01/08/2024
প্রিয় জন্মভূমি এই দেশটাকে যে কত ভালোবাসি তা প্রথম অনুভব করেছিলাম ২০১৮ সালে হজ্বের সফরে গিয়ে!
নিঃসন্দেহে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় যাওয়ার অনুভূতি অন্যরকম ছিল যা অবর্ণনীয়।যে অনুভূতি প্রতিটা মুমিনের হৃদয়ে ঝড় তোলে,চোখ ভিজে আসে কিন্তু নিজ জন্মভূমির প্রতি ভালোবাসাও তো সহজাত প্রবৃত্তি যা স্বয়ং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামেরও ছিল।আমিও এর ব্যতিক্রম নই!উম্মত তো তাঁরই!
দেশ ছেড়ে দেড় মাসের সেই সফরের প্রতিটা জায়গায় লাল সবুজের পতাকা 🇧🇩 দেখলেই কেন জানি কান্না আসতো।
বাংলাদেশী কারো ব্যাগ,হিজাব,আইডি কার্ডে "Bangladesh" লেখা আর 🇧🇩 এই লোগো চোখে পড়লেই বুকের মধ্যে চিনচিন করে উঠতো!
এই চিনচিন ব্যাথা স্বদেশী পাওয়ার খুশিতে নাকি প্রিয় জন্মভূমির মায়ায় বুঝে উঠতে পারতাম না।
কেমন যেন এক অনুভূতি শরীরের মধ্যে তৎক্ষণাৎ বিদ্যুতের মত খেলে যেত তা ঠিক বোঝাতে পারবো না।
ঐ সময় বেশ অনুভব করেছিলাম,না রে আমার ছোট্ট গরীব দেশটারে যে আমি আসলেই অনেক ভালোবাসি!হৃদয় দিয়ে ভালোবাসি!না হলে এমন কেন হবে আমার?
একটা সবুজ চতুর্ভূজ মধ্যে লাল রঙের বৃত্তের কী এমন ক্ষমতা যে চোখে পানি এনে ছাড়বে?
অথচ আনতো।একবার দুইবার না,বারবার আনতো!কথায় বলে না,কাছে থাকলে মর্ম বোঝা যায় না,চোখের আড়াল হলে টের পাওয়া যায়।আমার বেলায়ও ঠিক তাই হয়েছিল।
দেশ ছেড়ে দূরে গিয়েই বুঝেছিলাম দেশের প্রতি কী অমোঘ টান,কী ভালোবাসা চুপিচুপি পুষে রেখেছি যা কিনা আমি নিজেই জানতাম না।
সৌদি আরব আমার প্রিয় রাসূলের দেশ,আল্লাহর নবীর দেশ, সেজন্য ভালোবাসাটা একরকম আর বাংলাদেশ আমার জন্মভূমি,যার আলোছায়ায় আমার বেড়ে ওঠা,যার প্রকৃতির গন্ধ আমার কলিজায় মিশে আছে সেই দেশের প্রতি মায়াটা আরেকরকম।(দুটোকে কেউ মেলাতে যেয়েন না!)
তাই তো বায়তুল্লাহর মুসাফির হয়েও সবুজের বুকে লাল দেশটার জন্য কলিজার মধ্যে অদ্ভুত রকম মায়া কাজ করতো!মন পুড়তো!
আমার দেশের মাটি,পানি,সবুজ প্রকৃতি আমাকে খুব করে টানতো।মরুর দেশের ধু ধু পাহাড়,ধূসর রঙের পাহাড়ের মিছিলের ভীড়ে আমি সবুজ খুঁজে ফিরতাম,পানির উৎস খুঁজে ফিরতাম।
ঠিক তখনি মনের মধ্যে এই ভাবনা গুলো ঘুরপাক খেত,
"আমার দেশটা আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে একটা আলাদা ব্লেসিং।এত ছোট একটা দেশ অথচ কী সুন্দর সবুজ,নদী নালায় ভরপুর,যেখানে সেখানে পানির উৎস,শস্য উৎপাদনে কত উর্বর এই ভূমি যা মহান রবেরই দান,তাঁরই দয়া,ভালোবাসা।শুকরিয়ায় মুখ দিয়ে বের হয়ে যেত, আলহামদুলিল্লাহ,আলহামদুলিল্লাহি রব্বিল আ'লামীন।"
শুধু আমি না,এই দেশকে যে আপনিও কতটা ভালোবাসেন তা অনুভব করতে পারবেন যদি কখনো দেশ ছেড়ে কিছুদিনের জন্য কোথাও যাওয়ার সুযোগ হয় বা অন্য দেশে গিয়ে সেটেল হওয়ার ইচ্ছা থাকে তখন।
দেশের প্রতি ভালোবাসার বর্ণনা আরো ভালো দিতে পারবেন প্রবাসী ভাইবোনেরা,যারা রুজি রোজগারের জন্য দেশের মায়া ত্যাগ করে বিদেশ বিভূঁইয়ে পড়ে আছেন বছরের পর বছর।
তাঁদের কাছে শুনলে জানা যাবে,দেশের মাটি,আকাশ,
গাছপালা,দেশের মানুষ তাঁদের হৃদয়কে কিভাবে টানে!এসব কথা ভেবে তাঁরা মানুষের অগোচরে কতটা চোখের পানি ফেলেন,তাঁদের বুকের বাম পাশে কতখানি ব্যাথা করে এই দেশটার লাগি!
যে দেশ নিয়ে এত ভালোবাসার ফিরিস্তি দিলাম,যখন দেশি সেই দেশটা আমার ভালো নেই,ভালো নেই আমার দেশের মানুষ তখন হাউমাউ করে কাঁদতে ইচ্ছা করে,পাগলের মত প্রলাপ বকে আল্লাহর কাছে বিচার দিতে ইচ্ছা করে,চিৎকার করে বলতে ইচ্ছা করে,
"আইসিইউতে চলে যাওয়া প্রিয় দেশটা আমার কবে সুস্থ হবে?সব জিনিসের দাম বাড়ে,এ দেশের মানুষের জীবনের দাম কেন বাড়ে না?কবে আবার নিশ্চিন্তে বুক ভরে শ্বাস নেবো?কবে আপনজন হারানোর আতংক ছাড়া দু'চোখের পাতা এক করে শান্তির ঘুম ঘুমাবো?
নাকি তাঁর আগেই নিজ ঘরের জানালার গ্রীল ভেদ করে জালিমের বেপরোয়া গুলি এসে বুক,মাথা ভেদ করে চিরতরে ঘুম পাড়িয়ে দিবে কেবল এই দোষে,আমি কেন এই দেশের এক হতভাগা সস্তা দেশপ্রেমিক নাগরিক?"
©