
19/10/2024
দূর্নীতি থেকে মুক্তি কি আমরা চাই ?
দূর্নীতি মুক্ত হতে চাইলে কেনো আমরা সরকারি চাকরী বা লাভজনক দায়িত্বে নিয়োগ পাওয়ার পূর্বের আর পরের সম্পদের হিসাবের মিল খুজি না?
দূর্নীতি থেকে মুক্তি আমি কেনো চাইবো..?
যদি দেশের আইন থাকতো, দূর্নীতির তথ্য প্রমাণ উদঘাটন করে বিচারের আওতায় যে আনতে পারবে সরকার তাকে দূর্নীতি লব্ধ সম্পদ বাজেয়াপ্ত করে উক্ত সম্পদ থেকে একটি অংশ এবং সমাজে তাকে সন্মানিত করা হবে তা-হলে হয়তো দেশের ৮০% দূর্নীতি মুক্ত হতে সময় লাগবে মাত্র ৬ মাস।