20/10/2025
সর্বশেষ খবর: শাহজালাল বিমানবন্দরে আগুন
তারিখ: ২০ অক্টোবর ২০২৫, সোমবার, সকাল ৯.৩০
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে ১৮ অক্টোবর (শনিবার) দুপুরে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আজ (সোমবার) সকাল পর্যন্ত পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তবে, মূল মনোযোগ এখন ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং আগুন লাগার কারণ উদঘাটনের দিকে।
১. পরিস্থিতি ও কার্যক্রমের সর্বশেষ অবস্থা
আগুন নির্বাপণ: ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে যে, ২৭ ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর গতকাল (১৯ অক্টোবর, রবিবার) বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে কার্গো ভিলেজের আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়েছে।
ফ্লাইট চলাচল: গতকাল রাত ৯টা থেকে বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা স্বাভাবিক হয়েছে। তবে, এখনো কিছু আন্তর্জাতিক ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে ২ থেকে ৩ ঘণ্টা দেরিতে ঢাকা ছাড়ছে।
শীতলীকরণ (Cooling) কাজ: আগুন সম্পূর্ণ নিভে গেলেও, ধ্বংসস্তূপের গভীরে থাকা দাহ্য পদার্থ থেকে যেন আবার ধোঁয়া বা আগুন না ছড়ায়, সেজন্য ফায়ার সার্ভিসের কিছু ইউনিট আজও শীতলীকরণ কাজ চালিয়ে যাচ্ছে।
২. ক্ষয়ক্ষতি ও অর্থনৈতিক প্রভাব
ক্ষতির আশঙ্কা: আমদানি করা তৈরি পোশাকের কাঁচামাল, গুরুত্বপূর্ণ নমুনা (Samples) এবং ফার্মাসিউটিক্যাল পণ্যসহ বিপুল পরিমাণ মালামাল আগুনে পুড়ে গেছে।
আর্থিক ক্ষতি: পোশাক শিল্প মালিকদের সংগঠন (বিজিএমইএ) এবং রপ্তানিকারকরা আশঙ্কা করছেন, এই অগ্নিকাণ্ডের কারণে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হাজার কোটি টাকার বেশি ক্ষতি হতে পারে এবং দেশের রপ্তানি বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
আহতদের অবস্থা: আগুন নেভানোর সময় আহত হওয়া ২৫ জন আনসার সদস্যসহ মোট ৩৫ জন চিকিৎসা শেষে এখন শঙ্কামুক্ত।
৩. তদন্তের অগ্রগতি
একাধিক কমিটি: অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং অর্থ মন্ত্রণালয় আলাদাভাবে তদন্ত কমিটি গঠন করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গঠিত কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
নাশকতার সন্দেহ: এই অগ্নিকাণ্ড দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ঘটা ধারাবাহিক আগুনের ঘটনার মধ্যে অন্যতম। একাধিক ব্যবসায়িক সংগঠন আগুনের কারণ নিয়ে সন্দেহ প্রকাশ করে নাশকতার সম্ভাবনাও খতিয়ে দেখার দাবি জানিয়েছে।
অপেক্ষায় কর্তৃপক্ষ: তদন্ত কমিটির আনুষ্ঠানিক প্রতিবেদন না আসা পর্যন্ত আগুন লাগার প্রকৃত কারণ (নাশকতা, শর্ট সার্কিট বা অব্যবস্থাপনা) এবং চূড়ান্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।