মাওলানা আল আমিন হোসাইন নড়াইল

  • Home
  • Bangladesh
  • Narail
  • মাওলানা আল আমিন হোসাইন নড়াইল

মাওলানা আল আমিন হোসাইন নড়াইল সততা এবং নিষ্ঠার সাথে জীবনের বাকি সময়টুকু কাটাতে চাই।

19/09/2024
শরিকা মক্কা টাওয়ারের সিড়িতে।
08/09/2024

শরিকা মক্কা টাওয়ারের সিড়িতে।

খেলাফত মজলিস মক্কা মহানগরীর সাধারণ সভা অুস্ঠিত।২৫/৮/২৪
26/08/2024

খেলাফত মজলিস মক্কা মহানগরীর সাধারণ সভা অুস্ঠিত।২৫/৮/২৪

24/08/2024

বন্যায় ছাত্রলীগও বসে নাই, মাঠ পর্যায়ে সরাসরি কাজ করা সম্ভব হচ্ছে না বলে তারা শুধু অনলাইনেই গুজব ছড়াচ্ছে।

জিয়ারা নং ৯ লতিফ ট্রাভেল্স।
22/08/2024

জিয়ারা নং ৯ লতিফ ট্রাভেল্স।

18/08/2024

আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এই জন্য যে পবিত্র নগরীতে আসার জন্য ও পবিত্র কাবা মসজিদুল হারামে নামাজ পড়া সবার সপ্ন থাকে আল্লাহ আমাকে সেখানেই থাকার সুযোগ দিয়েছেন।

18/08/2024

আমি একটি বিষয় লক্ষ্য করেছি, বাংলাদেশের টিভি চ্যানেলের বেশিরভাগ উপস্থাপিকা মেধাহীন এবং আনস্মার্ট। তারা নিজেদেরকে স্যাভেইজ দেখাতে গিয়ে গার্বেজ হয়ে ওঠেন। কারো কারো আচরণ, বডি ল্যাংগুয়েজ, ভাষার ধরন, শব্দচয়ন এতটাই অভব্য যে তাকিয়ে দেখবার মত নয়৷ অথচ মেয়েদের ব্যাপারে এটি উল্টো হবার কথা ছিলো৷

কিন্তু আমাদের দেশেরগুলো সম্ভবত ভেবে বসেছেন, লুঙ্গি ড্যান্স কোন সিনেমার গান এটি বললেই অপনেন্টকে জব্দ করা হলো। ক্রমান্বয়ে এধরণের গর্ধভ মার্কা প্রশ্ন করলেই বুঝি তিনি যে কতটা তীক্ষ্ণবুদ্ধির সেটি প্রকাশিত হবে এবং দর্শকরা প্রশংসা করবেন। এতটা ক্ষ্যাত চিন্তা তাদের মাথায় কোত্থেকে আসে!

একজন উপস্থাপক কিংবা উপস্থাপিকাকে যেহেতু খুব অল্প কথা বলতে হয় সেহেতু তার উচিৎ টু দ্য পয়েন্টে কথা বলা। মনোভাব আর্টিকিউলেটলি প্রকাশ করা। যে বিষয়ে অনুষ্ঠান সে বিষয়ে যথাযথ ধারণা নেবার জন্য রিসার্চ করা, পড়া প্রচুর।

কিন্তু দুর্ভাগ্য আমাদের, বেশিরভাগ উপস্থাপক এবং উপস্থাপিকাই এগুলোর ধার দিয়ে যান না। তারা গেস্টদের প্রশ্ন করেন ফেইসবুকে ফাতরা পোলাপান যে ধরনের রঙ্গরস করে হুবুহু সেগুলো! মাথায় ঘিলু না থাকলে কিন্তু রূপবতী মেয়েদেরও আর রূপবতী লাগে না। সুতরাং এদিকে ট্রাই করেও লাভ নেই।

এইযে গতকাল যমুনা টিভির উপস্থাপিকা রোকসানা আনজুমান নিকোল কোটা সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে যা প্রশ্ন করলেন তাতে বোঝা গেলো তিনি অত্যন্ত ক্ষ্যাত একজন কেউ হবেন। রুমিন ফারহানাকে আয়নাঘর প্রসঙ্গে জিজ্ঞেস করেন, "হাওয়া ভবন ফিরিয়ে আনছেন?" আকাশ থেকে পড়বার অবস্থা হলো! অর্থাৎ উনি জানেনই না যে আয়নাঘর কি আর হাওয়া ভবন কি! ঘরের সাথে ভবনের মিল আছে তাই ভেবে নিয়েছেন একই কিছু হবে হয়ত! হাহাহা।

শার্ট প্যান্ট ব্লেজার পরে উপস্থাপনা করলেই যে কেউ আমানপৌর হবেন তা কিন্তু নয়। ব্রিটিশ কমেডিয়ান ফিলোমিনা কাঙ্ক সম্ভবত আপনাদেরই মিমিক করেন মক করেন। একটু পড়াশোনা করুন, একটু শিখবার চেষ্টা করুন। হাম্বল রিকোয়েস্ট। ফেইসবুকেইতো আজকাল কত দেখি শর্ট কোর্স এসব বিষয়ে। সুন্দর করে কথা বলতে শিখুন। আর কত লজ্জা নেবেন!

-ইলোরা জামান।

Address

Narail

Alerts

Be the first to know and let us send you an email when মাওলানা আল আমিন হোসাইন নড়াইল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মাওলানা আল আমিন হোসাইন নড়াইল:

Share