Bristy blog

Bristy blog Hi! iam Bristy moni.This is my vloge page all of you follow it and stay tuned.Thank you.নওগাঁর মেয়ে
(2)

কিছু মানুষ আজও বলে — সিজারে নাকি মা হতে কোনো কষ্টই হয় না!"হাসি পায়...! তাহলে শুনো — কষ্ট যদি না-ই হতো, তাহলে সিজারের আ...
29/08/2025

কিছু মানুষ আজও বলে — সিজারে নাকি মা হতে কোনো কষ্টই হয় না!"হাসি পায়...! তাহলে শুনো — কষ্ট যদি না-ই হতো, তাহলে সিজারের আগে সেই মা কেন কাঁপতে কাঁপতে ওটিতে যায়?
কেন সন্তান জন্মের মুহূর্তে সে নিজের মৃত্যুর আশঙ্কায় কালেমা পড়তে থাকে?
ওটি টেবিলে যখন শরীরটা কাটা হয়,
তবুও সে জেগে থাকে!
কারণ, অপারেশনের সময় মা পুরোটা শুনতে পায় —
পেট কাটা, মাংস কাটা, নাড়ি টানা সব আওয়াজ!
একটা সময়ের পর ব্যথা বলে কিছু থাকে না,
থাকে শুধু নিঃশ্বাস আটকে আসা ভয়।
সিজার শেষে সেই মাকে ২৪ ঘণ্টা পানি পর্যন্ত খেতে দেওয়া হয় না।
তবুও সে নালিশ করে না।
এই পড়ে থাকা, নাড়িভুঁড়ি সেলাই করে গভীর ব্যথা শরীর নিয়ে
এই সন্তানকে দেখবে বলে অস্থির করেদেয়। ওঠে এসে ওকে
থাকা ছাড়া কোনো ভঙ্গিতে থাকা যায় না।
বাচ্চাকে কোলে নিতেও বুক কাঁপে।
শুধু সেলাইটা ছিঁড়ে যাবে বলে নয়,
দুর্বল শরীর আর তীব্র যন্ত্রণা সহ্য করে
সেই মা, প্রথমবার নিজের সন্তানকে স্তন্যদান করে।পাঁচ মিনিট দাঁড়ানোর শক্তি থাকে না,
তবুও ব্যথায় ফেটে যাওয়া গায়ে দাঁড়িয়ে
বাচ্চাকে কোলে নেয়।
দিনে দিনে ক্ষত শুকায় ঠিকই,
কিন্তু ওর মনের ক্ষত কেউ দেখে না।
জীবনের শেষদিন পর্যন্ত একটা কাটা দাগ বয়ে বেড়াতে হয়—
স্মৃতি হিসেবে নয়,
ত্যাগের সনদ হিসেবে।
তবুও কেউ কেউ বলে — "সিজার কষ্ট না।"
তারা মায়ের কান্না শোনেনি,
শুনলেও বুঝবে না।
"সন্তান জন্মানোটা কোনো মেকানিক্যাল প্রসেস না,
এটা একটা মা’র আত্মা ছিঁড়ে বের হওয়া — যন্ত্রণার নাম।
সেই যন্ত্রণা হোক সিজারেই হোক বা নরমালে —
মা, সব কষ্টের উপরে।"
যারা বলে সিজারে নাকি কষ্ট কম,
তারা একবার অন্তত সিজারের মায়ের পাশে রাত কাটিয়ে দেখুক।
"একজন মা, মা হয় জন্ম দেওয়ার কষ্টে, সে নরমাল হোক বা সিজার — কষ্টটা কিন্তু মা'ই বোঝে..."

15/08/2025

মাতৃত্বের প্রথম ত্যাগ হচ্ছে ঘুম।।

মাতৃত্ব কি শুধুই সুন্দর ভয়ংকর সুন্দর।।।
11/08/2025

মাতৃত্ব কি শুধুই সুন্দর ভয়ংকর সুন্দর।।।

ভয়ংকর অভিজ্ঞতা।।
07/08/2025

ভয়ংকর অভিজ্ঞতা।।

05/08/2025

শুধু ভয় 🥲
এমনি.....

31/07/2025

এখন শুধুই টেন*শন
🥲

শুভ সকাল।।
28/07/2025

শুভ সকাল।।

মামা কতো সুন্দর অভিনয় করতে জানে।।🫠🫠
26/07/2025

মামা কতো সুন্দর অভিনয় করতে জানে।।🫠🫠

25/07/2025

উত্তম জীবন সঙ্গি আতরের মতো সুঘ্রাণ ছড়ায়।।❤️

21/07/2025

আজকের মাইলস্টোনের ঘটনাটি খুবই অনাকাঙ্খিত। আল্লাহ আপনি মাইলস্টোনের ছোট ছোট আহত বাচ্চাগুলোর প্রতি রহমত দান করেন। বাচ্চাগুলোর বয়স ৮-১২ বছর. 🥲🥲আপনি ওদের কষ্ট-ব্যাথা-যন্ত্রনা কমিয়ে দিন। তাদের মা-বাবাদেরও মনের শক্তি দান করেন।

ডিম বড়া কে কে খেয়েছেন।।শুভ সকাল।।
21/07/2025

ডিম বড়া কে কে খেয়েছেন।।শুভ সকাল।।

মেঘলা আকাশ।।।শুভ সকাল সবাই কে।।
20/07/2025

মেঘলা আকাশ।।।শুভ সকাল সবাই কে।।

Address

Naogaon

Alerts

Be the first to know and let us send you an email when Bristy blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bristy blog:

Share