Abu sayed

Abu sayed কোরআন এর পথে চলুন

🌙রমাদানুল মুবারকের শুভেচ্ছা 🖤🤍 ১৪৪৬ হিঃদোয়া রইল সবার জন্য আপনার জন্যওপরিপূর্ণ সুস্থতার সাথে আমলের সাথে ভালো কাটুক এই বর...
01/03/2025

🌙রমাদানুল মুবারকের শুভেচ্ছা 🖤🤍
১৪৪৬ হিঃ
দোয়া রইল সবার জন্য আপনার জন্যও
পরিপূর্ণ সুস্থতার সাথে আমলের সাথে ভালো কাটুক এই বরকতময় মাস । আমীন 🖤

৫০ হাজার টাকা সংগ্রহ করে একটা গাড়ি নিয়ে ৬ জনের টিম গিয়ে ৩০ হাজার টাকা ভাড়ায় খরচ করে ২০ হাজার টাকা ত্রাণ সহায়তা দেওয়ার বি...
23/08/2024

৫০ হাজার টাকা সংগ্রহ করে একটা গাড়ি নিয়ে ৬ জনের টিম গিয়ে ৩০ হাজার টাকা ভাড়ায় খরচ করে ২০ হাজার টাকা ত্রাণ সহায়তা দেওয়ার বিষয়টা খুবই বিব্রতকর, কারণ এদেশে অসংখ্য ট্রাস্টেড জায়গা আছে টাকা দেওয়ার। সেগুলোতে দিয়ে দিলেই হয়। কিন্তু তা না করে এই বন্যাট্যুর খুবই বিরক্তিকর!

আর যদি যাওয়ার ই হয় যাওয়া-আসা থাকা-খাওয়া এগুলো নিজেদের টাকায় করলে ভালো হয়। না পারলে সংগ্রহকৃত টাকা গুলো কোন ট্রাস্টেড ফান্ড বা যারা অলরেডি ওখানে আছে ট্রাস্টেড তাদের দিয়ে দিলে ভাল হয়।

মনে রাখবেন, আপনার একজনের আসা-যাওয়া ও থাকা-খাওয়ার খরচ দিয়ে একটি পরিবারের খাবারের ব্যবস্থা হয়ে যাবে।
(সংগৃহিত)

05/03/2024

আসসালামু আলাইকুম
পবিত্র মাহে রমজান উপলক্ষে (online class)
অনলাইনে সহীহ-শুদ্ধভাবে কুরআন শিক্ষা কোর্সে ভর্তি চলছে।

আমরা অনেকে আছি যারা অবহেলা বা অনেক সমস্যার কারনে কুরআন শিক্ষা করতে পারিনি।আর এখনো নানান কাজে ব্যাস্ততার জন্য কুরআন শিক্ষা করার সময় পায় না।আবার অনেক বড় হয়ে গিয়েছি এসময় কুরআন শিখতে লজ্জা করে।তাদের জন্য নিয়ে আসলাম এই কোর্স।

রমাদান কোর্সে যা থাকছে:-
১.কায়দা
২.আমপারা
৩.পবিত্র কুরআন শিক্ষা
*আমাদের কোর্সটি সম্পূর্ণকরতে 30 দিন সময় লাগবে।
*আমাদের কোর্সে আপনে ৩০ দিনে কুরআন পড়ার দক্ষতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ।
*প্রত্যেককে প্রাইভেট ভাবে(One to One)পড়ানো হয়।
*প্রত্যেক ক্লাসের শিট প্রদান করানো হয়।
*জুম/হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ঘরে বসে সরাসরি ক্লাস করার সুযোগ।
*সহজ ও জটিলতামুক্ত নিয়ম-কানুন উপস্থাপন।
*অল্প সময়ে সহীহ-শুদ্ধভাবে কুরআন শিখার সুযোগ

*রমাদান এর ভিতর এবং বাহিরে
🔴 কোর্স ও ভর্তি সংক্রান্ত তথ্যঃ
_______________________
♦ লেভেল ক্যাটাগরিঃ
১. (লেভেল-A 👉 মক্তব বিভাগ- নাজেরা বিভাগ ) - যারা একেবারে শূন্য পর্যায়ে অর্থাৎ যারা আরবী অক্ষর জানেন না। কোর্স মেয়াদ ১বছর।
কায়দা + আমপাড়া ও প্রয়োজনীয় দোয়া দূরুদ, মাসয়ালা মাসায়েল ইত্যাদি ১ বছর।
আল-কুরআন ১ বছর।

২. (লেভেল B 👉 নাজেরা বিভাগ ) - যারা আরবী অক্ষর চিনেন, জানেন কিন্তু বিশুদ্ধ করে কুরআন পড়তে জানেন না। কোর্স মেয়াদ ১ বছর।

৩.(লেভেল C ) - যারা সহি করে কুরআন পড়তে পারেন। কিন্তু অর্থ সহ শিখতে চান তাদের জন্য।
কোর্স মেয়াদ ৬ মাস।

৪.(লেভেল D) যারা কুরআনে হাফেজ হতে চান।
কোর্স মেয়াদ ৩ বছর।

♦ #প্রতি_সপ্তাহে_৫ _দিন ক্লাস। সময় ঃ ১ ঘন্টা।
রমাদান স্পেশাল অফার কোর্স ফি : একদম ফ্রি। রেজিষ্ট্রেশন ফি মাত্র ৫০০ টাকা। কোর্সের গুরুত্বের জন্য অল্প কিছু হাদিয়া রাখা হয়েছে।

🍁প্রথমে আপনি বিকাশ/রকেট এই নাম্বারে ০১৭৯৭১৩৭৪৮৫ 200 টাকা রেজি ফি প্রদান করুন।

♦ ১২ মাস-ই ভর্তি চলবে।
♦ প্রতি মাসের ০১ তারিখ থেকে,অথবা যেকোনো দিন থেকে নতুন ছাত্র / ছাত্রী পেশাজীবিরা ভর্তি হতে পারবেন এবং
ক্লাস শুরু করতে পারবেন ।

#ভর্তির_জন্য_বয়সসীমা।

♦️বয়স ঃ ৫ বছর থেকে ৭০ বছর।
ছেলে/ মেয়ে ভর্তি হতে পারবেন।

♦️একজন টিচারের কাছে একজন স্টুডেন্ট ও পড়তে পারে।
এক সাথে ৫/১০ জন কে গুরুপেও পড়ানো হয়।
*যারা ভর্তি হতে ইচ্ছুক, তারা এখনি আমাদের ইনবক্সে
ম্যাসেজ করুন।

#পাঠ_দানের_মাধ্যমঃ
ZoomApp.WhatsApp.Imo. Messenger Skype.
যেকোনো একটির মাধ্যমে পাঠ গ্রহণ করা যাবে।

🕋 ভর্তি ও কোর্স সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুনঃ০১৩১১৯১২৪৯৭ /
০১৭৯৭১৩৭৪৮৫ (call, imo, whatsApp,)
◼️কেন আপনি কুরআন শিখবেন?
------------------------------------------------

০১. কুরআন শিক্ষা মুসলমানদের জন্য ফরজঃ
প্রত্যেক মুসলিমকে কুরআন সহিহ করে পড়া জানতে হবে। যে নিজেকে মুসলিম হিসাবে দাবী করবে তাকে অবশ্যই কুরআন শিক্ষা করতে হবে। কুরআন শিক্ষা করা এতো গুরুত্বপূর্ণ বিষয় যে, আল্লাহ তা‘আলা কুরআন শিক্ষা করা ফরয করে দিয়েছেন। আল্লাহ তা‘আলা বলেন:

﴿ اقْرَ‌أْ بِاسْمِ رَ‌بِّكَ الَّذِي خَلَقَ ﴾ [العلق: ١]

অর্থ: ‘পড় তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন’ [সূরা আলাক : ১]।

০২. কুরআন শিক্ষায় কোন প্রকার অবহেলা করা যাবে না। উম্মাতকে কুরআন শিক্ষার নির্দেশ দিয়ে ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, «تَعَلَّمُوا الْقُرْآنَ ، وَاتْلُوهُ»

অর্থ:‘তোমরা কুরআন শিক্ষা কর এবং তিলাওয়াত কর’
[মুসান্নাফ ইবন আবী শাইবাহ:৮৫৭২]।

০৩. বিশুদ্ধ সালাত আদায়ের জন্য কুরআন শিখা বাধ্যতামূলক।

০৪. কুরআন-এর লা'নত থেকে বাঁচার জন্য।

**যারা ভর্তি হতে ইচ্ছুক, তারা এখনি আমাদের ইনবক্সে
ম্যাসেজ করুন।

আসসালামু আলাইকুমপবিত্র মাহে  রমজান উপলক্ষে (online class)অনলাইনে সহীহ-শুদ্ধভাবে কুরআন শিক্ষা কোর্সে ভর্তি চলছে।আমরা অনেক...
28/02/2024

আসসালামু আলাইকুম
পবিত্র মাহে রমজান উপলক্ষে (online class)
অনলাইনে সহীহ-শুদ্ধভাবে কুরআন শিক্ষা কোর্সে ভর্তি চলছে।

আমরা অনেকে আছি যারা অবহেলা বা অনেক সমস্যার কারনে কুরআন শিক্ষা করতে পারিনি।আর এখনো নানান কাজে ব্যাস্ততার জন্য কুরআন শিক্ষা করার সময় পায় না।আবার অনেক বড় হয়ে গিয়েছি এসময় কুরআন শিখতে লজ্জা করে।তাদের জন্য নিয়ে আসলাম এই কোর্স।

রমাদান কোর্সে যা থাকছে:-
১.কায়দা
২.আমপারা
৩.পবিত্র কুরআন শিক্ষা
*আমাদের কোর্সটি সম্পূর্ণকরতে 30 দিন সময় লাগবে।
*আমাদের কোর্সে আপনে ৩০ দিনে কুরআন পড়ার দক্ষতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ।
*প্রত্যেককে প্রাইভেট ভাবে(One to One)পড়ানো হয়।
*প্রত্যেক ক্লাসের শিট প্রদান করানো হয়।
*জুম/হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ঘরে বসে সরাসরি ক্লাস করার সুযোগ।
*সহজ ও জটিলতামুক্ত নিয়ম-কানুন উপস্থাপন।
*অল্প সময়ে সহীহ-শুদ্ধভাবে কুরআন শিখার সুযোগ

🔴 কোর্স ও ভর্তি সংক্রান্ত তথ্যঃ
_______________________
♦ লেভেল ক্যাটাগরিঃ
১. (লেভেল-A 👉 মক্তব বিভাগ- নাজেরা বিভাগ ) - যারা একেবারে শূন্য পর্যায়ে অর্থাৎ যারা আরবী অক্ষর জানেন না। কোর্স মেয়াদ ১বছর।
কায়দা + আমপাড়া ও প্রয়োজনীয় দোয়া দূরুদ, মাসয়ালা মাসায়েল ইত্যাদি ১ বছর।
আল-কুরআন ১ বছর।

২. (লেভেল B 👉 নাজেরা বিভাগ ) - যারা আরবী অক্ষর চিনেন, জানেন কিন্তু বিশুদ্ধ করে কুরআন পড়তে জানেন না। কোর্স মেয়াদ ১ বছর।

৩.(লেভেল C ) - যারা সহি করে কুরআন পড়তে পারেন। কিন্তু অর্থ সহ শিখতে চান তাদের জন্য।
কোর্স মেয়াদ ৬ মাস।

৪.(লেভেল D) যারা কুরআনে হাফেজ হতে চান।
কোর্স মেয়াদ ৩ বছর।

♦ #প্রতি_সপ্তাহে_৫ _দিন ক্লাস। সময় ঃ ১ ঘন্টা।

♦ ভর্তি ফি রমজানের জন্য ফ্রী
মাসিক বেতন (আলোচনা সাপেক্ষে)

♦ ১২ মাস-ই ভর্তি চলবে।
♦ প্রতি মাসের ০১ তারিখ থেকে,অথবা যেকোনো দিন থেকে নতুন ছাত্র / ছাত্রী পেশাজীবিরা ভর্তি হতে পারবেন এবং
ক্লাস শুরু করতে পারবেন ।

#ভর্তির_জন্য_বয়সসীমা।

♦️বয়স ঃ ৪ বছর থেকে ৭০ বছর।
ছেলে/ মেয়ে ভর্তি হতে পারবেন।

♦️একজন টিচারের কাছে একজন স্টুডেন্ট ও পড়তে পারে।
এক সাথে ৫/১০ জন কে গুরুপেও পড়ানো হয়।
*যারা ভর্তি হতে ইচ্ছুক, তারা এখনি আমাদের ইনবক্সে
ম্যাসেজ করুন।

#পাঠ_দানের_মাধ্যমঃ
ZoomApp.WhatsApp.Imo. Messenger Skype.
যেকোনো একটির মাধ্যমে পাঠ গ্রহণ করা যাবে।

🕋 ভর্তি ও কোর্স সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুনঃ০১৩১১৯১২৪৯৭ /
০১৭৯৭১৩৭৪৮৫ (call, imo, whatsApp,)
◼️কেন আপনি কুরআন শিখবেন?
------------------------------------------------

০১. কুরআন শিক্ষা মুসলমানদের জন্য ফরজঃ
প্রত্যেক মুসলিমকে কুরআন সহিহ করে পড়া জানতে হবে। যে নিজেকে মুসলিম হিসাবে দাবী করবে তাকে অবশ্যই কুরআন শিক্ষা করতে হবে। কুরআন শিক্ষা করা এতো গুরুত্বপূর্ণ বিষয় যে, আল্লাহ তা‘আলা কুরআন শিক্ষা করা ফরয করে দিয়েছেন। আল্লাহ তা‘আলা বলেন:

﴿ اقْرَ‌أْ بِاسْمِ رَ‌بِّكَ الَّذِي خَلَقَ ﴾ [العلق: ١]

অর্থ: ‘পড় তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন’ [সূরা আলাক : ১]।

০২. কুরআন শিক্ষায় কোন প্রকার অবহেলা করা যাবে না। উম্মাতকে কুরআন শিক্ষার নির্দেশ দিয়ে ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, «تَعَلَّمُوا الْقُرْآنَ ، وَاتْلُوهُ»

অর্থ:‘তোমরা কুরআন শিক্ষা কর এবং তিলাওয়াত কর’
[মুসান্নাফ ইবন আবী শাইবাহ:৮৫৭২]।

০৩. বিশুদ্ধ সালাত আদায়ের জন্য কুরআন শিখা বাধ্যতামূলক।

০৪. কুরআন-এর লা'নত থেকে বাঁচার জন্য।

অথবা,
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এড হবেন। https://chat.whatsapp.com/IbP5wfz22Hn37ly9yJ7GFd

আজকের সেরা ছবি 😍😍
03/10/2023

আজকের সেরা ছবি 😍😍

13/09/2023
11/09/2023

যমুনা নদী

11/09/2023

মন জুড়ানো তেলাওয়াত

*"ইসলামি সাধারণ জ্ঞান"* ১৭। ঈমান কাকে বলে? ঈমান কি কখনও বাড়ে বা কমে যায়?ঈমান অর্থ বিশ্বাস। শরীয়তের পরিভাষায়:الإيمان ...
11/09/2023

*"ইসলামি সাধারণ জ্ঞান"*

১৭। ঈমান কাকে বলে? ঈমান কি কখনও বাড়ে বা কমে যায়?

ঈমান অর্থ বিশ্বাস। শরীয়তের পরিভাষায়:

الإيمان قول باللسان وعقد بالجنان وعمل بالأركان

মুখে স্বীকৃতি দেয়া, অন্তরে বিশ্বাস স্থাপন করা এবং অঙ্গ-প্রত্যঙ্গের মাধ্যমে তা কাজে পরিণত করার নাম ঈমান।

রসূলুল্লাহ (স.) বলেন -

الإيمان بضع وسبعون أو بضع وستون شعبة، فأفضلون لا إله إلا الله وأدناها الساعة الأذى عن الطريق في الحياء شعبة من الإيمان

“ঈমানের ৭৭ বা ৬৭ টি শাখা রয়েছে। যেগুলোর মধ্যে সর্বোত্তম শাখা হলো এ কথা বলা যে, আল্লাহ ছাড়া সত্য কোন ইলাহ নেই। আর সেগুলোর সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। আর লজ্জা হলো ঈমানের একটি অঙ্গ।' মুসলিম ৫৮

নেক আমল বা সৎকাজের মাধ্যমে ঈমান বাড়ে, আর অসৎ কাজের মাধ্যমে ঈমান কমে যায়। আল্লাহ তা'য়ালা বলেন -

وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ ءَايَٰتُهُۥ زَادَتْهُمْ إِيمَٰنًا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ

“আর যখন তাদের সামনে তাঁর (আল্লাহর) আয়াতসমূহ তিলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়।” সূরা আনফাল ৮:২

তাই ঈমান বৃদ্ধির জন্য আমরা সবসময় আল্লাহকে স্মরণ করব, নিয়মিত কুরআনুল কারীম তিলাওয়াত করব, কুরআন নিয়ে বেশী বেশী চিন্তা ও গবেষণা করব, নবী মুহাম্মাদ (স.) এর অনুসরণে বেশী বেশী আমল করব।

Address

Naogaon

Telephone

+8801797137485

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abu sayed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abu sayed:

Share