11/08/2024
দেশের ক্রিকেটকে বিপাকে ফেলে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন পালিয়েছেন লন্ডনে। যাওয়ার আগে নিশ্চয় আখেরটা ভালোভাবে গুছিয়ে নিয়েছেন। অন্যরাও লুটেপুটে খেয়ে বর্ডার ক্রসের অপেক্ষায়।
কিন্তু রাজনীতির মাশরাফী বিন মোর্ত্তজা কি করলেন? কিছুই করেননি। দেশ ছেড়ে যাওয়ার সুযোগ তার সামনেও ছিল, এখনো আছে। কিন্তু তিনি দেশ ছেড়ে পালাননি। অসৎ উপায়ে কখনো একটা পয়সা কামানোর চিন্তা করেননি। নিজের সেরা সময়ে না চাইলেও রাজনীতিতে জড়াতে হয়েছে। রাজনীতিতে আসলেও কখনও কারো ক্ষতি করেননি ভালো ছাড়া। নিজের সংসদীয় আসন অবহেলিত জনপদ নড়াইলকে দেখিয়েছেন আলোর মুখ। মুক্তিযুদ্ধের পর সেখানে কোনো এমপি যা পারেননি, সেসব করে দেখিয়েছেন। অসহায়দের পাশে থেকেছেন পুরোটা সময়। জনে জনে খোজ নিতেন কে কোন সমস্যায় আছে। সেসময় দেশের মানুষ তাকে বাহবা দিতে কার্পণ্য করেননি।
অথচ অবিশ্বাস্যভাবে বদলে যাওয়া নড়াইলের মানুষই শেষ পর্যন্ত আগুন দেয় তার বাড়িতে। হ্যা তার ভুল ছিল ছাত্রদের পাশে না দাঁড়ানো। তিনি অবশ্যই দাড়াতে পারতেন। কিন্তু আসলেই কি তিনি সেটা পারতেন? তার জায়গা থেকে তিনি সত্যিই কি কিছু করার ক্ষমতা রাখতেন?
বারবার পাশে দাড়াতে চাইলেও নানা কারনে তিনি পারেননি ছাত্রদের পাশে দাড়াতে। তাই বলে কি তার সব অবদান, অর্জন মুছে যাবে!
রাজনীতির মাশরাফীকে আপনারা গালি দেন, তাতে আফসোস নাই। কিন্তু ক্রিকেটার মাশরাফীর সব অর্জন তো ভুলে যেতে পারেননা। দেশের ক্রিকেটের স্বার্থে তো তাকে ফেরানো যায়... দেশের ক্রিকেটের অন্যতম অর্জন, সেরা অধিনায়ক খ্যাতিটাও এদেশের মানুষ দিয়েছে।
এই আপনারাই তো রাস্তায় দাড়িয়েছিলেন, "দেশের ক্রিকেটকে বাঁচাতে মাশরাফীকে বিসিবি সভাপতি চাই" শ্লোগানে!