Arshad bro 703

Arshad bro 703 তোমরা হাসলে আমি জীবন পাই, পেইজটা আমার শখের ভাই। যদি ভাবো এটা সাধারণ পেইজ, তাহলে একবার ঘুরে দেখো তুমি ভুল প্রমাণিত হবে।
(4)

তুমি হয়তো ভাবছো, কেউ দেখে না, কেউ লাইক দেয় না—তোমার চেষ্টা বুঝি বৃথা যাচ্ছে? না ভাই, একটাও চেষ্টা কখনো বিফলে যায় না। আজক...
30/06/2025

তুমি হয়তো ভাবছো, কেউ দেখে না, কেউ লাইক দেয় না—তোমার চেষ্টা বুঝি বৃথা যাচ্ছে? না ভাই, একটাও চেষ্টা কখনো বিফলে যায় না। আজকে যেই পোস্টে কেউ রিঅ্যাক্ট করছে না, কাল সেটা কারো জীবনের প্রেরণা হয়ে যাবে। ফেসবুকের পথটা সহজ না—এখানে ধৈর্য, আত্মবিশ্বাস আর নিজের প্রতি ভালোবাসা লাগে। যারা আজ তোমাকে উপেক্ষা করছে, একদিন তারাই তোমার পোস্ট স্ক্রিনশট দিয়ে বলবে—এই মানুষটার সঙ্গে একসময় একসাথে ছিলাম। তাই থামো না, কারণ হেরে যাওয়ার জন্য নয়—তুমিও তৈরি হয়েছো জয়ের গল্প লেখার জন্য।

তোমার পোস্টে লাইক নাই, কমেন্ট নাই—তাই তুমি ভাবছো, তুমি ব্যর্থ? না ভাই, তুমি ব্যর্থ না—তুমি শুধুমাত্র সেই লড়াইয়ের মাঝে আছ...
30/06/2025

তোমার পোস্টে লাইক নাই, কমেন্ট নাই—তাই তুমি ভাবছো, তুমি ব্যর্থ? না ভাই, তুমি ব্যর্থ না—তুমি শুধুমাত্র সেই লড়াইয়ের মাঝে আছো, যেটা সবাই পার করে না। এখনকার এই নীরবতাই তোমার শক্তির সময়। যারা আজ পাত্তা দেয় না, তারাই একদিন বলবে—‘ভাই, তোমার মত করে লিখতে ইচ্ছা করে।’ শুধু একটুখানি ধৈর্য ধরো, কারণ রাত যত ঘন হয়, ভোর তত কাছাকাছি আসে।

তুমি এখন যাকে ভাবছো সবাই দেখে, সবাই চেনে', সে-ও একদিন তোমার মতোই ছিল—একাকী, অবহেলিত, অলিখিত। পার্থক্য শুধু একটাই—সে থামে...
29/06/2025

তুমি এখন যাকে ভাবছো সবাই দেখে, সবাই চেনে', সে-ও একদিন তোমার মতোই ছিল—একাকী, অবহেলিত, অলিখিত। পার্থক্য শুধু একটাই—সে থামেনি। ফেসবুকে সফলতা সবার হয় না, কিন্তু যারা ধৈর্য ধরে লেগে থাকে, তারা একদিন শুধু ফলোয়ারই না, সম্মানও অর্জন করে। মনে রেখো, তুমি থামলে গল্পটা এখানেই শেষ। কিন্তু টিকে থাকলে—তোমার নামেই একদিন নতুনদের অনুপ্রেরণা লেখা হবে।

তুমি যখন ফেসবুকে প্রথম পোস্ট দিলে, তখন কেউ দেখল না—এটাই স্বাভাবিক। কারণ এই প্ল্যাটফর্মটা ধৈর্য পরীক্ষা করে। অনেকেই শুরুত...
29/06/2025

তুমি যখন ফেসবুকে প্রথম পোস্ট দিলে, তখন কেউ দেখল না—এটাই স্বাভাবিক। কারণ এই প্ল্যাটফর্মটা ধৈর্য পরীক্ষা করে। অনেকেই শুরুতেই ভাবছে, কেউ দেখে না, কাজ করে কি লাভ? কিন্তু জানো কি? বড় কিছু গড়তে হলে আগে একা হাটতে শিখতে হয়। তুমি আজ যে নীরবতায় ডুবে আছো, সেটা একদিন ইতিহাস হয়ে উঠবে, যদি তুমি এখন থেমে না যাও। একটা সময় আসবে—তোমার পোস্ট শেয়ার হবে শত শত বার, তোমার কথা শুনতে মানুষ অপেক্ষা করবে। কিন্তু তার আগে তোমাকে প্রমাণ করতে হবে—তুমি হাল না ছেড়ে টিকে থাকতে পারো।

ফেসবুকে সফল হওয়া মানে শুধু লাইক কমেন্ট নয়, এটা একটা যাত্রা নিজেকে প্রকাশ করার, নিজের স্বপ্নের পেছনে দাঁড়ানোর। তুমি আজ হয়...
28/06/2025

ফেসবুকে সফল হওয়া মানে শুধু লাইক কমেন্ট নয়, এটা একটা যাত্রা নিজেকে প্রকাশ করার, নিজের স্বপ্নের পেছনে দাঁড়ানোর। তুমি আজ হয়তো নতুন, পোস্ট কেউ পড়ে না, লোকে রিঅ্যাক্ট দেয় না। তাতে কিছু আসে যায় না। কারণ সূর্যও প্রথমে একাই আলো দেয়, তারপর মানুষ তার দিকে তাকায়। যারা এখন তোমাকে চিনে না, একদিন তারাই বলবে ভাই, তোমার মত একটা শুরু করতে চাই। সুতরাং এখন হাল ছেড়ো না। তোমার প্রতিটা চেষ্টাই একদিন তোমার পরিচয় হয়ে দাঁড়াবে।

ফেসবুকে তুমি এখন নতুন তোমার পোস্টে লাইক কম, কমেন্ট নেই, কেউ সাপোর্ট করে না। মন খারাপ করাটাই স্বাভাবিক। কিন্তু মনে রেখো, ...
28/06/2025

ফেসবুকে তুমি এখন নতুন তোমার পোস্টে লাইক কম, কমেন্ট নেই, কেউ সাপোর্ট করে না। মন খারাপ করাটাই স্বাভাবিক। কিন্তু মনে রেখো, বড় গাছও একদিন ছোট চারা ছিল, একাকী, অচেনা। তুমি যদি ধৈর্য হারিয়ে ফেলে ফিরে যাও, তাহলে কেউ কখনো জানবেই না, তোমার ভিতরে কত আলো লুকানো ছিল। তাই আরেকটু সময় দাও নিজেকে। কাজ করে যাও, শেখো, শেয়ার করো, আর নিজেকে বিশ্বাস করো। কারণ যারা আজ তোমাকে অবহেলা করে, তারাই একদিন তোমার ইনবক্সে লিখবে ভাই, কিভাবে শুরু করেছিলে একটু বলবা?

27/06/2025

খেলাধুলা।

আজ জুম্মা…অনেকেই সেজদায় পড়ে, আর আমি পড়ি কান্নায়… সেজদার মাটিতেই লুকিয়ে রাখি আমার না পাওয়া গুলো। আল্লাহ, কেউ নেই আমা...
27/06/2025

আজ জুম্মা…অনেকেই সেজদায় পড়ে, আর আমি পড়ি কান্নায়… সেজদার মাটিতেই লুকিয়ে রাখি আমার না পাওয়া গুলো। আল্লাহ, কেউ নেই আমার না মা, না বাবা, না স্বপ্ন বোঝার মতো কোনো মানুষ। তুমি ছাড়া আর কার কাছে যাবো? যাদের বুকভরা কষ্ট, চোখভরা জল তারা আজ একটু বেশি করে ডাকো তোমার রবকে। কারণ, মানুষের দরজা বন্ধ হলেও আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না।

26/06/2025

আবারো চলে আসলাম প্যাডেল খেলতে।

ফেসবুকের শুরুটা যেন একটা শুন্য ঘর নীরব, নির্জন। কেউ দেখে না, কেউ বোঝে না। কিন্তু তুমিই যদি সেই ঘরে আলো জ্বালিয়ে রাখো, এক...
26/06/2025

ফেসবুকের শুরুটা যেন একটা শুন্য ঘর নীরব, নির্জন। কেউ দেখে না, কেউ বোঝে না। কিন্তু তুমিই যদি সেই ঘরে আলো জ্বালিয়ে রাখো, একদিন সেই আলোতেই ভরে যাবে পুরো দুনিয়া।

প্রথমদিকে ফেসবুকে কেউ তোমাকে গুরুত্ব দিবে না, এটা স্বাভাবিক। কারণ তারা ফল দেখে ভালোবাসে, বীজ দেখে না। কিন্তু তুমি যদি লে...
26/06/2025

প্রথমদিকে ফেসবুকে কেউ তোমাকে গুরুত্ব দিবে না, এটা স্বাভাবিক। কারণ তারা ফল দেখে ভালোবাসে, বীজ দেখে না। কিন্তু তুমি যদি লেগে থাকো, একদিন তারাই তোমার ছায়ায় আশ্রয় খুঁজবে।

ঘরে বাচ্চার মুখে হাসি চাই, কিন্তু বাজারের থলেটা খালি… রিজিক খুঁজতে খুঁজতে পা ব্যথা হয়ে যায়, অথচ কপাল যেন তালাবদ্ধ। মানুষ...
25/06/2025

ঘরে বাচ্চার মুখে হাসি চাই, কিন্তু বাজারের থলেটা খালি… রিজিক খুঁজতে খুঁজতে পা ব্যথা হয়ে যায়, অথচ কপাল যেন তালাবদ্ধ। মানুষ ভাবে আমি অলস, অথচ আমার তো শুধু একটুখানি রুজির জন্যই এই যুদ্ধ…

Address

Naogaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arshad bro 703 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share