SR7 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SR7, Narail.

ক্রিস্টিয়ানো রোনালদোর ঝাড়ু দেওয়া ছবি নিয়ে অনেকেই অনেক ধরনের ট্রোল করে, কিন্তু সবশেষে দেখলাম লামিন ইয়ামালের ইন্সটাগ্রাম প...
14/06/2025

ক্রিস্টিয়ানো রোনালদোর ঝাড়ু দেওয়া ছবি নিয়ে অনেকেই অনেক ধরনের ট্রোল করে, কিন্তু সবশেষে দেখলাম লামিন ইয়ামালের ইন্সটাগ্রাম পোস্ট! লামিনকে নিয়ে লিখবো পোস্টের নিচে এর আগে দুই একটা তত্ত্ব দিয়ে শুরু করি।

২০১৪ বিশ্বকাপে ‘Z’ আকৃতির চুলের ডিজাইন করেছিলেন রোনালদো। এটি ছিল এক টিউমার আক্রান্ত শিশুর প্রতি ভালোবাসার প্রতীক। শিশুটির চিকিৎসায় প্রায় ৫০,০০০ ইউরো খরচ দেন রোনালদো।

২০১৬ ইউরোতে সাংবাদিকের মাইক্রোফোন পানিতে ছুড়ে দিয়েছিলেন রোনালদো। সেই মাইক্রোফোন পরে নিলামে তোলে পর্তুগিজ চ্যানেল CMTV। প্রতিটি কলের জন্য নেওয়া হয় ০.৬০ ইউরো, আর সবচেয়ে বেশি কল করা ব্যক্তি পান মাইক্রোফোনটি। নিলাম থেকে পাওয়া পুরো অর্থ রোনালদোর জন্মস্থান মাদেইরার একটি প্রতিবন্ধী শিশু সহায়তা কেন্দ্রে দান করা হয়।

২০২১ সালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ওই ম্যাচে রোনালদোর একটি গোল বাতিল হয়ে যায়। গোল বাতিল হওয়ার ক্ষোভে নিজের আর্মব্যান্ডটি ছুঁড়ে ফেলেছিলেন পর্তুগিজ তারকা। আর সেই আর্মব্যান্ডটি নিলামে বিক্রি হয়েছে ৭৫ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৬৩ লাখ ৩৯ হাজার টাকা। এখান থেকে প্রাপ্ত অর্থ জটিল রোগে ভোগা ছয় মাস বয়সী এক শিশুর চিকিৎসায় ব্যয় করা হয়।

২০২৪ সালের এপ্রিল মাসে, ক্রিস্টিয়ানো রোনালদো যখন পর্তুগাল দলে যোগ দিয়ে স্লোভেনিয়ার লজুবলিয়ানায় একটি প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়েছিলেন, তখন তিনি Grand Plaza Hotel‑এ ছিলেন। সেই সময় তিনি যে বিছানায় ঘুমিয়েছিলেন, সেটি এবার নিলামে তোলা হলো — যেখানে বিড শুরু হয় €৫,০০০ থেকে। এই নিলামের আয় দান করা হবে একটি দাতব্য সংস্থায়।

ন্যাশনস লিগ ফাইনালে স্পেন ও পর্তুগালের মুখোমুখি হওয়ার আগ থেকে শুরু করে ম্যাচ হেরে ৩/৪ দিন যাওয়া পর্যন্ত লামিন ইয়ামাল যে নোংরামি করছে সেটা নিঃসন্দেহে মানসিক রোগের লক্ষণ। রোনালদোর ঝাড়ু দেওয়ার দৃশ্যের মতো লামিন ঝাড়ু দেওয়া ছবি তুলে আবার ময়লা দিয়ে লিখে রাখছে R।

২৫ বছর আগের রোনালদোর ঐ ঝাড়ুটা যদি খুঁজে নিলামে তোলা হয়, সেই টাকা দিয়ে লামিন ইয়ামালের মানসিক রোগের চিকিৎসার টাকা হয়ে যাবে। আর ৪০ বছর বয়সে যদি আবার ঝাড়ু হাতে নেয়, তাহলে ইয়ামালের চিকিৎসা টাকাসহ আগামী ৫/৭ বছরের থাকা-খাওয়া ও বাপ-মায়ের চিকিৎসার টাকাও উঠবে।

রোনালদোর চুলের ডিজাইন থেকে শুরু করে ফেলে দেওয়া জিনিস পর্যন্ত স্বর্ণের দামে বিক্রি হয়! আর হ্যাঁ, রোনালদোর ফেলে দেওয়া প্রথম বীর্য জায়গা মতো পড়লে দুই-চারটা লামিন এখন ইউরোপের আনাচে-কানাচে ঘুরত!

09/06/2025

এই জয় উৎসর্গ করছি তাদের, যারা বারবার বলেছে — Cristiano Ronaldo ফুরিয়ে গেছে।

রোনালদো নিজেকে সেরা বললে একদল লোকের আগুন লেগে যায়! 🤐 ফ্যান-ফলোয়ার বাদ দিলাম, পৃথিবীর সবচে বেশি প্রফেশনাল প্লেয়াররা রোনাল...
04/02/2025

রোনালদো নিজেকে সেরা বললে একদল লোকের আগুন লেগে যায়! 🤐 ফ্যান-ফলোয়ার বাদ দিলাম, পৃথিবীর সবচে বেশি প্রফেশনাল প্লেয়াররা রোনালদোকে সেরা মনে করে, এদের একটা বিশাল অংশ বড়ই হচ্ছে রোনালদোকে আইডল হিসেবে অনুসরণ করে! অথচ নিজের চেষ্টায় নিজেকে পৃথিবীর সবচে প্রভাবশালী প্লেয়ার হিসেবে প্রতিষ্ঠিত করা রোনালদোর পথটা অন্য সবার মত ছিলো না। ব্রাজিল আর্জেন্টিনায় জন্ম নিলে হয়তো পথে-ঘাটে খেলেও প্লেয়ার হওয়া যায়, কিন্তু রোনালদো সেই পরিবেশেরও না। নিয়মিত বিশ্বকাপ খেলতে পারে না একটা দেশের প্লেয়ারের নাম সর্বকালের সেরা হিসেবে চয়েজ করা হবে - এই জিনিসটা কি পর্তুগালের মানুষই কোনদিন ভেবেছিলো?! মাদেইরার রাস্তায় ঝাড়ু দেয়ার গল্পটা না হয় বাদই দিলাম!.... এতকিছুর পরও একটা লোক যদি নিজের সেল্ফ সেটিসফ্যাকশন থেকে নিজেকে সেরা বলতে পারে তাইলে এত অর্জন কিসের জন্য? শুধুই কি লোক দেখানোর জন্য?... আপনি যদি মনে করে রোনালদো অন্য দশজনের মত নিয়ম মেনে কথা বলবে তাইলে সেটা তো আর রোনালদো হলো নাহ! 😀

©Tarek Ahmed 🖼️ T-Sports

১৮৬৩ তে ইংল্যান্ডে জন্মানো ফুটবলকে রোনালদো আমার কাছে নির্মাণ করেছে। জন্মানো এক জিনিস কিন্তু নির্মাণ আরেক জিনিস। পৃথিবী জ...
06/07/2024

১৮৬৩ তে ইংল্যান্ডে জন্মানো ফুটবলকে রোনালদো আমার কাছে নির্মাণ করেছে। জন্মানো এক জিনিস কিন্তু নির্মাণ আরেক জিনিস। পৃথিবী জুড়ে ফুটবলকে অগনিত মানুষের কাছে তৃপ্তিময় বানিয়েছে রোনালদোর দুই পা। কিন্তু ফুটবলটাও এম্বুলেন্সের মতো, জীবন বাঁচাতে হসপিটালের দিকে দ্রুত ছুটে আবার কখনো পথে গন্তব্য বদলে বাড়ী ফিরে। ঘুম ভাঙার আগে স্বপ্ন ভাঙে ফুটবলে। এম্বুলেন্সের মতোই হুট করে দিক পাল্টে ফেলে।

আর দিক বা গন্তব্য পাল্টানোর কারণে, পৃথিবী জুড়ে বহু মানুষ ঐরকম কষ্ট পায় যেমনটা এম্বুলেন্সে অক্সিজেন মাস্ক পরিহিত কোন মানুষ পায়। ইশ এই বুঝি চলে যাবো, আরেকটু থাকতে কি পারবো।

রোনালদোকে এভাবেই ইউরোর আধিপত্য থেকে হারালাম।

আমার খুব কষ্ট হচ্ছে.....এই কষ্ট ব্যাখা করার মতো নন।

আপনি মেসিকে সেরা ফুটবলার বলতেই পারেন এতে কারো কোন আপত্তি নেই৷ কিন্তু আপনি যদি বলেন ক্রিস্টিয়ানো রোনালদোও সেরা তাহলে এখনে...
27/05/2024

আপনি মেসিকে সেরা ফুটবলার বলতেই পারেন এতে কারো কোন আপত্তি নেই৷ কিন্তু আপনি যদি বলেন ক্রিস্টিয়ানো রোনালদোও সেরা তাহলে এখনে সবাই আপনাকে ভেটো দিবে৷
কারন ক্রিস্টিয়ানো রোনালদো সেরা নন! ক্রিস্টিয়ানো রোনালদো হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেরা ফুটবলার

সৌদি লীগে ৪১ বছরের ইতিহাসে ১ মৌসুমে ৩৫ গোল করার রেকর্ড একজনই করেছেন তিনি হলো ক্রিস্টিয়ানো রোনালদো৷
এর আগে এক মৌসুমে ৩৪ গোল নিয়ে এই রেকর্ডটি ধরে রেখেছিলেন রাজ্জাক হামদাল্লাহ৷
আজ রাজ্জাক হামদাল্লাহ গর্ব করে বলতেই পারেন" তাঁর রেকর্ডটা এমন একজন ফুটবলার ভেঙ্গেছে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো৷

🟡 ঐতিহাসিক 🔵
সৌদি লীগে এক মৌসুমে সবচেয়ে বেশি ৩৫ গোলের রেকর্ডটি করতে ক্রিস্টিয়ানো রোনালদো ম্যাচ খেলেছে মাত্র ৩১ টি৷

চারটি ভিন্ন দেশের ভিন্ন লীগে টপ স্কোরার হওয়া ইতিহাসের একমাত্র ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো 🐐৷
ইংলিশ প্রিমিয়ার লীগ✅
লালীগা✅
সিরিআয়া লীগ✅
সৌদি লীগ✅

এবং ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল ইতিহাসে প্রথম ফুটবলার যিনি 4 টি বিভিন্ন লীগে শীর্ষ স্কোরারের পুরস্কার অর্জন করেছেন 🌏

আমি রেকর্ডকে ফলো করিনা।
বরং রেকর্ডই আমায় ফলো করে!
🎙️ Cristiano Ronaldo

স্পোর্টস এনালিস্ট তরিকুল ইসলাম ( Tanvir)

এক সময় ফুটবলে জার্সি নাম্বারের কোন গুরুত্ব ছিলো নাহ! জার্সি নাম্বার ছিলো শুধুই সংখ্যা। পেলের ১০ নাম্বার জার্সির মধ্য দিয়...
11/05/2024

এক সময় ফুটবলে জার্সি নাম্বারের কোন গুরুত্ব ছিলো নাহ! জার্সি নাম্বার ছিলো শুধুই সংখ্যা। পেলের ১০ নাম্বার জার্সির মধ্য দিয়ে জার্সি নাম্বার মাহাত্ম্য পায়! এরপর থেকে দলের সেরা খেলোয়াড়দের গায়ে উঠে নাম্বার টেন!

কিন্তু নামটা যখন ক্রিশ্চিয়ানা রোনালদো- নিয়ম তখন আর আর নিয়ম থাকে না! স্যার এলেক্স ফার্গুসন ৭ নাম্বার জার্সি রোনালদোকে দিয়ে বলেছিলেন, "নাম্বার ৭ বলতে পৃথিবী একদিন তুমাকেই চিনবে!"

কিন্তু কে জানতো ফার্গুসনের সেই কথা অক্ষরে অক্ষরে মিলে যাবে! অবশ্য রোনালদোকে স্যার এলেক্সের চেয়ে বেশি কে ই বা চিনে! পেলের ১০ নাম্বার জার্সিতে মাহাত্ম্য দানের পর, পৃথিবীতে নাম্বার-৭ বলতে মানুষ যা বুঝে সেটা ক্রিশ্চিয়ানো রোনালদো!!!

আরেকটা জায়গায় পেলে বা ম্যারোডোনাদের সাথে রোনালদোর মিল আছে। পেলে যেমন ব্রাজিলকে পৃথিবীর সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, ম্যারাডোনা আর্জেন্টিনাকে, রোনালদোও পর্তুগালকে! কারো রেখে যাওয়া ফ্যানবেজ নয়, নিজের তৈরি করা ইতিহাসের সবচেয়ে বড় ফ্যানবেজ এখন রোনালদোর।

স্যার এলেক্স ফার্গুসনকে ধন্যবাদ রোনালদোকে সেদিন নাম্বার-১০ না দিয়ে নাম্বার-৭ তুলে দেয়ার জন্য! পরবর্তী আইকনিক জার্সি যে নাম্বার সেভেন হতে যাচ্ছে, এটা রোনালদোর জন্যই। হালের সেরা প্লেয়ার ভিনি, এমবাপ্পেরা অলরেডি এই পথে হাটা শুরু করেছেন।

Cr7- The greatest player of all time ❤️

লেখা- তারেক আহমেদ

কিভাবে বলবো, কি লিখবো, কি-ই বা টাইপিং করবো! আনন্দে তো নিজে নিজেই একা একা হাসতেছি, আবার চোখে জলও এসে যায়; যেটাকে বলে আনন্...
02/04/2024

কিভাবে বলবো, কি লিখবো, কি-ই বা টাইপিং করবো! আনন্দে তো নিজে নিজেই একা একা হাসতেছি, আবার চোখে জলও এসে যায়; যেটাকে বলে আনন্দাশ্রু! এরকম অনুভূতি আমাকে শুধু রোনালদোই দিতে পারে!

শুধু আমাকে না, আমি জানি প্রতিটা রোনালদো ভক্তেরই এমন হয়।

এইযে আজকে রোনালদোর হ্যাট্রিক, দুইটা এসিস্ট,

যেখানে অনেকেই বলে রোনালদো ফুরিয়ে গেছে, সময় শেষ এসব বলে বেড়ায় তারা কিভাবে হিসাব মেলাবেন?

লক্ষ্য করেছেন কি, হ্যাট্রিক করার পর রোনালদো ডাগআউটের দিকে দৌড়ে গিয়ে বেঞ্চে থাকা প্লেয়ারদের জড়িয়ে ধরে হ্যাট্রিকের আনন্দ ভাগাভাগি করে নিলেন। সেখানে কেউ রোনালদোর অর্ধেক বয়সেরও ছিলো।

অথচ এই রোনালদোকে আপনারা বলেন, 'সেল্ফিশ, টিমমেট হিসেবে ভালো না, ব্লা ব্লা ব্লা।' ওইযে রোনালদোকে নিয়ে বললেই তো, শিরোনাম হওয়া যায় এজন্যেও অনেকে বলে...

হ্যাট্রিকের পরে যা করেছেন সেসব বাদই দিলাম। গোল পাগল রোনালদো হ্যাট্রিকের দুই মিনিট পরে আল সোলাইহেমকে যেভাবে এসিস্ট করলো, ওটা দেখেছেন?

ওটা তো রোনালদো নিজেই গোল করতে পারতো। রোনালদোর চতুর্থ গোল হতো ম্যাচের এবং ক্যারিয়ারের ৮৮৬ গোল হতো। কিন্তু রোনালদো পাক্কা মিডফিল্ডারের মতো এসিস্ট করলো সতীর্থকে। এমন একটা এসিস্ট মার্সেলো করেছিলো রোনালদোকে, তাই না!

আসলে আরও অনেক অনেক কথা বলতে মন চাচ্ছে, তবে শত লাইন লিখেও আবেগ শেষ করতে পারবো না। তবে লাস্টে এতটুকুই বলতে চাই,

'রোনালদো খেলোয়াড় হিসেবে যেমন বিশাল তাঁর জন্যে আমার ভালোবাসাও তেমন বিশাল। হয়তবা এক মহাসমুদ্র বা এক মহাকাশ সমান।'

রোনালদো আপনি এই ছবির মতো উড়ুন সবসময়, সেটা ঊনচল্লিশেও এবং সামনে চল্লিশ, একচল্লিশেও!

© তানজিম তোহা

Happy Birthday Cristiano Ronaldo
04/02/2024

Happy Birthday Cristiano Ronaldo

সবাইকে পিছনে ফেলে ক্রিস্টিয়ানো রোনালদো ২০২৩ সালের সর্বোচ্চ গোলদাতা ৫৩ টি..! 🤍২০২৩ সালে ক্রিস্টিয়ানো রোনালদো মোট ১৫ টি  প...
27/12/2023

সবাইকে পিছনে ফেলে ক্রিস্টিয়ানো রোনালদো ২০২৩ সালের সর্বোচ্চ গোলদাতা ৫৩ টি..! 🤍
২০২৩ সালে ক্রিস্টিয়ানো রোনালদো মোট ১৫ টি পেনাল্টি নিয়েছেন" এবং ১৫ টি পেনাল্টিই সফল হয়েছেন 😇

ফুটবল ইতিহাসে একজন পরিপূর্ণ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো 👑🐐
২০২৩ এক ক্যালেন্ডারে সময়ের ৩ তারকা, এমবাপ্পে, হ্যারিকেন, হল্যান্ড এদের পিছনে ফেলে সর্বোচ্চ গোল করলো ক্রিস্টিয়ানো রোনালদো 🤍

◉ ক্রিশ্চিয়ানো রোনালদো — 53 👑🐐
◎ হ্যারি কেন — 52
◉ কাইলিয়ান এমবাপ্পে — ৫২
◎ এরলিং হ্যাল্যান্ড — ৫০
গোল্ডেন বুট লোডিং

Cristiano Ronaldo 🇵🇹🇧🇩

ইউরোপের ২৮ বছর বয়সী অনেক নামী স্ট্রাইকার পারেননি, তবে ৩৮ এর ক্রিস্তিয়ানো রোনালদো পেরেছেন। ২০২৩ সালে রোনালদোর গোল সংখ্যা ...
11/12/2023

ইউরোপের ২৮ বছর বয়সী অনেক নামী স্ট্রাইকার পারেননি, তবে ৩৮ এর ক্রিস্তিয়ানো রোনালদো পেরেছেন। ২০২৩ সালে রোনালদোর গোল সংখ্যা এখন পাক্কা ৫০...

আল শাবাবে দর্শরাও 'মেসি...মেসি...' বলে গর্জন তুলেছে, রোনালদো অবশ্য জবাবটা দিয়েছেন গোলেই। প্রতি ম্যাচেই তো তা হচ্ছে...

আল নাসরের জার্সিতে ৪০টা গোল হয়ে গেছে, ক্যারিয়ার গোল ৯০০ স্পর্শ করতে আর প্রয়োজন ৩১ গোল। দ্রুতই তো হচ্ছে, রোনালদো যে এখনো ছুটছেন। সৌদি প্রো লিগে সর্বোচ্চ, গোল অ্যাসিস্ট করা লোকটাও তো এই ক্রিস্তিয়ানোই...

৪০০ গোল করতে পারলে কতো স্ট্রাইকার নামী হয়ে যায়, সেখানে ৮ মৌসুমে ৫০ বা এরচেয়ে বেশি গোল করেছেন রোনালদো...

গোটা দুনিয়ায় এমন কেউ নেই যার ক্যারিয়ার গোল রোনালদোর চেয়ে বেশি, গোটা দুনিয়ায় এমন কেউ নেই যার ২০২৩ সালের গোল রোনালদোর চেয়ে বেশি...

ক্রিস্তিয়ানো, আপনি চিরকালীন...

©Rifat Emil

কথায় আছে,"চেনা বামুনের নাকি পৈতা লাগে না" রোনালদোর বিষয়টাও অনেকটা সমার্থক আগের ম্যাচে গোল না পাওয়া রোনালদো পরবর্তী ম্যাচ...
24/11/2023

কথায় আছে,"চেনা বামুনের নাকি পৈতা লাগে না"
রোনালদোর বিষয়টাও অনেকটা সমার্থক

আগের ম্যাচে গোল না পাওয়া রোনালদো পরবর্তী ম্যাচের জন্য সবসময়ই ভয়ংকর, যেটা তার অতীত ইতিহাসই বলে, পর্তুগালের জার্সিতে শেষ ম্যাচে গোল পাননি, এসিস্টই ছিলো স্বান্তনা
তবে আজ রোনালদো নিজেকে খুশি করলেন,, কোটি ভক্তকে খুশি করলেন, ম্যাচের ৭০মিনিট পর্যন্তও মন খারাপ করে ছিলাম, আজও গোল হবেনা? বিষয়টা এমন যে রোনালদো একদিন গোল না পেলে মন খারাপ হয় আমাদের, শুরুর হাফে বোরিং খেলা, ব্রোজোভিচ এসে ম্যাচের স্পিরিটটাই বদলে দিলো

৭৭তম মিনিটে নিদারুণ গোল,আবার ৮০তম মিনিটে চোখ জুড়ানো গোল,, গোলকিপারকে বোকা বানিয়ে একদম নিখুঁত একটি গোল, শুরুতে ভেবেছিলাম বল জালে জড়াবে না, প্রতিপক্ষের ডিফেন্ডারও কিছু বুঝতে পারেনি,, সাইডলাইনে গিয়ে রোনালদো সতীর্থদের সাথে বুনো উল্লাসে মাতবার অপেক্ষা, মূহুর্তেই স্টেডিয়ামের ভক্তদের বাধভাঙ্গা উল্লাস আমাকে জানান দিলো গোল হয়েছে 🥀🥀

আজকের খুশি ভাষায় প্রকাশের মতো নয়
যাইহোক, রোনালদোর ক্যারিয়ারের ৮৬৬ ও ৮৬৭ তম গোল দুটি আজ করলেন
২০২৩ সালের ৪৮তম গোল,, সৌদি প্রো লীগে নিজের ১৫তম গোল এবং লীগের টপ স্কোরারের পদে নিজের অবস্থানটা আরও পাকাপোক্তকরন হলো আজকের ম্যাচের মধ্য দিয়ে

রোনালদো এভাবে উড়তে থাকুক আপন ছন্দে ✌️✌️✌️💥💥

ক্রিষ্টিয়ানোরা হাজার বছরেও একবার আসে না.... নিজের অর্জন এতটাই বেশি করা উচিত যে, সেটা দেখে আপনার ঘৃণা করা মানুষ গুলো যেনো...
01/11/2023

ক্রিষ্টিয়ানোরা হাজার বছরেও একবার আসে না....
নিজের অর্জন এতটাই বেশি করা উচিত যে, সেটা দেখে আপনার ঘৃণা করা মানুষ গুলো যেনো সব সময় জ্বলতে থাকে.

আপনি ক্রিস্টিয়ানো রোনালদোকে সমালোচনা করে কখনো তাকে থামিয়ে রাখতে পারবেন না.

নিন্দুকদের সমালোচনা যদি ক্রিস্টিয়ানো রোনালদোর গায়ে লাগত তাহলে সে কখনো একজন পরিচ্ছন্ন কর্মী থেকে বিশ্বের সেরা ফুটবলার হতে পারতেন না.

মানুষের ভালোবাসা এবং ঘৃণা এই দুইটা জিনিস তাকে উজ্জীবিত করে আজকের এই ক্রিস্টিয়ানো রোনালদোকে তৈরি করছে.

একজন ক্রিস্টিয়ানো রোনালদো হওয়া শুধু কঠিন কাজ না, এটা একটা অসম্ভব ব‍্যাপার.

Cristiano Ronaldo 🐐✅

Address

Narail

Website

Alerts

Be the first to know and let us send you an email when SR7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share