11/05/2025
নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামের, কৃষক ইসমাইল মোল্লা,গত ২৬ এপ্রিল শনিবার এরেন্দা হাট থেকে ধান বিক্রি কোরে নিজ বাড়ি বয়রা গ্রামে ফিরে আসার পথে,
সন্ত্রাসী কবির শেখ, সন্ত্রাসী রিপন শেখ, সন্ত্রাসী লিমন শেখ,আমাদা এবং বয়রা গ্রামের ফাকা রাস্তার ভিতরে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা ভ্যান ঠেকিয়ে
ইসমাইল মোল্লার কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেই, এসময় বাধা দেওয়ায় কৃষক ইসমাইল মোল্লা কে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে, হটিস্টিক দিয়ে পিটিয়ে আহত করে রাস্তার মধ্যে ফেলে দিয়ে, ধান বেচা টাকা ছিনতাই করে নিয়ে মটোর সাইকেলে করে পালিয়ে যায়, কিছুক্ষণ পরে স্থানীয় জনগণ এবং রাস্তার পথিকের মাধ্যমে ইসমাইল মোল্লাকে হসপিটালে নেওয়া হয়, প্রবীণ কৃষক এখন হসপিটালে পা এবং মাথার আঘাতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
এই তিন সন্ত্রাসী এখন পলাতক অবস্থায় আছে, এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষ এই ভয়ংকর দুর্ধর্ষ ছিনতাইকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাচ্ছে প্রসাশনের প্রতি।