
30/06/2025
তুমি হয়তো ভাবছো, কেউ দেখে না, কেউ লাইক দেয় না—তোমার চেষ্টা বুঝি বৃথা যাচ্ছে? না ভাই, একটাও চেষ্টা কখনো বিফলে যায় না। আজকে যেই পোস্টে কেউ রিঅ্যাক্ট করছে না, কাল সেটা কারো জীবনের প্রেরণা হয়ে যাবে। ফেসবুকের পথটা সহজ না—এখানে ধৈর্য, আত্মবিশ্বাস আর নিজের প্রতি ভালোবাসা লাগে। যারা আজ তোমাকে উপেক্ষা করছে, একদিন তারাই তোমার পোস্ট স্ক্রিনশট দিয়ে বলবে—এই মানুষটার সঙ্গে একসময় একসাথে ছিলাম। তাই থামো না, কারণ হেরে যাওয়ার জন্য নয়—তুমিও তৈরি হয়েছো জয়ের গল্প লেখার জন্য।