Shaikh Bulbul vlogs 02

Shaikh Bulbul vlogs 02 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shaikh Bulbul vlogs 02, Digital creator, কুমড়ী, Narail.

🕋, আমি একজন মুসলমান আমি নামাজি মানুষকে খুব ভালো বাসি এবং কুরআনের পথে যারা চলে তাদের কে আমি পছন্দ করি 🕋 নবীর তরিকা মতে চলাল জন্যে চিষ্টা করি ইনশাআল্লাহ 🕋আল্লাহ্ শর্ব শক্তি মান🕋

14/09/2025

যত দূরেই যাইনা কেনো থাকবো তোমার পাশে।
যেমন করে শিশির ফোঁটা জড়িয়ে থাকে ঘাসে।
সকল কষ্ট মুছে দেবো মুখের হাসি,,,,
হৃদয় থেকে বলছি তোমাকেই ভালোবাসি।

14/09/2025

শ্রাবনে ওই বৃষ্টি ধারায়
আজ শুধু তোমাকে খুঁজে বেড়াই
যদিও তুমি অনেক দূরে
তবুও রেখেছি তোমায় মন পাঁজরে
নীরবে তোমায় মিস করি সারাক্ষণ
অথচ তা তোমার কাছে আজও গোপন,,,,। অনামিকা

14/09/2025

সবার থেকে ছােটোশব্দটা হলাে
‘আমি’!
সবার থেকে মিষ্টিশব্দটা হলাে
‘ভালােবাসা’!
এবং আমার প্রিয় বন্ধুদের মধ্যে
যাকে আমি কখনাে ভুলতে
পারবাে না, সেইজন হলে
‘তুমি’।

14/09/2025

চোখে আছে কাজল
কানে আছে দুল,
ঠোট যেন রক্তে রাঙা ফুল,
মুখে মিষ্টি হাঁসি,
এমন একজন মেয়েকে👰
সত্যি আমি ভালোবাসি।

13/09/2025
12/09/2025
12/09/2025
10/09/2025

সূরা কাহফ থেকে কিছু হেদায়েতমূলক আয়াত আরবি সহ বাংলা অর্থে দিচ্ছি—

১. ঈমান রক্ষার শিক্ষা (আসহাবে কাহফ)

﴿رَبَّنَا آتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا﴾
অর্থ: “হে আমাদের প্রতিপালক! আমাদের প্রতি তোমার নিকট থেকে রহমত দান কর এবং আমাদের জন্য আমাদের কাজে সঠিক পথ প্রস্তুত করে দাও।” (সূরা কাহফ: ১০)

২. দুনিয়ার ক্ষণস্থায়িত্ব

﴿وَاضْرِبْ لَهُم مَّثَلَ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاءٍ أَنزَلْنَاهُ مِنَ السَّمَاءِ فَاخْتَلَطَ بِهِ نَبَاتُ الْأَرْضِ فَأَصْبَحَ هَشِيمًا تَذْرُوهُ الرِّيَاحُ ۗ وَكَانَ اللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ مُّقْتَدِرًا﴾
অর্থ: “তাদের সামনে দুনিয়ার জীবনের দৃষ্টান্ত বর্ণনা কর। এটি সেই পানির মতো, যা আমরা আকাশ থেকে বর্ষণ করি, ফলে জমির উদ্ভিদ এতে মিশে যায়, পরে তা শুকনো তৃণে পরিণত হয়, যাকে বাতাস ছড়িয়ে দেয়। আর আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান।” (সূরা কাহফ: ৪৫)

৩. ধন-সম্পদে অহংকার না করা

﴿وَلَوْلَا إِذْ دَخَلْتَ جَنَّتَكَ قُلْتَ مَا شَاءَ اللَّهُ لَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ﴾
অর্থ: “তুমি যখন তোমার বাগানে প্রবেশ করলে, তখন যদি বলতে, ‘আল্লাহ যা চান তাই হয়, আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই।’” (সূরা কাহফ: ৩৯)

৪. জ্ঞান ও ধৈর্যের শিক্ষা (মূসা ও খিদর আঃ)

﴿وَكَيْفَ تَصْبِرُ عَلَىٰ مَا لَمْ تُحِطْ بِهِ خُبْرًا﴾
অর্থ: “যে বিষয়ের জ্ঞান তুমি অর্জন করোনি, সে বিষয়ে তুমি ধৈর্য ধরবে কিভাবে?” (সূরা কাহফ: ৬৮)
৫. আখিরাতই মূল লক্ষ্য

﴿الْمَالُ وَالْبَنُونَ زِينَةُ الْحَيَاةِ الدُّنْيَا ۖ وَالْبَاقِيَاتُ الصَّالِحَاتُ خَيْرٌ عِندَ رَبِّكَ ثَوَابًا وَخَيْرٌ أَمَلًا﴾
অর্থ: “ধন-সম্পদ ও সন্তানরা দুনিয়ার জীবনের শোভা; আর স্থায়ী সৎকর্মসমূহ তোমার প্রভুর কাছে প্রতিদান ও প্রত্যাশার দিক থেকে উত্তম।” (সূরা কাহফ: ৪৬)

Address

কুমড়ী
Narail
QW136082

Opening Hours

11:00 - 17:00

Telephone

+8801307325198

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shaikh Bulbul vlogs 02 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shaikh Bulbul vlogs 02:

Share