Projonmeralo Naogaon

Projonmeralo Naogaon ২৪ঘণ্টা /৭দিন সাধারন মানুষ এর কাছে অজানা সংবাদ প্রচার করা টাই আমাদের প্রধান লক্ষ।

রাসেল'স ভাইপার নিয়ে ভুল তথ্য ছড়িয়ে জনমনে আতংক ছড়ানো বন্ধ হোক--প্রয়োজন জনসচেতনতা---এটা আমাদের দেশী সাপ।এরচেয়ে অনেক বিষধর...
22/06/2024

রাসেল'স ভাইপার নিয়ে ভুল তথ্য ছড়িয়ে জনমনে আতংক ছড়ানো বন্ধ হোক--প্রয়োজন জনসচেতনতা---
এটা আমাদের দেশী সাপ।এরচেয়ে অনেক বিষধর সাপ গোখরা, কেউটে/ কালাচ আমাদের বাড়ির আশেপাশেই বাস করে। রাসেলস ভাইপার অবশ্যই বিষধর সাপ ও এর বিষ মানুষের জন্য অনেক ক্ষতিকর। কিন্তু ফেসবুকে যেভাবে একে রাক্ষসের মত বিশাল ভয়ঙ্কর হিসাবে প্রেজেন্ট করা হচ্ছে ততটা ভয়ংকর এরা না। এর কোনো পাখা নেই যে আপনাকে উড়ে এসে কামড় দিবে।
যে কোনো গর্তে,ঝোপঝাড়ে হাত ঢুকানোর আগে সেখানে কিছু লুকিয়ে আছে কিনা তা চেক করে হাত ঢুকাবেন।এরা যেহেতু গ্রাউন্ড স্নেক, তাই জমিতে কাজ করার সময় গাম বুট পড়ে কাজ করতে হবে।কোনো সাপ দেখলেই পালোয়ানী দেখাতে তা ধরতে ও মারতে যাবেন না,এতে কামড় খেয়ে যাবেন।মনে রাখবেন সচেতনতাই আমাদের একমাত্র রক্ষাকবচ।
যে কোনো সাপের কামড় খেলেই দ্রুত জেলার প্রধান সরকারি হাসপাতালে যাবেন।ওঝা,কবিরাজের কাছে গিয়ে মইরেন না।কারন এই ওঝা, কবিরাজরা সাপের কামড় খেলে নিজেরায় বাচার জন্য হাসপাতালে ছুটে।
রাসেলস ভাইপার আপনার বাড়িতে এসে বিছানায় উঠে কামড়ানের চান্স কম।জমিতে বা মাঠে ঘাটে ভুল করে আপনার পা এর গায়ে উঠে গেলে যে কোনো সাপই আপনাকে কামড়িয়ে দেবে। এমন কি আপনার বাড়ির পোষা কুকুর বিড়ালের লেজে আপনি পাড়া দিলেও ঘুরে আপনাকে কামড় বসিয়ে দিবে।
সাপের কোনো শখ নাই মানুষকে কামড়ানোর।এটা ওদের ডিফেন্স মেকানিজম।শুধুমাত্র ভয় বা আঘাত পেলেই সাপ কামড় দেয়।
বরেন্দ্রভূমিতে রাসেলস ভাইপার অনেক তাই সাবধানে চলাচল করতে হবে।
নির্দেশনাগুলো মেনে চলুন:
• যথাসম্ভব সাপ এড়িয়ে চলুন, সাপ দেখলে তা ধরা বা মারার চেষ্টা করবেন না। প্রয়োজনে অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিন বা নিকটতম বন বিভাগ অফিসে খবর দিন।
• যেসব এলাকায় রাসেলস ভাইপার দেখা গিয়েছে, সেসব এলাকায় চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করুন।
• রাতে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন।
• সাপে কাটলে ওঝার কাছে গিয়ে সময় নষ্ট করবেন না। রোগীকে শান্ত রাখার চেষ্টা করুন। দংশিত স্থানের উপরে হালকা করে বেঁধে দিন।
• রোগীকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যান।
• আতঙ্কিত হবেন না, রাসেলস ভাইপারের অ্যান্টি ভেনম নিকটস্থ হাসপাতালেই পাওয়া যায়।--- জন সচেতনতায়; প্রজন্মের আলো/ প্রজন্মের মেলা, প্রজন্ম টিভি, নওগাঁ।

আত্রাই প্রেস ক্লাবের পক্ষ থেকে নব-নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব এ্যাডভোকেট ওমর ফারুক সুমন কে সংবর্ধনা--
26/01/2024

আত্রাই প্রেস ক্লাবের পক্ষ থেকে নব-নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব এ্যাডভোকেট ওমর ফারুক সুমন কে সংবর্ধনা--

প্রজন্মের আলো- প্রজন্মের মেলা সমাজ কল্যাণ কর্মসূচির অংশ হিসেবে  বান্দাইখাড়া গ্রামে শীতবস্ত্র বিতরণ করেন প্রজন্মের আলো স...
22/01/2024

প্রজন্মের আলো- প্রজন্মের মেলা সমাজ কল্যাণ কর্মসূচির অংশ হিসেবে বান্দাইখাড়া গ্রামে শীতবস্ত্র বিতরণ করেন প্রজন্মের আলো সম্পাদক, প্রজন্মের মেলা কেন্দ্রীয় কমিটির সভাপতি, বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ জনাব আব্দুর রহমান রিজভী স্যার--
২১/০১/২০২৪

এক যুগে প্রজন্মের আলো। যারা পাশে আছেন সার্বিক সহযোগিতা করছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।www.projonmeralo.comprojo...
17/01/2024

এক যুগে প্রজন্মের আলো। যারা পাশে আছেন সার্বিক সহযোগিতা করছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
www.projonmeralo.com
[email protected]
01753776262
Projonmer Alo

নওগাঁ -৫৩০ টি কেন্দ্র ফলাফল নৌকা এগিয়ে
07/01/2024

নওগাঁ -৫
৩০ টি কেন্দ্র ফলাফল
নৌকা এগিয়ে

নওগাঁর কবি ও সাহিত্যিকদের সংগঠন নওগাঁ সাহিত্য পরিষদের কমিটিতে কার্যকরী সদস্য পদে প্রজন্মের আলো সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহ...
27/11/2023

নওগাঁর কবি ও সাহিত্যিকদের সংগঠন নওগাঁ সাহিত্য পরিষদের কমিটিতে কার্যকরী সদস্য পদে প্রজন্মের আলো সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী স্যার কে নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা।

নওগাঁ জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব মোঃ গোলাম মওলা স্যারের হাতে সাপ্তাহিক প্রজন্মের আলো পত্রিকার হার্ড কপি তুলে দেন সম্...
24/08/2023

নওগাঁ জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব মোঃ গোলাম মওলা স্যারের হাতে সাপ্তাহিক প্রজন্মের আলো পত্রিকার হার্ড কপি তুলে দেন সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী ।
এ সময় প্রজন্মের আলো ও প্রজন্মের মেলার কয়েকজন নেতৃবৃন্দ /শুভাকাঙ্ক্ষী এবং নওগাঁর সোসাল ইনোভেশন টিমের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২৩/০৮/২০২৩,বিকাল ৫ ঘটিকা।
www.projonmeralo.com

Address

Hat Naogaon

Alerts

Be the first to know and let us send you an email when Projonmeralo Naogaon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Projonmeralo Naogaon:

Share