Sha-Won

Sha-Won I'm So Simple & Like To Play Cricket Football.

আপনারা ইদা'নিং বিষয়টা খেয়াল করছেন কিনা জানি না, যে পু'লিশ এখন আগের থেকে অনেক মা'নবিক হইছে।আগে পু'লিশ এমনেই পিটা'ইতো, এখন...
24/04/2025

আপনারা ইদা'নিং বিষয়টা খেয়াল করছেন কিনা জানি না, যে পু'লিশ এখন আগের থেকে অনেক মা'নবিক হইছে।

আগে পু'লিশ এমনেই পিটা'ইতো, এখন এক হাতে ফা'স্ট এইড ব'ক্স নিয়া পি'টায়😂😂

ওহে বাঙ্গালি বাটা-কেএফসি'র পর যদি নেক্সট প্রোজেক্ট এটা হয় তাহলে আমাকেও সঙ্গে নিও 😀😀😀
09/04/2025

ওহে বাঙ্গালি বাটা-কেএফসি'র পর যদি নেক্সট প্রোজেক্ট এটা হয় তাহলে আমাকেও সঙ্গে নিও 😀😀😀

08/04/2025

আমাকে চিরকাল মনে রাখার মতো কোনো উপযুক্ত কারণ আমি কখনোই হতে পারিনি,তবে সমকালীন অসংখ্য কারণ আমি কমবেশি সকলেরই হয়েছি। আমাকে অনন্তকাল ধরে ভালোবেসে আগলে রাখার মতো একটি মানুষও আমি পাইনি!
তবে স্বল্প আবেগে নিস্বপবিত হয়ে ভালোবাসি ভালোবাসি বলে যাওয়া মানুষের অভাব হয়নি আমার এই ছোট জীবনে। অকারণে, অপ্রয়োজনে খুঁজ নেয় এমন মানুষের সংখ্যা আমার জীবনে শূণ্যের কৌটায়,তবে সাময়িক সময় কা'টানোর জন্য আমি অনেকের'ই শূণ্যস্তান পূরণ করেছি দীর্ঘসময় দিয়ে।
আমার মন খারাপে এককালীন সজিব সান্ত্বনা দিয়ে অনেকেই পালিয়েছে।কিন্তু মন খারাপ নিয়ে আমার কাছে কেউ সময় চাইলে আমি তার একাকিত্বে ভরা অসংখ্য নিঃসঙ্গ ডাক বিনিদ্র থেকেও সময় দিয়েছি।
সাময়িকভাবে পাশে থেকে অনেকেই বন্যার স্রোতের মতো রঙ বেরঙের ভালোবাসা দেখিয়ে গেছে, আবার সেই স্রোতে তারা ভেসেও গেছে।কেউ সারাজীবন থেকে যায়নি। সময় কত দ্রুতই না বদলে যায়, আপন হয়ে থেকে যেতে আসা মানুষগুলো সময়ের ফাঁ'দে পা ফেলে স্বার্থপর হয়ে চলে গেছে কতো মানুষগুলো আমার ভাবনার চাইতেও বেশি ভাবাত্মক

ইউনূস ধার্মিক মানুষ না। উনি একজন লিবারেল ডেমোক্রেট।হাসিনার মতো তাহাজ্জুদের গল্প উনি শোনান না। অথচ ইউনূসের হাত ধরেই হজ্জে...
26/03/2025

ইউনূস ধার্মিক মানুষ না। উনি একজন লিবারেল ডেমোক্রেট।
হাসিনার মতো তাহাজ্জুদের গল্প উনি শোনান না।
অথচ ইউনূসের হাত ধরেই হজ্জের জন্য বিশেষ অ্যাপ তৈরি হলো। দোয়া থেকে শুরু করে চিকিৎসা পর্যন্ত পাবেন হাজ্বীরা।
এবারই প্রথম রমজানে সেহরি বা ইফতারে কারেন্ট গেল না। গ্রামের লোকজন যে কী আরাম পাইছে, তারাবী পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, চিন্তা করতে পারবেন না।
রমজান পার হয়ে ঈদ চলে আসলো। বাজার স্টেবল। কত মানুষ যে কতজনকে ইফতার করাইতে পারছে এবার। অথচ গতবার এইটা কমাতে হয়েছিলো অনেক।
আজ ভাষণে ইউনূস বললেন, ঈদে আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন। শবে ক্বদরে দেশের জন্য দোয়া করবেন। গরীব আত্মীয়দের সাহায্য করবেন।
এই কথা বা কাজগুলো গত ১৫ বছর তথাকথিত তাহাজ্জুদ পড়া কওমী জননীর থেকে শুনতে পেয়েছিলেন?
পান নাই।
পেয়েছিলেন আমি সবাইকে খাওয়াই, সবাইকে ইফতার করাই, দেশে প্রচুর উন্নয়ন হয়েছে, কোন গরীব নাই, মিষ্টি কুমড়ার বেগুনি খান, রমজানে এতো বেশি বেশি খান কেন? কম খান। সাথে তো তারাবি আর সাহরিতে লোড শেডিং ছিলো। ইভেন মসজিদের এসি চালাইতে না করছিলো গতবার।
অথচ ইউনূস নাকি ইসলাম বিরোধী। ইউনূস নাকি আমেরিকার দালাল। ইউনূস নাকি লিবারেল। সে আসলে ইসলাম ধ্বংস হয়ে যাবে।
ফ্যাক্ট ইজ, এতো আরাম করে রমজান পালন এই দেশের মানুষ আগে করতেই পারে নাই।
সাথে চাঁদরাতে অনুষ্ঠানের ঘোষণা দিছে। ঈদের দিন হবে বাংলা সালতানাতের ঐতিহ্যবাহী ঈদ মিছিল।
ইউনূসের হাত ধরেই আমাদের এই বাঙালি মুসলমানের ঐতিহ্য পুনরুদ্ধার শুরু হলো।
তাই লেবাস দেখে, পারসেপশন দেখে বা ধর্মের মুখোশ দেখে কে ভালো কে খারাপ প্রচার কইরেন না।
অযোগ্যরাই কেবল চুরি করে, খুন করে, গুম করে এসে তাহাজ্জুদের গল্প শোনায়।
যোগ্যরা দায়িত্ব পাইলে গল্প না শুনিয়ে মানুষের ধর্ম পালনটা সহজ আর সুন্দর করে দেয়।
একজন শাসকের জন্য এরচে বড় ইবাদত আর কী হতে পারে, বলেন তো?

গরিবের কাচ্চি ডাইন 😅😅
26/03/2025

গরিবের কাচ্চি ডাইন 😅😅

28/10/2024
😞😞😞
28/10/2024

😞😞😞

22/10/2024

কখনো কখনো নিজেকে খুশি করতেই জোর করে জেগে জেগে স্বপ্ন দেখি ।

14/10/2024

যার কাছে কিছু আশা করা হয়,
তার সামনে হক কথা বলা খুব কঠিন

08/10/2024

মুলা একটা নিরপরাধ সবজি, বায়ু ত্যাগ অথবা বায়ু দূষণের সাথে এর কোন সম্পর্ক নাই 😂😂
Fact # winteriscoming

Address

Manda
Naogaon
6510

Alerts

Be the first to know and let us send you an email when Sha-Won posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share