Shoaib

Shoaib আল্লাহু আকবার

ইনশাআল্লাহ্
08/07/2025

ইনশাআল্লাহ্

04/07/2025

আসসালামু আলাইকুম,,
১৮ তম নিবন্ধন ভাইভায় অকৃতকার্য ভাই-বোনরা।

আমি গতকাল থেকে দেখছি Writ এর ব্যাপারে অকৃতকার্য মহলে একটা দ্বিধা-দ্বন্দ্ব চলছে, আমি এই বিষয়টাই একটু ক্লিয়ার করতে চাচ্ছি।

আপনারা জানেন যে, গত ১৬ জুন আইসিটি ডিপার্টমেন্টের মিলন নামের এক ভাই হাইকোর্টে রিট করেন, যার ফলে গত ০২ জুলাই রোজ বুধবার হাইকোর্ট আমাদের পক্ষে একটা রায় দেন, যা আমাদের সফলতার একধাপ এগিয়ে নিয়ে যায়।

পয়েন্ট: যেখানে স্পষ্ট ভাবে বলা আছে যে যারা রিটেন পাশ করে ভাইভায় অংশ গ্রহণ করেছেন তাদের প্রত্যেকে কে সনদ প্রদানের কথা। এখানে একটি বিষয় নিয়ে আমাদের মধ্যে যে একটা দ্বিধার সৃষ্টি হয়েছে, তাহলো যারা যারা রিটে অংশগ্রহণ করেছে বা করবে শুধু তারাই ফলাফল ভোগ করবে কিন্তু ভাইজান এটা আমাদের বোঝার ভুল, কারণ একটি মহল থেকে সবাইকে রিট করতে হয় না একজনই রিট করলেই হয়।

যার উদাহরণ হিসাবে আমি বলবো যে রিটের রায়ের উপর ছাত্র আন্দোলনের তোপের মুখে বিগত সরকার দেশ ত্যাগ করেন, সেই রিট টাও কিন্তু মুক্তিযোদ্ধা মহল থেকে এক মুক্তিযোদ্ধা সন্তান একজনেই করেছিল, সেই রায় কিন্তু শুধ রিট ওয়ালার ছিলনা, পুরো মুক্তিযোদ্ধা মহলের জন্য ছিল।

এখন যদি কেউ পুনরায় রিট করতে চান করতে পারেন এটা খুবই ভাল কথা। তবে জনমনে দ্বিধা-দ্বন্দ্ব সৃষ্টি করে নয় ভাইজান।

তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে, আমরা যে রিটে রায় পেয়েছি তা কঠোর আন্দোলনের মাধ্যমে বাস্তবায়ন করা। এক্ষেত্রে অকৃতকার্য যে ভাই ও বোনেরা যারা আছেন তারা বাসায় বসে না থেকে আপনাদের অধিকার আদায়ের জন্য এবং রিটের বাস্তবায়নের জন্য আগামী ৭,৮ ও ৯ জুলাই এর মহাসমাবেশ যোগদান করুন ঘরে বসে থেকে সনদ পাওয়া এ সহোজ না ভাইজান। মনে আপনাদের সনত আপনাকেই জয় করে নিতে হবে।

আমি আর একটা বলতে চাই এনটিআরসিএ যদি সদ্য রায়ের উপর আপিল করে সে ক্ষেত্রে মিলন ভাই ও কেন্দ্রীয় কমিটিকে সহযোগিতা করবেন। ভয়ের কোন কারণ নাই এ বিজয় আমাদের, কারণ এই সময় সেই সময় নয়।

অতীতঃ কিছুদিন আগে আপনারা দেখেছেন প্রাইমারিতে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত চাকরি প্রার্থীর হাইকোর্টের রায় তাদের বিরুদ্ধে চলে যাওযাতেও তারা কঠোর অনশণের মাধ্যমে জয় ছিনিয়ে নিতে সক্ষম হয়েছিল। তাহলে আমরা কেনো পারবো না? রায়ের আদেশ তো আমাদের পক্ষে।

আমি আবারো বলছি অকৃতকার্য ভাই-বোনেরা আপনারা দ্বিমত পোষণ না করে আগামী মহাসমাবেশে যোগ দিয়ে কেন্দ্রীয় কমিটিকে সহযোগিতা করুন, এ বিজয় আপনাদের ইনশাল্লাহ।

আশা করছি সবাই বুঝতে সক্ষম হয়েছেন? আর না বুঝে থাকলে জানাবেন ক্লিয়ার করার চেষ্ঠা করবো ইনশাল্লাহ।

পরিশেষে ধন্যবাদ জ্ঞাপন করছি,
এ সময়ের সহসী ও সূর্য সন্তান
মোঃ মিলন ভাইকে।
সেই সাথে অনেক অনেক
দোয়া ও শুভকামনা রইল
সকল সহ যোদ্ধাদের প্রতি।

ত্রুটি মার্জনীয়।

বিঃদ্রঃ নিউজ ফিড অতীব ও জরুরী।

03/07/2025

১৭ই জুলাই বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৫ এর ফলাফল প্রকাশিত হবে ইনশাআল্লাহ

আমিন
25/06/2025

আমিন

তাহলে এই হলো আসল রহস্য,এনটিআরসিএ এখন দুর্নীতির আখড়া।ধারাবাহিকভাবে স্ক্রিনশট পোস্ট করলাম।।
14/06/2025

তাহলে এই হলো আসল রহস্য,এনটিআরসিএ এখন দুর্নীতির আখড়া।ধারাবাহিকভাবে স্ক্রিনশট পোস্ট করলাম।।

12/06/2025
বিজয় হবেই ইনশাআল্লাহ্
12/06/2025

বিজয় হবেই ইনশাআল্লাহ্

Address


Alerts

Be the first to know and let us send you an email when Shoaib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shoaib:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share