
14/06/2025
ক্রিস্টিয়ানো রোনালদোর ঝাড়ু দেওয়া ছবি নিয়ে অনেকেই অনেক ধরনের ট্রোল করে, কিন্তু সবশেষে দেখলাম লামিন ইয়ামালের ইন্সটাগ্রাম পোস্ট! লামিনকে নিয়ে লিখবো পোস্টের নিচে এর আগে দুই একটা তত্ত্ব দিয়ে শুরু করি।
২০১৪ বিশ্বকাপে ‘Z’ আকৃতির চুলের ডিজাইন করেছিলেন রোনালদো। এটি ছিল এক টিউমার আক্রান্ত শিশুর প্রতি ভালোবাসার প্রতীক। শিশুটির চিকিৎসায় প্রায় ৫০,০০০ ইউরো খরচ দেন রোনালদো।
২০১৬ ইউরোতে সাংবাদিকের মাইক্রোফোন পানিতে ছুড়ে দিয়েছিলেন রোনালদো। সেই মাইক্রোফোন পরে নিলামে তোলে পর্তুগিজ চ্যানেল CMTV। প্রতিটি কলের জন্য নেওয়া হয় ০.৬০ ইউরো, আর সবচেয়ে বেশি কল করা ব্যক্তি পান মাইক্রোফোনটি। নিলাম থেকে পাওয়া পুরো অর্থ রোনালদোর জন্মস্থান মাদেইরার একটি প্রতিবন্ধী শিশু সহায়তা কেন্দ্রে দান করা হয়।
২০২১ সালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ওই ম্যাচে রোনালদোর একটি গোল বাতিল হয়ে যায়। গোল বাতিল হওয়ার ক্ষোভে নিজের আর্মব্যান্ডটি ছুঁড়ে ফেলেছিলেন পর্তুগিজ তারকা। আর সেই আর্মব্যান্ডটি নিলামে বিক্রি হয়েছে ৭৫ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৬৩ লাখ ৩৯ হাজার টাকা। এখান থেকে প্রাপ্ত অর্থ জটিল রোগে ভোগা ছয় মাস বয়সী এক শিশুর চিকিৎসায় ব্যয় করা হয়।
২০২৪ সালের এপ্রিল মাসে, ক্রিস্টিয়ানো রোনালদো যখন পর্তুগাল দলে যোগ দিয়ে স্লোভেনিয়ার লজুবলিয়ানায় একটি প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়েছিলেন, তখন তিনি Grand Plaza Hotel‑এ ছিলেন। সেই সময় তিনি যে বিছানায় ঘুমিয়েছিলেন, সেটি এবার নিলামে তোলা হলো — যেখানে বিড শুরু হয় €৫,০০০ থেকে। এই নিলামের আয় দান করা হবে একটি দাতব্য সংস্থায়।
ন্যাশনস লিগ ফাইনালে স্পেন ও পর্তুগালের মুখোমুখি হওয়ার আগ থেকে শুরু করে ম্যাচ হেরে ৩/৪ দিন যাওয়া পর্যন্ত লামিন ইয়ামাল যে নোংরামি করছে সেটা নিঃসন্দেহে মানসিক রোগের লক্ষণ। রোনালদোর ঝাড়ু দেওয়ার দৃশ্যের মতো লামিন ঝাড়ু দেওয়া ছবি তুলে আবার ময়লা দিয়ে লিখে রাখছে R।
২৫ বছর আগের রোনালদোর ঐ ঝাড়ুটা যদি খুঁজে নিলামে তোলা হয়, সেই টাকা দিয়ে লামিন ইয়ামালের মানসিক রোগের চিকিৎসার টাকা হয়ে যাবে। আর ৪০ বছর বয়সে যদি আবার ঝাড়ু হাতে নেয়, তাহলে ইয়ামালের চিকিৎসা টাকাসহ আগামী ৫/৭ বছরের থাকা-খাওয়া ও বাপ-মায়ের চিকিৎসার টাকাও উঠবে।
রোনালদোর চুলের ডিজাইন থেকে শুরু করে ফেলে দেওয়া জিনিস পর্যন্ত স্বর্ণের দামে বিক্রি হয়! আর হ্যাঁ, রোনালদোর ফেলে দেওয়া প্রথম বীর্য জায়গা মতো পড়লে দুই-চারটা লামিন এখন ইউরোপের আনাচে-কানাচে ঘুরত!