29/07/2025
আমার একটা ঘর হোক।
খুব বড় না হোক, কিন্তু নিজের হোক!
যে ঘরের প্রতিটি কোণায় থাকবে আমার হাতের ছোঁয়া,
দামী কিছু চাইনা, শুধু আমার প্রিয় জিনিসগুলো থাকুক!
সকালের সূর্যের আলো এসে বলুক—
চলো আজ নতুন করে শুরু করি!
একটা ছোট্ট জানালা থাকুক, যে জানালা দিয়ে হাওয়া এসে আমার সব মন খারাপ মুছে দিয়ে যাবে।
বিছানার চাদর হোক আমার প্রিয় রঙে মোড়ানো।
বারান্দায় অল্প একটু জায়গা থাকুক,
আমার প্রিয় ফুলগাছগুলোর জন্য,
যার মিষ্টি সুগন্ধ আমার ঘরের প্রতিটি কোণা পর্যন্ত ছড়িয়ে পড়বে।
আমার যত্নে বেড়ে উঠবে প্রতিটা দিন।
এমন একটা ঘর হোক যেখানে জানালা দিয়ে সূর্য অস্ত দেখতে পারব, রাতের বেলা ঘুমানোর সময় শুয়ে শুয়ে চাঁদের সাথে কথা বলতে পারবো।
এমন একটা ঘর হোক যেটা হবে ঠিক আমার মতন।
যেখানে আমি আসলে আমি হতে পারি,
মন খারাপে একা একা একটু চুপ করে বসে থাকতে পারি।
যেখানে কাউকে জবাবদিহিতা দেওয়ার প্রয়োজন পড়বে না।
বাইরের কোলাহল আমাকে স্পর্শ করতে পারবে না।
খুব বেশি কিছু চাই না
শুধু আমার ছোট্ট একটা ঘর হোক।
যেখানে আমার স্বপ্নরা বেঁচে থাকবে।
যে ঘরে থাকবে শুধু শান্তি। আমার শান্তি!🕊️🤍