Sonali life insurance banti metro

Sonali life insurance banti metro A trustworthy insurance company

আলহামদুলিল্লাহ! 🙏নিয়মিত বীমা দাবি পরিশোধ করা সোনালী লাইফ ইন্সুরেন্স এর অঙ্গীকার।📅 ০৭/০৭/২০২৫আজ ৪টি পলিসির Full Maturity...
07/07/2025

আলহামদুলিল্লাহ! 🙏
নিয়মিত বীমা দাবি পরিশোধ করা সোনালী লাইফ ইন্সুরেন্স এর অঙ্গীকার।

📅 ০৭/০৭/২০২৫
আজ ৪টি পলিসির Full Maturity / Survival Benefit (SB) Claim-এর আবেদন করা হয়েছে —
যার মোট পরিমাণ প্রায় ১৮ লক্ষ টাকা! 💰

এটাই প্রমাণ করে,
Sonali Life Insurance Company Limited
শুধু প্রতিশ্রুতি দেয় না —
দায়িত্বও পালন করে শতভাগ স্বচ্ছতা ও বিশ্বস্ততার সঙ্গে।

👉 আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য আজই বেছে নিন সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি ।

আলহামদুলিল্লাহ।

করবো সঞ্চয় গড়বো দেশ
স্মার্ট হবে বাংলাদেশ। সোনালী জীবন সুখের জীবন

✅ কেন সোনালী লাইফ বেস্টকেন আমি সোনালী লাইফ এ কাজ করি ❤️1. ১০০% কমিটমেন্ট➤ গ্রাহকের প্রতি পূর্ণ অঙ্গীকার ও বিশ্বাসযোগ্যতা...
27/06/2025

✅ কেন সোনালী লাইফ বেস্ট
কেন আমি সোনালী লাইফ এ কাজ করি ❤️

1. ১০০% কমিটমেন্ট
➤ গ্রাহকের প্রতি পূর্ণ অঙ্গীকার ও বিশ্বাসযোগ্যতা।
2. ম্যাচুরিটি পেমেন্টে দেরি নেই (০ দিনেই পেমেন্ট)
➤ মেয়াদপূর্তির সঙ্গে সঙ্গেই টাকা প্রদান।

3. ক্লেইম নিষ্পত্তি মাত্র ৭ দিনের মধ্যে
➤ মৃত্যুদাবি দ্রুত নিষ্পত্তির প্রতিশ্রুতি।

4. সম্পূর্ণ ডিজিটাল সুবিধা
➤ SMS, মোবাইল অ্যাপ, ও ERP সিস্টেমের মাধ্যমে আধুনিক ব্যবস্থাপনা।
5. অনলাইন পেমেন্ট সিস্টেম
➤ ঘরে বসেই কিস্তি পরিশোধের সুবিধা।

6. ৯০০ কোটি টাকার বেশি লাইফ ফান্ড
➤ শক্তিশালী আর্থিক ভিত্তি ও স্থিতিশীলতা।

7. সেরা লাভজনক পলিসি
➤ অন্যান্য বীমা কোম্পানির তুলনায় অধিক মুনাফা।

8. গ্রাহকসেবায় সেরা
➤ দ্রুত ও বন্ধুত্বপূর্ণ কাস্টমার সার্ভিস।
9. আধুনিক অফিস সুবিধা
➤ উন্নত পরিবেশে গ্রাহকসেবা।

10. ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত

➤ সুদমুক্ত ও হালাল বিনিয়োগ।

27/06/2025
আলহামদুলিল্লাহ 💜💛নির্দিষ্ট দিনে বীমাদাবী পরিশোধ করা সোনালী লাইফের অন্যতম প্রধান অঙ্গীকার।❤️‍🩹💯ফেনীর দাগনভূঁঞা উপজেলার ২ ...
26/06/2025

আলহামদুলিল্লাহ 💜💛
নির্দিষ্ট দিনে বীমাদাবী পরিশোধ করা সোনালী লাইফের অন্যতম প্রধান অঙ্গীকার।❤️‍🩹💯

ফেনীর দাগনভূঁঞা উপজেলার ২ নং রাজাপুর ইউনিয়নের কোরাইশ মুন্সি বাজারের জনাব মহিন উদ্দিন সোনালী লাইফের একজন সম্মানিত বীমা গ্রাহক।
তিনি সোনালী লাইফে একটি বীমা করেছিলেন;
যার মেয়াদপুর্তীর তাং আজ ২৬/০৬/২০২৫ ইং।

মেয়াদপূর্তী সুবিধা হিসেবে তিনি তার ব্যাংক হিসাবে বীমার লাভসহ --নয় লক্ষ পঁচানব্বই হাজার (৯.৯৫,০০০/) টাকা মাত্র নির্দিষ্ট দিনেই পেয়ে যায়। বীমা হচ্ছে সুদিনের সঞ্চয়, দুর্দিনের অবলম্বন।❤️

প্রতিদিন এভাবেই সোনালী লাইফের প্রধান কার্যালয় এবং শাখা অফিস সমূহে আমরা অসংখ্য বীমাদাবী নিষ্পত্তির কার্যক্রম সম্পন্ন করে যাচ্ছি।🤝✅

#🌺💐সোনালী_জীবন_সুখের_জীবন।💐🌹
゚viralfbreelsfypシ゚viral


☎️☎️

আমি  কেন ( সোনালীতে  ) চাকরি  করি?আমি মূলত জনসেবা করি? আমি মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করি? আমি গ্রাহক মারা গেলে তা...
26/06/2025

আমি কেন ( সোনালীতে ) চাকরি করি?
আমি মূলত জনসেবা করি?
আমি মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করি?
আমি গ্রাহক মারা গেলে তার পরিবারের পাশে দাঁড়াই?
আমি গ্রাহকের কস্টায় যেতে অর্থ সুরক্ষিত ভাবে রাখি?

আপনি বুঝেন আর নাই বুঝেন বিমার সবার জন্য প্রয়োজন?
কতটা প্রয়োজন সেটা বুঝলে আপনাকে আমার বোঝাতে হতো না?

সঞ্চয় কাকে বলে?
সঞ্চয় কেন প্রয়োজন?
কেন আমি সঞ্চয় করব?
সঞ্চয় করলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে?
আমি মারা গেলে আমার পরিবার কিভাবে চলবে?

এগুলা কখনো কি ভেবেছেন?
ভাবেন নাই ভাবার প্রয়োজন মনে করেন নাই
সঞ্চয় সম্পর্কে বুঝেন নাই বোঝার চেষ্টাও করেন নাই।

আগে আমাদের কোম্পানির সম্পর্কে জানেন?
আমাদের কোম্পানির সার্ভিস সম্পর্কে বুঝেন?
তার পর মন্তব্য করেন?


আমাদের সোনালীর চৌগাছা মেট্রো অফিসের ফারুক ইকবাল নামের একজন গ্রাহক 08/06/2025 তারিখে হঠাৎ স্ট্রোক করে মারা যায়। উনার সোনালীতে 10,00,000 লাখ টাকার বীমা অঙ্কের একটা বীমা পলিসি ছিল। 22/06/2025 তারিখে সমস্ত ডকুমেন্ট জমা দেয়ার মাত্র ৩ দিনের মাথায় 10,00000 লাখ টাকা নমিনীর একাউন্টে ঢুকে গেছে ( আলহামদুলিল্লাহ ) এভাবে সোনালী প্রতিটা ফ্যামিলির বিপদের পাশে গিয়ে দাঁড়ায় 🤝✅

🌹💐 সোনালী জীবন সুখের জীবন

🎉 নির্দিষ্ট দিনে বীমা দাবী পরিশোধ করা – সোনালী লাইফের অন্যতম প্রধান অঙ্গীকার।রাজিব সূত্রধর, সোনালী লাইফের বসুরহাট মেট্রো...
25/06/2025

🎉 নির্দিষ্ট দিনে বীমা দাবী পরিশোধ করা – সোনালী লাইফের অন্যতম প্রধান অঙ্গীকার।

রাজিব সূত্রধর, সোনালী লাইফের বসুরহাট মেট্রোর আমাদের একজন নিয়মিত ও সম্মানিত বীমা গ্রাহক।
তিনি সোনালী লাইফে একটি বীমা করেছিলেন, যার মেয়াদপূর্তির সুবিধা প্রাপ্তির নির্ধারিত তারিখ হলো ৩০/০৬/২০২৫ ইং।
✅ মেয়াদপূর্তি সুবিধা বাবদ তিনি পাচ্ছেন:
৳১,২৪,৩৭৫/- (এক লক্ষ চব্বিশ হাজার তিনশত পঁচাত্তর টাকা মাত্র)।গ্রাহক বর্তমানে বিদেশে

🧾 ইতোমধ্যে সোনালী লাইফের বারৈয়ারহাট মেট্রো অফিসে পরিশোধ সংক্রান্ত সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে।
📅 নির্ধারিত তারিখে, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বীমা দাবীর সম্পূর্ণ অর্থ পরিশোধ করা হবে।

🔰 সোনালী লাইফ প্রতিদিন অসংখ্য বীমা দাবী যথাসময়ে পরিশোধ করে গ্রাহকের আস্থা অর্জন করে চলেছে।।

✅ কেন সোনালী লাইফ বেস্ট?💪💪1. ১০০% কমিটমেন্ট➤ গ্রাহকের প্রতি পূর্ণ অঙ্গীকার ও বিশ্বাসযোগ্যতা।2. ম্যাচুরিটি পেমেন্টে দেরি ...
24/06/2025

✅ কেন সোনালী লাইফ বেস্ট?💪💪

1. ১০০% কমিটমেন্ট
➤ গ্রাহকের প্রতি পূর্ণ অঙ্গীকার ও বিশ্বাসযোগ্যতা।
2. ম্যাচুরিটি পেমেন্টে দেরি নেই (০ দিনেই পেমেন্ট)
➤ মেয়াদপূর্তির সঙ্গে সঙ্গেই টাকা প্রদান।

3. ক্লেইম নিষ্পত্তি মাত্র ৭ দিনের মধ্যে
➤ মৃত্যুদাবি দ্রুত নিষ্পত্তির প্রতিশ্রুতি।

4. সম্পূর্ণ ডিজিটাল সুবিধা
➤ SMS, মোবাইল অ্যাপ, ও ERP সিস্টেমের মাধ্যমে আধুনিক ব্যবস্থাপনা।
5. অনলাইন পেমেন্ট সিস্টেম
➤ ঘরে বসেই কিস্তি পরিশোধের সুবিধা।

6. ৮০০ কোটি টাকার বেশি লাইফ ফান্ড
➤ শক্তিশালী আর্থিক ভিত্তি ও স্থিতিশীলতা।

7. সেরা লাভজনক পলিসি
➤ অন্যান্য বীমা কোম্পানির তুলনায় অধিক মুনাফা।

8. গ্রাহকসেবায় সেরা
➤ দ্রুত ও বন্ধুত্বপূর্ণ কাস্টমার সার্ভিস।
9. আধুনিক অফিস সুবিধা
➤ উন্নত পরিবেশে গ্রাহকসেবা।

10. ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত
➤ সুদমুক্ত ও হালাল বিনিয়োগ।

📠📞 01959-172806

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সম্মানিত গ্রাহকদের কিস্তি/প্রিমিয়াম এজেন্ট কর্তৃক নগদ গ্রহণ করা হয় না। নিজে প্রিমায়াম জমাদিন ...
24/06/2025

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সম্মানিত গ্রাহকদের কিস্তি/প্রিমিয়াম এজেন্ট কর্তৃক নগদ গ্রহণ করা হয় না। নিজে প্রিমায়াম জমাদিন নিশ্চিন্ত থাকুন। ধন্যবাদ

#সোনালী_জীবন_সুখের_জীবন_

আলহামদুলিল্লাহ আমাদের সোনালী লাইফের  ২ জন গ্রাহকের চেক হস্তান্তর হয়েছে । একটি ৪ লাখ ৬৪ হাজার ৯৬২ টাকা এবং ২ লাখ ৭৫ হাজার...
24/06/2025

আলহামদুলিল্লাহ আমাদের সোনালী লাইফের ২ জন গ্রাহকের চেক হস্তান্তর হয়েছে । একটি ৪ লাখ ৬৪ হাজার ৯৬২ টাকা এবং ২ লাখ ৭৫ হাজার ম্যাচিউরিটি পাবেন।একমাএ সোনালী লাইফ ডিউ ডেটে সকল প্রকার ম্যাচিরিটির টাকা পরিশোধ করেন।

❤️💐সোনালী জীবন সুখের জীবন।💐❤️



☎️☎️

এক বিনিয়োগেই যদি আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করার পাশাপাশি পাওয়া যায় আকর্ষণীয় ট্যাক্স রিবেট? সোনালী লাইফ ইন্স্যুরেন্স দিচ্ছে...
23/06/2025

এক বিনিয়োগেই যদি আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করার পাশাপাশি পাওয়া যায় আকর্ষণীয় ট্যাক্স রিবেট? সোনালী লাইফ ইন্স্যুরেন্স দিচ্ছে এমন চমৎকার সুযোগ। আপনার আর্থিক ভবিষ্যতকে সাজাবার পরিকল্পনায় সোনালী লাইফের যেকোন একটি পলিসি কিনলেই ইন্স্যুরেন্সের সকল সুবিধা তো থাকছেই, তার সাথে পাবেন আপনার বিনিয়োগকৃত অর্থের উপর ১৫% করছাড়!

একটা স্মার্ট সিদ্ধান্তে বদলে যাক আপনার ও আপনার পরিবারের আর্থিক ভবিষ্যত। সোনালী লাইফ ইন্স্যুরেন্স সহায়তায় আছে সবসময় আপনার সাথে। আমাদের বিভিন্ন পলিসি সম্পর্কে জানতে ভিজিট করুন এই লিংকে- www.sonalilife.com


Address

Narajanganj

Telephone

+8801959172806

Website

http://www.sonalilife.com/

Alerts

Be the first to know and let us send you an email when Sonali life insurance banti metro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share