সুরে বলে নাই, 'তুমি আসবে বলে আকাশ মেঘলা বৃষ্টি এখনও হয়নি।'

আমি কোনদিন কারো প্রথম চয়েজ হইতে পারি নাই। প্রায়োরিটির প্রথম স্থানে আমারে জীবনেও কেউ বসায় নাই। কারও কাছ থেকে জোর গলায় বলতে শুনি নাই আমি, 'তোমারে আমার লাগবোই লাগবো, তোমার আগে আমার গোটা দুনিয়া তুচ্ছ।'

আমার মন খারাপে কেউ খালি গলায় গায় নাই কোন বেঁচে থাকার গান, মস্তিষ্কের শেষ শিরা হতে কেউ আমার জন্যে রাত্তিরি জেগে কবিতা লিখে নাই। বলে নাই, 'তুমি চাইলে মেঘনার ঢেউয়ের মাঝে লিখে দিতে পারি দেনমহর।' অথবা কেউ রবীন্দ্রনাথের গানের মত আহ্লাদ করে বলে নাই, 'ওহে কী করিলে বলো পাইবো তোমারে রাখিবো আঁখিতে আঁখিতে।'

কিছু মানুষ আছে, যারা গোটা জীবন শুধু সেকেন্ড চয়েজ হয়েই থাকে। তাদের পাওয়ার জন্য কেউ পৃথিবী লণ্ডভণ্ড করে দেয় না। তাদের খুশি করতে কেউ এসে দুয়ারে দাঁড়ায় না একগুচ্ছ ফুল হাতে। তাদের প্রশংসা করার জন্য দিশেহারা হয়ে কেউ খোঁজে না বাংলা অভিধানের সুন্দর উপমাগুলো।

একচিমটি সম্মান, এক ছ'টাক গুরুত্ব, এক মুঠো প্রেমের তৃষ্ণার বিপরীতে তারা বুকের ভিতর এক সমুদ্র ভালোবাসা গোপন করে রুদ্র কবিতার মত এই বিশ্বব্রাহ্মাণ্ডে নক্ষত্রের মত একা বেঁচে থাকে। যদিও এ বেঁচে থাকা আনন্দের নয়, তবুও বেঁচে থাকে। বেঁচে থাকতে হয় বলে....

🌹 N🌺

06/08/2024

পৃথিবীর সবচেয়ে আনন্দময় জিনিসগুলির জন্যে কিন্তু টাকা লাগে না। বিনামূল্যে পাওয়া যায়। যেমন ধর জোছনা, বর্ষার দিনের বৃষ্টি, মানুষের ভালবাসা.......N..

02/08/2024

কাউকে ভালোবাসলে তাকে বকুলের মতো করে ভালোবাসুন। বকুল ফুল পুরানো হলেও যেমন তার গ'ন্ধটা থেকে যায়। তেমনি ভালোবাসা পুরনো হলেও যেন ভালোবাসার মানুষের প্রতি সম্মান ,বিশ্বাস আর শ্রদ্ধা থেকে যায়!

কাউকে ভালোবাসলে তাকে কৃষ্ণচূড়ার মতো করে ভালোবাসুন। কৃষ্ণচূড়া যখন আসে তখন তার আগমনের কথা জানন দেয় আকাশ, বাতাস সব কিছুকে। কেমন নিজ রঙে রাঙিয়ে তোলে প্রকৃতিকে! তেমনি কাউকে ভালোবাসলে তাকে আড়ালে রেখে নয় বরং কৃষ্ণচূড়ার মতো সব্বাইকে জানান দিয়েই ভালোবাসুন।

কাউকে ভালোবাসলে গোলাপের মতো করে ভালোবাসুন! কাঁ'টার ভ'য়ের বাঁ'ধা পেরিয়ে গোলাপ কেমন সৌন্দর্যের প্রতীক হয়েছে! তেমনি কাউকে ভালোবাসলে তাকে পেতে সকল বাঁ'ধা বি'প'ত্তির শি'ক'ল ভে'ঙে নিজের আপন করে নিন। হয়ে উঠুন তার কাছে শুদ্ধতার প্রতীক! N

তিন গরিব মদিনাতে ।
14/07/2024

তিন গরিব মদিনাতে ।

11/07/2024

শারীরিক চাহিদা মেটানোর নাম যদি ভালোবাসা হতো তাহলে প্রত্যেকটা পতিতালয় হতো ভালোবাসার কেন্দ্র।

যদি স্তনের স্পর্শে ভালোবাসা থাকতো, তাহলে প্রত্যেকটা বেশ্যাই পেতো প্রেমিকার মর্যাদা।

পার্কের কোণে ভালোবাসা লুকানো থাকে না, প্রেমিকার দেহের স্পর্শে ভালোবাসা থাকে না, ভালোবাসা থাকে প্রিয়জনের শাসনে, ভালোবাসা থাকে প্রেমিকার ছোট ছোট আবদারে।

যখন আপনার মনে প্রেমিকার সাথে রাত যাপনের ইচ্ছা জাগবে, তখন বুঝে নিবেন আপনি কখনো তাকে ভালোই বাসেননি।

যখন আপনি তার একটি ফোনের জন্য পাগল হয়ে যাবেন, তখন বুঝবেন আপনি তাকে ভালোবাসেন।

যখন আপনি তার থেকে দূরে থাকা সত্বেও তার মনের এক একটা কথার বিশ্লেষণ করতে পারবেন, তখন বুঝবেন আপনি তাকে ভালোবাসেন।

যখন আপনি তার না বলা কথাগুলো বুঝতে পারবেন, তখন বুঝবেন তাকে আপনি ভালোবাসেন।

ভালো লাগা আর ভালোবাসা, দুটো জিনিষ কখনোই এক হতে পারেনা, ভালোলাগা আর ভালোবাসা দুটোই আলাদা।

যখন আমরা কারো প্রতি তীব্র আসক্ত হয়ে পরি, তখন তাকে বলে ভালোবাসা। কিন্তু যদি আসক্তিটা অল্প মুহূর্তের হয়! তাহলে সেটাকে বলা হয় ভালোলাগা।

দীর্ঘ সময় ফোনে আলাপ করার নাম ভালোবাসা নয়, বরং তার মঙ্গলের কথা চিন্তা করে, তাকে বারবার ফোন না দেওয়ার নাম ভালোবাসা।

প্রতি বেলা খাওয়ার সময় হলে ফোন করে খেয়েছো কিনা জিজ্ঞাসা করার নাম ভালোবাসা।

প্রতিদিন প্রিয়জনকে দেখার নাম ভালোবাসা নয়, বরং দূরত্ব থাকা সত্ত্বেও সব সময় প্রিয়জনকে কাছে অনুভব করার নাম ভালোবাসা।

ভালোবাসা কখনও প্রকাশ্যে হয়না, ভালোবাসা হয় গোপনে, নিজেদের কথা নিজেদের মধ্যেই লেনদেন হয়, দুজনের মনের কথা কখনই তৃতীয়জন জানতে পারে না। প্রিয়জনের কথা ভেবে, নিজের ভালোবাসা গোপনে রাখার নাম ভালোবাসা।

গ্যালারিতে রাখা ছবিটা দেখে যদি আপনার মুখে হাসি ফুটে উঠে তাহলে বুঝবেন আপনি তাকে সত্যিকার ভালোবাসেন।

রাতে ঘুমানোর আগে যদি তার করা মেসেজ চেক করেন, তাহলে সত্যিই আপনি তাকে ভালোবাসেন। তার একটা এসএমএস যদি আপনার উত্তেজনা বাড়িয়ে দেয় তাহলে বুঝবেন আপনার ভালোবাসা বিশুদ্ধ।

তার বলা প্রত্যেকটা কথা যদি আপনি চোখ বুঝে বিশ্বাস করেন তাহলে বুঝবেন আপনি তাকে ভালোবাসেন।

ভালোবাসা কখনই দেখানো যায়না, ভালোবাসা অনুভব করা যায়। যতই মুখ দিয়ে বলুক না ভালোবাসি, যদি সেই ভালোবাসি শব্দটা আপনার হৃদস্পন্দন না বাড়ায়।

N

07/07/2024

পৃথিবীতে সুখ বলে কিছু নেই #বুয়েট পাস এমন একজনকে চিনি। যার বিবাহিত জীবনের ১৩টা বছর শুধু একটা বাচ্চা নেয়ার চেষ্টায় কাটিয়ে দিচ্ছে। তার জীবনে সফলতা আছে কিন্তু পূর্ণতা নাই।

#ব্যাংকের এ,জি,এম এমন একজনকে চিনি, যার বউ দুইটা বাচ্চা রেখে আরেকজনের সাথে পালিয়ে গেছে। তার জীবনে সফলতা-পূর্ণতা সবই ছিলো, কিন্তু ভালোবাসাটা কপালে জুটেনি।

#এম,বি,এ পাশ করা একজনকে চিনি, পড়ালেখা শেষ করে ভালো কিছু করার জন্যে চলে যান দেশের বাহিরে , তারপর বিবাহের প্রস্তাব দেন ১৪ বছরের ভালোবাসার মানুষটির পরিবারে। শুধুমাত্র ছেলে প্রবাসী বলে বিবাহ দেননি। ভালো চাকুরী মানেই কি সব কিছু??

#প্রেম করে পালিয়ে বিয়ে করা এক মেয়ের গল্পটা জানি, কি নিদারুণ অত্যাচার সহ্য করে একদিন গলায় বিষ ঢেলে দিলো। ভালোবাসার জন্যে ঘর ছেড়েছিলো, সফলতা আসেনি কখনও।

#দেশ সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েটার গল্পটা জানি। শুধু গায়ের রঙটা কালো বলে প্রেমিকের বাবা মায়ের হাজারো অবহেলার কথা মাথায় তুলে নিয়ে রিলেশনটা ব্রেকাপ করতে হয়েছিলো। সেরা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড গলায় ঝুলিয়েও সে সুখী হতে পারছে না।

#ক্যারিয়ার গঠনের জন্য যে মেয়ে, তার বাবা মাকে বিয়ের কথা উচ্চারণ করতে দেয়নি, সে মেয়েটির শেষ পর্যন্ত বিয়েই হয়নি। টাকা পয়সা সব আছে কিন্তু স্বামী সংসার নেই।

#চাকুরী না পাওয়া তরুণের গল্পটাও করুণ। বেকার থাকার সময়ে প্রেমিকার বিয়ের আয়োজনটা থামাতে পারে নাই। চাকুরীটা হাতে পাওয়ার আগেই বাবা মারা গেলো। "সফলতা মানেই সুখ" বাক্যটা তার কাছে সম্পূর্ণ মিথ্যা।

#পুলিশের একজন এসপি-কে জানি, যিনি ভাগ্যের গেড়াকলে পড়ে; সন্তান হারিয়েছেন, স্ত্রীকে হারিয়েছেন, সংসার ও চাকুরি সব হারিয়ে, এখন ক্ষমতাহীন নিঃস্ব জীবন-যাপন করছেন। সফলতা তার জীবনে সুখ আনতে আনতে পারেনি।

#একজন প্রফেসরের সাথে আমার কথা হয়েছিলো। তিনি বলেছিলেন, "বিবাহের চার বছর পর থেকে স্বামী অসুস্থ। আজ বারো বছর হলো দুই সন্তান ও অসুস্থ স্বামী নিয়ে সংসার করছি। জীবনে কি পেলাম?" সবই ছিলো, ভালো চাকুরী, দুই সন্তান। শুধু অর্থই জীবনের সব কিছু, একথা তার কাছে হাস্যকর।

#এক পরিচিত বড় ভাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়েও এখন হোমিওপ্যাথিক চিকিৎসক এবং হোমিওপ্যাথিক কলেজের প্রভাষক।

#একজন এম এ(ফার্স্ট ক্লাস ১৬তম)এলএল বি পাশ করে ওকালতি প্রাকটিস ও কলেজের প্রভাষক পদ ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক!
আসলে জগতে কে সুখে আছে? টাকায় সুখ দিয়েছে কয়জনকে? জীবনে সফলতা মানেই কি সুখ? একটা জীবনে সুখী হয়ে মারা গেছে ক'জন!!

সুখী দেখেছিলাম আমার এলাকার নসু পাগলাকে, সে এক বেলা পেট ভরে খেয়ে কি আয়েশী হাসিটাই না হেসেছিলো!! শুধু ভরা পেটেই যে সুখে থাকতে পারে তার চেয়ে সুখী আর কেও নাই!! আমরা যারা মানুষ, তাদের মন ভরে সুখ কখনো আসে না। আমরা কখনো পরিপূর্ণভাবে সুখী হতে পারি না। বাস্তবতা বড় ফ্যাকাশে, স্বপ্নের মতো রঙিন হয় না।

একটু সুখের জন্যে অনেক কিছুর দরকার নেই। চলুন, আমরা মনটাকে একটু ভালো করি, ক্ষমতা ও অর্থের দম্ভ থেকে সরে আসি, হিংসা, লোভ, স্বার্থপরতা ত্যাগ করি, সৃষ্টিকর্তার তরে নিজেকে সপে দিই; আর কাউকে না ঠকাই।

আমাদের জীবন সুখের হবে।
N

28/06/2024

কারো মায়া জড়ানো'টা খুব সহজ কিন্তু তাকে ভুলে যাওয়া'টা মৃত্যুর থেকেও কঠিন।
ইচ্ছে নেই আর কারো প্রতি মায়া বাড়ানোর থাকুক না যে যার মতো আমায় ছেড়ে ভালো।
পৃথিবীর সবচেয়ে বড় দুইটা ভুল হচ্ছে প্রথমত কারো সাথে রাত জাগার অভ্যাস করে ফেলা
দ্বিতীয়ত নিজে সুন্দর না হয়েও কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলা।
পৃথিবীর সবচেয়ে অসহায় হলো সেই মানুষ যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না চিৎ কার করে কান্না করতে পারে না শুধু চোখের জল লুকিয়ে হাসে।
হাসি দিয়ে হয় তো সবকিছু প্রকাশ করা যায় না কিন্তু অনেক কিছু আড়াল করা যায়।
যদি কমে যায় কথা বার্তা আর গল্প তবে বুঝে নিও সে ঠিকই পেয়েছে তেমার বিকল্প।
অতিরিক্ত সরল হতে যেওনা এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দিবে।
অল্পতে যার চোখে পানি আসে সবাই তাকেই কাঁদাতে ভালোবাসে।
কাঁদতে নয় হাসতে শিখো কারণ মানুষ তোমাকে কাঁদতে সাহায্য করবে হাসতে নয়।
মানুষের জীবন থেকেই গল্প সাজানো হয় কিন্তু গল্পের মতো করে কখনো সাজানো হয় না।
সব কথার জবাব দিতে নেই কিছু কথা সময়ের জন্য রেখে দিতে হয়
এই পৃথিবীতে সেই বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে।
ধন্যবাদ সেই মানুষ টাকে যে আমাকে নতুন করে চোখ খুলে দিয়ে মনে করিয়ে দিয়েছে সবাই কথা রাখে না সবার মাঝে মনুষ্যত্ব বোধ থাকে না।
এই পৃথিবী দেখতে অনেক সুন্দর কিন্তু তার বাস্তবতা অকল্পনীয় কঠিন
দুরত্ব বাড়িয়েছো ভালো থাকবে বলে জানো আমার না খুবই জানবার মনে ধরে যেখানে থাকো সেখানে কি আসলেই ভালো থাকা মেলে।
মৃত্যু শব্দটা কারো কাছে খুব ভয়ংকর আবার কারো কাছে মুক্তির উপায়
তোমাকে যতটুকু ভালেবেসেছি ততটুকু নিজেকে কখনো ভালোবাসিনি।
তুমি মিথ্যা বলছো বলে আমার কষ্ট হচ্ছে না
আমার কষ্ট হচ্ছে এ কারণে যে এখন থেকে আমি আর তোমাকে বিশ্বাস করতে পারবো না।
কিছু মানুষ এতটাই গভীরে ছুঁয়ে যায় যে মানুষটা ঠকিয়ে চলে যাবার পরও আমরা তার কাছেই ফিরতে চাই আবার ঠকার জন্য।
ভালোবাসা কি তাকেই জিজ্ঞাসা করো যার রিদয় টা ভেঙে যাওয়ার পর ও দিনের পর দিন সেই নির্দিষ্ট মানুষটার জন্যই অপেক্ষা করে।
চাওয়ার অধিকার সবার আছে কিন্ত পাওয়ার ভাগ্যটা সবার থাকে না
ভালোবাসা তখনই সুন্দর যখন দুজন দুজন কে মূল্য দিতে জানবে।
অনুরোধ করে কাউকে ধরে রাখা যায় না যে ভালোবাসে সে কখনো ছেড়ে যায় না
ভালোবাসার মানুষটা যদি বিশ্বস্ত হয় তাহলে দূর থেকেও ভালোবাসা যায়। N....

27/06/2024

~কুসংস্কার~
ব্যাঙ ডাকলে বৃষ্টি আসে,
মোরগ ডাকলে ভোর।
কুকুর ডাকলে লেজ গুছিয়ে,
ছিটকে পালায় চোর।।
পেঁচা ডাকলে অশুভ হয়,
শকুন ডাকলে মরণ।
হঠাৎ কোন বিপদ নাকি,
কাকের ডাকের কারণ।।
পাখি ডাকলে কুটুম আসে,
মিষ্টি হাতে নিয়ে।
বৃষ্টির মাঝে রোদ হাসিলে,
শেয়াল মামার বিয়ে।।
সত্য-মিথ্যা যাচাই করি,
টিকটিকির টিক ডাকে।
বউ পাগল হয় সেই ছেলেটা,
ঘাম থাকে যার নাকে।।
হঠাৎ করে চোখ কাঁপিলে,
দুঃখ আসে বটে।
বসা নাকি যাবে না ঐ,
ঘরেরই চৌকাটে।।
যাত্রা নাকি অশুভ হয়,
দেখলে ঝাড়ু পথে।
কাড়িকাড়ি টাকা আসে,
চুলকালে ডান হাতে।।
খাবার সময় উঠলে হাঁচি,
কেউতো স্মরন করে।
দুইবার ভাত না নিলে,
তার অকালে বউ মরে।।
ভাঙ্গা আয়নায় মুখ দেখিতে
মুরুব্বিদের মানা।
কুসংস্কারে আমরা আজও,
চোখ থাকিতে কানা।।............N.....................

Address

Naogaon

Alerts

Be the first to know and let us send you an email when naiem_naiem_786 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to naiem_naiem_786:

Share