Arshad bro 703

Arshad bro 703 তোমরা হাসলে আমি জীবন পাই, পেইজটা আমার শখের ভাই। যদি ভাবো এটা সাধারণ পেইজ, তাহলে একবার ঘুরে দেখো তুমি ভুল প্রমাণিত হবে।
(4)

08/11/2025

আজ তুই ছোট বলেই সবাই তোর উপর হাসে, কিন্তু একদিন তোর সফলতা এমন শব্দ করবে যে সেই হাসির আওয়াজও হারিয়ে যাবে। তাই থেমে যাস না, আজকের চেষ্টা কাল তোর গল্প হবে।

🕋 নামাজের দাওয়াত 🕋একদিন তোর নামটা ডাকবে— ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন...মানুষ বলবে, “ভালো মানুষ ছিল..কিন্তু তু...
07/11/2025

🕋 নামাজের দাওয়াত 🕋
একদিন তোর নামটা ডাকবে— ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন...
মানুষ বলবে, “ভালো মানুষ ছিল..কিন্তু তুই তখন শুনবি না… কারণ তুই তখন কবরের অন্ধকারে। তখন কেউ তোর পাশে থাকবেনা,শুধু নামাজটাই বলবে এই মানুষটা একদিন আল্লাহর সামনে সিজদা করেছিল…ভাই/বোন, আজই ফিরে আয় নামাজের পথে,আজই হাত তুল একবার আল্লাহর দিকে হয়তো কাল তোর সেই হাতটা জান্নাতের দোয়ার ছোঁয়া পাবে না 💔🕋 নামাজ তোর জীবনকে বাঁচাবে, কবরের অন্ধকারে আলো দেবে

07/11/2025

🕋 জুম্মা মোবারক 🇸🇦
সৌদি আরবের বুকে আজও বাজে সেই পবিত্র আহ্বান হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ।
হে আল্লাহ, এই জুমার দিনে আমাদের চোখে তওবার অশ্রু দিন,আর অন্তরে এমন শান্তি দিন, যা শুধু আপনার সন্তুষ্টিতেই মেলে।
🤲 আল্লাহুম্মা আমীন। জুম্মা মোবারক, রহমতের ছায়া বর্ষিত হোক সবার জীবনে।

06/11/2025

যারা আজ তোমার স্বপ্নে হাসছে, একদিন তারাই তোমার সাফল্যের আলোয় চোখ ঢাকবে শুধু থেমো না, কারণ নীরব পরিশ্রমের শব্দই সবচেয়ে জোরে বাজে পৃথিবীতে।

05/11/2025

আজ যারা তুই পারবি না বলে দূরে সরে গেছে, একদিন তারাই তোমার নাম শুনে চুপ হয়ে যাবে কাজটা থামিও না, কারণ ইতিহাস সবসময় নীরবদের নয়, অধ্যবসায়ীদের মনে রাখে।

একদিন তোর প্রাণটা চলে যাবে নিঃশব্দে, চারপাশে কান্না, কিন্তু তুই শুনবি না একটাও শব্দ 🕋💔সেই কবরের অন্ধকারে কেবল একটাই প্রশ...
04/11/2025

একদিন তোর প্রাণটা চলে যাবে নিঃশব্দে, চারপাশে কান্না, কিন্তু তুই শুনবি না একটাও শব্দ 🕋💔সেই কবরের অন্ধকারে কেবল একটাই প্রশ্ন নামাজ কোথায় ছিল তোর 😭আজ যেই নামাজকে তুই হালকা ভাবছিস, কাল সেই নামাজই তোর একমাত্র ভরসা হবে ভাই, এখনো সময় আছে, আজই সিজদায় ফিরে যা,যেন মৃত্যুর পর আল্লাহ বলেন চল, আমার জান্নাতে আসো 🤲💧

যারা এখন থেমে যাচ্ছে, তারা বোঝে না ঝড় থেমে গেলে আকাশই সবচেয়ে পরিষ্কার হয়। আজ যদি হাল না ছাড়ো, কাল তোমার নামই হবে অনুপ্রে...
03/11/2025

যারা এখন থেমে যাচ্ছে, তারা বোঝে না ঝড় থেমে গেলে আকাশই সবচেয়ে পরিষ্কার হয়। আজ যদি হাল না ছাড়ো, কাল তোমার নামই হবে অনুপ্রেরণার আরেক নাম।

02/11/2025

যারা আজ কাজ ছেড়ে চলে যাচ্ছে, তারা বুঝতে পারছে না বীজ বপনের পর ফল পেতে সময় লাগে 🌱 তুমি শুধু থেকো, জল দিও পরিশ্রমের মাটিতে। একদিন সেই মাটিতেই গজাবে তোমার সফলতার গাছ যার ছায়ায় সবাই আসন পেতে বসবে।

31/10/2025

🕋 জুম্মা মোবারক 🇸🇦
সৌদি আরবের আকাশে আজ নূরের আলো ঝরে,মক্কার বাতাসে ভেসে আসে রহমতের ঘ্রাণ। হে আল্লাহ, এই পবিত্র জুমার দিনে আমাদের দুঃখগুলো দূর করুন, আর জীবনের প্রতিটি পথে হিদায়েতের আলো ছড়িয়ে দিন। আল্লাহ আমাদের সবাইকে তাঁর সন্তুষ্টির পথে রাখুন।
জুম্মা মোবারক সবাইকে

30/10/2025

আজ তুমি যে কষ্টে আছো, একদিন সেই কষ্টই তোমার আত্মবিশ্বাস হয়ে দাঁড়াবে মানুষ অবাক হয়ে বলবে, ও কি করে পারলো? কিন্তু তুমি জানবে, তুমি হাল ছাড়োনি বলেই পেরেছিলে।

Address

Dhaka
Naogaon
6530

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arshad bro 703 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share