Narailian

Narailian "ক্রীড়া-সংস্কৃতি-মুক্তিযুদ্ধ"

শুভ জন্মদিন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ 🇧🇩
25/02/2025

শুভ জন্মদিন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ 🇧🇩

22/01/2025
28/11/2024

কথা বলার স্টাইল পুরাই আগুন!
শব্দ গুলো শুদ্ধ ও স্পষ্ট কথার লাইন গুলো একেক'টা গু লা বারুদের মতো! 🔥

অভিনন্দন Srabon Hossain Sourov লোহাগড়া, নড়াইলের ছেলে।নেপাল ক্রিকেট লীগে ডাক পেয়েছে,অভিনন্দন ও শুভ কামনা।
20/10/2024

অভিনন্দন Srabon Hossain Sourov
লোহাগড়া, নড়াইলের ছেলে।
নেপাল ক্রিকেট লীগে ডাক পেয়েছে,
অভিনন্দন ও শুভ কামনা।

Happy Birthday Captain 🇧🇩
05/10/2024

Happy Birthday Captain 🇧🇩

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামান হায়াত খুলনা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলে...
23/09/2024

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামান হায়াত খুলনা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন।
অভিনন্দন ও শুভেচ্ছা রইলো স্যারের জন্য।

Sorry Captain
14/09/2024

Sorry Captain

দেশের ক্রিকেটকে বিপাকে ফেলে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন পালিয়েছেন লন্ডনে। যাওয়ার আগে নিশ্চয় আখেরটা ভালোভাবে গুছিয়ে ন...
11/08/2024

দেশের ক্রিকেটকে বিপাকে ফেলে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন পালিয়েছেন লন্ডনে। যাওয়ার আগে নিশ্চয় আখেরটা ভালোভাবে গুছিয়ে নিয়েছেন। অন্যরাও লুটেপুটে খেয়ে বর্ডার ক্রসের অপেক্ষায়।
কিন্তু রাজনীতির মাশরাফী বিন মোর্ত্তজা কি করলেন? কিছুই করেননি। দেশ ছেড়ে যাওয়ার সুযোগ তার সামনেও ছিল, এখনো আছে। কিন্তু তিনি দেশ ছেড়ে পালাননি। অসৎ উপায়ে কখনো একটা পয়সা কামানোর চিন্তা করেননি। নিজের সেরা সময়ে না চাইলেও রাজনীতিতে জড়াতে হয়েছে। রাজনীতিতে আসলেও কখনও কারো ক্ষতি করেননি ভালো ছাড়া। নিজের সংসদীয় আসন অবহেলিত জনপদ নড়াইলকে দেখিয়েছেন আলোর মুখ। মুক্তিযুদ্ধের পর সেখানে কোনো এমপি যা পারেননি, সেসব করে দেখিয়েছেন। অসহায়দের পাশে থেকেছেন পুরোটা সময়। জনে জনে খোজ নিতেন কে কোন সমস্যায় আছে। সেসময় দেশের মানুষ তাকে বাহবা দিতে কার্পণ্য করেননি।
অথচ অবিশ্বাস্যভাবে বদলে যাওয়া নড়াইলের মানুষই শেষ পর্যন্ত আগুন দেয় তার বাড়িতে। হ্যা তার ভুল ছিল ছাত্রদের পাশে না দাঁড়ানো। তিনি অবশ্যই দাড়াতে পারতেন। কিন্তু আসলেই কি তিনি সেটা পারতেন? তার জায়গা থেকে তিনি সত্যিই কি কিছু করার ক্ষমতা রাখতেন?
বারবার পাশে দাড়াতে চাইলেও নানা কারনে তিনি পারেননি ছাত্রদের পাশে দাড়াতে। তাই বলে কি তার সব অবদান, অর্জন মুছে যাবে!
রাজনীতির মাশরাফীকে আপনারা গালি দেন, তাতে আফসোস নাই। কিন্তু ক্রিকেটার মাশরাফীর সব অর্জন তো ভুলে যেতে পারেননা। দেশের ক্রিকেটের স্বার্থে তো তাকে ফেরানো যায়... দেশের ক্রিকেটের অন্যতম অর্জন, সেরা অধিনায়ক খ্যাতিটাও এদেশের মানুষ দিয়েছে।
এই আপনারাই তো রাস্তায় দাড়িয়েছিলেন, "দেশের ক্রিকেটকে বাঁচাতে মাশরাফীকে বিসিবি সভাপতি চাই" শ্লোগানে!

09/08/2024

শপথগ্রহণ অনুষ্ঠানে একজনের চেহারা দেখে বুঝলাম লাশটা এখনো তার খুনিকে ভালোবাসে!

08/08/2024

বাংলাদেশ নিয়া যেসব প্রতিবেশীরা দুশ্চিন্তায় আছেন তাদের দুশ্চিন্তা কমানোর জন্য বলতেসি আমাদের দেশের প্রধান একজন নোবেল বিজয়ী। তিনি কোন চায়ের দোকানদার না৷

07/08/2024

একজন লন্ডন যাইতেছে আরেকজন লন্ডন থেকে আসতেছে! যিনি আসতেছে তিনি যে জন্য গিয়েছিলেন,
যিনি যাচ্ছেন তিনিও সেই একই কারণে যাচ্ছেন!

Address

Narail

Alerts

Be the first to know and let us send you an email when Narailian posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category