FÄŻĹĖ ŔÁBBÏ

FÄŻĹĖ ŔÁBBÏ Everyone will support and follow Thank you dear friends 💗

⚡স্মৃতি থাকে শেষ পর্যন্ত, শুধু স্মৃতিই থাকে আর কিছু থাকে না💥
13/12/2024

⚡স্মৃতি থাকে শেষ পর্যন্ত,
শুধু স্মৃতিই থাকে
আর কিছু থাকে না💥

তোমার অপেক্ষায় এখনো বসে থাকা 💗✨
05/12/2024

তোমার অপেক্ষায় এখনো বসে থাকা 💗✨

07/04/2024

- কিছু দিন চুপ থেকে দেখো..😐

- যাদের সাথে তুমি কথা বলো, তারাও তোমাকে ভুলে যাবে।💔🌼

23/03/2024

কিছু মানুষ আছে, ভালোবাসা ছাড়া কিছুই দিতে পারে না। যতই ঘেন্না করার কারণ দেওয়া হোক না কেন, নিজের ভালোবাসা নিয়ে নীরবে দূরে সরে যাবে তবু ঘেন্না করবে না।💔

কিছু মানুষ আছে, বেশিক্ষন রেগে থাকতে পারে না। মন থেকে মিষ্টি করে ক্ষমা চেয়ে নিলে সব রাগ ভুলে আবার মিশে যায় আগের মতোই।

কিছু মানুষ আছে, যাদের কাছে সম্পর্কটার থেকে বড় কিছুই নয়। না নিজের ইগো, না নিজের আত্মসম্মান। নিজের ভুল না থাকলেও, ক্ষমা চেয়ে নেবে। দরজা ভিতর থেকে বন্ধ থাকলেও বাইরে বসে চুপ করে অপেক্ষা করবে।

কিছু মানুষ আছে, শত অবহেলা সয়েও অবহেলা ফেরত দিতে পারে না। নিজের মেসেজের ঘন্টার পর ঘন্টা রিপ্লাই না আসুক, ওই তরফ থেকে একটা মেসেজ এলেই সাথে সাথে রিপ্লাই করতে বসে পড়ে।

কিছু মানুষ আছে, যাদের সাথে একটু ভালোবেসে মিশলেই আপনাকে এক্কেবারে আপন করে নেবে। সব বলে দেবে গলগল করে। বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যাবে, তবু আবার ভালোবাসা পেলে আবার বিশ্বাস করে নেবে।

ওদের এ'রকম স্বভাবের জন্য ওদের কষ্টের শেষ নেই। তবু কপাল এমন, ওরা হাজার চেষ্টা করেও নিজেদের বদলাতে পারে না...🙂💔

17/03/2024

নিজেকে সময় দেও,নিজেকে নিয়ে ভাবো,নিজেকে ভালোবাসা, এর চেয়ে সুন্দর আর কিছু হতে পারেনা..!☺️✨🖤

25/02/2024

আজকের রাতের দোয়াগুলো কবুল হোক! পৃথিবীর সব বাবা মা প্রিয়জন ভালো থাকুক। সব কবরবাসী জান্নাত হোক❤️

24/02/2024

কিছু মানুষ শুধুমাত্র নামেই 'বেঁচে আছে!' ফ্যামিলি প্র`বলেম, অনিশ্চিত ক্যারিয়ার, একজনকে তীব্র ভালোবেসে তাকে না পাওয়ার বেদনা সহ নানান কারণে তারা ভেতরে ভেতরে ম-রে গেছে কবেই। এইসব কারো কারো কাছে কোন প্রবলেমই না, আসল ব্যাপরটা হচ্ছে 'যার কষ্ট সেই বুঝে!.💔

17/02/2024

- কোনো এক দিন😞

- বেলা শেষে ক্লান্ত সূর্যের মতো
- আমার জীবনের প্রদীপ টাও নিবে যাবে💔

19/09/2023

হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে গেছে 🤣

Address

Narail

Telephone

+8801917547430

Website

Alerts

Be the first to know and let us send you an email when FÄŻĹĖ ŔÁBBÏ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FÄŻĹĖ ŔÁBBÏ:

Videos

Share

Category