Prio卝 প্রিয়ツ

Prio卝 প্রিয়ツ আমি ইসলামী সংগীতের একজন শিক্ষার্থী। ইসলামি সংগীত শিখছি। সবার ভালোবাসা ও দোয়া চাই।

ত্রানের জন্য ৫০ হাজার টাকা তুলে ২০ হাজার টাকা ট্রাক ভাড়া ও ১০ হাজার টাকা নৌকা ভাড়া দিয়ে সেখানে ১০ জন পোলাপানের নিজেদের খ...
25/08/2024

ত্রানের জন্য ৫০ হাজার টাকা তুলে ২০ হাজার টাকা ট্রাক ভাড়া ও ১০ হাজার টাকা নৌকা ভাড়া দিয়ে সেখানে ১০ জন পোলাপানের নিজেদের খরচ ৫ হাজার টাকা মোট ৩৫ হাজার টাকা না খরচ করে, সেই ৫০ হাজার টাকা কোনো ভালো ফাউন্ডেশন/সংগঠন অথবা সেনাবাহিনীর হাতে তুলে দিলে তারা আপনার ৫০ হাজার টাকা ই বন্যাত্বদের মাঝে পৌঁছে দিতে পারবে।
এতে করে বেশি মানুষ ত্রাণ পাবে।

কিন্তু ৫০ হাজার টাকার মধ্যে ১৫ হাজার টাকার ত্রাণ নিলে থাকলোই বা কি, কয়জন ই বা পাবে?আপনাদের উদ্যোগ ভালো সেটা কে সেলুট জানাই।

কিন্তু আমাদের সবার উদ্দেশ্য তো একটাই বন্যাত্বদের মাঝে ত্রান পৌছানো তাই না! তাহলে প্রতি এলাকা ভিত্তিক মানুষ যাওয়ার তো দরকার নেই এতো টাকা খরচ করে। এর চেয়ে ভালো: যে টাকা আপনার যাওয়া আসা ও ট্রাক ভাড়া করাতে খরচ হবে সেটা বন্যাত্বরা পাক। শুধু শুধু ফেস ভ্যালুর জন্য নিজেরা ই যেতে হবে এটা তো ঠিক না।

সেখানে এলাকা ভিত্তিক সবার না গেলেও চলবে। অনেক ভলেন্টিয়ার আছে সেখানে। কিন্তু ত্রান টা যেনো বেশি মানুষ পাক সেটাই আমরা চাই।©

সব জিনিসের দাম বাড়েএ দেশের মানুষের জীবনের কেনো দাম বাড়ে না?
01/08/2024

সব জিনিসের দাম বাড়ে
এ দেশের মানুষের জীবনের কেনো দাম বাড়ে না?

প্রিয় জন্মভূমি এই দেশটাকে যে কত ভালোবাসি তা প্রথম অনুভব করেছিলাম ২০১৮ সালে হজ্বের সফরে গিয়ে!নিঃসন্দেহে পৃথিবীর সর্বশ্র...
01/08/2024

প্রিয় জন্মভূমি এই দেশটাকে যে কত ভালোবাসি তা প্রথম অনুভব করেছিলাম ২০১৮ সালে হজ্বের সফরে গিয়ে!

নিঃসন্দেহে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় যাওয়ার অনুভূতি অন্যরকম ছিল যা অবর্ণনীয়।যে অনুভূতি প্রতিটা মুমিনের হৃদয়ে ঝড় তোলে,চোখ ভিজে আসে কিন্তু নিজ জন্মভূমির প্রতি ভালোবাসাও তো সহজাত প্রবৃত্তি যা স্বয়ং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামেরও ছিল।আমিও এর ব্যতিক্রম নই!উম্মত তো তাঁরই!

দেশ ছেড়ে দেড় মাসের সেই সফরের প্রতিটা জায়গায় লাল সবুজের পতাকা 🇧🇩 দেখলেই কেন জানি কান্না আসতো।
বাংলাদেশী কারো ব্যাগ,হিজাব,আইডি কার্ডে "Bangladesh" লেখা আর 🇧🇩 এই লোগো চোখে পড়লেই বুকের মধ্যে চিনচিন করে উঠতো!

এই চিনচিন ব্যাথা স্বদেশী পাওয়ার খুশিতে নাকি প্রিয় জন্মভূমির মায়ায় বুঝে উঠতে পারতাম না।
কেমন যেন এক অনুভূতি শরীরের মধ্যে তৎক্ষণাৎ বিদ্যুতের মত খেলে যেত তা ঠিক বোঝাতে পারবো না।
ঐ সময় বেশ অনুভব করেছিলাম,না রে আমার ছোট্ট গরীব দেশটারে যে আমি আসলেই অনেক ভালোবাসি!হৃদয় দিয়ে ভালোবাসি!না হলে এমন কেন হবে আমার?

একটা সবুজ চতুর্ভূজ মধ্যে লাল রঙের বৃত্তের কী এমন ক্ষমতা যে চোখে পানি এনে ছাড়বে?
অথচ আনতো।একবার দুইবার না,বারবার আনতো!কথায় বলে না,কাছে থাকলে মর্ম বোঝা যায় না,চোখের আড়াল হলে টের পাওয়া যায়।আমার বেলায়ও ঠিক তাই হয়েছিল।
দেশ ছেড়ে দূরে গিয়েই বুঝেছিলাম দেশের প্রতি কী অমোঘ টান,কী ভালোবাসা চুপিচুপি পুষে রেখেছি যা কিনা আমি নিজেই জানতাম না।

সৌদি আরব আমার প্রিয় রাসূলের দেশ,আল্লাহর নবীর দেশ, সেজন্য ভালোবাসাটা একরকম আর বাংলাদেশ আমার জন্মভূমি,যার আলোছায়ায় আমার বেড়ে ওঠা,যার প্রকৃতির গন্ধ আমার কলিজায় মিশে আছে সেই দেশের প্রতি মায়াটা আরেকরকম।(দুটোকে কেউ মেলাতে যেয়েন না!)

তাই তো বায়তুল্লাহর মুসাফির হয়েও সবুজের বুকে লাল দেশটার জন্য কলিজার মধ্যে অদ্ভুত রকম মায়া কাজ করতো!মন পুড়তো!
আমার দেশের মাটি,পানি,সবুজ প্রকৃতি আমাকে খুব করে টানতো।মরুর দেশের ধু ধু পাহাড়,ধূসর রঙের পাহাড়ের মিছিলের ভীড়ে আমি সবুজ খুঁজে ফিরতাম,পানির উৎস খুঁজে ফিরতাম।
ঠিক তখনি মনের মধ্যে এই ভাবনা গুলো ঘুরপাক খেত,
"আমার দেশটা আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে একটা আলাদা ব্লেসিং।এত ছোট একটা দেশ অথচ কী সুন্দর সবুজ,নদী নালায় ভরপুর,যেখানে সেখানে পানির উৎস,শস্য উৎপাদনে কত উর্বর এই ভূমি যা মহান রবেরই দান,তাঁরই দয়া,ভালোবাসা।শুকরিয়ায় মুখ দিয়ে বের হয়ে যেত, আলহামদুলিল্লাহ,আলহামদুলিল্লাহি রব্বিল আ'লামীন।"

শুধু আমি না,এই দেশকে যে আপনিও কতটা ভালোবাসেন তা অনুভব করতে পারবেন যদি কখনো দেশ ছেড়ে কিছুদিনের জন্য কোথাও যাওয়ার সুযোগ হয় বা অন্য দেশে গিয়ে সেটেল হওয়ার ইচ্ছা থাকে তখন।

দেশের প্রতি ভালোবাসার বর্ণনা আরো ভালো দিতে পারবেন প্রবাসী ভাইবোনেরা,যারা রুজি রোজগারের জন্য দেশের মায়া ত্যাগ করে বিদেশ বিভূঁইয়ে পড়ে আছেন বছরের পর বছর।
তাঁদের কাছে শুনলে জানা যাবে,দেশের মাটি,আকাশ,
গাছপালা,দেশের মানুষ তাঁদের হৃদয়কে কিভাবে টানে!এসব কথা ভেবে তাঁরা মানুষের অগোচরে কতটা চোখের পানি ফেলেন,তাঁদের বুকের বাম পাশে কতখানি ব্যাথা করে এই দেশটার লাগি!

যে দেশ নিয়ে এত ভালোবাসার ফিরিস্তি দিলাম,যখন দেশি সেই দেশটা আমার ভালো নেই,ভালো নেই আমার দেশের মানুষ তখন হাউমাউ করে কাঁদতে ইচ্ছা করে,পাগলের মত প্রলাপ বকে আল্লাহর কাছে বিচার দিতে ইচ্ছা করে,চিৎকার করে বলতে ইচ্ছা করে,
"আইসিইউতে চলে যাওয়া প্রিয় দেশটা আমার কবে সুস্থ হবে?সব জিনিসের দাম বাড়ে,এ দেশের মানুষের জীবনের দাম কেন বাড়ে না?কবে আবার নিশ্চিন্তে বুক ভরে শ্বাস নেবো?কবে আপনজন হারানোর আতংক ছাড়া দু'চোখের পাতা এক করে শান্তির ঘুম ঘুমাবো?
নাকি তাঁর আগেই নিজ ঘরের জানালার গ্রীল ভেদ করে জালিমের বেপরোয়া গুলি এসে বুক,মাথা ভেদ করে চিরতরে ঘুম পাড়িয়ে দিবে কেবল এই দোষে,আমি কেন এই দেশের এক হতভাগা সস্তা দেশপ্রেমিক নাগরিক?"

©

05/04/2024

-মহান রবের স্বরনে হামদে বারি তায়ালা🤍
ভোরের হাওয়া ছুটে চলে আল্লাহ নামে শুধু✨

কভার- শিল্পী আব্দুল্লাহ আল সিয়াম

#হামদ #গজল #ইসলামিসংগীত

Today's the best Photo 🌿🥰💚💚💚💚💚💚💚💚💚💚.... beautiful   
24/04/2023

Today's the best Photo 🌿🥰
💚💚💚💚💚💚💚💚💚💚.... beautiful
 


22/04/2023

পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই

21/04/2023
19/04/2023

যারা সিজদায় পড়ে কাঁদতে কাঁদতে জায়নামাজ ভিজিয়ে ফেলেন,এই রমজান তাদের জন্য সুখ বয়ে আনুক।

যারা ভারী অন্তর নিয়ে মোনাজাত তুলে কান্না থামাতে গিয়ে আবার কেঁদে ফেলেন, এই রমজান তাদের জন্য শান্তি নিয়ে আসুক।

যারা একটা দোয়া কবুলের জন্য এই পবিত্র মাস- রমজানের জন্য অপেক্ষা করে ছিলেন; তাদের দোয়া আল্লাহ কবুল করুক।

এই মাস যেন সবার জন্য হয় রহমতের, বরকতের আর মুক্তির।সকল প্রকার দু:খ, কষ্ট কিংবা হতাশা থেকে মুক্তির৷💜
আমীন

18/04/2023

ইয়া আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করুন।
ইয়া আল্লাহ গরম হতে সকল আযাব হতে আমাদের রক্ষা করুন।
হেফাজত করুন ইয়া রব্ব💝

17/04/2023

হাঁসফাঁস করছি প্রচণ্ড গরমে। ঘামে ভিজে একাকার সারা শরীর। আকাশ মেঘাচ্ছন্ন। কারেন্ট নেই সেই সন্ধ্যা থেকে। দীর্ঘ তেলওয়াত। ভাবছি কখন শেষ হবে নামায। জান বুঝি বেড়িয়ে এলো।
ভীষণ কষ্ট হচ্ছে তাইতো?

একবার ভাবুন তো!
প্রস্তরময় তপ্ত মরুভূমিতে নির্যাতিত-নিষ্পেশিত বেলাল [রাদিআল্লাহু তাআ'লা আনহু] এর মুখে শত অত্যাচার সয়ে— আল্লাহ্ আহাদ, আল্লাহ্ আহাদ বলা শব্দটি আল্লাহ্'র কাছে কত প্রিয় আর সুমধুর ছিল!

~আদিব সালেহ।
"বেলাল [রাদিআল্লাহু তাআ'লা আনহু] র মতো আল্লাহ্ আমাদেরকে এই প্রচন্ড গরম সহ্যকরার ক্ষমতা দান করুক,, আমিন

17/04/2023

খালি গলায় অসাধারন গজল ।। New Bangal Islamic Song

11/04/2023

ইসলামি গান
শিল্পী : আব্দুল্লাহ আল সিয়াম

ভালো লাগলে শেয়ার করে দিন।
#ইসলামিক
#গজল
#রোজারগান

Address

Narajanganj

Alerts

Be the first to know and let us send you an email when Prio卝 প্রিয়ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Prio卝 প্রিয়ツ:

Share